নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যি বললে কেউ বিশ্বাস করে না, তাই সত্যিগুলো গুল গাপ্পা বলে চালিয়ে দেই.....!!
মধুমেলা!!! ছোট বেলা থেকে সব থেকে বেশিবার যাওয়া এই মেলাতে আমার সব থেকে ভালো লাগে গরম গরম মিষ্টি মন্ডা, চানাচুরের পাহাড়, গজা, দানাদার আরো হরেক রকমের খাবার। যদিও মিষ্টি ঠান্ডা হয়ে গেলে এর মান ও টেষ্ট নিয়ে অনেকেই বেশি কথা শুনাতে পারে ধুস!! শুনালে শুনাক তাতে কি আর যায় আসে
১।
জিনিস গুলো দেখতে অনেক সুন্দর। ফিনিসিংও ভালো।
২।
আমি ২টা ঝুড়ি কিনেছিলাম। একটাতে মিষ্টি আরেকটাতে মিক্সড চানাচুর ভরেছিলাম।
৩।
খুব বেশি দামি না জিনিস গুলি। এখনো মফস্বলের মানুষেরা ঘরে শো-পিচ হিসাবে ব্যাবহার করে। কাঠের জিনিস। ভালো।
৪।
বোনরা থাকলে এখানে মোটা মুটি খসে যাবে বেশ মাল-পানি, দামে খুব সস্তা হলে একেক জন সব রংয়ের নিবে, তার পর তার বান্ধবির জন্য, বান্ধবির ছোট বোনের জন্য...........
৫।
কার না ভালো লাগে?
৬।
টেষ্ট ভালো না, আটার দলা।
৭।
চানাচুর........!!
৮।
মধুমেলা!!
৯।
চাচা মিয়া রেডি...!
১০।
মিক্সড চানাচুর, আলাদা করে নেওয়া যায়।
১১।
গজা। এটা চ্যাপ্টা টাইপের, গোল টাইপের পাওয়া যায়, মেগা সাইজেরও আছে।
১২।
দানাদার। আমার কাছে খুবই মজাদার।
১৩।
খালি পাত্রে রসগোল্লা ছিল!!!
১৪।
বেচা-কেনায় ব্যাস্ত।
১৫।
বড় গুলোকেই মন্ডা বলে? কি জানি.........
১৬।
মেগা সাইজ! গরম গরম ভালো, ঠান্ডা হলে শক্ত হয়ে যায়।
১৭।
না না না এটা রসগোল্লা নয়। চমচম, চিনির শিরা থেকে এখনো তুলে নাই। এক দম গরম।
১৮।
সব শেষে পান চিবুতে চিবাতে বাড়ি চলে আসবেন।
মধুমেলা, যশোর।
১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৬
এহসান সাবির বলেছেন: ছোট বেলায় মেলা গুলো যেন অনেক বেশি মজার ছিল।
যে কোন মেলা আমার ভালো লাগে।
শুভ কামনা আপু।
২| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩১
মাহমুদ তূর্য বলেছেন: ওয়াও.... মিষ্টিময় পোষ্ট
১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৬
এহসান সাবির বলেছেন: মাহমুদ ভাই গরম গরম মিষ্টি খুব ভালো টেস্ট। আর ওখানে সবই ফ্রেশ, আই মিন ওখানেই বানায়, প্রায় দিনে সব শেষ হয়ে যায়।
সময় পেলে ঘুরে আসবেন।
শুভ কামনা ভাইয়া।
৩| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩২
সুমন কর বলেছেন: এত মিষ্টি খাবার দেখালে, ক্ষুধা লেগে যাবে।
চমৎকার পোস্ট !!
১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৩
এহসান সাবির বলেছেন: মিষ্টি মনে হয় আপনার খুব পছন্দ
যে কোন মেলা হলেই আমর ঢু মারার ইচ্ছা জাগে.....
