নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I am nothing special; just a common man with common thoughts.......

এহসান সাবির

সত্যি বললে কেউ বিশ্বাস করে না, তাই সত্যিগুলো গুল গাপ্পা বলে চালিয়ে দেই.....!!

এহসান সাবির › বিস্তারিত পোস্টঃ

বিয়ে করছি না কেন!!

০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৭





বিয়ে করছি না কেন- মোটা মুটি একটা হট টপিকে পরিনিত হয়েছে আমার জন্য, কেন, কবে থেকে, কোথা থেকে শুরু এসব কিছুই মনে করতে পারছি না। বেশ কিছুদিন ধরে দেখেছি যেখানেই যাই প্রশ্ন করে

-বিয়ে করেছ/ বিয়ে হয়েছে?

- না।

- কেন?তোমার পরিবার মেয়ে দেখছেন না?

- জানি না

- তারা কি পছন্দমত পাচ্ছেন না

- জানি না

- এত খুঁজলে হয়?

- খুঁজলোটা কে......?

- এখনই তো সময়। দেরী হয়ে যাচ্ছে। বাচ্চা কাচ্চা নিতে হবে তো। আর সব কিছুর তো একটা সময়/ বয়স আছে।

-হুম, তা তো ঠিক। দেখি......



ঘুরে ফিরে সেই একই কথা। সবজায়গায় সবাই বলে। সেদিন শিরীন আপার সাথে দেখা--

- তোমার সব বন্ধুরা বিয়ে করে ফেলেছে তাই না

- জ্বী

-কি পছন্দ আছে নাকি?

- কোন বিষয়ে বলছেন?

- কোন মেয়ে টেয়ে

- কত বার বলেছি আপনাকে ওসব কিছু নাই (বিরক্ত বোধ করে বলি)

- তাহলে সমস্যা টা কোথায়?



বন্ধুবর প্রিয় কবি শাহরিয়ার নাসির ঢাকা এসেছিলেন, আড্ডার এক পর্যায় বল্লেন

- বিয়ে করে ফেল

- আপনি তো আমাকে লাস্ট তিন চার বছর ধরে বলছেন বিয়ে না করতে, পৃথিবীর সবথেকে সুখি মানুষ যারা বিয়ে করেনি, এটা তো আপনারই কথা

- সব ঠিক আছে, আমিই বলেছি কিন্তু তুমি বিয়ে না করে সব সুখ বুকে নিয়ে এই দুনিয়া থেকে বিদায় হবা তাতো মেনে নেওয়া যায় না



গুরু মাসুদ ভাইয়ের সাথে গুন্টার গ্রাস কে নিয়ে বিতর্কের উত্তেজনাকর সময়ে উনি বল্লেন

- তুমি বিয়ে কর

- আপনি এটা কি বল্লেন ভাই? আপনি কাউকে বিয়ের কথা বলছেন

- শোন এটার একটা অন্য রকম টেস্ট আছে, দিল্লির লাড্ডুর মত, যদি পস্তাতে হয় তাহলে খেয়েই পস্তানো ভালো।



বেঙ্গল উচ্চাঙ্গসংগীত ২০১৪ উৎসবের শেষ দিন আজ, বিকাল থেকে একে একে বেশ কয়েক জন কে ফোন দিলাম

'নারে, ছেলেটার জ্বর যাব না' 'তোর ভাবি তো রাতে একা থাকতে পারে না' 'নাহ্‌, বউ অনুমতি দেবে না' 'বিয়ের পরে থেকেই তো উচ্চাঙ্গসংগীত উৎসব চলছে আমার জীবনে' 'না যাব না, সকালে অফিস আছে'

অগত্য এক অবিবাহিত তরুন বন্ধু, মনে হল সে যেতে পারবে, ফোন দিলাম 'ভাইয়া দশ মিনিট পরে জানাচ্ছি', কিছু সময় পর

-ভাইয়া আমি যেতে পারব না, ও নিষেধ করছে, ও খুব টেক কেয়ার করে আমাকে, কোথায় ঠান্ডা লেগে যাবে

