নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যি বললে কেউ বিশ্বাস করে না, তাই সত্যিগুলো গুল গাপ্পা বলে চালিয়ে দেই.....!!
মহা কবি মাইকেল মধুসূদন দত্তের ইতিহাস কমবেশি আমাদের সবার জানা আছে। মধু বাবু যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী গ্রামে ১৮২৪ খ্রীষ্টাব্দের ২৫ জানুয়ারী শনিবার জন্মগ্রহণ করেন। সাগরদাঁড়ীর বাড়ীতে আমার একের অধিকবার যাবার সৌভাগ্য হয়েছে। এই বাড়ীতে কবির কিছু দুর্লভ স্মৃতিচিহ্ন রয়েছে। ছবিতে সেই স্মৃতিচিহ্ন গুলো ধরে রাখবার চেষ্টা করেছি আমার ভাংড়ি ক্যামেরা দিয়ে।
১৮৭৩ সালের ২৯ জুন রবিবার জীবন যুদ্ধে ক্লান্ত বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ অগ্রদূত মধু কবি মৃত্যুবরণ করেন।
১।
দাঁড়াও পথিকবর, জন্ম যদি তব বঙ্গে! তিষ্ঠ ক্ষণকাল! এ সমাধি স্থলে...
২।
কবির প্রসূতি স্হল।
৩।
কাঠের খাট, কবি এই খাটে ঘুমাতেন বলে শুনা যায়।
৪।
টুপি রাখবার পাত্র। কোন এক সময় কবি অনেক সৌখিন ছিলেন এটাই টার প্রমান।
৫।
কবির গান শুনবার যন্ত্র।
৬।
কবির টিফিন ক্যারিয়ার।
৭।
এই সিন্দুক টা নাকি কবি অনেক ব্যাবহার করেছেন।
৮।
লোহার সিন্দুক।
৯।
দা..........!!
১০।
এখানে কবির নিজ হাতে লেখা কিছু পান্ডুলিপি রয়েছে।
১১।
কবির লাইব্রেরী।
১২।
কবির বংশ পরিচয়। তাঁর বংশধরদের মধ্যে অন্যতম হলেন বিখ্যাত টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ। ফ্লাশের আলোর ওখানে কবির নাম।
ঐ তো আমি...!!
ধন্যবাদ সবাইকে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৫
এহসান সাবির বলেছেন: বিখ্যাত টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ ওনার বংশধর।
সামনা সামনি দেখতে সিন্দুকটা অনেক সুন্দর.....
আপনার জন্য শুভ কামনা আপু।
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪
নীল ভোমরা বলেছেন: সাগরদাঁরী ঘুরে আসার সৌভাগ্য হয়েছিল আমারও। আপনার চমৎকার ছবি পোস্ট ভাল লাগলো।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৪
এহসান সাবির বলেছেন: আপনি ওখানে গিয়েছিলেন জেনে ভালো লাগছে।
শুভ কামনা থাকল।
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬
এম এম করিম বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য।
++++
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৯
এহসান সাবির বলেছেন: আপনার জন্য রইল শুভ কামনা।
ভালো থাকুন।
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৫
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ।
ভালোবাসি এ কবির কাব্য।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৪
এহসান সাবির বলেছেন: এ কবির কাব্য আপনার ভালো লাগে জেনে খুশি হলাম।
ভালো থাকুন সব সময়।
শুভ কামনা রইল আপনার জন্য।
৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৮
সেলিম আনোয়ার বলেছেন: দূর্দান্ত পোস্ট এহসান সাবির ভাই। ভাল লাগলো +
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২৭
এহসান সাবির বলেছেন: মধু বাবুর মতো কবি মারা যান খুব অল্প বয়সে..... নিজের প্রতি বে-খেয়ালী পানার কারণে....
কবিরা শত বছর বাচুক প্রিয় কবি.....
