নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পজিটিভ ইলেকট্রন

পজিটিভ ইলেকট্রন

খুব অলস একটা মানুষ । প্রযুক্তিকে অনেক ভালবাসি । আবিষ্কার এর নেশা তাড়া করে সবসময় কিন্তু কিছুই আবিষ্কার করতে পারিনি । পরিবারের সঙ্গে সময় কাটাতে অনেক ভালবাসি । ঘুরেবেড়াতে অনেক ভাললাগে । ক্রিকেট খেলা অনেক পছন্দের । বাংলাদেশের খেলা থাকলে টিভি সেট এর সামনে থেকে উঠিনা । অহংকারী মানুষ দের অনেক ঘৃণা করি । সপ্ন দেখতে অনেক ভালবাসি কিন্তু হতাশায় নিমজ্জিত

পজিটিভ ইলেকট্রন › বিস্তারিত পোস্টঃ

অসমাপ্ত রহস্য (সত্য ঘটনা)

১৩ ই মে, ২০১৫ রাত ৮:২১

ঘটনাটা ঘটেছিল এক বছর আগে ভাদ্র মাসে !! তখন আমি সিলেটে ছিলাম । প্রচন্ড রকমের গরম !!!

সেই মুহূর্তে আমার অনিদ্রা রোগ ছিল; প্রতিদিন দুই তিনটা করে ক্লোনাজেপাম .৫ খেলেও ঘুম আসতো না ।।
বিছানায় শোয়ামাত্রই ঘুমুতে পারতাম না, অজানা কিছু আতংক চারিদিক থেকে আমায় গ্রাস করতো, বুকের মাঝখানে সব আতংক ভর করতো ।
এ কাত থেকে সে কাত, আবার সে কাত থেকে এ কাত করতে হতো; অনেক রাত পর্যন্ত জেগে থাকতে হতো এভাবে ।

যে রাতের কথা বলছি, সে রাতে অসহ্য গরম পড়েছিল । আমার বাসাটা ছিল একেবারেই পাহাড়ের গা ঘেসে । বাংলো টাইপের অসম্ভব সুন্দর একটা বাসা । ছাদ থেকে পুরো উচুঁ নিচু পাহাড় দেখা যেত । পাহাড়ে চা বাগান ছিল , মাঝে মাঝে শেয়াল এর ডাক শোনা যেত ।
সেই রাত টিতে অসহ্য গরমের কারণে আমি একা একাই ছাদে গেলাম । অনেকক্ষণ ছাদে হাঁটাহাটি করলাম । ছাদ ও তেতে ছিল । এক ফোঁটা বাতাস নেই । একটা ভেজা গামছা গায়ে জড়িয়ে রাত প্রায় ১ টা পর্যন্ত ছাদের রেলিং এ বসে রইলাম । শরীর টা হাল্কা শীতল হলো, তখন একটু ঝিমুনির মতো ধরল ।

বিছানায় এসে শুয়েছি, হঠাৎ পাশের ঘরে শব্দ হতে লাগল । আমার কলিগ আবার সেদিন মৌলভীবাজার এ ছিল । পুরো বাসাতে আমি একাই ।
আমি বেশ অবাকই হলাম , কারণ পাশের ঘর তালাবদ্ধ । আমার ঘর থেকে পাশের ঘরে যাওয়ার একটা দরজা আছে, কিন্তু সেই দরজা ভেতর থেকে বন্ধ । প্রথমে ভাবলাম ইঁদুর বা বেড়াল টেরাল হবে । কিন্তু কেন জানি ফিসফাস শব্দ আসছিল । মনে হচ্ছে দুই তিন জন মানুষ আছে ; আমার মনে হল আমি হাসির শব্দ ও শুনতে পেলাম ।
আমার শরীর ভয়ে আরো বেশি শীতল হতে লাগলো, একটু সাহস নিয়েই বললাম—কে ??? কে ওখানে ??? সঙ্গে সঙ্গে সব শব্দ থেমে গেল ।
আমি কৌতুহলী মন নিয়ে দরজায় হাত রাখলাম আর সাথে সাথে দরজা হালকা খুলে গেল ।।

ভেতরে যা দেখলাম ; তা দেখে আমি তো পুরাই থ.........

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৫ রাত ৮:৩১

জিয়া উদ্দিন আহমেদ বলেছেন: কি দেকিচ্ছেন?

২| ১৩ ই মে, ২০১৫ রাত ৮:৪৪

প্রামানিক বলেছেন: কি দেখলেন ভাই সেটা তো বললেন না।

৩| ১৩ ই মে, ২০১৫ রাত ১১:৩২

মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: মজা লন? B-)

১৪ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

পজিটিভ ইলেকট্রন বলেছেন: হুমম ভাই । মজা লই ..। :P :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.