নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I am nothing special; just a common man with common thoughts.......

এহসান সাবির

সত্যি বললে কেউ বিশ্বাস করে না, তাই সত্যিগুলো গুল গাপ্পা বলে চালিয়ে দেই.....!!

এহসান সাবির › বিস্তারিত পোস্টঃ

লুল মেয়ে ....!!!

২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০১



১।
গাওছিয়া তে প্রচন্ড ভিড়, সুমন ভাই সামনে আমি পিছনে, বেশ কিছু সময় ঘোরা ফেরা করছি, প্রায় চিৎকার করে বল্লাম ''কোন দিকে মুন্না মামার দোকান সেটা যদি আপনি ভুলে যান তাহলে আপনাকে এনে লাভ হল কি?'' বিরক্ত বোধ করছি, এমন সময় পিছন থেকে একটা চাপ অনুভব করলাম। এখানে ঢোকার পর থেকেই মানুষের চাপা চাপির মধ্য আছি। তবে এ চাপ টা অন্য রকম, মনে হল কে যেন তার দেহের ভর আমার পিঠের উপর দিয়ে দিয়েছে, মেয়ে মানুষই মনে হচ্ছে ;) বেশ নরম নরম অনুভুতি........... :P, কোন দিকে যাবারও উপায় নাই তারপরও সামনের দিকে ঝুকে গেলাম... চাপ নেই... মিনিট খানেক যেতে না যেতেই আবার.... তবে এবার আলতো করে.... কয়েক সেকেন্ড ছুয়ে রেখে দূরে যাওয়া.....
তার পর আবারও....
আবার....
অস্বস্তি লাগতে লাগল.... ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত বুঝতে পারছি না... অনিচ্ছাকৃত হলে পিছনে তাকানো শোভন নয়.. আর ইচ্ছাকৃত হলে?
আবারও...
না দেখতেই হয় ব্যাপারটা.. মেয়েটাকে....:P
ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালাম..... এক রূপবতী মেয়ে, আমার মতই লম্বা হবে.... আমি তাকাতেই সে তার বা হাত টা সামনের দিকে দিয়ে, চোখ দিয়ে এমন ভাবে ইশারা করল যেন সে বলতে চায় 'সামনে যাও, পিছনে লাইন লেগে গেছে...' বিধস্ত হয়ে গেলাম, সুন্দরীর এক ইশারায় মুখ দিয়ে কোন রকমে সরি (তাও ঝাপসা) শব্দটা বেরিয়ে এলো।
আবারও চাপ শুরু হলো... তবে এবার আলতোর সাথে ডানে বামে ঘষা ঘষি টাইপের... ;) বেশ কয়েকবার চলল। সুমন ভাই সামনে দাঁড়িয়ে পড়লেন, ডানের গলি না বা-য়ের গলি...... এমন সময় পিঠে আলতো ছোয়ার পাশা পাশি তার থুতনি আমার বা কাধ স্পর্শ করল.... একটা গন্ধ একাকার করে দিল আমাকে (ওটা ছিল Miss Dior - Eau de Parfum- চিনতে কষ্ট হয়নি).... আমার মনে হল এখনই সময়.....
এখনই....
সুমন ভাই ঘুরলেন বা-দিকে আর আমি ঘুরলাম ডান দিকে... ডান দিকে ঘুরেই ঝেড়ে দৌড় দেবার মত অবস্হা.... একে ওকে পাড়িয়ে মাড়িয়ে বেরিয়ে এলাম.... বুক ভরে দম দিলাম...

৪৫ মিনিটে চা সিগারেট চলল বেশ কয়েক রাউন্ড... তারপর হাজির হলেন সুমন ভাই.... এসেই খুব ভাবের সাথে সিগারেট ধরাতে ধরাতে বল্ল 'কি মিয়া ঝাপায়ে লাফায়ে চলে আইলা যে.. বায়েই তো মামার দোকান ছিল' বল্লাম কাজ তো দুই মিনিটের, এতক্ষন কি করলেন আপনি?
'তুমি বেশ উত্তেজিত, কি ব্যাপার?'
বল্লাম সব ঘটনা... বুঝলেন ভাই পুরাই লুল মেয়ে....!!
সুমন ভাই লম্বা করে সিগারেটের টান দিয়ে ধুয়া উপরে দিকে ছেড়ে উদাস হয়ে বল্লেন
'মেয়ের নাম নোভা, লুল নয় লুল নয় খুব সাহসী মেয়ে....!
আমি কিছু সময় সুমন ভাইয়ে মুখের দিকে চেয়ে (হা করেই হয়ত) রইলাম। তারপর মুখ দিয়ে একটি অস্পষ্ট আওয়াজ বের হল 'ও...!!'

