নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ফারুক এহসান। পৃথিবীটাকে জানতে চায়। আমার স্বপ্নের দুনিয়াতে স্বাগতম। আরেকটা কথা আমি পৃথিবীর সকল মানুষকে ভালোবাসি। তাই আপনাকেও আমি ভালোবাসি।

ফারুক এহসান

ফারুক এহসান › বিস্তারিত পোস্টঃ

ক্ষমার আবেদন পত্র তৈরি হতে কত দেরী পাঞ্জেরী :-P :-P :-P

২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১১

বর্তমানে বাংলাদেশ এর সবচেয়ে আলোচিত বিষয় রাজনৈতিক হত্যাকান্ডের স্বীকার বাংলাদেশ এর দুই মন্ত্রী আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দীন কাদের চৌধুরীর ফাঁসি। বাংলাদেশে রাজনৈতিক নেতৃবৃন্দ কে হত্যা করা নতুন কিছু নয়। এমনকি ফাঁসি দেওয়াও নতুন কিছু নয়। এর আগে কর্ণেল তাহের সহ অসং্খ্য রাজনীতিবিদ বিভিন্ন "অপরাধে" ফাঁসির কাষ্ঠে মৃত্যুকে বরন করেছেন। তারই ধারাবাহিকতায় সালাউদ্দীন কাদের চৌধুরী যাকে চট্রগামের বাঘ বলা হয়ে থাকে ও আলী আহসান মুহাম্মদ মুজাহিদ যিনি জামায়াত এর মন্ত্রী হিসেবে দূর্নীতি মুক্ত মন্ত্রালয় হিসেবে সমাজ কল্যান মন্ত্রণালয় কে গড়ে তুলে ইতিহাস তৈরি করেছেন তারা ফাঁসি তে মৃত্যুকে বরন করে নিলেন।



বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে ওঁরা ক্ষমা প্রাথনা করেছিলেন কি না? এই ব্যপারে সালাউদ্দীন কাদের চৌধুরী ও আলী আহসান মুহম্মদ মুজাহিদ দুইজনই তাদের পরিবারের মাধ্যমে ক্ষমা চাওয়ার কথা অস্বীকার করেছেন। কিন্তু হুট আল্লাহ এর প্রিয় বান্দা আমাদের আইনমন্ত্রী "ওহি" মারফত জানতে পেরেছেন যে এই দুইজনই রাষ্ট্রপতি এর কাছে ক্ষমা প্রাথনা করেছেন। এই ব্যপারে স্বরাষ্ট্র মন্ত্রী বললেন উনি এই ব্যপারে কোন "তথ্য" জানেন না। আর দুই পরিবার থেকে ক্ষমা চাওয়ার বিষয়টি পুরোপুরি অস্বীকার করা হলে তিনি রাগারাগি শুরু করেন। এরপর তার পাশে দাঁড়ালেন সমস্ত আওয়ামীলীগ নেতৃবৃন্দ। তাদের একটাই কথা না মুজাহিদ ও সালাউদ্দীন ক্ষমা চেয়েছেন। কয়েকজন তো আরো অনেক কিছু আবিস্কার করে ফেললেন।


ক্ষমা চাওয়ার যে নিয়মটা আমি জানি সে অনুযায়ী দন্ডিত অপরাধী তার আইনজীবির মাধ্যমে ক্ষমা প্রাথনা করবেন অথবা ম্যাজিস্ট্রেট এসে তার কাছ থেকে মার্সি পিটিশন সই করাবেন। কিন্তু আইনমন্ত্রী জানালেন তারা দুইজনই মাননীয় রাষ্ট্রপতি কে চিঠি দিয়েছেন কিন্তু আইন মন্ত্রী সে চিঠি পড়েন নি কিন্তু তার "আধ্যাত্মিক ক্ষমতায়"! জানতে পেরেছেন তারা ক্ষমা চেয়েছে। এখন প্রশ্ন হলো রায় হওয়ার পর তা কার্যকর করা ও বাকি কাজ স্বরাষ্ট্র মন্ত্রালয় এর তাহলে আমাদের গুনধর স্বরাষ্ট্র মন্ত্রী যেটা জানতে পারলেন সেখানে আমাদের পীরে কামেল কোন আধ্যাত্মিকতায় এই ক্ষমা প্রাথনা আবিস্কার করলেন তা জাতি জানতে চায়। :-P :-P :-P


মহামান্য রাষ্ট্রপতি এর কাছে চিঠি দেওয়ার অধিকার রাষ্ট্রের সকল নাগরিক এর রয়েছে। এর বিষয়বস্তু গোপন রাখা হয়ে থাকে কিন্তু আমাদের আইনমন্ত্রী ও সাংবাদিকগন কোন কামেল পীর যে এই বিষয় বস্তু টের পেলেন?


আমাদের মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী হুট করে আবিস্কার করলেন মহামান্য রাষ্ট্রপতি ক্ষমা আবেদন নাকচ করার পর ফাঁসি কার্যকর করা হয়েছে। অথচ বাংলাদেশ এর আমলাতান্ত্রিক জটিলতার কারনে বাংলাদেশ এর কোন আবেদন এর ফল পেতে কিছু সময় দেরী হয় কিন্তু কিভাবে হুট করে এতকিছু হয়ে গেল তা জাতি জানতে চায়। আর আইনমন্ত্রী বলার আগে আমাদের গুনধর মন্ত্রীরা যারা অনর্গল কথা বলেন বা এখন বলছেন তারা চুপ ছিলেন কেন?