নিজের দিকে খেয়াল রাখুন।
৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৫
নাসরিন চৌধুরী বলেছেন: বাহ আপনার কল্যানে দেখার সৌভাগ্য হল।
কবির প্রসুতিস্থান ও মূর্তিটি অবশ্য টিভিতে দেখেছিলাম। আর বাকিগুলো আজ দেখলাম।
ধন্যবাদ আপনাকে দিতেই হয় সুন্দর পোষ্টটির জন্য।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৭
এহসান সাবির বলেছেন: আরো কিছু ছিল কিন্তু সংরক্ষণের অভাবে সেই গুলো নাকি হারিয়ে গেছে।
আপনাকেও ধন্যবাদ।
শুভ কামনা আপু।
৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
গানের যন্ত্র আর টুপি রাখার পাত্র দেখে অনেক কিছু ভাবছি।
অনেক ধন্যবাদ আপনা, এহসান সাবির। ভ্রমণের আনন্দ দিলেন!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৭
এহসান সাবির বলেছেন: কি ভেবেছিলেন শেয়ার করলে ভালো লাগত, আমরাও জানতে পারতাম।
আমিও মধু বাবু কে নিয়ে অনেক ভাবি....... উনাকে আমার কেন জানি খুব ভালো লাগে।
অনেক শুভ কামনা রইল।
৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১২
আমি তুমি আমরা বলেছেন: লিয়েন্ডার পেজ কি বাঙ্গালী?
দা দিয়ে কবি কারে কোপাইছিল জানতে চাই।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৯
এহসান সাবির বলেছেন: উনি বাঙ্গালী, মহেশ ভূপাতির সাথে জুটি বেঁধে খেলতেন।
দা দিয়ে কবি কারে কোপাইছিল শুধু আপনি একা জানতে চান না, পুরো ঝাতি জানতে চায়....।
৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৭
নাহিদ রুদ্রনীল বলেছেন: কবি দা দিয়ে কি করতেন? এটা বড় রহস্যময়! হাহাহা যাইহোক ভালো লাগলো ফটোব্লগ ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৫৫
এহসান সাবির বলেছেন:
দা দিয়ে কবি কি করতেন পুরো ঝাতি জানতে চায়....
শুভ কামনা।
১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৯
প্রবাসী পাঠক বলেছেন: চমৎকার শেয়ার সাবির ভাই।
অন্যের সম্পদের পিছনে পরে না থেকে নিজের ভাষা নিয়ে কবি লিখে গেলে বাংলা সাহিত্য উনার কাছ থেকে আরও অনেক কিছু পেত।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:১৬
এহসান সাবির বলেছেন: সঠিক বলেছেন, তবে ইতিহাস বলে উনি শেষের দিকে অনেক ট্রাই করেছিলেন বাংলায় ভালো কিছু লিখবার জন্য কিন্তু কোন লেখাই বের হত না.......
শুভ কামনা রইল।
১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৩৫
বিদ্রোহী বাঙালি বলেছেন: খুব ভালো শেয়ার। আগে কখনো দেখা হয়নি। ধন্যবাদ এহসান।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:২৯
এহসান সাবির বলেছেন: সময় পেলে ঘুরে আসবেন, খুব ভালো লাগবে।
ভালো থাকুন। শুভ কামনা রইল।
১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:১৮
জাফরুল মবীন বলেছেন: চমৎকার পোস্ট!
কবির প্রসূতি স্থল বিষয়টি একবারে নতুন লাগল।
শেষের ছবির ব্যক্তিটি কী ধূমপান করছেন?পাবলিক প্লেসে ধূমপান করার জরিমানা ৫০টাকা
ধন্যবাদ ও শুভকামনা জানবেন ভাই
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৫
এহসান সাবির বলেছেন: সময় পেলে কবির বাড়ীতে ঘুরে আসবেন।
ঐ ব্যক্তিটি চেয়ারে বসল কি করে? ওখানে তো বসা নিষেধ.....
ওটা ধুমপান নয়, এক ধরনের চুইংগাম
শুভ কামনা ভাইয়া।
১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১২
সুমন কর বলেছেন: দারুণ শেয়ার। +++
ঐ যে দেখা যায়....সাবির !!!!