সময় পেলে ঘুরে আসবেন।
শুভ কামনা দাদা।
৪| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৪
জেরিফ বলেছেন: এভাবে খাবারের লোভ দেখানোর জন্য আপনাকে কমেন্ট ব্যান করলাম
১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০১
এহসান সাবির বলেছেন: তাহলে আমি কেমন করে মন্তব্যের উত্তর দেব
৫| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৩০
নতুন বলেছেন: পুরাই মিস্টি পোস্ট...
মেলার জন্য বানাইছে তো তাই মান খারাপ করছে... লাভ বেশি করার জন্য..
১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২০
এহসান সাবির বলেছেন: সঠিক বলেছেন নতুন'দা লাভ বেশি করার জন্য।
তবে গরম গরম খুব ভালো। আর ছোট ছোট মিষ্টি গুলোর মান একেবারে খারাপ না। দানাদারের টেস্ট একই রকম।
৬| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:২৪
স্বপ্নবাজ অভি বলেছেন: সত্য সত্য সাবির ভাই , আমার উড়ে যশোর যেতে ইচ্ছে করছে , লোভনীয় , আকর্ষনীয় !
১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩০
এহসান সাবির বলেছেন: যদি বেঁচে থাকি, বিয়ে না করি, দেশে থাকি, অসুস্থ না থাকি তাহলে আগামী বার নিয়ে যাব ইনশাল্লাহ্।
শুভ কামনা সব সময়।
৭| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:২০
বিদ্রোহী বাঙালি বলেছেন: জিহ্বায় জল চলে আসলো। বাহারি মিষ্টির সাথে মেয়েদের বাহারি সাজ সরঞ্জাম। রসগোল্লার পাত্রটা খালি করলো কে?
মধুমেলা সম্বন্ধে যদি একটু লিখতেন তবে জানতে পাড়তাম। কারণ যশোরের মধুমেলা সম্বন্ধে কোন ধারণা নাই।
তবে ছবিগুলো চমৎকার তুলেছেন। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ এহসান সাবির।
১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৮
এহসান সাবির বলেছেন: আমরা যাওয়ার আগেই ঐ দোকানের রসগোল্লা শেষ হয়ে গেছিলো তবে অন্য দোকানে ভরপুর ছিল
মধুমেলা নিয়ে লিখতে চেষ্টা করব, প্রামানিক'দা মনে হয় কিছু লিখছিলেন।
সময় পেলে ঘুরে আসবেন।
শুভ কামনা ভাইয়া।
৮| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:২৬
জাফরুল মবীন বলেছেন: মিঠাই পোস্টে মিষ্টি শুভেচ্ছা নিন
১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৭
এহসান সাবির বলেছেন: আপনাকেও যশোরের জামতলার রসগোল্লার শুভেচ্ছা দিলাম।
সময় পেলে ঘুরে আসবেন।
শুভ কামনা ভাইয়া।
৯| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৩১
যোগী বলেছেন:
রসগোল্লা চম চম খাইতে মুনচায়।
১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৭
এহসান সাবির বলেছেন: নেক্সট টাইম চলে আসবেন।
গরম গরম খুব ভালো টেস্ট
শুভ কামনা সব সময়।
১০| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৩০
আরমিন বলেছেন: মিস্টি খেতে ইচ্ছে করছে !
১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৩
এহসান সাবির বলেছেন:
ভার্চুয়ালি খেয়ে নিন।
শুভ কামনা রইল।
১১| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৯
ইমিনা বলেছেন: আমি ওখানে গেলে তো খাবারগুলো থেকে চোখই ফেরাতে পারবো না। অথচ মেরে ফেললেও খাব না। মানে দাড়ালো, নিজের সাথে নিজেই দ্বন্দ্ব করে কষ্ট পাবো। তাই যাবো না
মেইল চেক করেন না বোধ হয়
১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৪
এহসান সাবির বলেছেন: মানে কি? অথচ মেরে ফেললেও খাব না মানে কি? কি হয়েছে ইমিনা?
