নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পজিটিভ ইলেকট্রন

পজিটিভ ইলেকট্রন

খুব অলস একটা মানুষ । প্রযুক্তিকে অনেক ভালবাসি । আবিষ্কার এর নেশা তাড়া করে সবসময় কিন্তু কিছুই আবিষ্কার করতে পারিনি । পরিবারের সঙ্গে সময় কাটাতে অনেক ভালবাসি । ঘুরেবেড়াতে অনেক ভাললাগে । ক্রিকেট খেলা অনেক পছন্দের । বাংলাদেশের খেলা থাকলে টিভি সেট এর সামনে থেকে উঠিনা । অহংকারী মানুষ দের অনেক ঘৃণা করি । সপ্ন দেখতে অনেক ভালবাসি কিন্তু হতাশায় নিমজ্জিত

পজিটিভ ইলেকট্রন › বিস্তারিত পোস্টঃ

বিজ্ঞান , ক্যালকুলেটর এবং ছোট্ট দুইটা গল্প !!!

২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪৩

ঘটনা - ১ :



কয়েকদিন আগে দরজা জানালার পর্দা ক্রয় করিবার উদ্দেশ্য লইয়া বাসা ত্যাগ করিলাম ।



বাজারে পৌছানোর পর একটা সুন্দর দোকানে গিয়ে উপস্থিত হইয়া দোকানদার কে কিছু ছিট-কাপড় দেখানোর জন্য অনুরোধ করিলাম , দোকানদার আমার অনুরোধ শোনা মাত্র লাফাইয়া উঠিয়া কাপড় দেখানো শুরু করিলো....

আমিও অধিক মনযোগ সহকারে পর্দার ছিট দেখা শুরু করিলাম ( যদিও আমার এসব ক্ষেত্রে অভিজ্ঞতা খুবই ক্ষীণ )

তারপরও দেখিলাম এবং একটা পছন্দও করিয়া ফেলিলাম ।

আমি মুল্য জিজ্ঞাসা করিবা মাত্র দোকানদার ৩২ টা দাতঁ বের করে বলিল মাত্র ৪০ টাকা গজ ....

আমি ২০ গজ দিতে বলিলাম ...

দোকানদার সাহেব আমাকে

২০ গজই দিলেন . . .

তাকে মূল্য জিজ্ঞাসা করিবা মাত্র সে ছোটাছুটি শুরু করিলো , আমি বুঝিলাম না কেন ছোটাছুটি করিতেছেন...

কিছুক্ষন পরে বুঝিলাম সে ক্যালকুলেটর খুজিঁতেছিলো ।

দোকানদার সাহেব কিছুক্ষণ ক্যালকুলেটর অধিক মনোযোগ দিয়ে টিপাটিপি করিয়া আবারো সেই হাসি মুখ করিয়া আমাকে বলিলো ৮০০ টাকা মাত্র ।



আমি তখন শুধুই চিন্তা করিতেছি আহা ৪০ গুন ২০ সমান ৮০০ হয় , ক্যালকুলেটর ছাড়া এতো কঠিন হিসাব করা কি সোজা কথা ।



ঘটনা ২:

গতকাল গিয়েছিলাম একটি ডায়াগনস্টিক সেন্টারে একটা টেস্ট করিবার উদ্দেশ্য লইয়া ।

রিসিপশন এ যে আপুটা ছিল তাকে আমার টেস্ট টার নাম বলিলাম এবং জিজ্ঞাসা করিলাম যে এইটা করিতে কত খরচ লাগিতে পারে ???

আপু আমাকে বলিলো মাত্র ১৫০ টাকা ...

আমি টেস্ট টা করাবো বলিলাম এবং একটা রিসিট দিতে অনুরোধ করলাম ।

রিসিপশন আপু আমাকে একটা রিসিট দিল ।

রিসিপশন আপুকে আমি ১০০০ টাকার একটা নতুন নোট দিলাম ।

ওমা এখানেও দেখি আপু আমার ক্যালকুলেটর টিপাটিপি করিতেছেন !!!!!

ক্যালকুলেটর টিপিয়া আপু আমাকে ৮৫০ টাকা ফেরত দিলেন !!



আমি ভাবিলাম তাইতো ১০০০ টাকা থেকে ১৫০ টাকা বাদ দিলে তো ৮৫০ টাকাই হয় । এতো বিরাট জটিল হিসাব . . .. ক্যালকুলেটর ছাড়া ইহা করা অসম্ভব .....

<<< বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার সত্যি এক অকল্পনীয় বিশ্বের দিকে নিয়ে যাচ্ছে আমাদের একথা স্বীকার করতেই হবে তবে একথাও সত্য যে বিজ্ঞান অনেক ক্ষেত্রে আমাদের আলসেমি , বিলাসিতা , মাথা না খাটানো , ব্রেন কে কাজে না লাগানোর ক্ষেত্রে ও ভুমিকা রাখছে >>>

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:০৫

ভূতের কেচ্ছা বলেছেন: :D :D :D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.