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১৬
এহসান সাবির বলেছেন:
শুভ কামনা দাদা।
১৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৩২
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দুর্দান্ত পোস্ট++++
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫০
এহসান সাবির বলেছেন: সময় পেলে ঘুরে আসবেন, খুব ভালো লাগবে।
ভালো থাকুন। শুভ কামনা রইল।
১৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২৭
শায়মা বলেছেন: পোস্টটা আমি প্রিয়তে রাখছি ভাইয়া। আমার দেশের এই কবির শেষ জীবন খুব দারিদ্রতায় কেটেছে আর অনেক আসবাবপত্র ও জমিদারী আমলের সৌখিন দ্রব্যগুলো নষ্ট হয়েছে নানা কারনে নইলে রাজপ্রাসাদের সৌন্দর্য্যও নাকি হার মানতো এই কবিবাড়ি সৌখিনতার কাছে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৫
এহসান সাবির বলেছেন: খুবই সত্যি কথা বলেছেন আপু। একমত।
সময় পেলে ঘুরে আসবেন, খুব ভালো লাগবে।
ভালো থাকুন। শুভ কামনা রইল।
১৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৯
বোকামানুষ বলেছেন: নাহিদ রুদ্রনীল বলেছেন: কবি দা দিয়ে কি করতেন? এটা বড় রহস্যময়! হাহাহা যাইহোক ভালো লাগলো ফটোব্লগ ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১২
এহসান সাবির বলেছেন: দা দিয়ে কবি কি করতেন পুরো ঝাতি জানতে চায়....
শুভ কামনা।
১৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৩
হাসান মাহবুব বলেছেন: চমৎকার পোস্ট।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৯
এহসান সাবির বলেছেন: সময় পেলে ঘুরে আসবেন হামা ভাই, খুব ভালো লাগবে।
ভৌতিক গল্পের প্লটও পেয়ে যেতে পারেন ওখানে........
ভালো থাকুন। শুভ কামনা রইল।
১৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৩
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: পোস্টে ভালো লাগা।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৬
এহসান সাবির বলেছেন: মন্তব্য পেয়ে অনেক ভালো লাগছে জুলিয়ান'দা।
ভালো থাকুন। শুভ কামনা রইল।
১৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৭
বৃতি বলেছেন: ট্যাগ এমন কেন? পোস্ট ভালো লেগেছে
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৯
এহসান সাবির বলেছেন: আপুনি যখনি গুগলে বাংলায় কোন কিছু সার্চ দিতে যাবেন তখন শুধু অক্ষর লিখেলেই যা দেখবেন তা দেখে আপনি একা থাকলেও লজ্বা পেতে পারেন। এই সমস্যা এখন এতই বিকট যে বাংলায় কোন কিছু সার্চ দিলে লুকায়ে দিতে হয়। ট্যাগ গুলো এমন হবার কারণ আমার এই পোস্ট যদি ১০০০০০ টি হিট হয় তাহলে দেখা যেতে পারে 'ম' লিখলে মাইকেল আসবে প্রথমে।
'স' লিখলে প্রথমে সবুজ দেখাতে পারে......!! কিন্তু আমার পোস্ট ১০০ টির বেশি হিট হবে না এবং ধরুন আপনার একটি পোস্ট আরো ১০০ টি হিট হলো এই রকম আরো ১০০ জনের লেখা ১০০ টি হিট হলো এবং এই লেখাগুলি ট্যাগে বিভিন্ন সুন্দর শব্দ রয়েছে থহলে দেখা যাবে ঐ সব অশ্লিল শব্দ গুলো সুন্দর শব্দের নিচে চাপা পড়ে যাবে। জানেনই তো সামুর এই ট্যাগ গুলি সার্চ ইন্জিনে কোনো কিছু সার্চ করতে সাহায্য করে।
শুভ কামনা রইল।
২০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৯
বিজন রয় বলেছেন: ভাল পোস্ট।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৫
এহসান সাবির বলেছেন: সময় পেলে ঘুরে আসবেন, খুব ভালো লাগবে।
ভালো থাকুন। শুভ কামনা রইল।
২১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০১
আবু শাকিল বলেছেন: পোষ্ট ভাল লেগেছে।
কবির গান শুনার যন্ত্রটা পছন্দ হইছে
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২০
এহসান সাবির বলেছেন: কবির কবিতা গুলি কিন্তু বুঝতে পারলে অনেক ভালো লাগে.....