- ও টা কে

- গত পরশু দিন প্রথম দেখা হয়েছে তাই ওর কথা আপনাদের এখনো জানানো হয়নি।



এখনো সুরের মধ্যো পুরো পুরি ঢুকতে পারিনি, কারণ লেখার কাজে ব্যাস্ত, তবে সুর আর লেখা আমার বড় প্রিয়। লেখা শেষ হলেই হয়ত হারিয়ে যাব সুরের মূর্ছনায়। তখন হয়ত সবাই কে বলতে ইচ্ছা করবে 'এই সুরের মূর্ছনায় হারিয়ে যাব বলেই তো বিয়ে আমি করছি না।'









নোট-প্রিয় বন্ধু জ্যোতির ভাইবারে ম্যাসেস পেয়ে চমকে উঠলাম 'বিয়ে করিস না কেন?' মনে পড়ল বছর দু'এক আগে অন্য ব্লগে ওরই লেখা একটি পোস্ট ছিল বিয়ে কেন করছ না!!! তাই নিয়ে কত হাসাহাসি করেছি আমি।

ছেলেদের বেলায় অভিজ্ঞতাটাও একেবারে খারাপ না রে জয়......

ছবি- গুগল





০১-১২-২০১৪

ঢাকা



মন্তব্য ৯৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৯৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩৩

মামুন রশিদ বলেছেন: 'বিয়ের পরে থেকেই তো উচ্চাঙ্গসংগীত উৎসব চলছে আমার জীবনে' :||


এই সুরের মূর্ছনায় হারিয়ে যাব বলেই তো বিয়ে আমি করছি না। B:-/ :-0



জানি জানি, হবু শ্বশুরকে এখনো পটাতে পারেন নি B-) :P

০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৭

এহসান সাবির বলেছেন: =p~ =p~ =p~


আপনার কি মনে হয় দিল্লরি লা্ড্ডু খেয়ে পস্তানো ভালো ?

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫১

মামুন রশিদ বলেছেন: সারাজীবনই পস্তাতে হয় । বিয়ের আগে লাড্ডু না খাওয়ার, আর পরে লাড্ডু খাওয়ার!


দুটোর মাঝেই যথেষ্ট ভালো আছে বৈকি! ;)

০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৫

এহসান সাবির বলেছেন: অন্য রকম টেস্ট আছে.....

হুম!!

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৩

মাহবু১৫৪ বলেছেন: হা হা হা


পোস্টে ++++

০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৩

এহসান সাবির বলেছেন: =p~ =p~ =p~ =p~


শুভ কামনা।

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০০

সেলিম আনোয়ার বলেছেন: করছি না তাই করছি না । ;)

০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫১

এহসান সাবির বলেছেন: একদম খাটি কথা.....



তবে বস সমস্যা তাহলে কোথায়? ;)

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০১

মামুন রশিদ বলেছেন: কিন্তু হবু শ্বশুরকে পটাতে না পারার ব্যাপারটাকে ইটচাপা দেয়া হচ্ছে কেন??

০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৩

এহসান সাবির বলেছেন: হবু শশুরটাকে খোঁজা হচ্ছে, তাকে পেলেই বোঝা যাবে ইট/পাথে চাপা কেন................... ;) ;) ;) ;) ;) ;)

৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১১

আবু শাকিল বলেছেন: কোন এক ব্লগার বলেছিলেন -

যৌবন শুকায় যাইতাছে! বউ দেন নাইলে চাকরী দেন । =p~ =p~

কিন্তু এখানে এহসান সাবির ভাইয়ের বিয়ে ছমস্যা কোথায় বোঝতেছি না।

০৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২৯

এহসান সাবির বলেছেন:
ইয়ে মানে বড় ভাই সেলিম আনোয়ার বলেছেন: করছি না তাই করছি না । ;)



কিন্তু আমার সমস্যা টা কোথায়?

৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৩

ঢাকাবাসী বলেছেন: পস্তাবেন তো বটেই, আর আমরা লেজ কাটিয়েছি আপনি ভাল থাকবেন কেন?

