নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পজিটিভ ইলেকট্রন

পজিটিভ ইলেকট্রন

খুব অলস একটা মানুষ । প্রযুক্তিকে অনেক ভালবাসি । আবিষ্কার এর নেশা তাড়া করে সবসময় কিন্তু কিছুই আবিষ্কার করতে পারিনি । পরিবারের সঙ্গে সময় কাটাতে অনেক ভালবাসি । ঘুরেবেড়াতে অনেক ভাললাগে । ক্রিকেট খেলা অনেক পছন্দের । বাংলাদেশের খেলা থাকলে টিভি সেট এর সামনে থেকে উঠিনা । অহংকারী মানুষ দের অনেক ঘৃণা করি । সপ্ন দেখতে অনেক ভালবাসি কিন্তু হতাশায় নিমজ্জিত

পজিটিভ ইলেকট্রন › বিস্তারিত পোস্টঃ

আসুন ৫ ওয়াক্ত নামাজ পড়ি, সুস্থ সু্ন্দর জীবন গড়ি .. ( একটা ছোট্ট হিসাব )

২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৭

একজন সুস্থ মানুষের সুস্থ থাকার জন্য সপ্তাহে কমপক্ষে ৩ থেকে ৪ দিন
৩০ থেকে ৪০ মিনিট হাঁটা উচিত !!!!

আসুন এবার একটা হিসাব কষি ...
ধরি আপনার বাসা বা অফিস থেকে নিকটস্থ মসজিদ এর দুরত্ব সর্বনিম্ন হেঁটে ৪ থেকে ৫ মিনিটের ।

দিনরাত মিলিয়ে আমাদের জন্য নামাজ ফরজ করা হয়েছে ৫ বার ...
সুতরাং একবার নামাজে যাওয়া আসা করতে লাগছে ৮ থেকে ১০ মিনিট ...
এবং ৫ ওয়াক্ত নামাজে লাগছে ১০*৫= ৫০ মিনিট ....

তাহলে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র নামাজের মাধ্যমে আমরা্ ইচ্ছা করলেই সুস্থ থাকতে পারি :) :)

আসুন এবার একটু জেনে নেই নামাজের মাধ্যমে আমাদের আর কি কি উপকার হয়

১/ নামাজে যখন সিজদা করা হয় তখন আমাদের মস্তিস্কে রক্ত দ্রুত প্রবাহিত হয়। ফলে আমাদের স্মৃতি শক্তি অনেকবৃদ্ধি পায়।

২/ নামাজের যখন আমরা দাড়াই তখন আমাদের চোখ জায়নামাজের সামনের ঠিক একটি কেন্দ্রে স্থির অবস্থানে থাকে ফলে মনোযোগ বৃদ্ধি পায়।

৩/ নামাজের মাধ্যমের আমাদের শরীরের একটি ব্যায়াম সাধিত হয়। এটি এমন একটি ব্যায়াম যা ছোট বড় সবাই করতে পারে।

৪/ নামাজের মাধ্যমে আমাদের মনের অসাধারন পরিবর্তন আসে।

৫ নামাজ সকল মানুষের দেহের কাঠামো বজায় রাখে। ফলে শারীরিক বিকলঙ্গতা লোপ পায়।

৬/ নামাজ মানুষের ত্বক পরিষ্কার রাখে যেমন ওজুর সময় আমাদের দেহের মূল্যবান অংশগুলো পরিষ্কার করা হয় এর ফলে বিভিন্ন প্রকার জীবানু হতে আমরা সুরক্ষিত থাকি।

৭/ নামাজে ওজুর সময় মুখমন্ডল ৩বার ধৌত করার ফল আমাদের মুখের ত্বক উজ্জল হয় এবং মুখের দাগ কম দেখা যায়।

৮/ ওজুর সময় মুখমন্ডল যেভাবে পরিস্কার করা হয় তাতে আমাদের মুখে একপ্রকার মেসেস তৈরি হয় ফলে আমাদের মুখের রক্ত প্রবাহ বৃদ্ধি পায় এবং বলিরেখা কমে যায়।