সময় পেলে ঘুরে আসবেন, খুব ভালো লাগবে।
ভালো থাকুন। শুভ কামনা রইল।
২২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১০
মাসুম আহমদ ১৪ বলেছেন: নাইস পোস্ট
অট- আপনারে এফবিতে রিকু পাঠিয়েছিলাম, কিন্তু আপনি একসেপ্ট করেন নি
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩০
এহসান সাবির বলেছেন: ধন্যবাদ অনেক।
অট - মাসুম ভাই ঐ একাউন্ট টা মূলত বন্ধ থাকে.... আমার অন্য টা দিয়ে রিকু পাঠিয়েছি। আশা করছি আপনি ভুল বুঝবেন না
২৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৫
মেশকাত মাহমুদ বলেছেন: অসাধারণ পোষ্ট। প্রিয়তে রাখলাম।।
০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ২:৪৯
এহসান সাবির বলেছেন: সময় পেলে ঘুরে আসবেন, খুব ভালো লাগবে।
ভালো থাকুন। শুভ কামনা রইল।
২৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৬
জেরিফ বলেছেন: হাতে কি সিগারেট ?
কবে যে যাবো
০৪ ঠা মার্চ, ২০১৫ বিকাল ৩:০৬
এহসান সাবির বলেছেন: হাতে ওটা চুইংগাম
তুমি তো চাইলে যেতেই পারো.....
২৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:২১
জুন বলেছেন: দেখে আসা আমার প্রিয় কবির জন্মস্থান নষ্টালজিক করে দিল ।
অনেক অনেক ধন্যবাদ এহসান সাবির শেয়ার করার জন্য ।
সাগরদাড়ী নদীর পাড়ের একটা ছবি দিলেন না ক্যানো ? যেখান থেকে কবি স্ত্রী পুত্র সহ নৌকা থেকে নেমে বাড়ীতে প্রবেশের অনুমতি মিলেনি স্নেহময় পিতা রাজনারায়ন দত্তের ।এ খবর পেয়ে মাটিতে লুটিয়ে যখন কাঁদছিলেন জননী জান্হবী। কি দুঃর্ভাগ্য
+
০৪ ঠা মার্চ, ২০১৫ বিকাল ৩:২১
এহসান সাবির বলেছেন: চমৎকার মন্তব্যে ভালো লাগা আপু।
কপোতাক্ষ নদ নিয়েই একটা পোস্ট দেবার ইচ্ছা রয়েছে তাই দেওয়া হয়নি
ভালো থাকুন। শুভ কামনা রইল।
২৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫১
দীপংকর চন্দ বলেছেন: দাঁড়াও পথিকবর, জন্ম যদি তব
বঙ্গে, তিষ্ঠ ক্ষণকাল! এ সমাধিস্থলে
(জননীর কোলে শিশু লভয়ে যেমতি
বিরাম) মহীর পদে মহা নিদ্রাবৃত
দত্তকুলোদ্ভব কবি শ্রীমধুসূদন।
যশোহর সাগরদাঁড়ি কপোতাক্ষ-তীরে
জন্মভূমি, জন্মদাতা দত্ত মহামতি
রাজনারায়ণ নামে, জননী জাহ্নবী।
দাঁড়াতেই হয় বাংলা সাহিত্যের অন্যতম নক্ষত্রের কথামালায়!
অনেক অনেক ভালো লাগা এহসান ভাই।
অনিঃশেষ শুভকামনা জানবেন।
ভালো থাকবেন। সবসময়। অনেক।
০৪ ঠা মার্চ, ২০১৫ বিকাল ৩:৪৭
এহসান সাবির বলেছেন: চমৎকার মন্তব্যে ভালো লাগা ।
ভালো থাকুন। শুভ কামনা রইল।
২৭| ০২ রা মার্চ, ২০১৫ রাত ১০:১২
আমি ময়ূরাক্ষী বলেছেন: অসাধারণ একটি পোস্ট
০৪ ঠা মার্চ, ২০১৫ বিকাল ৩:৫২
এহসান সাবির বলেছেন: আপনাদের জন্য দোয়া রইল
২৮| ০৮ ই মার্চ, ২০১৫ সকাল ৭:০৯
আরজু পনি বলেছেন:
দা..........!!
