নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পজিটিভ ইলেকট্রন

পজিটিভ ইলেকট্রন

খুব অলস একটা মানুষ । প্রযুক্তিকে অনেক ভালবাসি । আবিষ্কার এর নেশা তাড়া করে সবসময় কিন্তু কিছুই আবিষ্কার করতে পারিনি । পরিবারের সঙ্গে সময় কাটাতে অনেক ভালবাসি । ঘুরেবেড়াতে অনেক ভাললাগে । ক্রিকেট খেলা অনেক পছন্দের । বাংলাদেশের খেলা থাকলে টিভি সেট এর সামনে থেকে উঠিনা । অহংকারী মানুষ দের অনেক ঘৃণা করি । সপ্ন দেখতে অনেক ভালবাসি কিন্তু হতাশায় নিমজ্জিত

পজিটিভ ইলেকট্রন › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা

০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১০

সব মানুষই আসলে ভালবাসার কাঙাল!!!
সবাই ভালবাসা পেতে চায়, ভালবাসা পেতে কার না ভাল লাগে বলেন!
আর আমার তো মনে হয় পৃথিবীর সব মানুষের, সব কাজ কর্মের পেছনেই ভালবাসা পাওয়ার প্রচন্ড আকাঙ্খাই ইন্ধন হিসেবে কাজ করে।

মা বাবার ভালবাসা পেতে চায়,
বাবা মার ভালবাসা পেতে চায়,
ভাই বোনের ভালবাসা পেতে চায়,
বোন ভাইয়ের ভালবাসা পেতে চায়,
সন্তান পিতামাতার ভালবাসা চায়,
পিতামাতা সন্তানের ভালবাসা চায়।।।
স্বামী স্ত্রীর ভালবাসা চায়,
স্ত্রী স্বামীর ভালবাসা চায়,
বন্ধু বন্ধুর ভালবাসা চায়,
ছোট কর্মকর্তা বস এর ভালবাসা চায়!!!

আমরা সবাই চাই ভালবাসা, সম্মান, একটা শেকড়!!
আমি বলি পৃথিবীর অপর নাম লাভ!!
আর যদি অন্য ভাবে বলি তাহলে, এভরি থিংক ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার!!!
তবে আমি যুদ্ধ চাইনা আমি ভালবাসা চাই!!!
মানুষে মানুষে ভালবাসা,
এক দেশের মানুষের প্রতি অন্য দেশের মানুষের ভালবাসা,
সকল জীবের প্রতি প্রেম!!!
ভালবাসা অমর হয়ে রয়!!!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৪

আমি মিন্টু বলেছেন: ঠিক বলেছেন সব কিছুর মূলেই শুধুই ভালোবাসা । :)

২| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫২

আজমান আন্দালিব বলেছেন: ভালোবাসা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.