নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যি বললে কেউ বিশ্বাস করে না, তাই সত্যিগুলো গুল গাপ্পা বলে চালিয়ে দেই.....!!
ঘুরতে কার না ভালো লাগে? তবে ঘুরতে যাবার জন্য সময়, অর্থ, সঙ্গী সবই প্রয়োজন হয়। তিনটা এক সাথে মিলে যাওয়াও এখন আমার জন্য দু্ষ্কর। তবে কোন বন্ধু যদি বলে খরচের ৫০% অফ তাহলে আমাকে আর কে ঠেকায় ।
আমাদের ভালো ক্যামেরা নাই, স্মৃতি ধরে রাখবার জন্য ছবি তোলা। ভালো ছবিও তুলতে পারি না। ভালো হোক মন্দ হোক কিছু ছবি শেয়ার করলাম।
১।
আর মাত্র ১০ কিঃমিঃ।
২।
যেখানে ছিলাম/ হোটেল/রেস্ট হাউজ
৩।
পাহাড় নীলিমা ঘেরা সবুজের মুগ্ধ বনরাজি। রেস্ট হাউজের বারান্দা থেকে তোলা।
৪।
টাইগার হিল যাবার পথে।
৫।
টাইগার হিলে কুয়াশা মেঘে কারণে কোন ছবিই ঠিক মত তুলতে পারিনি
৬।
এই পথ যদি না শেষ হয়......! নীলগিরি যাবার পথে।
৭।
নীলগিরি।
৮।
ওয়াশ রুম!! নীলগিরি।
৯।
কি দারুন। নীলগিরি।
১০।
বারান্দা-ধোয়া ওড়া চা, কবিতা.....! নীলগিরি।
১১।
বাংলো। নীলগিরি।
১২।
নীলগিরির উপর থেকে তোলা।
১৩।
Cast Away....... নীলগিরি।
১৪।
এঁকে বেকে বয়ে চলা নদী। নীলগিরির উপর থেকে তোলা।
১৫।
মেঘ বলেছে যাব যাব। নীলগিরির উপর থেকে তোলা।
১৬।
পাহাড়ি ঝর্ণা তুমি তো জান না......
১৭।
স্বর্ন মন্দির।
১৮।
স্বর্ন মন্দির।
১৯।
স্বর্ন মন্দির।
২০।
সন্ধারও ছায়া নামে এলো-মেলো হাওয়া, ভালো লাগে জীবনে এই গান গাওয়া।
২১।
ঐ তো আমি...!
ধন্যবাদ সবাই কে।
৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫৪
এহসান সাবির বলেছেন: এই মাসের মাঝা মাঝি থেকে বেশ ঘোরা ঘুরির উপর আছি ভাইয়া। জানুয়ারী মাঝা মাঝি পর্যন্ত চলবে আশা করছি। অবশ্য ইস্তেমার জন্য অফও হতে পারে।
১ম ভালো লাগা পেয়ে খুশি হয়েছি।
শুভ কামনা সব সময়।
২| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪০
সুমন কর বলেছেন: সুন্দর !!কবে গেলেন?
অামি ঘুরে এসেছিলাম। পর্যায়ক্রমে পোস্ট দিচ্ছি ...........
অলস অামি !!!!
দিয়ে দেবো একটা ছবি পোস্ট।
শুভ দুপুর।
৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩০
এহসান সাবির বলেছেন: না দাদা এটা ঠিক না.......
চলবে লিখে আর চলছে না আপনার ঐ সফরের পোস্ট।
না হবে না.....
পোস্ট চাই।
শুভ কামনা সব সময়।
৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২৬
এহসান সাবির বলেছেন: আপনার কাছ থেকে অনেক দিন কোন ছবির পোস্ট পাই না।
শুভ কামনা সব সময়।
৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৯
নুর ইসলাম রফিক বলেছেন: আমার আপসোস বাড়িয়ে দিলেন।
ভালো লাগলো ছবি গুলি।
৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৫
এহসান সাবির বলেছেন: সময় করে ঘুরে আসুন। খুব ভালো লাগবে।
শুভ কামনা রইল।
৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৮
ইমিনা বলেছেন: কোথায় আপনি? আপনাকে তো দেখাই যাচ্ছে না । এটা একটা ফাকিবাজি টাইপের ছবি
তবে আপনার ঐ ফাকিবাজি টাইপের ছবিটা ছাড়া বাকি সবগুলো ছবি অসাধারন । আমার আফসুসটা আরো বাড়িয়ে দিলো
৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪৯
এহসান সাবির বলেছেন: ফাকিবাজি ছবি দিয়েও তো টিকে আছি, সাইড থেকে নায়ক 'সিরিয়াস কাঞ্চন'
ধুস!! আপনি আসি আসি বলে আসেন না....