অসমাপ্ত কথায় আগ্রহ জাগলো।
অনেক দারুণ পোস্ট !
"ভাংড়ি ক্যামেরা" মানে কী ?
ব্লগার "নোবিতা রিফু"র স্টাইলের ট্যাগ ...।
শুভেচ্ছা রইল, সাবির।
২০ শে মার্চ, ২০১৫ রাত ১০:৩৬
এহসান সাবির বলেছেন: হায়রে দা...................
ভাংড়ি মানে আপু অনেক পুরানো... সাটার ঠিক মত কাজ করে না... অন অফের ঝামেলা আছে....
আচ্ছা আপু 'নোবিতা রিফু'কে আপনি কি চেনেন??
কবে আসবেন যশোরে?
শুভ কামনা।
২৯| ১২ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৪৭
গোর্কি বলেছেন:
নজরুলের ‘বিদ্রোহী’ যেমন বিশ শতকের অসন্তুষ্ট ক্ষুব্ধ বাঙালি মানুষের প্রোজ্বল প্রতীক তেমনি মধুসূদনের রাবণ উনিশ শতকের মধ্যবিত্ত সমাজসত্তার শ্রেষ্ঠ প্রতিনিধি।
শৈশব-কৈশরের স্মৃতিবিজড়িত নদীর প্রতি মাইকেলের বিশেষ আকর্ষণের খবর আমরা পাই তাঁর “কপোতাক্ষ নদ” কবিতায়। তাঁর জন্মস্থান বাংলাদেশ আজ যখন নদীর বাঁচা-না-বাঁচা জটিলতায় আক্রান্ত, তখন তাঁর নদীর প্রতি মমতার কথা আমাদেরকে নতুন করে চিন্তার দরোজায় পৌঁছে দেয়। আজ কেবল মনে হতে পারে, তবে কি মধুসূদনের ভাবনার অতলে অনাগত দিনের নদীর কান্না লুকিয়ে ছিল? তিনি কি টের পেয়েছিলেন তাঁর দেশের নদীর ভবিষ্যৎ অসহায়তা? প্রবাসজীবনের যাতনা আর দেশমাতাকে ভালোবাসার অনন্য উদাহরণ তাঁর “কপোতাক্ষ নদ” কবিতাটি:
সতত, হে নদ তুমি পড় মোর মনে
সতত তোমার কথা ভাবি এ বিরলে।
সতত যেমনি লোক নিশার স্বপনে
শোনে মায়া যন্ত্র ধ্বনি তব কলকলে
জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে।
বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে
কিন্তু এ স্নেহের তৃষ্ণা মেটে কার জলে
দুগ্ধস্রোতরূপি তুমি মাতৃভূমি স্তনে।
আর কি হে হবে দেখা যত দিন যাবে
প্রজারূপে রাজরূপ সাগরেরে দিতে
বারি রূপ কর তুমি এ মিনতি গাবে
বঙ্গজ জনের কানে সখে-সখারিতে।
নাম তার এ প্রবাসে মজি প্রেমভাবে
লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে
স্বর্নপ্রজ হোক আপনার কিবোর্ড। ভাল থাকা হোক এই বসন্তে।
২০ শে মার্চ, ২০১৫ রাত ১১:১৯
এহসান সাবির বলেছেন: বাঁধাই করে রাখবার মতন মন্তব্য।
কেমন আছেন আপনি?
ভালো লাগল খুব।
শুভ কামনা রইল সব সময়।
৩০| ১৩ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৩৮
দৃষ্টিসীমানা বলেছেন: আমরা স্কুল থেকে একবার সাগরদাড়ী পিকনিকে গিয়েচ্ছিলাম ,সম্ভবত সালটা
১৯৭৬ ছিল । তখন দেখার এবং বোঝার ক্ষমতা অনেক কম ছিল ।আপনার
ছবি সহ বর্ণনা নতুন ভাবে আমাকে সাগর দাড়ী ঘুরিয়ে আনল ।অনেক ধন্যবাদ
আপনাকে এমন সুন্দর একটা পোস্ট এর জন্য ।
আর হ্যাঁ অনেক দিন ব্লগে আপনাকে পাচ্ছি না কেন ? এখন কিন্তু চায়নিজ চলছে
শুভ কামনা রইল ।
২০ শে মার্চ, ২০১৫ রাত ১১:৩৯
এহসান সাবির বলেছেন: সময় পেলে আবারও ঘুরে আসবেন। ভালো লাগবে আশা করছি।
আম্মা অসুস্থ হবার কারণে সব ছেড়ে ছুড়ে গ্রামে চলে গিয়েছিলাম...!!