২।
ঈদে বাসের টিকিট পাওয়া খুবই মুশকিল হলেও কোন ঝামেলা ছাড়াই এসি গাড়ির সি/২ সিট পেয়ে গিয়েছিলাম (নাইট কোচ)। যথা সময়ের বদলে পুরো ১:৪০ মিনিট পর যখন গাড়ি আসলো তখন মধ্যরাত প্রায়.... বাসে ওঠার আগেই কানে হেড ফোন ভালোভাবে গুজে দিয়ে সমস্ত pink floyd সিলেক্ট করে দিলাম। জার্নিতে আমার pink floyd ভালো লাগে.....!! বাসে উঠে সিটে বসলাম। পাশের সিটে একজন রমনী, জানালার দিকে মুখ ঘুরানো, ঘুমন্তই মনে হল... চোখ বুজে ফেল্লাম.... নেশায় থাকলে pink floyd এ বেশি আরাম B-)...

যথারীতি পাশের সিটের জন ঘুমের মধ্যে আমার কাধের উপর মাথা দিয়ে ফেলল (যথারীতি = যে আমার পাশে বসুক না কেন ঘুমের ভিতরে আমার কাছে চলে আসবেই.. আজব!!)। কিন্তু কথা হল এসি বাসের সিট বড়, আমার সিট থেকে তার সিট একটু নিচে নামানো... কি হল বুঝলাম না.. চোখ মেলতেই হল.. সাভার বাজার.. তাকালাম তার দিকে.... কিন্তু তাকে না দেখে আমার চোখে ভাসতে লাগল jessica alba দড়ি ধরে মাথার উপর দিয়ে ঘুরাচ্ছে... কেমনে কি..!! গলা খাকরি দিলাম.. প্রথমে আস্তে তারপর জোরে.. কাজ হল.. মুখ ঘুরিয়ে জানালার পাশে নিয়ে গেল.. চোখ বন্ধ করলাম...
কিছুক্ষন বাদে আবার মাথা চলে আসলো.. মাথার সাথে এবার হাত.. তার বা হাতটা আমার কনুইয়ের একটু চেপে ধরল, শরীরটা যেন এলিয়ে দিয়েছে.... চোখ মেল্লাম.. সাটুরিয়া.. তাকালাম.... আবারও সেই একই কেস... jessica alba দড়ি ঘুরাচ্ছে... কেমনে কি??? যদি দেখতেই হয় তাহলে দেখব scarlett johansson কে... সেই Lost in Translation থেকে দেখে শুনে বড় করলাম.. এখন alba দড়ি ঘুরায় কেন..!!
এক্সকিউজ মি, হ্যালো...
কাজ হল না.. ফোন দিই কাউকে.. ফোনে জোরে জোরে কথা বল্লে সরে যাবে.... দিলাম ফোন জাহিদকে (লুল লিজেন্ড:P)। ফোন ধরেই বল্ল ''খুব জরুরী কোন কিছু?''
না এমনি গল্প করবার জন্য ফোন দিলাম..
''উফ দিলিতো রিদম টা নষ্ট করে''
কিসের রিদম?
''ন্যাকা... বোঝ না... নতুন বিবাহিত দম্পতির মধ্য রাতের রিদম কি...''
মিন মিন করে বল্লাম ২বছর ৭ মাসেও নব্য দম্পতি?
''রাখ ফোন'' কেটে দিল....
এক্সকিউজ মি... আধো বোজা আধো খোলা চোখে তাকালো, খুব বিরক্তের সাথে পাশ ফিরল.. এদিকে আমার jessica alba দড়ি ঘুরাচ্ছে...! চোখ বুজলাম...