কিচ্ছু বুঝতে পারলাম না
আমার ইমেল? কোন আইডি? হটমেইল? জিমেইল?
১২| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমি জানি না--আমার মাথা পুরাই নষ্ট করে দিয়েছেন--- রসে ভেজা মিষ্টি, গজা, চুরি আর হাওয়াই মিঠাই---এসব আমি ভীষণ পছন্দ করি
১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩২
এহসান সাবির বলেছেন: আপু সময় পেলে নেক্সট বার চলে আসবেন। আপনার খুব ভালো লাগবে। কপোতাক্ষ নদীর পড়ে মধুকবির বাড়ি খারাপ লাগবে না.....
আর রসে ভেজা মিষ্টি, গজা, চুরি আর হাওয়াই মিঠাই--- তো থাকলই......
শুভ কামনা আপু।
১৩| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৭
আমি তুমি আমরা বলেছেন: ছবিগুলো দেখে শৈশবের মেলার কথা মনে পড়ল। ভাল লেগেছে
১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪১
এহসান সাবির বলেছেন: ছোট বেলায় মেলা গুলো যেন অনেক বেশি মজার ছিল।
যে কোন মেলা আমার ভালো লাগে।
শুভ কামনা রইল।
১৪| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৬
মাহমুদ০০৭ বলেছেন: বোনরা থাকলে এখানে মোটা মুটি খসে যাবে বেশ মাল-পানি, দামে খুব সস্তা হলে একেক জন সব রংয়ের নিবে, তার পর তার বান্ধবির জন্য, বান্ধবির ছোট বোনের জন্য...........
আমিও রেগে গেলুম । না কিনলেই কি নয়
চমৎকার পোস্ট প্রিয় সাবির ভাই ।
ভাল থাকবেন ।
১৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৩
এহসান সাবির বলেছেন: আর বলবেন না ভাই.... কিছু বলতে গেলেই বলবে ''নিজের একেকজন বান্ধবিদের জন্য তো ১০ সেট করে নিলে, বোনরা নিলেই দোষ''
নে বাবা যতখুশি নে......
শুভ কামনা ভাইয়া।
১৫| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১১
জুন বলেছেন: সকাল সকাল এটা কি পোষ্ট দেখলাম সাবির
সত্যি মজার মজার হাওয়াই মিঠাই , ঝাল চানাচুর , গজা
+
১৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৪
এহসান সাবির বলেছেন: আপু সময় পেলে নেক্সট বার চলে আসবেন। আপনার খুব ভালো লাগবে। কপোতাক্ষ নদীর পড়ে মধুকবির বাড়ি খারাপ লাগবে না.....
আর রসে ভেজা মিষ্টি, গজা, চুরি আর হাওয়াই মিঠাই--- তো থাকলই......
যশোরে গেলে তো গদঁখালি ফুলের বন দেখবেন।
একটু কায়দা করে তুলে সবাই বলে জেনেভা/জুরিখে তোলা ছবি
শুভ কামনা আপু।
১৬| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৩
তাহসিনুল ইসলাম বলেছেন: জিবে জল চলে এলো
১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৮
এহসান সাবির বলেছেন: চলে আসুন না নেক্সট মেলা তে.... অনেক মজা করা যাবে।
শুভ কামনা রইল।
১৭| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৮
তুষার কাব্য বলেছেন: সাবির ভাই একা একা মধুমেলায় গেলেন ...এ খুন অন্যায় ।
আমাদের বলেই গেলেন না পিছু নিব বলে...আপনার নামে কতধারায় মামলা দেয়া যায় দেখি
চমত্কার পোস্টে মাইনাস...
১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০২
এহসান সাবির বলেছেন: একা নাতো.... এক গাদা ভাই বোন ছিল
না না মামলার দরকার নাই.... চমচম, রসগোল্লা ঘুষ..........