কাল দেখবো চাইনিজ...!!
শুভেচ্ছা রইল।
৩১| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ৮:১৮
প্রোফেসর শঙ্কু বলেছেন: ইচ্ছা আছে এখানে যাওয়ার।
দারুণ পোস্ট নিঃসন্দেহে।
২০ শে মার্চ, ২০১৫ রাত ১১:৫৩
এহসান সাবির বলেছেন: সময় পেলে ঘুরে আসবেন, খুব ভালো লাগবে।
ভালো থাকুন। শুভ কামনা রইল।
৩২| ২১ শে মার্চ, ২০১৫ সকাল ৯:০৮
আরজু পনি বলেছেন:
এই হল ব্লগার নোবিতা রিফুর ব্লগ
http://www.somewhereinblog.net/blog/ripz
আর তার শেষ পোস্টের ট্যাগ
খাই দাই, গান গাই, খাইলে ঘুম আসে, ঘুমাইলে মশা কামড়ায়, ও মশা তুই চাস কি, পান্তা ভাত চাস কি, ট্যাগের মধ্যে কবিতা শুরু করলাম ক্যান, আই লাভ হাতিরঝিল, পোস্টের দুইএকটা ছবি কিন্তু আমি তুলি নাই, প্লাস না দিয়ে যাইয়েন না, প্লাসের রাজ্যে দুনিয়া পদ্যময়, ম্যাক্সিমাস মোবাইল, আজকের খাবার কথন, ৮জিবি পেন্ড্রাইভ, পিজ্জাডমিঞ্জ, চিকেহারি, দুর্ধর্ষ পোস্ট, স্টিকি হবার মতন পোস্ট, ভিটামিন সমৃদ্ধ পোস্ট, রিফুর মত ভালো পোলা দুনিয়াতে নেই, নিজে প্লাস দিন, মাল্টিকে প্লাস দিতে উতসাহিত করুন, আপনার সিশুকে টিকা দিন, কালকে শুক্রবার, মা বিরিয়ানি খাইতে মুঞ্চায়, আর ট্যাগামু না, পাছে লোকে ট্যাগবাজ বলে, টাটা, বাই বাই, খাই দাই, গান গাই, খাইলে ঘুম আসে, ঘুমাইলে মশা কামড়ায়, ও মশা তুই চাস কি, পান্তা ভাত চাস কি, ট্যাগের মধ্যে কবিতা শুরু করলাম ক্যান, আই অ্যাঁম ভ্যাক, আস্তা লা ভিস্তা বেবি, বুফে, ফাস্টফুড, ওজন মাপার মেশিন, ঢাকা, সুষম জাঙ্ক ফুড, আই লাভ হাতিরঝিল, পোস্টের দুইএকটা ছবি কিন্তু আমি তুলি নাই, প্লাস না দিয়ে যাইয়েন না, প্লাসের রাজ্যে দুনিয়া পদ্যময়, ম্যাক্সিমাস মোবাইল, আজকের খাবার কথন, ৮জিবি পেন্ড্রাইভ, পিজ্জাডমিঞ্জ, চিকেহারি, দুর্ধর্ষ পোস্ট, স্টিকি হবার মতন পোস্ট, ভিটামিন সমৃদ্ধ পোস্ট, রিফুর মত ভালো পোলা দুনিয়াতে নেই, নিজে প্লাস দিন, মাল্টিকে প্লাস দিতে উতসাহিত করুন, আপনার সিশুকে টিকা দিন, কালকে শুক্রবার, মা বিরিয়ানি খাইতে মুঞ্চায়, আর ট্যাগামু না, পাছে লোকে ট্যাগবাজ বলে, টাটা, বাই বাই ;
যশোরে গিয়েছিলাম রোটারেক্টের প্রেসিডেন্ট/সেক্রেটারি ইলেক্টদের (সেই বছর আমি একটা রোটারেক্ট ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলাম) ট্রেনিং-এ ২০০১ এ ।
আবার কবে যাবো জানি না।
তবে আশা রাখি ।
শুভ সকাল, সাবির।
২১ শে মার্চ, ২০১৫ সকাল ১০:২৬
এহসান সাবির বলেছেন:
ঐ পোস্টে ৬০ তম মন্তব্যটা আমার।
আমি জানতে চেয়েছি নোবিতা রিফু'কে আপনি কি চেনেন?? এই নিকের পিছনের মানুষটি কে আপনি চেনেন?