০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৯

এহসান সাবির বলেছেন: সব সুখ বুকে নিয়ে এই দুনিয়া থেকে বিদায় হবো তাতো মেনে নেওয়া যায় না .... B-)) B-))





শুভ কামনা সব সময়।

৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২০

সুমন কর বলেছেন: সাবির ভাই, বিয়ে না করলে করেই ফেলুন !!!! B-)

০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০১

এহসান সাবির বলেছেন: ভাবছি দাদা




শুভ কামনা সব সময়।

৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৫

মাহমুদ০০৭ বলেছেন: ভাই বিয়া কেন করতাছেন না ;) ? জাতি জানতে চায় ।

০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৩

এহসান সাবির বলেছেন: সেলিম আনোয়ার বড় ভাই, উনি আগে না করলে বিষয়টা কেমন দেখায় B-)) B-))





১০| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১৫

অপূর্ণ রায়হান বলেছেন: অগত্য এক অবিবাহিত তরুন বন্ধু, মনে হল সে যেতে পারবে, ফোন দিলাম 'ভাইয়া দশ মিনিট পরে জানাচ্ছি', কিছু সময় পর
-ভাইয়া আমি যেতে পারব না, ও নিষেধ করছে, ও খুব টেক কেয়ার করে আমাকে, কোথায় ঠান্ডা লেগে যাবে
- ও টা কে
- গত পরশু দিন প্রথম দেখা হয়েছে তাই ওর কথা আপনাদের এখনো জানানো হয়নি।
শান্তি কুথায় ভ্রাতা? ;)

০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৭

এহসান সাবির বলেছেন: ঔ নাই বৌ নাই, ওখানেই শান্তি ভ্রাতা ;) ;) ;)

১১| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৮

আমি স্বর্নলতা বলেছেন: তা ভাই বিয়ে করছেন না কেন? =p~ =p~ =p~

০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৪

এহসান সাবির বলেছেন: বড় ভাই'য়েরা করছে না তাই B-)) B-))




শুভ কামনা।

১২| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৬

ভূতের কেচ্ছা বলেছেন: বেঙ্গল উচ্চাঙ্গসংগীত ২০১৪ উৎসবের শেষ দিন আজ, বিকাল থেকে একে একে বেশ কয়েক জন কে ফোন দিলাম
'নারে, ছেলেটার জ্বর যাব না' 'তোর ভাবি তো রাতে একা থাকতে পারে না' 'নাহ্‌, বউ অনুমতি দেবে না' 'বিয়ের পরে থেকেই তো উচ্চাঙ্গসংগীত উৎসব চলছে আমার জীবনে' 'না যাব না, সকালে অফিস আছে'
অগত্য এক অবিবাহিত তরুন বন্ধু, মনে হল সে যেতে পারবে, ফোন দিলাম 'ভাইয়া দশ মিনিট পরে জানাচ্ছি', কিছু সময় পর
-ভাইয়া আমি যেতে পারব না, ও নিষেধ করছে, ও খুব টেক কেয়ার করে আমাকে, কোথায় ঠান্ডা লেগে যাবে
- ও টা কে :D :D :D :D :D :D :D :D :D :D

০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৫

এহসান সাবির বলেছেন: ও টা হলো তিন দিন আগে প্রথম দেখা হইছে B-) B-)

B-)) B-)) B-))

১৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৭

ভিটামিন সি বলেছেন: এই শীত!!! তারপরেও করছেন না কেন??

০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৮

এহসান সাবির বলেছেন: বড় ভাই'য়েরা করছে না তাই B-)) B-))




শুভ কামনা।

১৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৬

ইমিনা বলেছেন: অনেক দিন ধরে কুনু বিয়ের দাওয়াত পাই না। আপনি যদি ইচ্ছাটা পূরণ করতেন ভাইয়া 8-|

০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৯

এহসান সাবির বলেছেন: শুনতেছি একজন কবি বড় ভাইয়ের বিয়ে কথাবার্তা হচ্ছে ;) ;) ইচ্ছা পূরণ হবে, আশা করছি আমি সহ সবাই দাওয়াত পাব B-)) B-)) B-))

১৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

ডি মুন বলেছেন:
বিয়ে করছেন কেন হ্যাঁ, নিশ্চয়ই সামুতে বিয়ে বিষয়ক পোস্ট দেয়া অব্যাহত রাখার জন্যে ??? :-B

কারণ বিয়ে করলে তো তখন সংসারবিষয়ক প্যারাময় পোস্ট দিতে গিয়েও দিবেন না !!!! :) :)

সাবির ভাই, বিয়েটা করে এবার নিন্দুকের মুখে কুলুপ এঁটে দিন, দেশ ও জাতিকে উদ্ধার করুন :)


০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৬

এহসান সাবির বলেছেন: বিয়ে করছেন কেন হ্যাঁ, নিশ্চয়ই সামুতে বিয়ে বিষয়ক পোস্ট দেয়া অব্যাহত রাখার জন্যে ??? :-B

একদম আসল জায়গাতে কোপ মারছে রে.... আমার কি হপে....

১৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

প্রবাসী পাঠক বলেছেন: সাবির ভাই , আপনাদের জন্য তো আমরা সেশন জটে পরে যাচ্ছি। দ্রুত বিয়ে করে আমাদের সিরিয়াল করে দেয়ার জন্য আবেদন রইল।

০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৩

এহসান সাবির বলেছেন: আমিও তো বড় ভাইদের সেশন জটে আছি... ;) ;)



কি পছন্দ আছে নাকি? :P :P

১৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:০১

নাসরিন চৌধুরী বলেছেন: হা হা হা , আমি আজ তাকে বললাম এই রাস্তার সিগনাল খেয়াল কর , অমান্য করলে জেলে যাবে। সে কি কইল জানেন ---জেলের মধ্যেইত আছি আর নতুন করে কি জেলে যাব!!

আসলে ছেলে মানুষগুলান কিস্যু বুঝেনা। ওদের ভাল'র জন্য কিছু বলতে গেলেও ভাবে এই বুঝি গলায় বেড়ি পড়িয়ে দিল :( যাক বিয়েটা না হয় করেই ফেলুন।


একটু ভালবাসা , একটু খুনসুটি
সুঃখ দুঃখের মাখামাখি---

০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৬

এহসান সাবির বলেছেন: একটু ভালবাসা , একটু খুনসুটি
সুঃখ দুঃখের মাখামাখি---



শুভ কামনা আপনাদের জন্য।

১৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
এহসান ভাই আপনি জলদি বিয়ে করে প্রবাসী ভাইরে একটা গতি করে দেন।

নাইলে কিন্তু প্রবাসী ভাইরে নিয়া সারাদেশে হরতাল দিমু। :)

১০ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৯

এহসান সাবির বলেছেন: ওকে ভাইজান.....

তবে আন্দোলন হলে হবে ঈদের পরে ;) ;)

১৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৬

লিরিকস বলেছেন: =p~ =p~ =p~

১০ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৬

এহসান সাবির বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

২০| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৮

অপু তানভীর বলেছেন: শুনেন ভাই কারও কথায় কান দিবেন না। সব বিবাহিতরা আপনাকে ছলে বলে কৌশলে তাদের দলে টানতে চাইবে। আসলে আপনি যে অবিবাহিত থেকে সুখে আসেন এটা তাদের সহ্য হয় না!

খবরদার ফাঁদে পা দিবেন না কইলাম! দিল্লির লাড্ডু খেয়েছেন তো মরেছেন!!

১০ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮

এহসান সাবির বলেছেন: সে তো আমি আগেই বুঝেছি... B-)) B-))

উনারা লেজ কাটিয়েছেন আর আমি ভাল থাকব কেন? B-) B-)



আপনিও একটু সামলে থাইকেন ঐ যে দিল্লির লাড্ডু খেয়েছেন তো মরেছেন!! ;) ;)

২১| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৩

একলা ফড়িং বলেছেন: বিয়ে করেন নাই এটা তো খুবই ভালো কথা! জলদি করেন!! বিয়ে খাই না কতদিন!!

আমার ক্ষেত্রে ঘটনা এমন যে আমাকে কেউ কিছু জিজ্ঞাসা করে না! সবাই বাপজানকে ধরে! মেয়ে বিয়ে দেন না কেন!!! কবে দিবেন!!!