চলে এলো মাথা.... এবার হাত দিয়ে আমার টি সার্টের হাতা এমন ভাবে খামচি দিয়ে ধরল যে টি সার্টের গলাই বড় হয়ে যাবে ( H&M টি সার্ট ১৫০ টাকা দিয়ে কিনেছি ঢাকা কলেজের সামনে থেকেB-))
চোখ মেল্লাম... পাটুরিয়া ফেরী ঘাট.... jessica alba...!
এক্সকিউজ মি... বলার সাথে সাথে আমার বা হাতটা ধরে তার বুকের সাথে চেপে ধরল শক্ত করে... আস্তে করে হাত সারনোর চেষ্টায় ব্যার্থ হলাম..... jessica alba দড়ি ঘুরাচ্ছে.. কানে বাজছে laura branigan এর self contro... জোরে হাত টান দিলাম... হাত ছাড়বে না.. টানা টানি ধ্বস্তা ধস্তি অবস্থা.. সফল হলাম... এত বিরক্ত চোখে তাকাল যেন মহা ভার‌ত অশুদ্ধ হয়ে গেছে.... ওপাশে মুখ ফিরিয়ে নিল...

ঘামে ভিজে গেছি... এসি কি শালারা বন্ধ করে দিসে..? এই গান কেন বাজে? যে গান সিলেক্ট করেছি তাতে তো দিব্যি ৫ ঘন্টা চলার কথা... বুঝলাম না কিছুই... দ্রুতো সিট থেকে উঠে দরজার কাছে চলে গেলাম, সুপারভাইজার জানাল এই ফেরীতে উঠবে....
ফেরী ওপারে চলে আসলে বাসে প্রবেশ করে দেখি আমার সিটে এক ভদ্র লোক বসে আসে হাতে মি টুইস্ট চিপস.. দেখেই বল্ল
''আসলে ঈদের সময় তো, এক জায়গাতে সিট পাইনি.. আমার সিট একদম পিছনে, তাই কাউকে কিছুই বলতেও পারিনি চেঞ্চ করবার কথা, নেন চিপস খান..''
না থাক, থ্যাংকস।
বল্ল ''আরে নিন না'', আমি তাকলাম মেয়েটির দিকে... চোখে চোখ পড়তেই চোখ দিয়ে এমন একটা দুষ্টমি হাসি দিল যে jessica alba আবার দড়ি ঘুরাতে শুরু করল... চোখের ইশারায় বল্ল নিতে.. নিলাম এক টুকরো মি টুইস্ট..!
বল্লাম আপনারা এখানেই বসেন... আমি পিছনে যাচ্ছি...
ভদ্র লোক সলজ্ব হাসি দিলে বল্লেন ''একদম পিছনে কিন্তু''
ইটস ওকে...
''সো কাইন্ড''
তার দিকে তাকালাম.... চোখ দিয়ে একটা লুক দিল.. মানে এই রকম ''ওকে যাও''

পিছনে বসলাম... জাহিদ ফোন দিল... ''কিরে কি খবর?''
বল্লাম তোর কি খবর?
''বিড়ি ব্রেক''
নব্য দম্পতি ব্যাপারটা কি?
''বিয়ে কর, সব বুঝতে পারবা.. কখন কি বলে রিদম বাড়াতে হয়....''
সব খুলে বল্লাম.. এত মায়াবি চেহারা jessica alba কে দেখেছিলাম The Sleeping Dictionary তে।
জাহিদ বল্ল ''বুকের সাথে চেপে ধরল মানে কি? বুকের কোথায়;)''
বুকের সাথে মানে বুকের সাথে..
''বাবা তুমি আবার এত হুজুর হলে কবে থেকে? বুকের সাথে মানে বুকের সাথে.. বাহ!''
বল্লাম পুরাই লুল রে....
''তোমারে পিছনে পাঠানোর কৌশল... দেখো গে দিব্যি লুতুপুত খেলছে.. বিপ বিপ বিপ.. তোমার ভদ্র লোক ভেপু বাজাচ্ছে.... বিপপপপপপপপপপ.. আর তুমি বাসে পিছনে বসে ঝাকি খাও, মাথা গুতো খাও ছাদে.. মনে মনে সান্তনা দাও এসি বাসের স্প্রিং ভালো... ঝাকি কম লাগে.. আসলে লুল না.... বুদ্ধিমতি মেয়ে....
চুপ করে রইলাম.....
''কিরে চুপ কেন?''
তখন মুখ দিয়ে একটি অস্পষ্ট আওয়াজ বের হল ''ও...!!''