৯/ কিশোর বয়সে নামাজ আদায় করলে মন পবিত্র থাকে এর ফলে নানা প্রকার অসামাজিক কাজ সে বিরত থাকে।

১০/ নামাজ আদায় করলে মানুষের জীবনি শক্তি বৃদ্ধি পায়।

১১/ কেবল মাত্র নামাজের মাধ্যমেই চোখের নিয়ম মত যত্ন নেওয়া হয় ফলে অধিকাংশ নামাজ আদায় কারী মানুষের দৃষ্টি শক্তি বজায় থাকে।

আজ শুক্রবার !!!
আজকের দিনের একটাই মেসেজ . . .
আসুন ৫ ওয়াক্ত নামাজ পড়ি
সুস্থ সু্ন্দর জীবন গড়ি ...
আমিন ...

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:২৪

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: আমিন।

২| ২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৯

গ. ম. ছাকলাইন বলেছেন: খুব সুন্দর পোষ্ট দিয়েছেন ভাই। ধন্যবাদ আপনাকে।
আসলে নামাযের উপকারিতার শেষ নেই।
আর ইসলামই একমাত্র সত্য ধর্ম।

২৪ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১২

পজিটিভ ইলেকট্রন বলেছেন: :)

৩| ২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০৯

সুফিয়া বলেছেন: আসুন ৫ ওয়াক্ত নামাজ পড়ি
সুস্থ সু্ন্দর জীবন গড়ি।

শেয়ার করার জন্য ধন্যবাদ। +++++

৪| ২৪ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১৬

জাফরুল মবীন বলেছেন: খুব সুন্দর পোস্ট।ততোধিক সুন্দর অাহবান!

৫| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৭

আমি তুমি আমরা বলেছেন: সকল মুসলমানের নিয়মিত নামায আদায় করা উচিত

৬| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৯

আবু শাকিল বলেছেন: আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুক।
আমিন :)

৭| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৩৫

কলমের কালি শেষ বলেছেন: উপকারিতাগুলো বাহিরের কথা । নামাজের উদ্যেশ্য শুধুই মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি । :)

২৫ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫১

পজিটিভ ইলেকট্রন বলেছেন: জি ভাই কলমের কালি শেষ । তা তোহ অবশ্যই যে নামাজের উদ্দেশ্য শুধুমাত্র আ্ল্লাহ্ তায়ালার সন্তুষ্টি এবং আখিরাতের আখের গোছানো... ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য

৮| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৩:১১

জুয়েলইসলাম বলেছেন: আমিন

৯| ২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:২৩

ফারুক৭ বলেছেন: আমিন। ধন্যবাদ

১০| ২৫ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আল্লাহ আমাদের সবাইকে
নামাজ পড়ার তৌফিক দান করুন।
আমিন........।

১১| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৪

ভবোঘুরে মুন্না বলেছেন: সুন্দর পোষ্ট ধন্যবাদ ভাই । আজকাল এই সব পোষ্ট কেউ দেয়ই না ।।

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫২

পজিটিভ ইলেকট্রন বলেছেন: আপনার জন্য ও অনেক শুভ কামনা ভাই মু্ন্না.....। :)

১২| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৭

রিফাত ২০১০ বলেছেন: দারুণ লাগলো ভাই । আপনাকে ধন্যবাদ ।

০৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৫

পজিটিভ ইলেকট্রন বলেছেন: অনেক শুভকামনা রইলো ভাই রিফাত এর জন্য.....

১৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ ভোর ৫:২২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আমিন ।

০৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৬

পজিটিভ ইলেকট্রন বলেছেন: অনেক অনেক শুভকামনা রইলো তনিমা আপুর জন্য .....
ভালো থাকবেন ,, আমার জন্য দোয়া করবেন.....
যাযাকাল্লাহু খাইরান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.