মাল্টিকে প্লাস দিতে উতসাহিত করুন, আর ট্যাগামু না, পাছে লোকে ট্যাগবাজ বলে, টাটা, বাই বাই ;
আমিও আশা রাখি আপনি আসবেন।
শুভ কামনা রইল সব সময় আপু।
৩৩| ২১ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৩৪
আরজু পনি বলেছেন:
ব্লগ থেকে লগআউট হয়েই আপনার জবাব চোখে পড়লো...
আপনি যেমনটি প্রশ্ন করেছিলেন তেমনটিই প্রথমে বুঝে পরে আবার ভাবলাম ব্লগের কথা বলছেন কি না।
......
"হ্যাঁ" চিনি।
২১ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৪৬
এহসান সাবির বলেছেন: উনার ইমেল বা ফেবু লিংক আমাকে একটু দিবেন দয়া করে অথবা আমার টা তাকে পৌছে দিবেন দয়া করে। আমার ইমেল - [email protected], আমার ফেবু লিংক আপনার জানা আছে।
প্লিজ আপুনি।
আরো কিছু ব্লগারদের আপনি চিনতে পারেন বলে আমার মনে হয়। আমি লিখব আপনাকে ফেবুতে।
৩৪| ২১ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৫৬
ডি মুন বলেছেন: সুন্দর পোস্ট সাবির ভাই।
কবির প্রতি শ্রদ্ধা।
২১ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:২৪
এহসান সাবির বলেছেন: সময় পেলে ঘুরে আসবেন, খুব ভালো লাগবে।
ভালো থাকুন। শুভ কামনা রইল।
৩৫| ২১ শে মার্চ, ২০১৫ দুপুর ১:২২
দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রিয় একজন কবি। কবি যদি পুরো জীবনটা বাংলা সাহিত্যে দিতেন তবে হয়তো অনেক কিছু অন্যরকম হতো।
শেয়ার করার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
২১ শে মার্চ, ২০১৫ রাত ১০:২৩
এহসান সাবির বলেছেন: খুব ভালো বলেছেন। তাঁর কছে থেকে আমরা অনেক কিছুই পেতাম হয়ত।
সময় পেলে ঘুরে আসবেন, খুব ভালো লাগবে।
ভালো থাকুন। শুভ কামনা রইল।
৩৬| ২২ শে মার্চ, ২০১৫ রাত ৯:৪১
মহামহোপাধ্যায় বলেছেন: চমৎকার পোস্ট এহসান ভাই। আপনার চোখে ঘুরে আসলাম কবির স্মৃতি জাদুঘর। কোন একদিন ঘুরে আসার ইচ্ছে রাখি
লিয়েন্ডার পেজকে নিয়ে একটু গুগোল করতেই বেশ অবাক হলাম। তাঁর ভারতীয় পরিচয়ের আড়ালে প্রায় ঢাকা পড়ে গেছে বাঙালী পরিচয়।
ভালো থাকুন। শুভেচ্ছা রইল
অ.ট.- ভাংড়ি শব্দটা অনেকদিন পর শুনলাম
২২ শে মার্চ, ২০১৫ রাত ১১:২৩
এহসান সাবির বলেছেন: ঘুরে আসবেন, খুব ভালো লাগবে।
ভালো থাকুন। শুভ কামনা রইল।
মহেশ ভূপাতির সাথে জুটি বেঁধে খেলতেন লিয়েন্ডার পেজ।
ভাংড়ি
শুভ কামনা।
৩৭| ২৯ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭
চাঁদগাজী বলেছেন:
খুবই ভালো লেগেছে আপনার পোস্ট।
৩০ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৫৫
এহসান সাবির বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
সময় পেলে ঘুরে আসবেন, খুব ভালো লাগবে।
ভালো থাকুন। শুভ কামনা রইল।
৩৮| ১৪ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১৩
দ্য ইলিউশনিস্ট বলেছেন: অসাধারণ একটা পোস্ট। ভাল লাগল।
১০ ই জুন, ২০১৫ রাত ১০:৩০
এহসান সাবির বলেছেন: ঘুরে আসবেন, খুব ভালো লাগবে।
ভালো থাকুন। শুভ কামনা রইল।