১০ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭

এহসান সাবির বলেছেন: শুনতেছি একজন কবি বড় ভাইয়ের বিয়ে কথাবার্তা হচ্ছে ;) ;) ইচ্ছা পূরণ হবে, আশা করছি আমি সহ সবাই দাওয়াত পাব B-)) B-)) B-))


তো আংকেল কি উত্তর দেন? B-))

২২| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫৩

বোকামানুষ বলেছেন: ইমিনা বলেছেন: অনেক দিন ধরে কুনু বিয়ের দাওয়াত পাই না। আপনি যদি ইচ্ছাটা পূরণ করতেন ভাইয়া 8-|

১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫০

এহসান সাবির বলেছেন: আসলে আমিও খাই না... আচ্ছা আপুদের কারো বিয়া থা হচ্ছে না? B-) B-)

২৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৯

ইমরান হক সজীব বলেছেন: বোকামানুষ বলেছেন: ইমিনা বলেছেন: অনেক দিন ধরে কুনু বিয়ের দাওয়াত পাই না। আপনি যদি ইচ্ছাটা পূরণ করতেন ভাইয়া 8-|

১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৯

এহসান সাবির বলেছেন: আপনি কি ও কাজ আগেই সেরে ফেলেছেন নাকি সিরিয়ালে আছেন? B-) B-)


ঠিক আছে আপনারা এত করেই যখন বলছেন..... :!> :!>

২৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫২

প্রবাসী পাঠক বলেছেন: সাবির ভাই, পছন্দের কেউ নেই। তবে এখন তো মনে হচ্ছে পছন্দ করে রাখতে হবে। ক্লাস ওয়ান কিংবা টু তে পড়ে এমন কাউকে দেখে রাখতে হবে। কারণ বড় ভাইয়েরা যেভাবে জায়গা দখল করে রাখছে। কবে তারা জায়গা ছাড়বে আর আমাদের সিরিয়াল আসবে। ততদিনে আমরা রেল মন্ত্রী হয়ে যাব।

১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৮

এহসান সাবির বলেছেন: মন্তব্য পড়ে হাসতে হাসতে শেষ।

=p~ =p~ =p~ =p~ =p~ =p~


এক গুচ্ছ ভালো লাগা।

২৫| ১০ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:১৪

হাসান মাহবুব বলেছেন: ক্ষিধা লাগসে ভাই। বিয়া কৈরা দাওয়াত দেন।

১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৯

এহসান সাবির বলেছেন: কি কি আইটেম রাখব বলেন? B-) B-)

২৬| ১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৪

অপূর্ণ রায়হান বলেছেন: ভ্রাতা যেখানে ঐ নাই, বৌ নাই, সেখানে তো ধুঁ ধুঁ মরুভুমি! সে যে কি তৃষ্ণা! তখন মনে হয়, ঐ তো দেখা যায় ওয়েসিস! কিন্তু মরীচিকা! :(

মমতাজের সুরে সুরে বলতে হয়, তারা যখন তাদের নিয়া আমার সামনে পাশে দিয়া হাইট্টা যায়, ফাইট্টা যায়! বুক্টা ফাইট্টা যায়! :((

১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪৬

এহসান সাবির বলেছেন: অপু তানভীর বলেছেন: শুনেন ভাই কারও কথায় কান দিবেন না। সব বিবাহিতরা আপনাকে ছলে বলে কৌশলে তাদের দলে টানতে চাইবে। আসলে আপনি যে অবিবাহিত থেকে সুখে আসেন এটা তাদের সহ্য হয় না!


B-)) B-)) B-)) B-))

২৭| ১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৪

কলমের কালি শেষ বলেছেন: =p~ =p~ =p~

আপনার কথা শুনেতো মনে হচ্ছে বিয়ে নিয়ে আবার ভাবতে হবে । :P :P

১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৪

এহসান সাবির বলেছেন: সেকি?? B:-) B:-) B:-)

১ম বারের কথা নাকি ২য় বারের কথা ভাববেন? B-) B-)

২৮| ১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩৭

পলক শাহরিয়ার বলেছেন: বাহরাইনে একটা সেমিনারে গিয়েছিলাম। লাঞ্চের সময় আমাদের Program Co-ordinator জিজ্ঞেস করছিলেন, হোয়াট ইজ দ্যা বেস্ট থিং হিয়ার ইন বাহরাইন টু ইউ?? উত্তরে এক কোরিয়ান এর জবাবটা ছিল ক্লাসিক।
“দা বেস্ট থিং ইজ ওয়াইফ ইজ নট হিয়ার অ্যান্ড আই অ্যাম নাউ ফ্রি ফ্রম হার।” দুনিয়ার সব অথবা বেশিরভাগ বিবাহিত পুরুষেরই এক ভাষা।