আপনার বাড়ীতে এবার আমার দাওয়াত
শুভ কামনা সব সময়।
৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২৯
চিরতার রস বলেছেন: জাস্ট অসাম
৩০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০১
এহসান সাবির বলেছেন: অনেক দিন পর..........
ভালো লাগা, শুভ কামনা সব সময়।
৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০২
তুষার কাব্য বলেছেন: অবশেষে সাবির ভাই আসলেন তাও আবার ভ্রমন পোস্ট নিয়ে..
চমত্কার কিছু ছবি নিয়েছেন ভাই,,,চোখ জুড়ানো ।যাত্রা কি নীলগিরি পর্যন্তই ছিল নাকি ভাই? আমার যাত্রা কিন্তু এর পর থেকে শুরু হয়...কবে যে আপনি আমার সাথে যাবেন...
ভালো থাকবেন অনেক...
৩০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১০
এহসান সাবির বলেছেন: ভাই আমার দৌড় নীলগিরি পর্যন্তই ছিল
জানি জানি আপনার পোস্ট দেখেই তো উৎসাহ পাই।
যাব আপনার সাথে। সত্যিই।
শুভ কামনা রইল।
৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৩
ডি মুন বলেছেন: চোখ জুড়ানো সব ছবি
বাহ, দারুণ
++++
৩০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৫
এহসান সাবির বলেছেন: কি খবর?
বই পড়ার জন্য কি অভিধান প্রয়োজন
শুভ কামনা রইল।
৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৪
মহান অতন্দ্র বলেছেন: চমৎকার । বন্ধুদের অনেকেই অখানে গেছে । ছবি দেখে বুঝলাম । নিজের যাওয়া হয়নি । তবে আপনার লেখায় অনেকটা যেন ঘুরে আসলাম।
ভাল থাকবেন ।
৩০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫১
এহসান সাবির বলেছেন: সময় করে ঘুরে আসুন। খুব ভালো লাগবে।
শুভ কামনা রইল।
১০| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৬
কলমের কালি শেষ বলেছেন: দৃষ্টিনন্দন ছবিগুলো । ++++
৩০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০১
এহসান সাবির বলেছেন: উৎসহজনক মন্তব্য।
শুভ কামনা সব সময়।
১১| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৬
অপূর্ণ রায়হান বলেছেন: মনমুগ্ধকর সব ছবি আর লোভাতুর পোস্ট ভ্রাতা। দিলে কষ্ট নিয়া পিলাচ ++++++++++++++++++
ভালো থাকবেন সবসময়
৩০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৩
এহসান সাবির বলেছেন: আপনি তো কিছু ছবির পোস্ট দিতে পারেন............
শুভ কামনা রইল।
১২| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৫
জেরিফ বলেছেন: এমন সময় গিয়েছিলাম মেঘ যাব যাব না বলেই চলে গিয়েছে
ছবি গুলো সুন্দর হয়েছে ।
০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৭
এহসান সাবির বলেছেন: আবার যাবা, তখন একা নয়....
মেঘ দেখাবা বলেই তো তাকে নিয়ে যাওয়া...
তখন দেখবা মেঘ যাব যাব না বলেই চলে যাবে না......
ভালো আছো?
১৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫১
নাসরিন চৌধুরী বলেছেন: খুব সুন্দর ছবিগুলো
আহারে ----পারিনা অনেক কিছুই পারিনা
০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৭
এহসান সাবির বলেছেন: আমি এখনো পারি.....
আপনাদের মতো শিকল পরলে হয়ত আমিও পারবা না।
শুভ কামনা রইল।
১৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৪
আবু শাকিল বলেছেন: ছবি ,
ছবির মতই সুন্দর
০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৮
এহসান সাবির বলেছেন: সময় করে ঘুরে আসুন। খুব ভালো লাগবে।
শুভ কামনা রইল।
১৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪১
ঢাকাবাসী বলেছেন: সুন্দর ছবিগুলো।
০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৯
এহসান সাবির বলেছেন: ভালো আছেন তো?