৩৯| ১৩ ই জুন, ২০১৫ দুপুর ১:০৬
শতদ্রু একটি নদী... বলেছেন: চমৎকার শেয়ার। ++
২৯ শে জুন, ২০১৫ রাত ১১:১২
এহসান সাবির বলেছেন: সময় পেলে ঘুরে আসবেন, খুব ভালো লাগবে।
ভালো থাকুন। শুভ কামনা রইল।
৪০| ২৪ শে জুন, ২০১৫ রাত ১১:৪৮
উর্বি বলেছেন: ভালো লাগল
২৯ শে জুন, ২০১৫ রাত ১১:৩৫
এহসান সাবির বলেছেন: সময় পেলে ঘুরে আসবেন, খুব ভালো লাগবে।
ভালো থাকুন। শুভ কামনা রইল।
৪১| ২৬ শে জুন, ২০১৫ রাত ৯:০০
শাশ্বত স্বপন বলেছেন: দুইবার গিয়েছি। কাঠবাদাম গাছটা এখনো বেঁচে আছে
২৯ শে জুন, ২০১৫ রাত ১১:৫০
এহসান সাবির বলেছেন: সময় পেলে আবারও ঘুরে আসবেন। ভালো লাগবে আশা করছি।
শুভ কামনা সব সময়।
৪২| ২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৬
নীলপরি বলেছেন: দেরী করে দেখলাম ।তবে খুব ভালো লাগলো ।
২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫১
এহসান সাবির বলেছেন: সময় পেলে ঘুরে আসবেন, খুব ভালো লাগবে।
ভালো থাকুন। শুভ কামনা রইল।
৪৩| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৪০
নীলপরি বলেছেন: হুম আশায় থাকলাম । এমন জায়গায় যেতে পারলে ভালো লাগবে ।
২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৮
এহসান সাবির বলেছেন: মন্ত্যব্যে ভালো লাগা।
ধন্যবাদ।
শুভ কামনা।
৪৪| ১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনে লাইব্রেরীর ভিত্রে বইসাও সিগারেট খান। ঈশ ! আপনে দেহি এহেবারে আমার মতন সেম টু সেম।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫১
এহসান সাবির বলেছেন: সিগারেট!!!!!!!!!!!!!!??????????
আরে ওটাতো সিগারেট চুইংগাম........
ভালো থাকুন। শুভ কামনা রইল।
৪৫| ১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪২
বিদ্রোহী সিপাহী বলেছেন: আপনাকেও ধন্যবাদ সুন্দর পোষ্টের জন্য।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০০
এহসান সাবির বলেছেন: সময় পেলে ঘুরে আসবেন, খুব ভালো লাগবে।
ভালো থাকুন। শুভ কামনা রইল।
৪৬| ১৪ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫২
তামান্না তাবাসসুম বলেছেন: চমৎকার ছবি ব্লগ।
সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ প্রিয় ব্লগার
৪৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪
নীলপরি বলেছেন: কেমন আছেন ? আপনার জন্য রইল ঈদের শুভেচ্ছা ।
ভালো থাকবেন ।
৪৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪
রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো পোস্ট!
©somewhere in net ltd.
১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৯
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার পোস্ট ।।
কবির বংশধরদের ব্যাপারে জানা ছিল না
সিন্দুক এখন ও এত সুন্দর কেমন করে আছে বিস্ময় ।
উনি অনেক সৌখিন ছিলেন অনেক অনেক গল্পে পড়েছি ,আজকে কিছু জিনিস দেখলাম ।
অনেক অনেক ধন্যবাদ
শুভ কামনা