মন্তব্য ৫৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০৮

অপূর্ণ রায়হান বলেছেন: হিক হিক হিক লুল ভ্রাতা লুল :#> B-)

jessica alba দড়ি ঘুরাচ্ছে +

আমই ভালা পুলা , কিচ্ছু বুঝি না ;)

২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৪

এহসান সাবির বলেছেন: আমিও বালা পুলা B-)

খালি jessica alba দড়ি ঘুরায়....;)

২| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩০

্আেনায়ার েহােসন জীবন বলেছেন: কার্তিক মাসে আষাঢ়ে গল্প, ভালই লাগল।

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২২

এহসান সাবির বলেছেন: আষাঢ় শ্রাবণ মানে না তো মন....... :)




শুভ কামনা রইল।

৩| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৩

প্রবাসী পাঠক বলেছেন: হা হা হা । লুলায়িত পোস্ট।


এই রকম একটা লুল ভ্রমণ করার ইচ্ছা পোষণ করলাম।

২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৫

এহসান সাবির বলেছেন: বাস থেকে ঝেড়ে দৌড়াবার কিন্তু কোন উপায় থাকে না.... ;) ;) ;)




শুভেচ্ছা।

৪| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: :P :P :P :!> :!>

২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩০

এহসান সাবির বলেছেন: B-)) B-)) B-)) B-)) B-))

৫| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৩৭

মিজভী বাপ্পা বলেছেন: দালুল রে ভাও :!> :!> B-)) B-)) B-)) B-)) B-)) =p~ =p~ =p~ =p~ :P :P :P :P :P :P :-B :-B :-B :-B :-B B-) B-) B-) B-) B-)

২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪২

এহসান সাবির বলেছেন: ;) ;) ;) ;) :P :P :P :P

৬| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৪০

স্নিগ্ধ শোভন বলেছেন:

আপাদত ছবি দেখে গেলাম। :#>

আসছি একটু পরে....

২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩৬

এহসান সাবির বলেছেন: আবার আসার কোন দরকার নাই......... B-) B-) B-)

এমনিতেই বহুত লোক এসেছে ;) ;)

৭| ২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:১৯

লিরিকস বলেছেন: মেয়ের নাম নোভা ;) ;)

২৬ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২৫

এহসান সাবির বলেছেন: নোভা হোক আর প্রভা হোক তাতে আমার কি..... B-) B-) B-) B-)

৮| ২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০৩

মামুন রশিদ বলেছেন: এটা মেনে নেয়া যায় না । পুরো জার্নীতে ভাইয়াটা এভাবে এবিউজড হলো । এর প্রেত্তিবাদে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব ঈদের পরে..


:D ;) B-)

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২৪

এহসান সাবির বলেছেন: ঠিক মামুন ভাই.......

কঠোর আন্দোলন হবে ঈদের পরে....... :)


ইয়ে মানে কোন ঈদ....?? B-) B-)

৯| ২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:১১

কলমের কালি শেষ বলেছেন: =p~ =p~ =p~ :P :P :P :P

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৪

এহসান সাবির বলেছেন: ;) ;) ;) ;) ;) :P :P :P :P

১০| ২৬ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৩

মুহিব বলেছেন: কেন আমার সাথে এমন হয় না।

২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:১৬

এহসান সাবির বলেছেন: :( :( :( :(

ঝাতি জানতে চায় কেন আপনার সাথে এমন হয় না.... ;)

১১| ২৬ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৪

জেরিফ বলেছেন: ভিড়ে মাঝে মধ্যে এরকম অভজ্ঞতার মুখোমুখি হয়েছি বাট আজ পর্যন্ত জার্নীতে কোন মাইয়া মানুষ পাইলুম না :( :( সাথে আবেগে কান্নার ইমো হবে ।

জেসিকার স্লিপিং ডিকশেনারী টা জোস ।

নবদম্পতির রিদম নিয়া লিখবেন কিন্তু :!>

২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৬

এহসান সাবির বলেছেন: জেরিফ বলেছেন: আজ পর্যন্ত জার্নীতে কোন মাইয়া মানুষ পাইলুম না

আবেগে কাইন্দা হ্যালাইছি.......