সময় করে ঘুরে আসুন। খুব ভালো লাগবে।
শুভ কামনা রইল।
১৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩০
দৃষ্টিসীমানা বলেছেন: চমৎকার উপস্থাপন ।+ + + + + ।ভাল থাকুন ।
০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫১
এহসান সাবির বলেছেন: আপনাকে দেখে খুব ভালো লাগছে।
আপনিও ভালো থাকুন।
শুভ কামনা।
১৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬
বোকামানুষ বলেছেন: দারুণ সব ছবি বিশেষ করে নীলগিরির সবগুলো
ইশশশশ........ আমাদের এইরকম ৫০% ছাড় দেয়ার বন্ধু কেন যে নাই তাইলে তো আমি ব্যাগ নিয়ে দৌড় দিতাম
০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৭
এহসান সাবির বলেছেন: আমার দু-একজন ঐ রকম বন্ধু আছে....... কখনো কখনো আমাকেও ঐ ভুমিকা পালন করতে হয়
সময় করে ঘুরে আসুন। খুব ভালো লাগবে।
শুভ কামনা রইল।
১৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:০১
স্নিগ্ধ শোভন বলেছেন:
অস্থির মজা না?
০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪০
এহসান সাবির বলেছেন: হাঃ হাঃ হাঃ
শোভন ভাই যে....!!
নতুন পোস্ট কই?
১৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:২০
প্রবাসী পাঠক বলেছেন: চারদিকে সবুজের ছড়াছড়ি।
দূরবীক্ষণ যন্ত্র, অণুবীক্ষণ যন্ত্র দিয়েও তো সাবির ভাইকে ঠিকভাবে দেখতে পারছি না।
০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১০
এহসান সাবির বলেছেন: ভালো ক্যমেরা নাই ভাই....... জুম টুম করে করে ঐ পযর্ন্ত আনা গিয়েছে
সাইড থেকে নায়ক 'সিরিয়াস কাঞ্চন'
২০| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:১৬
বিদ্রোহী বাঙালি বলেছেন: নীলগিরি... নামের মাঝেই জেনো নৈসর্গিক সৌন্দর্য ঝরে পড়ছে। সবুজ পাহাড়ের অপরূপ কারুকার্যময় সৌন্দর্য ক্যামেরা বন্দী করে সুন্দর করে। মুগ্ধ হয়ে কতক্ষণ দেখে নিলাম। আহা! কী রূপ ছড়িয়ে আছে পাহাড়ের ভাঁজে ভাঁজে। দারুণ ফটোপোস্ট।
০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:২০
এহসান সাবির বলেছেন: চমৎকার মন্তব্যে ভালো লাগা।
সত্যিই অপরূপ আমাদের এই বাংলাদেশ।
শুভ কামনা সব সময়।
২১| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১০
হাসান মাহবুব বলেছেন: অপূর্ব। অদ্ভুত সুন্দর। কবে যে যাবো!
০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৪
এহসান সাবির বলেছেন: সময় করে ঘুরে আসুন। খুব ভালো লাগবে।
পাহাড় ঘেরা সবুজের মুগ্ধ বনরাজী ভিতরে এক রহস্য উপন্যাস লিখবেন
শুভ কামনা রইল।
২২| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৪
খেলাঘর বলেছেন:
ভুস্বর্গ
০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৬
এহসান সাবির বলেছেন: সত্যিই অপরূপ আমাদের এই বাংলাদেশ।
শুভ কামনা সব সময়।
২৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:৩১
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: খুব সুন্দর!
১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৯
এহসান সাবির বলেছেন: সত্যিই অপরূপ আমাদের এই বাংলাদেশ।
আপনি সব সময় ছবি তুলবেন যেখানেই যান না কে...... ক্যামেরা ভালো হবার দরকার নাই।
শুভ কামনা সব সময়।
২৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন:
বান্দরবন কবে গেলেন ভাই ?
১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১০
এহসান সাবির বলেছেন: এই তো...
শুভ কামনা।
২৫| ০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৫
অদৃশ্য বলেছেন:
আহা, কি মজা... চমৎকার লিখা ও ছবি...
শুভকামনা...