১৮| ১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৬
সৌদি প্রবাসী আশরাফ বলেছেন: মাটিমাখা মায়াময় শৈশবের মেলাময় স্মৃতি মনে করিয়ে দিলেন। প্রবাসে বাস করে সবই ভুলতে বসেছি দিনকে দিন। মিষ্টিময় আলোকিত মধুমেলার পোষ্টের জন্য আন্তরিক ধন্যবাদ রইলো।
১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১২
এহসান সাবির বলেছেন: আমিও অনেক দিন ছিলাম প্রবাসে..... কষ্টটা বুঝতে পারি.......
আপনাকেও অনেক ধন্যবাদ।
যেখানেই থাকুন সুস্থ থাকুন।
শুভ কামনা রইল।
১৯| ১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৯
ডি মুন বলেছেন:
বাহ, মধুমেলার ছবি দেখে মন ভরে গেল।
চমৎকার পোস্ট সাবির ভাই।
++++
মধুমেলা কোন সময়ে হয়? কয়দিন ব্যাপি?
১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৯
এহসান সাবির বলেছেন: মধুমেলা মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী তে শুরু হয়...২৫ জানুয়ারি ৭ দিন ব্যাপি চলে অথবা ৩১ জানুয়ারি শেষ হয়। এবার মনে হয় ২৩ তারিখ শুরু হবে...।
এবার আমার প্লান নেই যাবার তাই সঠিক খবরও হাতে নেই
আচ্ছা আমি জানাব কবে শুরু হবে।
যদি বেঁচে থাকি, বিয়ে না করি, দেশে থাকি, অসুস্থ না থাকি তাহলে আগামী বার নিয়ে যাব ইনশাল্লাহ্।
শুভ কামনা সব সময়।
২০| ১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০০
আমি ইহতিব বলেছেন: পোস্ট দেখেতো ক্ষুদা লেগে গেল
পোস্টে +++
১৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৯
এহসান সাবির বলেছেন: হাঃ হাঃ হাঃ........
চলে আসুন আপু, মিষ্টি খেয়ে যান....
বাবুকে স্নেহ রইল।
আপনার জন্য শুভ কামনা সব সময়।
২১| ১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৬
নাজমুল হাসান মজুমদার বলেছেন: কোন সময়ে হয় ? ভাই
১৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৩
এহসান সাবির বলেছেন: মধুমেলা মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী তে শুরু হয়... জানুয়ারির শেষ দিকে হয়। এবার মনে হয় ২৩ তারিখ শুরু হবে...।
শুভ কামনা রইল।
২২| ১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৫
সুফিয়া বলেছেন: নষ্টালজিক পোস্ট। খুব ভালো লাগল। ধন্যবাদ আপনাকে। ++++++
১৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৮
এহসান সাবির বলেছেন: এই রকম মেলার ছবিগুলো দেখে শৈশবের মেলার কথা মনে পড়ে যেতে পারে, তখন নষ্টালজিক হওয়াটাই স্বাভাবিক।
অনেক ধন্যবাদ।
শুভ কামনা।
২৩| ১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৪
সোহেল মাহমুদ বলেছেন:
চমৎকার পোস্ট++্
১৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২৯
এহসান সাবির বলেছেন: সময় পেলে ঘুরে আসবেন।
শুভ কামনা ভাইয়া।
২৪| ১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৬
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
জিভে জল আনা পোস্ট+++++
নিজের সামলাইতে পারলামনা তাই মনে মনে দু'চারটা মিস্টি মিঠাই খাইয়া ফেললাম।
১৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৫
এহসান সাবির বলেছেন: নিজের সামলাইতে পারলামনা তাই মনে মনে দু'চারটা মিস্টি মিঠাই খাইয়া ফেললাম।
মন্তব্যে খুব ভালো লাগা।
সময় পেলে ঘুরে আসবেন।
শুভ কামনা ভাইয়া।
২৫| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৯
আবু শাকিল বলেছেন: জিভে জল আনা পোষ্ট ;
১৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৯
এহসান সাবির বলেছেন: সময় পেলে বার চলে আসবেন।কপোতাক্ষ নদীর পাড়ে মধুকবির বাড়ি খারাপ লাগবে না.....
