নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পজিটিভ ইলেকট্রন

পজিটিভ ইলেকট্রন

খুব অলস একটা মানুষ । প্রযুক্তিকে অনেক ভালবাসি । আবিষ্কার এর নেশা তাড়া করে সবসময় কিন্তু কিছুই আবিষ্কার করতে পারিনি । পরিবারের সঙ্গে সময় কাটাতে অনেক ভালবাসি । ঘুরেবেড়াতে অনেক ভাললাগে । ক্রিকেট খেলা অনেক পছন্দের । বাংলাদেশের খেলা থাকলে টিভি সেট এর সামনে থেকে উঠিনা । অহংকারী মানুষ দের অনেক ঘৃণা করি । সপ্ন দেখতে অনেক ভালবাসি কিন্তু হতাশায় নিমজ্জিত

পজিটিভ ইলেকট্রন › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু

১৩ ই মে, ২০১৫ রাত ৮:২০

বয়সটা কত হবে?????
৩৪/৩৫ বছর!!!!

রংপুর কারমাইকেল কলেজ এর শিক্ষক,
আজ ভোর বেলা থেকেই বুকে ব্যাথা হচ্ছিল।
সকালে হাসপাতালে নিয়ে আসার সাথে সাথে দেহ থেকে প্রাণ টা চলে গেল। চোখের সামনে মৃত্যুটা দেখলাম।

মৃত্যু কত সহজ একটা বিষয়, সব আছে আবার কিছু একটা নেই।
হ্যাঁ শ্বাস-প্রশ্বাস নেই, প্রাণটা নেই। নিথর দেহ পরে আছে।

শিক্ষক টার দুইটা ছেলে, বয়স কতই আর হবে; একটা ৬ বছর, আর একটা ৩ বছর হতে পারে। বাবার নিথর দেহের পাশে ঘোরাঘুরি করছে।
কিন্তু কিছুই বুঝতে পারছে না, সারা জীবনের জন্য কি হারিয়ে ফেলল, জানছে না। বাবা নামক বটবৃক্ষের ছায়া তার আর কোনো দিন পাবেনা।
আমি শুধু দেখতে পাচ্ছি নিষ্পাপ দুইটা মুখ মায়ের কান্না দেখছে আর এতিমের মত চেয়ে আছে।।।
এ দৃশ্যটা সত্যি সহ্য করা কষ্টকর!!!

মুহূর্তের মধ্যে সবার আহাজারি, কান্নার বৃষ্টি। সকাল বেলা অফিসে আসার পর থেকেই মনটা ভিষণ খারাপ এমন একটা মানুষের জন্য।

আমরা সবাই মনে করছি মৃত্যু টা বোধ হয় বহু দূর, আমরা সেইফ আছি। আমরা ভাল আছি।
কিন্তু আসলেই কি তাই?????

আমরা যেই মৃত্যুকে দুরে মনে করছি, পালিয়ে বেড়াচ্ছি, সে কিন্তু আমাদের পিছু পিছু ই আছে।
গতকাল আবারো নেপালে ভুমিকম্প হল, আমরা অনুভব করলাম, ভয় পেলাম, স্ট্যাটাস দিলাম।

কিন্তু মসজিদে দেখা গেল আগের মতই দুই-তিন কাতার ই পূরণ হয়না।।।।
এত এত সতর্ক বার্তা, তবু বোধ হয় আমরা সতর্ক না।।।
একটা মানুষের মৃত্যুর কথা শোনা আর কাছ থেকে দেখার মধ্যে বিস্তর ফারাক।।

আমরা সবাই আল্টিমেট ডেস্টিনেশন জানার পরও বোধ হয় পালিয়ে বেড়াচ্ছি তার কাছ থেকে।।।
কিন্তু আদৌ কি পারবো, কেউ কি পেরেছে?????

আচ্ছা পৃথিবীতে এত এত অলৌকিক ঘটনা ঘটছে, কই ২০০ বছর এর একটা মানুষ বেচেঁ আছে এমন তো জানতে পারিনা।।।।????

পৃথিবী আমার আসল ঠিকানা নয়,
কেন এই মানুষের বন্ধন,
কেন মিছে মায়া পৃথিবীর ক্রন্দন।
পৃথিবী আমার আসল ঠিকানা নয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.