নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পজিটিভ ইলেকট্রন

পজিটিভ ইলেকট্রন

খুব অলস একটা মানুষ । প্রযুক্তিকে অনেক ভালবাসি । আবিষ্কার এর নেশা তাড়া করে সবসময় কিন্তু কিছুই আবিষ্কার করতে পারিনি । পরিবারের সঙ্গে সময় কাটাতে অনেক ভালবাসি । ঘুরেবেড়াতে অনেক ভাললাগে । ক্রিকেট খেলা অনেক পছন্দের । বাংলাদেশের খেলা থাকলে টিভি সেট এর সামনে থেকে উঠিনা । অহংকারী মানুষ দের অনেক ঘৃণা করি । সপ্ন দেখতে অনেক ভালবাসি কিন্তু হতাশায় নিমজ্জিত

পজিটিভ ইলেকট্রন › বিস্তারিত পোস্টঃ

আমার বাংলাদেশ

৩১ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:১২

+++লোকটা আমাকে বলল, এই দেশে স্থায়ীভাবে বসবাস করার জন্য একটা যথোপযুক্ত কারণ আমাকে বলেন-

+++আমি বললাম, তা আপনি বিদেশে সেটেলড হতে চাচ্ছেন কেন??

++উনি আমাকে এক প্রঃশ্বাসে কারণগুলো বলা শুরু করলেনঃ

দ্রব্য মূল্যের অযৌক্তিকভাবে বৃদ্ধি,
ট্রাফিক জ্যামে ঘন্টার পর ঘন্টা,
জব মার্কেটে বেহাল দশা,

টাকা ইনকামের নামে অপ্রয়োজনীয় সিজার,
এক্সপায়ার হওয়া রিএজেন্ট দিয়ে রোগের ডায়াগনোসিস,
অ্যান্টিবায়োটিক এর যাচ্ছে তাই ব্যবহার,
সরকারি প্রতিটি সেক্টরে সীমাহীন দূর্নীতি,

রাজনীতির নাম করে অনৈতিক হ্যাডম দেখানো,
প্রতিটি খাবারে অতিরিক্ত রাসায়নিক এর ব্যবহার,
মুরগী থেকে শুরু করে সকল আমিষে শিসার যাচ্ছে তাই ব্যবহার,
খাবারের নামে বিষ খাওয়া,
অনিয়ন্ত্রিত সড়ক দুর্ঘটনা,
বাতাসে ধুলার পরিমাণ খারাপের শেষ পর্যায়ে,
সন্তানদের পড়াশোনার নামে শুধু জিপিএ ৫ এর নামে কোয়ালিটির চেয়ে কোয়ান্টিটির পরিমাণ বাড়ানো,
ভর্তি বানিজ্য,
ভাল স্কুলের নামে গলা কাটা খরচ,

রাস্তায় দাড়িয়ে থাকলে, সুযোগ পেলেই আপনাকে তুলে নেয়া হচ্ছে গাড়িতে, তারপর ল্যাপটপ, মোবাইল এমনকি কার্ড থেকে টাকাও তুলে নেয়া হচ্ছে এবং শেষে ছিনতাই কারি রা আপনাকে ফেলে দিয়ে যাচ্ছে মৃতপ্রায় অবস্থায়,
পুলিশের সাহায্য চাওয়াতে তারা(পুলিশেরা) আরও হয়রানি বেশি করছে,

৫ টা মৌলিক চাহিদার মধ্যে,
৩ টি হল, খাদ্য, চিকিৎসা আর শিক্ষা।
যেগুলোর মেরুদণ্ড ভাঙতে আর খুব বেশি দেরি নেই।।।

++ ভাই তাই বলে বিদেশে সেটেলড, দেশপ্রেম বলে কিছু নেই....????

++ হাসালেন ভাই,
দেশপ্রেম???