আর রসে ভেজা মিষ্টি, গজা, চুরি আর হাওয়াই মিঠাই--- তো থাকলই......
শুভ কামনা শাকিল ভাই।
২৬| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৯
দীপংকর চন্দ বলেছেন: অনেক সরস উপস্থাপনা এহসান ভাই।
মধুমেলা যে!
হা হা হা হা
আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়।
১৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৯
এহসান সাবির বলেছেন:
মন্তব্যে ভালো লাগা রইল।
সময় পেলে ঘুরে আসবেন।
শুভ কামনা।
২৭| ১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৮
প্রবাসী পাঠক বলেছেন: নাহ! এই পোস্টে ঢুকে তো বহুত ভুল করে ফেললাম। জিভে জল এসে গেল তো সাবির ভাই। কি আর করা মিষ্টিগুলো আবার দেখি।
সাবির ভাই- কদমা, বাতাসা কি এখন পাওয়া যায় না?
১৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪২
এহসান সাবির বলেছেন: কদমা বাতসা পাওয়া যায় এখনও তবে আমার মনে কিছউ দিন পর সেটাও থাকবে না..... আরেকটা জিনিসও পাওয়া যায়- ঐ যে হাতি ঘোড়া মাছ চিনি দিয়ে বানানো.... মনে পড়েছে? আচ্ছা আমি ছবি দেবার চেষ্টা করব।
সব বিলুপ্তির পথে....
২৮| ১৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:১২
খেলাঘর বলেছেন:
মোটামুটি
১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৭
এহসান সাবির বলেছেন: এই তো আপনি অন্যদের পোস্টে মন্তব্য করতে পারছেন
শুভ কামনা।
২৯| ১৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৫
নাসরিন চৌধুরী বলেছেন: দেইখ্যাই খাইতে মন চাইতাসে
এখন কি করি!! ক্যান যে এগুলানরে চোখের সামনে আনেন
জরিমানা করা হবে আপনার
সত্যিই বেশ লাগল ছবিগুলো
১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৮
এহসান সাবির বলেছেন: না না জরিমানার দরকার নাই.... চমচম, রসগোল্লা ঘুষ.......... )
সময় পেলে ঘুরে আসবেন।
শুভ কামনা আপু।
৩০| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:২০
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কি দেখাইলেন ভাই? খেতে যে মুন চায়। গজার শুধু নামই শুনেছি এই প্রথম দেখলাম।
১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৭
এহসান সাবির বলেছেন: গজা আবশ্য অনেক জায়গাতে পাওয়া যায়, ঢাকাতেও পাওয়া যায়। তবে মান ও টেস্টের তারতম্য আছে।
কখনও সময় পেলে ঘুরে যাবেন।
শুভ কামনা সব সময় আপনার জন্য।
৩১| ১৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫০
এম এ কাশেম বলেছেন: সুন্দর পোস্ট
খেতে মন চাই।
১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৫
এহসান সাবির বলেছেন: কাশেম ভাই!!! কেমন আছেন ভাই?
প্রবাসে কেমন চলছে জীবন?
চলে আসুন। খাওয়াবো ইনশাল্লাহ্।
শুভ কামনা রইল।
৩২| ১৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৬
জুন বলেছেন: যশোর জেলার প্রতিটি ইঞ্চি মাটি আমার একাধিকবার দেখা সাবির । আর মধু কবির বাড়িতো খুটিয়ে খুটিয়ে দেখেছি । সেই কপোতাক্ষ তীর যেখান থেকে শেষবারের মত বিদায় নিয়েছিল আমার অন্যতম প্রিয়কবি বাড়ীতে উঠতে না পেরে
২০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১২
এহসান সাবির বলেছেন: খুব ভালো লাগল জেনে।
বাড়ীতে উঠতে না পারা দুঃখজনক ছিল।
শুভ কামনা রইল আপু।
৩৩| ১৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৮
ইমিনা বলেছেন: ঠিক কি কি কারনে মেলার এই সুন্দর সুন্দর খাবারগুলো খাওয়ার ইচ্ছা থাকার পরও খাব না তা পাবলিক প্লেসে বললে সবাই আমাকে মাইর দেবে।
২০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৩
এহসান সাবির বলেছেন: থাক থাক আর বলা লাগবে না... এমনিতে চারিদিকে মাইরপিট চলছে...