যাই হোক ভাল লিখেছেন।

১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০১

এহসান সাবির বলেছেন: “দা বেস্ট থিং ইজ ওয়াইফ ইজ নট হিয়ার অ্যান্ড আই অ্যাম নাউ ফ্রি ফ্রম হার।” দুনিয়ার সব অথবা বেশিরভাগ বিবাহিত পুরুষেরই এক ভাষা।

আসলেই ক্লাসিক।


ইয়ে মানে আপনিও কি ঐ পঠের পথিক? B-)) B-))

২৯| ১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৪

খেলাঘর বলেছেন:

ঘটনা তো পুরোটা বলেন নাই

১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৬

এহসান সাবির বলেছেন: থাক না... কি হবে পুরোটা বলে......



শুভ কামনা।

৩০| ১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:০৬

দীপংকর চন্দ বলেছেন: - সব ঠিক আছে, আমিই বলেছি কিন্তু তুমি বিয়ে না করে সব সুখ বুকে নিয়ে এই দুনিয়া থেকে বিদায় হবা তাতো মেনে নেওয়া যায় না

চিন্তার বিষয়! শত্রু মিত্র চেনা বেশ মুশকিল মনে হচ্ছে!

শুভকামনা জানবেন ভাই। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়।

১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৯

এহসান সাবির বলেছেন: সত্যিই চিন্তার বিষয়! শত্রু মিত্র চেনা বেশ মুশকিল মনে হচ্ছে!

ইয়ে মানে অনেক দিন বিয়ে খাই না
মানে আপনি.... B-) B-) B-)


শুভ কামনা।

৩১| ১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১২

নেক্সাস বলেছেন: বিয়া দি্ল্লিকা লাড্ডু যে খায়না স পস্তায় আর যে খায়না সেও পস্তায়

১১ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৫

এহসান সাবির বলেছেন: তাহলে কি খেয়েই পস্তাবো???


আপনি কি বলেন?

৩২| ১১ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৭

স্বপ্নবাজ অভি বলেছেন: বিয়ে - সৃষ্টিকর্তার এক অদ্ভূত প্রহসন ! :( :(

১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৮

এহসান সাবির বলেছেন: হুম!!! :| :|

৩৩| ১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০১

না পারভীন বলেছেন: পোস্ট পড়ে ব্যপক বিনোদিত হলাম। ভাই হাতে ভাল একজন পাত্রী আছে, যে পাত্র যৌতুক নিবেনা, সে রকম খুঁজছি। যৌতুক দিয়ে কন্যা বিবাহ দিব না।।

১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩৪

এহসান সাবির বলেছেন: শুনতেছি একজন কবি বড় ভাইয়ের বিয়ে কথাবার্তা হচ্ছে ;) ;)

ওদিকে দেখেন.....

৩৪| ২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৬

মহান অতন্দ্র বলেছেন: আমারও প্রশ্ন করছেন না কেন ? করে ফেলুন ।

৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২৯

এহসান সাবির বলেছেন: আমি তো বড় ভাইদের সেশন জটে আছি... ;) ;)





শুভ কামনা রইল।

৩৫| ২১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :D :D :D

শীতকাল বিয়ের জন্য আদর্শ মৌসুম!!! আমরা শীঘ্রই ভাবীরে দেখতে চাই!!!

০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৩

এহসান সাবির বলেছেন: বর্ষণ ভাই..............!!

বিগ সারপ্রাইজ ম্যান......!!

কেমন আছেন? কত দিন পর.....



ফিরে আসুন আমাদের মাঝে......

৩৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:১৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: হা হা । ভালোই আছেন। বিবাহিতরা চায় অবিবাহিতরা বিয়ে করুক। নিজেরা খালে পড়েছে অন্য কেউ ভালো থাকলে কি প্রাণে সয় ? হিংসা সবই হিংসা ;)

১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৫

এহসান সাবির বলেছেন: হিংসা সবই হিংসা

একদম মনের কথাটা বলেছেন। ;)

বিয়ে না করে সব সুখ বুকে নিয়ে এই দুনিয়া থেকে বিদায় হবোতাতো তারা মেনে নেবে না ;)


শুভ কামনা রইল।

৩৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:



ভাই বিয়াতো করবেন না ভাল কইরাই জানি। হুদাই কেন ঘ্যান ঘ্যান করেন ?

