নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পজিটিভ ইলেকট্রন

পজিটিভ ইলেকট্রন

খুব অলস একটা মানুষ । প্রযুক্তিকে অনেক ভালবাসি । আবিষ্কার এর নেশা তাড়া করে সবসময় কিন্তু কিছুই আবিষ্কার করতে পারিনি । পরিবারের সঙ্গে সময় কাটাতে অনেক ভালবাসি । ঘুরেবেড়াতে অনেক ভাললাগে । ক্রিকেট খেলা অনেক পছন্দের । বাংলাদেশের খেলা থাকলে টিভি সেট এর সামনে থেকে উঠিনা । অহংকারী মানুষ দের অনেক ঘৃণা করি । সপ্ন দেখতে অনেক ভালবাসি কিন্তু হতাশায় নিমজ্জিত

পজিটিভ ইলেকট্রন › বিস্তারিত পোস্টঃ

পরিসংখ্যান

৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৪১

পরিসংখ্যান শব্দটা আমার কাছে অত্যন্ত হাস্যকর একটা শব্দ শোনায়।
এর দ্বারা অনেক সময় মিথ্যাকে সত্যকে রুপান্তরও করা হয় বলে আমি মনে করি। আবার কঠিন সত্যও মিথ্যা হয়ে যায়।

এই যেমন,
১ জন লোকের মাসিক বেতন ৫ লাখ টাকা,
আর ১ জনের ২০ হাজার টাকা;
২ জনের গড় বেতন লাখ টাকার ওপরে।
এবং পরিসংখ্যানেও গড় বেতন থাকবে লাখ টাকার ওপরে।

আবার ১ জন মানুষের শরীরের নিচের অংশ রাখা আছে (-৫০ ডিগ্রি সেলসিয়াসে)
আর ওপরের অর্ধেক রাখা আছে (+৭০ ডিগ্রি সেলসিয়াসে), অর্থাৎ মানুষটা এখন স্বাভাবিক +২০ ডিগ্রি সেলসিয়াসে আরামে আছে।

অথচ বাস্তবে দেখা যাবে লোকটা ঠান্ডা আর গরমে ইতোমধ্যে হয়তবা মারা পড়েছে।

আবার বলা হয়ে থাকে,
বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়েছে।
যেটা পরিসংখ্যান এ বলা হচ্ছে।

অথচ আমরা যদি আশেপাশে তাকাই, দেখা যাবে আগে দাদা/নানা রা ৭০/৮০ বছর বয়সে মারা যেত, এখন অনেকে ৫০ এর আগেই মারা যাচ্ছে। ৬০/৬৫ মাশাআল্লাহ্।

পরে হিসেব করে দেখা গেল,
আগে জন্মের সময় মৃত্যুহার অনেক বেশি ছিল তাই গড় আয়ু হয়ে যাচ্ছিল কম,
এখন শিশুমৃত্যুহার অনেক কমে গেছে তাই গড় আয়ু বেড়ে গেছে....

এইজন্যই বোধহয় রসিকজনরা বলে থাকে

মিথ্যা তিন প্রকার-
সাধারণ মিথ্যা,
ডাহা মিথ্যা, ও
পরিসংখ্যান।।। :) :)

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৫৩

কালীদাস বলেছেন: লেখাটা কি আপনার নিজের? পার্টগুলো আগেও দেখেছি অনেকবার।

প্রথমটার ক্ষেত্রে লজিকালি এরিথমেটিক মিন কেউ ইউজ করবে না; এটা বেসিক স্ট্যাটের কথা। করলে এরকম অদ্ভুত রেজাল্ট আসবেই।

সেকেন্ডটা পুরাই অবাস্তব একটা এক্সাম্পল। এবং শুধু মিন দিয়ে সারা দুনিয়া এক্সপ্লেন করতে চাওয়ার আরেকটা প্রবণতা।

ওকে, থার্ডটায় আলোচনার অবকাশ আছে। গড় আয়ু কিভাবে এস্টিমেট করে, পুরো মেকানিজমটা এবং মানুষের লাইফ স্প্যান পুরোটা ডিকম্পোজ করে দেখালে এটার সত্যতা দেখান যাবে। জিনিষটা মাথায় রাখলাম, পরে কোনদিন সময় পেলে ডিটেইলড পোস্ট করব।

৩১ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:০৩

পজিটিভ ইলেকট্রন বলেছেন: কালীদাস ভাই,
হ্যাঁ লেখাটা আমার নিজেরই ।
প্রথমটার ক্ষেত্রে অদ্ভুত রেজাল্ট আসলেও এটাই বাস্তব ।
হয়ত এভাবেই জিডিপি, উন্নয়নশীল দেশ এরকম অনেক টার্ম চলে আসে।
পরে দেখা যায় একজন রিকশা চালকের ইনকামের সাথে কোটিপতির ইনকাম এক করে
রিকশা চালকেও লাখ টাকা বেতনের ধরে নেয়া হয়।

হ্যাঁ, সেকেন্ড টা পুরোটাই আমার ধারণা থেকে ।
আর থার্ড টার ক্ষেত্রে, আপনার কাছ থেকে বেটার এক্সপ্লানেশন এর অপেক্ষায় রইলাম ।

২| ৩১ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:২০

ক্স বলেছেন: বাংলাদেশে ১ জন লোকের মাসিক বেতন যদি ৫ লাখ টাকা হয়, তবে অন্তত ১০ লাখ লোকের মাসিক ইনকাম ২০,০০০ টাকা হবে। স্যাম্পল সিলেকশন এমনভাবে করতে হবে যেন নমুনা বিচ্যুতি মিনিমাম লেভেলে থাকে।

বাংলাদেশে পার ক্যাপিটা জিডিপি ১৪০০ ডলার। কিন্তু লক্ষ্যণীয় যে বাংলাদেশের জনসংখ্যা যদি ১৭ কোটি হয়, তবে এই জিডিপিতে অন্তত ৭ কোটি মানুষের কোন অবদান নেই। ৩ কোটি বেকার এবং ৪ কোটি নির্ভরশীল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.