এখানে আর দরকার নাই
৩৪| ১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৯
কলমের কালি শেষ বলেছেন: দেখাইয়া তো লোভ বাড়াইয়া দিলেন । এইজন্য আপনাকে কইস্সা মাইনাস !!
আর এমন অভূতপূর্ব ছবি পোষ্টের জন্য অজস্র পিলাচ ।
২০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪২
এহসান সাবির বলেছেন:
মন্তব্যে ভালো লাগা।
চলে আসুন। খাওয়াবো ইনশাল্লাহ্।
শুভ কামনা রইল।
৩৫| ১৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২৭
নেক্সাস বলেছেন: মধুমেলার মধুময় উপস্থাপনা। ভালো লাগলো
২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৬
এহসান সাবির বলেছেন: কখনও সময় পেলে ঘুরে যাবেন।
শুভ কামনা সব সময় আপনার জন্য।
৩৬| ১৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫০
হাসান মাহবুব বলেছেন: মধুমেলার নাম সার্থক! এতসব মধুময় দ্রব্য দেখে মন উদাস হলো।
২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৪
এহসান সাবির বলেছেন: এই রকম মেলার ছবিগুলো দেখে শৈশবের মেলার কথা মনে পড়ে যেতে পারে।
কখনও সময় পেলে ঘুরে যাবেন।
শুভ কামনা সব সময় হামা ভাই।
৩৭| ১৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৬
জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন: মধুমেলা খুব জনপ্রিয় একটি মেলা। সুন্দর কিছু ছবি শেয়ার করার জন্য ধন্যবাদ।
দাঁড়াও পথিকবর, জন্ম যদি তব
বঙ্গে; তিষ্ঠ ক্ষণকাল।
২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫১
এহসান সাবির বলেছেন: মধু কবিকে নিয়ে আর একটা পোস্ট দেবার ইচ্ছা আছে।
আপনাকেও ধন্যবাদ।
কখনও সময় পেলে ঘুরে যাবেন।
শুভ কামনা রইল।
৩৮| ১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:১১
প্রবাসী পাঠক বলেছেন: চিনি দিয়ে বানানো হাতি ঘোড়া সেগুলোর কথা কি ভুলা যায়। আর একটা পছন্দের খাবার ছিল এখন আর মনে হয় পাওয়া যায় না। ঐ যে, বাশের ভিতর নিয়ে বিক্রি করত। হাত দিয়ে টেনে টেনে ঘড়ি আংটির মত করে বানিয়ে দিত। ছোট বেলার পছন্দের খাবার ছিল। টিনের বাক্সে করে কটকটি আর হাওয়াই মিঠাই!! মিসিং ছোট্ট বেলা।
২১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৬
এহসান সাবির বলেছেন: উফ ভাইরে কি সব মনে করিয়ে দিলেন....... বাঁশের মাথার ঐ জিনিসকেও আমরা কট কটি বলতাম। উনার সব থেকে দামি জিনিস ছিল রাইফেল/ হার.... পাখা আর আংটি ছিল সব থেকে চিপ। আমি পাখা আর আংটি কিনতাম। অনেক অনেক দিন পরে যখন বড় হলাম তখন একদিন পেলাম ঐ কটকটিওলাকে.... মজার ব্যাপার কি জানেন ভাই আমি বল্লাম সব আইটেম দেন বেশি বেশি জিনিস দিয়ে, দাম মাত্র ৫০ টাকা হল। হায় তখন একটা আংটি ৫০ পয়সা। সপ্তাহে বা ২ সপ্তাহে ১বার কিনতে পারতাম।
মিসিং ছোট্ট বেলা।
৩৯| ১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৮
অন্ধবিন্দু বলেছেন:
মধুমেলার সঙ্গ পেয়ে ভালো লাগলো, সাবির। ধন্যবাদ জানাই।
২১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৭
এহসান সাবির বলেছেন: মধু কবিকে নিয়ে আর একটা পোস্ট দেবার ইচ্ছা আছে।
আপনাকেও ধন্যবাদ।
কখনও সময় পেলে ঘুরে যাবেন।
শুভ কামনা রইল।
৪০| ১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:১১
আরজু পনি বলেছেন:
পান খেতে ইচ্ছে করছে !