২বছর ৭ মাসেও নব্য দম্পতি? B-) B-) B-) B-)

১২| ২৬ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০০

অদৃশ্য বলেছেন: ভ্রাতা আপনার এই লিখাটি পড়ে আমার এক বন্ধুর কথা মনে পড়ে গেলো... ওর প্রতিটি ট্রাভেলে এমন নারী সংক্রান্ত ব্যাপার থাকবেই... আর আমাদের সামনে পেলেই শুরু করে দেবে, '' মামা হেব্বি একটা মালের সাথে হেব্বি ঘটনা''... বলতে গেলে প্রতি মাসে তার এমন ঘটনা দুইচারবার ঘটে যায়...

আপনার লিখাটা দারুন উপভোগ করলাম... চমৎকারভাবেই পরিস্থিতি ফুটিয়ে তুলেছেন...

শুভকামনা...

২৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪৫

এহসান সাবির বলেছেন: আপনার বন্ধুর কথা =p~ =p~ =p~ =p~ =p~ =p~


শুভ কামনা রইল।

১৩| ২৬ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫১

জাফরুল মবীন বলেছেন: ভাই মামুন রশিদ ছোট ভাই এহসান সাবিরের লুল মেয়ের পোস্ট পড়লাম। “jessica alba দড়ি ঘুরাচ্ছে” এরকম পরিস্থিতি থেকে ছেলেটাকে কীভাবে উদ্ধার করা যায় বলুন তো? =p~

মনে হচ্ছে ছেলেটা আমাদের কিছু সিগনাল দিচ্ছে ;)

“ব্লগ ঘটক” আইডিয়া প্রয়োগের মনে হয় সময় অত্যাসন্ন! :-B

২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৪

এহসান সাবির বলেছেন: জাফরুল মবীন বলেছেন:
মনে হচ্ছে ছেলেটা আমাদের কিছু সিগনাল দিচ্ছে ;)
“ব্লগ ঘটক” আইডিয়া প্রয়োগের মনে হয় সময় অত্যাসন্ন! :-B



ডাক্তার সাহেব রোগ টা ধরতে পেরেছেন...... :-B
(একদম জায়গা মত ধরছে আমার............... :P )


মবীন ভাই শুভ কামনা সব সময়.......


১৪| ২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ৩:২১

স্নিগ্ধ শোভন বলেছেন:






জাফরুল মবীন বলেছেন, “ব্লগ ঘটক আইডিয়া প্রয়োগের মনে হয় সময় অত্যাসন্ন!"
B-)) B-)) ;)

২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১৮

এহসান সাবির বলেছেন: হুম!!

১৫| ২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০৪

জেরিফ বলেছেন: জাফরুল মবীন বলেছেন, “ব্লগ ঘটক আইডিয়া প্রয়োগের মনে হয় সময় অত্যাসন্ন!" :-B :-B :-B

২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩২

এহসান সাবির বলেছেন: হুম!!





ফ্রি নাকি আজ??

১৬| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৫২

প্রবাসী পাঠক বলেছেন: সাবির ভাই দৌড়ে পালানোর প্রশ্নই আসে না। এই রকম ভ্রমনের নিশ্চয়তা পাইলে আমি তো বালিশ, কম্বল সাথে নিয়ে যাব। :)

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৮

এহসান সাবির বলেছেন: :P :P :P :P B-)) B-)) B-)) B-))

১৭| ২৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৪

পরিবেশ বন্ধু বলেছেন: লুল নয় সাহসি মেয়ে B-) :P

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৬

এহসান সাবির বলেছেন: খুব সাহসি মেয়ে B-) :P


শুভ কামনা রইল।

১৮| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:০৩

তুষার কাব্য বলেছেন: আহারে.... ;) :D

৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:১৪

এহসান সাবির বলেছেন: B-) :P



শুভ কামনা রইল।

১৯| ০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১২:০০

কান্ডারি অথর্ব বলেছেন:


