নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ফারুক এহসান। পৃথিবীটাকে জানতে চায়। আমার স্বপ্নের দুনিয়াতে স্বাগতম। আরেকটা কথা আমি পৃথিবীর সকল মানুষকে ভালোবাসি। তাই আপনাকেও আমি ভালোবাসি।

ফারুক এহসান

ফারুক এহসান › বিস্তারিত পোস্টঃ

পর্দা কি শুধুই মেয়েদের জন্য?

২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫১

অনলাইনে একটা জিনিস দেখে খুব
অবাক হলাম যে এখানকার সবাই
মেয়েদের পর্দা নিয়ে
আলহামদুলিল্লাহ অনেক বেশী সচেতন।
কিন্তু প্রশ্নটা হচ্ছে আমরা ছেলেরা
নিজেদের পর্দা নিয়ে কতটা সচেতন।
আপনি হয়তো ভাবছেন আমি মাথা
ঠিক আমার মাথা ঠিক আছে কি না?
কিন্তু না আমার মাথা ঠিকই আছে।
আল্লাহ রাব্বুল আলামিন
পুর্ণাঙ্গভাবে পর্দা ফরজ করেছেন
সুরা নুরে। "ঈমানদার পুরুষদের বলুন
তারা যেন তাদের দৃষ্টি নত রাখে ও
যৌনাঙ্গকে হিফাজত করে। এতে
তাদের জন্য খুব পবিত্রতা রয়েছে।
নিশ্চয় তারা যা করে আল্লাহ তা
অবহিত আছেন। আর ঈমানদার
নারীদের বলুন তারা যেন তাদের
দৃষ্টি কে নত রাখে এবং তাদের
যৌনাঙ্গ এর হিফাজত করে। তারা
যেন যা সাধারণত প্রকাশমান তা
ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে
এবং তারা যেন তাদের মাথার ওড়না
বক্ষদেশে ফেলে রাখে। এবং তারা
যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র,
স্বামীর পুত্র, ভাই, ভাতিজা, ভাগ্নে,
স্ত্রীলোক অধিকারভুক্ত বাঁদী,
যৌনকামনা মুক পুরুষ ও বালক, যারা
নারীদের গোপনাঙ্গ সম্পর্কে অজ্ঞ,
তাদের ব্যতীত কারো কাছে সৌন্দর্য
প্রকাশ না করে, তারা যেন তারা
যেন তাদের গোপন সাজ সজ্জা প্রকাশ
করার জন্য জোড়ে পদাচারণা না
করে। মুমিনগন, তোমরা সবাই আল্লাহ
এর সামনে তওবা করো যাতে তোমরা
সফল হও। (সুরা নুর ৩০-৩১)
উপরোক্ত আয়াতসমুহে আমরা দেখতে
পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন
প্রথমে পুরুষদেরকে দৃষ্টি হিফাজত এর
নির্দেশ দিয়েছেন এরপর মেয়েদের
কে পর্দা করার নির্দেশ দিয়েছেন।
সুতরাং আপনাকে আগে আল্লাহ এর
নির্দেশ মেনে দৃষ্টি কে হিফাজত
করতে হবে এরপর নারীদের পর্দা না
করার জন্য সমালোচনা করতে
পারবেন। তা না হলে মনে রাখবেন
"হে ঈমানদারগন তোমরা এমন কোন
কথা বলো না যা তোমরা নিজে
করো না। নিশ্চয় আল্লাহ কাছে
রাগের বিষয় যা তোমরা নিজেরা
করোনা তা অপরকে বলো (সুরা সফ
২-৩)
আপনি যদি সারাজীবন সংগ্রাম
করেন তবুও সকল মেয়েকে পর্দা
করাতে পারবেন না কিন্তু আপনি যদি
নিজের দৃষ্টি হিফাজত করেন তাহলেই
আপনার দায়িত্ব পালন হয়ে গেলো।
রাসুল (সাঃ) বলেছেন ইচ্ছা ছাড়াই
হঠাৎ কোন বেগানা নারীর উপর দৃষ্টি
পড়লে তা ফিরিয়ে নাও(সহীহ
মুসলিম)
সুতরাং ভবিষ্যতে কোন সময়
মেয়েদের পর্দা নিয়ে উপদেশ
দেওয়ার আগে অন্ততপক্ষে উপরের
কথা গুলো মনে রাখবেন। আমরা হয়ত
সারা পৃথিবী কে পরিস্কার করতে
পারবো না কিন্তু জুতা ব্যবহার করে
নিজেকে পরিস্কার রাখতে পারি।
আল্লাহ আমাদের সকলকে কবুল করুন
আমিন।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৯

রঙিন মানব বলেছেন: ভবিষ্যতে কোন সময়
মেয়েদের পর্দা নিয়ে উপদেশ
দেওয়ার আগে অন্ততপক্ষে উপরের
কথা গুলো মনে রাখবেন। আমরা হয়ত
সারা পৃথিবী কে পরিস্কার করতে
পারবো না কিন্তু জুতা ব্যবহার করে
নিজেকে পরিস্কার রাখতে পারি।
আল্লাহ আমাদের সকলকে কবুল করুন
আমিন।

২| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৩

শুভ্রা হক বলেছেন: ভালো লাগলো লেখাটা।

৩| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১০

অপর্ণা মম্ময় বলেছেন: পুরুষদের পর্দা!
মনের পর্দাটা নারী পুরুষ উভয়ের জন্য জরুরী।

৪| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৯

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: ভাই আপনার এমন কেনও মনে হলো যারা পর্দার উপদেশ দেয় তারা পর্দা করে না ।

৫| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৬

আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: পর্দা করা নারী পুরুষ উভয়ের জন্যই জরুরী।
ধন্যবাদ লেখাটা ভালো লাগলো।

৬| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪০

ফারুক এহসান বলেছেন: @তারেক আব্দুল্লাহ ভাই আমি এখানে রেডিও মুন্না ধরনের পেজের প্রতি ইঙ্গিত করেছি এবং যারা এই "হিজাবী" মেয়েটির জন্য কয়টা লাইক ধরনের পোস্ট দাতাদের প্রতি ইঙ্গিত করেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.