নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পজিটিভ ইলেকট্রন

পজিটিভ ইলেকট্রন

খুব অলস একটা মানুষ । প্রযুক্তিকে অনেক ভালবাসি । আবিষ্কার এর নেশা তাড়া করে সবসময় কিন্তু কিছুই আবিষ্কার করতে পারিনি । পরিবারের সঙ্গে সময় কাটাতে অনেক ভালবাসি । ঘুরেবেড়াতে অনেক ভাললাগে । ক্রিকেট খেলা অনেক পছন্দের । বাংলাদেশের খেলা থাকলে টিভি সেট এর সামনে থেকে উঠিনা । অহংকারী মানুষ দের অনেক ঘৃণা করি । সপ্ন দেখতে অনেক ভালবাসি কিন্তু হতাশায় নিমজ্জিত

পজিটিভ ইলেকট্রন › বিস্তারিত পোস্টঃ

কি শিরোনাম দিবো বুঝতে পারছি না... শুধু পড়ে দেখার অনুরোধ রইলো

০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১৪



ছবিতে আমার সাথে যে ছেলেটিকে দেখছেন তার নাম ফিরোজ আহমেদ । বাবার নাম শহিদুল ইসলাম। মায়ের নাম ফিরোজা বেগম । বাড়ি গাইবান্ধার সুন্দরগন্জে।
রংপুর থেকে নাটোর যাওয়ার পথে ট্রেনে ছেলেটির সাথে আমার ট্রেনের ভেতরে যে মসজিদ থাকে সেখানে পরিচয় ।
ছেলেটি ৩০ পারা কোরআন এর হাফেজ । পড়াশোনা করছে চট্টগ্রাম এর একটি ক্বওমী মাদ্রাসাতে( নামটা বলবোনা) ।
ছেলেটি সর্ম্পকে এত কিছু জানা বা জানানোর একটি মাত্রই কারণ । সেটা হচ্ছে ছেলেটিকে তার বাবা-মা ৪ অথবা ৫ বছর বয়সে সেই ক্বওমী মাদ্রাসাতে ভর্তি করিয়েছিল । এবং সে ১০ বছর পর বাড়িতে আসার সুযোগ পেয়েছিল । আর বাড়িতে এসে ৪ দিন থেকে আবার সেই মাদ্রাসাতে চলে যাচ্ছিল ।
আমি প্রথমে কথা টা কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না যে কিভাবে সম্ভব ১০ বছর বাড়িতে আসতে না দেওয়া ।
কিন্তু তার কাছে যখন সম্পুর্ণ ঘটনা শুনলাম তখন আর অবিশ্বাস করার সুযোগ পেলাম না । সে নাকি অনেকবার আসার চেষ্টাও করেছিল কিন্তু কোনো ভাবেই তাকে আসতে দেয়া হয়নি ।
কোনো মন্তব্য করছি না শুধু মাত্র ঘটনা টা জানানোর ইচ্ছা হলো তাই জানালাম । মন্তব্য আপনাদের কাছে !!!!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

এম এ আহাদ.... বলেছেন: বিশ্বাস যোগ্ব্য না,যুক্তি সংগতো না।১০ বছর যদি জোর করে আসতে না দিতেন মদ্রাশার শিক্ষকরা,তাহলে ছেলেটার বাবা মা নাদেখে কিভাবে ছিল এত বছর।

০৯ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

পজিটিভ ইলেকট্রন বলেছেন: ছেলেটির বাবা মা কয়েকবার তো দেখা করতে গেছিলো

২| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৫৭

হোসেন মালিক বলেছেন: মাদ্রাসার নামে অভিযোগ করে যে যেমনে পারে ভাইঙ্গা খাইতেছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.