পুলাপাইন গুলার বিবাহের বয়স অতিক্রম হইয়াছে। শীঘ্রই বিবাহ না দিলে ইহাদের ডায়বেটিক্স আসন্ন।

১৪ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৩

এহসান সাবির বলেছেন: লেখক বলেছেন: B-) :P



শুভ কামনা রইল।

২০| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৬

বোকামানুষ বলেছেন: পোস্টের যে এই অবস্থা কে জানতো :| |-) X((

১৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:২৫

এহসান সাবির বলেছেন: সরি....

:( :( :( :( :(




অবশ্যই শুভ কামনা সব সময়।

২১| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫১

মামুন রশিদ বলেছেন: ১৩ নাম্বার মন্তব্য দৃষ্টি আকর্ষিত হয়েছে মুবীন ভাই ।


ব্লগে একজন অফিসিয়াল ঘটক আছেন, রেজা ঘটক । তাই ভাবলাম থাউক, যার কাজ তাকেই করতে দিই 8-|

ঘটকের সুরে এবার বলতেই হচ্ছে, এই jessica alba মাল ডা কেডা?? ব্লগে মুনে হয় নতুন দেখলাম!! :-P B-)

২১ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪২

এহসান সাবির বলেছেন:
হয়নি হয়নি..

এই jessica alba মাল ডা কেডা? রেজা ঘটক

:-P :-P

২২| ১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমার বাড়ী কেনু দূরে......................... নয়!!!!!!!!!!!!!!! :(( :-/ ;) :P =p~ =p~ =p~

২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:০১

এহসান সাবির বলেছেন: ভৃগু ভাইরে কেউ মাইরালা.............!! =p~ =p~ =p~ =p~





শুভ কামনা রইল ভাইয়া।

২৩| ১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬

 বলেছেন: :) :P =p~ =p~

২২ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৯

এহসান সাবির বলেছেন: :!> :!> :!> :#> :#>





অট- আমার ট্যাবে তো আপনাকে বেগুন দেখায়.. কিন্তু কোন মেয়েকে কি বেগুন বলে ডাকা ঠিক হবে? অথবা কোন ছেলেকে বেগুন ভাই, তাই সব সময় জানতে চাই কি নামে ডাকিব তোমায়...


(জাস্ট ফান সজীব ভাই B-) )

২৪| ১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

মাহমুদ০০৭ বলেছেন: হাহাহ , সাবির ভাই কি কাহিনি শুনাইলেন
মেয়েরা এমুন কেনু ? :D :D


হাহাহ ।/ আর কিছু বলতে পারতেছিনা ।

২২ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৬

এহসান সাবির বলেছেন: কেমন ভাই? ;) ওরা কেউ সাহসী কেউ বুদ্ধিমতি মেয়ে..... :P :P





শুভ কামনা রইল।

২৫| ২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৪০

মহান অতন্দ্র বলেছেন: এরকম আবার হয় নাকি ! তবে গল্প তো গল্পই । মজা পেলাম ।

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:০২

এহসান সাবির বলেছেন: গল্প তো গল্পই.......


ভ্রাতা শুভ কামনা রইল।

২৬| ২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৫

ইমরাজ কবির মুন বলেছেন:
শীতকালে এ ধরণের পোস্ট স্টিকি না করাতো রীতিমতো ক্রাইম ! ;)
অ্যালবা জোস, কিন্তু সিন সিটি ২ তে আই লাইকড ইভা গ্রীন মোর <৩

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:১৩

এহসান সাবির বলেছেন: সামু ত এই ধরণের ক্রাইম করেই চলেছে....... ;) ;) ;)


ওহ!! ইভা গ্রীন...... :P :P :P

২৭| ২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৬

আমি তুমি আমরা বলেছেন: আহা...

১১ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫১

এহসান সাবির বলেছেন: B-)) B-)) B-)) B-))

২৮| ০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৬

আগ্রাসন বলেছেন: লুল লুল হয়ে গেলাম । ভালো লাগল :) :)

১১ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৩

এহসান সাবির বলেছেন: :P :P :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.