নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পজিটিভ ইলেকট্রন

পজিটিভ ইলেকট্রন

খুব অলস একটা মানুষ । প্রযুক্তিকে অনেক ভালবাসি । আবিষ্কার এর নেশা তাড়া করে সবসময় কিন্তু কিছুই আবিষ্কার করতে পারিনি । পরিবারের সঙ্গে সময় কাটাতে অনেক ভালবাসি । ঘুরেবেড়াতে অনেক ভাললাগে । ক্রিকেট খেলা অনেক পছন্দের । বাংলাদেশের খেলা থাকলে টিভি সেট এর সামনে থেকে উঠিনা । অহংকারী মানুষ দের অনেক ঘৃণা করি । সপ্ন দেখতে অনেক ভালবাসি কিন্তু হতাশায় নিমজ্জিত

পজিটিভ ইলেকট্রন › বিস্তারিত পোস্টঃ

মা এর তুলনা শুধুই মা

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

আজ বিকেলে বাসা থেকে বাজারে আসছিলাম অটোতে চড়ে....
আমি অটোতে ওঠার পরই আমার আম্মুর বয়সী এক আন্টি উঠলো।।।
উঠেই আন্টি আমার সাথে গল্প শুরু করে দিলো.....

তার বড় ছেলে নাকি আমার বয়সী ।
আন্টি সাথে গল্পে গল্পে জানতে পারলাম তার দুই সন্তান --- বড় সন্তান আমার সাথেই ২০০৭ সাথে এস.এস.সি পাশ করে ।
ছলিমুল্লাহ তে পড়াশোনা করে এখন ইন্টার্ন করছে আর ছোট ছেলে বুয়েটে এবার কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে ।

এক কথায় রত্নগর্ভা !!!!

তার ছেলের বয়সী সন্তানদের দেখলেই তার সন্তান দের কথা নাকি খুব মনে পরে... বাসায় শুধু আন্টি আর আংকেল ই থাকে !!!! ডাক্তার ছেলেটি ঈদের পরে আর বাড়ি আসেনি....

আন্টি এতো সুন্দর করে কথা বলছিলো আর আমার শরীরে হাত বুলাচ্ছিল যেন আমার মা আমার পাশে বসে আছে....

গতকাল মা ফোন দিয়েছিলো আর কান্না কাটি করছিলো ...
অনেকদিন বাড়ি যাই না.....
আমার ও খুব খারাপ লাগছিলো , কিন্তু কিছুই করার নেই, আমরা যে চাকর ....

জীবনের সংজ্ঞা মাঝে মাঝেই অন্যরকম মনে হয়.....

আমার হাইস্কুল এর ইসলাম শিক্ষা বিভাগের শিক্ষক এর একটাই ছেলে সন্তান , আমাদের সর্ম্পকে আংকেল হয় , তিনি এখন অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স এর টিচার.... ৪-৫ বছর পর পর দেশে আসে...

স্যার অবসরে চলে গেছেন... সময় কাটেনা জন্য এখন রাস্তার পাশে মুদি খানার দোকান দিয়েছে.. মানুষ জন আসে, কথা বলে এটাই তার পাওয়া... হ্যাঁ তার ছেলে সিডনি বিশ্ববিদ্যালয়ের ই টিচার.... অথচ দেখুন শেষ বয়সে সন্তান পাশে নেই....

এটাই কি জীবন ???? মা-বাবা কত কষ্ট করে আমাদের এতো বড় করলেন , অথচ জীবনের তাগিদে, জীবিকার তাগিদে আজ ইচ্ছা থাকা স্বত্তেও তাদের পাশে থাকতে পারছি না....

আজ আন্টি টা এমন ভাবে কথা বলছিলো যেন আমি তার একেবারে নিজের ই সন্তান...

সত্যি এমন মা আছে বলেই আমরা মাকে আদর্শ, ভালবাসার প্রতীক, সম্মানের প্রতীক, শ্রদ্ধার প্রতীক, মুকুট হিসেবে রাখার প্রতীক হিসেবে দেখতে পাই......

মা এর তুলনা শুধুই মা .....

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৭

নতুন বলেছেন: মা এর তুলনা শুধুই মা .....

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:১৩

জাফরুল মবীন বলেছেন: মা এর তুলনা শুধুই মা ... -সন্দেহাতীতভাবে সত্য কথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.