১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৯
এহসান সাবির বলেছেন: সত্যিই অপরূপ আমাদের এই বাংলাদেশ।
শুভ কামনা সব সময়।
২৬| ০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৮:০৪
জাফরুল মবীন বলেছেন: চমৎকার এই পোস্টটি সোজা প্রিয়তে নিয়ে গেলাম।
ধন্যবাদ ভাই এহসান সাবির অনবদ্য পোস্টটির জন্য।
নতুন বছরের শুভেচ্ছা গ্রহণ করুন।
HAPPY NEW YEAR
১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৮
এহসান সাবির বলেছেন: HAPPY NEW YEAR ভাইয়া। একটু দেরি করে দিলাম।
নানা বিধ ঝামেলাতে আছি ভাইয়া।
আপনিতো উধাও হয়ে গেছিলেন।
শুভ কামনা সব সময়।
২৭| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৪
ডি মুন বলেছেন:
অভিধানে কুলাবে না ভাই । মাথা নষ্ট ।
১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৩
এহসান সাবির বলেছেন: আমি আগেই বলেছি অভিধান গিফট দিতে পারব না
২৮| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫১
প্রামানিক বলেছেন: যেমন ছবি তেমন বর্ননা। ধন্যবাদ
১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২১
এহসান সাবির বলেছেন: আপনিও ছবি তুলে রাখতে পারেন, আপনি অনেক জায়গাতে ঘোরা ফেরা করেন সো কিছু ছবি থাকতেই পারে।
শুভ কামনা।
২৯| ০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৮
তাহসিনুল ইসলাম বলেছেন: চমৎকার একটা পোস্ট। দারুণ !
১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৭
এহসান সাবির বলেছেন: আপনার মন্তব্য পেয়ে ভালো লাগছে।
শুভ কামনা রইল।
৩০| ১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২০
নেক্সাস বলেছেন: ভ্রমন পোষ্ট আমার ভাল্লাগেনা। আমি যাইতে পারিনা ক্যারে। সুন্দর ভ্রমন পোষ্টে হিংসার মাইনাস
১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩২
এহসান সাবির বলেছেন:
মন্তব্যে খুব ভালো লাগা।
দোয়া রইল আপনি অবশ্যই যাবেন।
শুভ কামনা রইল।
৩১| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ১০:১২
শাশ্বত স্বপন বলেছেন: তিনবার গিয়েছি, মাসে একবার যেতে মন চায়। আপনাদের কোন গ্রুপ আছে? শীতে যাবেন?
১০ ই জুলাই, ২০১৫ রাত ১১:৫২
এহসান সাবির বলেছেন: আমাদের একটা গ্রুপ ছিল কিন্তু ওদের বিবাহ হবার পর সব ওলট পালট হয়ে গেছে দাদা.......
আমারও খুব ঘুরতে মন চায়....
শীতে যাবো কিনা ওদিকে এখন বলতে পারছি না কারণ তাজমহলের দিকে যেতে পারি...
আমি জানাব আপনাকে।
সব সময় শুভ কামনা।
৩২| ০৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১২
নীলপরি বলেছেন: ছবি আর লেখা দুটোই খুব ভালো লাগলো ।
১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৯
এহসান সাবির বলেছেন: সত্যিই অপরূপ আমাদের এই বাংলাদেশ।
শুভ কামনা সব সময়।
৩৩| ১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
কিছুদিন আগে বান্দরবন গিয়েছিলাম। উঠেছিলাম মিলন ছড়ি রিসোর্টে। এদের মার্মা কটেজটা অদ্ভুত আর ডাইনিং এর ঝুল বারান্দাটা সুন্দর। আমার কাছে মনে হইছিলো বান্দরবন এলে আর কোথাও ঘুরতে যাওয়ার প্রয়োজন নাই। শুধু এই রিসোর্টে থাকলেই হয়। এদের খেলার ঘরটাও চমৎকার।
২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৮
এহসান সাবির বলেছেন: আমি ছিলাম হিল সাইড রিসোর্টে। চমৎকার একটি রিসোর্টে। ওখানকার বারান্দায় বসে মনে হয়েছিল কবিতা রা শুধু উড়ে বেড়াচ্ছে.. জাস্ট ধরে খাতায় ছেড়ে দিতে হবে।
সত্যিই অপরূপ আমাদের এই বাংলাদেশ।
শুভ কামনা সব সময়।
৩৪| ২২ শে মে, ২০১৬ দুপুর ২:৫৮
পুলহ বলেছেন: আপনার ফ্রেন্ডের মত ফ্রেন্ড পাইলে ভালো হইতো, হা হা...
আমার অসম্ভব প্রিয় জায়গা নিলগিরি। টু বি অনেস্ট- ছবিগুলা বিষণ্ণ-সুন্দর !
ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫১
মামুন রশিদ বলেছেন: অসাধারণ! প্রকৃতির মাঝে যেতে সব সময়ই ভালো লাগে । কবে গেলেন?
প্রথম ভালোলাগা++