সে যাই হোক আমাদের বাঙালীদের আর কিছু থাকুক না থাকুন সৃজনশীলতা আছে। আমরা আল্লামা সাইদী কে চাঁদে পাঠায় ফটোশপ এর মাধ্যমে, প্রথম আলো সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর জন্য সিথিতে সিঁদুর দেয় ফটোশপ এর মাধ্যমে, জরিনা বেগম এঞ্জেল জেরিন হয় ফটোশপ এর মাধ্যমে তাহলে এখন পর্যন্ত ফটোশপ এর মাধ্যমে কেন আবেদন পত্র তৈরি হলো না জাতির কাছে আমার এটাই প্রশ্ন। তাই অবিলম্বে আওয়ামী অনলাইন এক্টিভিটিস্টদেরকে তলব করে ফটোশপ এর মাধ্যমে "আবেদন পত্র" তৈরি করে জাতিকে এই বিভ্রম থেকে মুক্ত করা হোক। :-P :-P :-P

মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২১

সজিব হাওলাদার বলেছেন: জ্বি জানাইলে বড়ই খুসি হইতাম।

২| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২১

বিক্ষত বলেছেন: যুদ্ধঅপরাধীদের ফাসি হোক এটা সবার ই কাম্য। কিন্তু ক্ষমা লেটার :P :P ;) নিয়ে কিন্তু ভালই খেলা খেলল সরকার।

৩| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৬

অবেলার পানকৌড়ি বলেছেন: জামাত-শিবিরের এজেন্ট মুক্ত বাঙলাদেশ চাই।

৪| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৭

ফারুক এহসান বলেছেন: আওয়ামী অনলাইন একটিভিস্টরা এখনো ফটোশপ এর মাধ্যমে একখান আবেদন পত্র তৈরি করতে পারলো না এইটা জাতীয় লজ্জা। অবিলম্বে বিভ্রম শেষ করা দরকার :-P :-P :-P দাগ থেকে যদি দারুন কিছু হয় তাহলেতো দাগই ভালো :-P :-D

৫| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৯

ফারুক এহসান বলেছেন: সবই আমাদের পীরে কামেল শাহসুফি খাজা বাবা আইনমন্ত্রীর অবদান :-P :-P :-P

৬| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩১

ফারুক এহসান বলেছেন: অত ট্রায়াবুনাল করে নাটক করার দরকার নাই। সবকটাকে ধরে ধরে ঝুলিয়ে দিলেইতো হয় :-P :-P :-P

৭| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৪

মা গো ভাত দাও বলেছেন: খুব তাড়াতাড়ি আসছে। গরম গরম দিলে সমস্যা। তাই একটু বাসি হোক তারপর.............।

৮| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৮

ডার্ক ম্যান বলেছেন: রাজাকারদের ফাঁসি হওয়ায় তাদের উত্তরসূরী জানোয়ারদের ব্যাপক চুলকানি দেখে পাবলিক মাননীয় স্পীকার হয়ে গেল

৯| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৩

উচ্ছল বলেছেন: জাতিকে এই বিভ্রম থেকে মুক্ত করা হোক।

১০| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৭

ফারুক এহসান বলেছেন: কিন্তু বেশী বাসি হইলেতো সমস্যা :'( :-( :-( মজা ফুরিয়ে যাবে।

১১| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৯

ফারুক এহসান বলেছেন: তা ঠিক! তবে বিয়াই এর নাম যেন মুখে আইনেন না :-P :-P :-P আমি কিন্তু এখানে মোশারফ সাহেবের কথা বলি নাই :-P :-P :-P

১২| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৯

ফারুক এহসান বলেছেন: কে আছো জওয়ান হও আগুয়ান :-P :-P :-P

১৩| ২৩ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৬

প্রতিবিম্ব প্রতিচ্ছায়া বলেছেন: খুপ খিয়াল কইরা! আপনারা যে বিশ্বজিতের হত্যাকারীদের ফাঁসির আগে রাজাকারদের ফাঁসি না হয় এর জন্য আন্দোলন করলেন- সেই আন্দোলন আর কান্নাকাটিতে কোন লাভ হলো না :(

১৪| ২৩ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৪

হাসান কালবৈশাখী বলেছেন:
ওরা অপরাধ স্বীকার করে প্রাণভিক্ষা চেয়েছেন। নিশ্চিত।

১৫| ২৩ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২০

কিশোর হায়েক বলেছেন: মুক্তিযুদ্ধ 'প্রজন্ম' লীগের ন্যায় যুদ্ধাপরাধী 'প্রজন্ম' দল চাই না।

১৬| ২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০১

এসব চলবে না..... বলেছেন: ১৫ টা কমেন্টের মধ্যে তো ছাগু ৬টাই তোর।
তোর লাইগা কাঠাল পাতা না, গোটা কাডাল গাছ তোর পশ্চাদ্দেশ দিয়া ঢুকানো দরকার।
ফেসবুকে ল্যাদাইতে পারতাছোস না তাই এইখানে ?

১৭| ২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৯

হোসেন মালিক বলেছেন: - জানু দেখাও না
-- না
- একটু দেখাও প্লিজ
-- না না
- একবার দেখাও
-- না না না
- মাত্র একবার, প্লিজ
-- না থাকলে কিভাবে দেখাব ?
- তুমার নাই ?
-- না frown emoticon
- কি নাই ?
.
.
.
.
.
..
.
.
.
.
প্রাণভিক্ষার আবেদনপত্র !! tongue emoticon wink emoticon

(সরকার ও জনতার কথোপকথন )

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.