স্মৃতিময় পোস্ট !
২১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৭
এহসান সাবির বলেছেন: চলে আসুন একদিন।
রসগোল্লা, চমচমম আই মিন মিস্টি মন্ডা খাওয়াবো।
পান তো সবার শেষে আপু......!!
শুভ কামনা রইল।
৪১| ১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৭
বৃতি বলেছেন: বাহ, চমৎকার ছবিব্লগ
২২ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৩
এহসান সাবির বলেছেন: মন্তব্য পেয়ে অনেক ভালো লাগছে।
মধু কবিকে নিয়ে আর একটা পোস্ট দেবার ইচ্ছা আছে।
কখনও সময় পেলে ঘুরে যাবেন।
শুভ কামনা রইল।
৪২| ১৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪২
স্নিগ্ধ শোভন বলেছেন: খাওয়ার অপেক্ষাই রইলাম
২২ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৬
এহসান সাবির বলেছেন:
যদি বেঁচে থাকি, বিয়ে না করি, দেশে থাকি, অসুস্থ না থাকি তাহলে আগামী বার নিয়ে যাব ইনশাল্লাহ্।
শুভ কামনা সব সময়।
৪৩| ২৩ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০৫
টয়ম্যান বলেছেন: লুভ লাইগা গেলু
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৭
এহসান সাবির বলেছেন: মন খারাপ করবেন না..........
কখনো সময় পেলে ঘুরে যাবেন।
শুভ কামনা রইল।
৪৪| ২৪ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
যদি বেঁচে থাকি, বিয়ে না করি, দেশে থাকি, অসুস্থ না থাকি তাহলে আগামী বার নিয়ে যাব ইনশাল্লাহ্।
কোর্ট করে রাখলাম
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৯
এহসান সাবির বলেছেন: রাখেন কোর্ট করে....
তবে......................*
৪৫| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২১
নীলপরি বলেছেন: দারুন লাগলো ।
১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৩
এহসান সাবির বলেছেন: মন্তব্য পেয়ে অনেক ভালো লাগছে।
কখনও সময় পেলে ঘুরে যাবেন।
শুভ কামনা রইল।
৪৬| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১৪
নীলপরি বলেছেন: হুম । অবশ্যই ।
১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৪
এহসান সাবির বলেছেন:
৪৭| ১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:২০
কান্ডারি অথর্ব বলেছেন:
সাবির ভাই খুব চমৎকার একটা পোষ্ট। ভাল থাকবেন বস।
১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫১
এহসান সাবির বলেছেন: কখনো কখনো আমি আপনাকে বেশ মিস করি ম্যান.....!
শুভ কামনা।
৪৮| ১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনি কখনও কখনও মিস করেন আর আমি সব সময় মিস করি বাডি...
২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩
এহসান সাবির বলেছেন: শুভ কামনা ভাই।
৪৯| ২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:১৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: উলজজজ............স্রুপ
২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫
এহসান সাবির বলেছেন: কখনও সময় পেলে ঘুরে যাবেন।
শুভ কামনা রইল।
©somewhere in net ltd.
১| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২০
মনিরা সুলতানা বলেছেন: একদম জিভে জল আনা পোষ্ট
শৈশব মনে পরে গেলো ...
লেখায় ++++++
শুভ কামনা