যাদের মাধ্যমে এদেশ এগিয়ে যাবে, যারা ক্ষমতায় থাকেন,
সেই এমপি. মন্ত্রী, ব্যবসায়ী নামের রক্তচোষা, তাদের কিন্তু বেশির ভাগের সন্তানেরাই আজ কানাডা, অস্ট্রেলিয়া আর আমেরিকায় সেটেলড হচ্ছে।

খবর নিয়ে দেখেন, হয় তাদের সন্তানেরা বিদেশের নাগরিক, না হলে ইতোমধ্যে নাগরিক হয়ে স্থায়ী বসবাস ও করছে।
এজন্য তাদের দেশ নিয়ে কোনো চিন্তা নেই।
আর ভুলেও রাজনীতিবিদ দের সম্পদের হিসাব নিতে যাবেন না, অজ্ঞান হয়ে যাবেন।।

আর তাছাড়া আমরা বিদেশ থেকে যে পরিমাণ রেমিটেন্স পাঠাই তার কারণেই তো আজ সরকার গর্ব করে রিজার্ভের কথা বলতে পারে।
অথচ আমরাই দেশে আসলে বিমান বন্দরের পুলিশের মাধ্যমে হেনস্তা হতে হয়,
যারপরনাই খারাপ আচরণ এর শিকার যেন নিত্য সঙ্গী।।
আপনারা তো দেশে থাকেন, কতটুকু ট্যাক্স দিয়ে দেশকে এগিয়ে নিয়েছেন???
যারা দেশপ্রেম দেখায়, তাদের সম্পদের পরিমাণ একটু খোঁজ নিয়ে দেখেন।।।।

++ ভাই তাই বলে বিদেশে সেটেলড???

হ্যাঁ ভাই, আর তার কারণ হচ্ছে,
তারা ওজনে কম দেয় না, ভেজাল দেয়না, জ্যাম থাকেনা, অনৈতিক ভাবে দ্রব্যমূল্যের দাম বাড়ায় না, শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী, প্রশ্ন ফাঁস হয়না, চিকিৎসা ব্যবস্থা ভাল,

সর্বোপরি, তারা মানুষ হিসেবে অন্য মানুষের ক্ষতি চায়না।।

তবু........

হ্যাঁ, তবু এত এত ক্ষোভের পরেও, মন থেকে চাই, আমার দেশও সোনার বাংলা হিসেবে গড়ে ওঠুক, আমার জন্মস্থান,

মাতৃভূমি নিয়ে গর্ব করতে চাই,
কারণ আমাদের কেউ স্বাধীনতা দেয়নি,
আমরা স্বাধীনতা কে ছিনিয়ে এনেছি,
আমরাই একমাত্র জাতি, যারা ভাষার জন্য যুদ্ধ করে হাজার প্রাণের বিনিময়ে মায়ের ভাষায় কথা বলছি,

আমাদের আছে এক গৌরবোজ্জ্বল ইতিহাস,
বিশ্বের একমাত্র ম্যানগ্রোভ বন,
আছে দীর্ঘতম সমুদ্র সৈকত।

আর আছে লাখো শহীদের তাজা রক্তের বিনিময়ে ছোট্ট সুন্দর এক নিজস্ব ভূখন্ড।।।

যার কারণে বলতে পারি,
আমি গর্বিত, আমি বাংগালি!
আমি গর্বিত, আমি বাংলাদেশি!

আর অবচেতন মনে গেয়ে উঠি,

আমি বাংলায় গান গাই
আমি বাংলার গান গাই
আমি, আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই।।
আমি বাংলায় দেখি স্বপ্ন
আমি বাংলায় বাঁধি সুর
আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি এতটা দূর!!!!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:২৯

কালীদাস বলেছেন: ভাইসাব, এলা একটু দম নেন। প্রতি ঘন্টায় দুইটার বেশি পোস্ট করার এগেইনস্টে নীতিমালা ছিল, ধরা খাইলে সেফ হৈতে সময় লাগবে অনেক।

৩১ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৮

পজিটিভ ইলেকট্রন বলেছেন: ওকে ভাই ! আর দিব না কয়েকমাস ।
অনেক দিন থেকে পোস্ট করা হচ্ছিল না তো, তাই !!

কালীদাস ভাইয়ের বাসা কি রংপুর নাকি ?? না দিনাজপুর ??

২| ৩১ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৩

কালীদাস বলেছেন: ঢাকা।

৩| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩২

ব্লগার_প্রান্ত বলেছেন: দেখি কপালে scholarship আছে কিনা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.