X( X( X(

৩০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪০

এহসান সাবির বলেছেন:
শুভ কামনা রইল।

৩৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৮

ভুল্কিস বলেছেন: প্রবাসী'র হতাশেপনা মন্তব্যে ১ম লাইক দিলাম B-)
কান্ডারি'র মুরুব্বীপনা কমেন্টেও ১ম লাইক :-B

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৬

এহসান সাবির বলেছেন: :#) :#) :#) :#) :#) :#)

৩৯| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১:২২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বিয়েতে দেরি করা ভালো না। করে ফেলুন :)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫১

এহসান সাবির বলেছেন: হুম!!

তাড়া তাড়ি পস্তানোই ভালো.....!!

শুভ বসন্ত কবি।

৪০| ০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩০

ইমরান হক সজীব বলেছেন: ভাই আমার অবস্থা মনে হয় আপনার চেয়েও ভালো 8-| তিরিশ পার করে ফেলেছি, বিয়ে তো দূরে থাক প্রেম ও হয় নি কারো সাথে আজ পর্যন্ত :|

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫১

এহসান সাবির বলেছেন: আমিও তিরিশ পার ভাই... বিয়ে তো দূরে থাক প্রেমও হয়নি..
তবে এবার প্রেম করবার ট্রাই করব ভাবছি B-))

৪১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১৬

প্রিয়তমেষূ বলেছেন: সাবির ভুলেও বিয়ে করবেন না, নিজের এত কস্টের সুখ শান্তি অন্যের হাতে তুলে দিয়ে নস্ট করাটা অন্যায়।

২১ শে মার্চ, ২০১৫ রাত ১০:৪৮

এহসান সাবির বলেছেন: প্রি য় ত মে ষূ !!!

৪২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

ইমরান হক সজীব বলেছেন: :-B তাইলে তো তুমি আমার দোস্ত বুজুর্গ মানুষ :D

২১ শে মার্চ, ২০১৫ রাত ১১:৩১

এহসান সাবির বলেছেন: দোস্ত কই তুমি??? কই হারালে??? আসো চা কফি খাই একদিন..

৪৩| ২১ শে মার্চ, ২০১৫ রাত ১১:৩৩

টুম্পা মনি বলেছেন: বিবাহ ঐচ্ছিক বিষয়। যখন ইচ্ছা তখন করুন। ইচ্ছে হলে না করুন। সবই ইচ্ছা।

২২ শে মার্চ, ২০১৫ রাত ১১:১০

এহসান সাবির বলেছেন: I may not be good enough for someone..
But I Will be the Best for them who Deserve Me...!!

৪৪| ২৩ শে মার্চ, ২০১৫ রাত ১:৫০

টুম্পা মনি বলেছেন: হো হো হো ঠিক বলেছেন। একদম আমার মত।

২৩ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৪৬

এহসান সাবির বলেছেন: এই হো হো হো করে ছেলেরা.. আর মেয়ে রা করে হি হি হি...

B-)) B-)) B-)) B-))


আজ রাধাচূড়া ফুল দেখেছি...
রাধাচূড়া'র শুভেচ্ছা........

৪৫| ২৮ শে জুন, ২০১৫ বিকাল ৩:২৬

জেরিফ বলেছেন: যেভাবে গায়েব হইলেন মনে হচ্ছে অবশেষে বিয়েটা করেই ফেলেছেন , বললেই পারতেন !!!

২৯ শে জুন, ২০১৫ রাত ১০:৪৯

এহসান সাবির বলেছেন: সরি রে.....

সি ইউ সুন....



না না আমি এখনো সিঙ্গেল........!

৪৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৪

আমি তুমি আমরা বলেছেন:


-কি পছন্দ আছে নাকি?
- কোন বিষয়ে বলছেন?
- কোন মেয়ে টেয়ে
- কত বার বলেছি আপনাকে ওসব কিছু নাই
- তাহলে সমস্যা টা কোথায়?


=p~ =p~ =p~

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪২

এহসান সাবির বলেছেন: B-) ;) :P :`> B-))


শুভ কামনা সব সময়।

৪৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৩

আরমিন বলেছেন: হা হা হা !

১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৪

এহসান সাবির বলেছেন: B-) ;) :P :`< B-))


শুভ কামনা সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.