নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যি বললে কেউ বিশ্বাস করে না, তাই সত্যিগুলো গুল গাপ্পা বলে চালিয়ে দেই.....!!
জেল পালানো ব্যাপারটা সব সময় দুর্ধর্ষ ও দুঃসাহসিক। এই নিয়ে কত গল্প, উপ্যনাস লেখা হয়েছে। বানানো হয়েছে কত শত মুভি। কোনটা গল্প আবার কোনটা সত্যি ঘটনা অবলম্বনে। সেই সব মুভি থেকে সেরা দশটি মুভি নিয়ে আজকে লিখছি, সেরা দশটি মুভি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি অন্যদের পছন্দের সাথে নাও মিলতে পারে তবে ইন্টারনেট জরিপে দেখা যায় কম বেশি এইগুলোই সেরাদের তালিকাতে রয়েছে। আমি কোন স্পয়াল করছি না, আপনারা দেখুন, উপভোগ করুন।
STALAG 17
আইএমডিবি রেটিংঃ ৮.১
পরিচালকঃ Billy Wilder
চিত্রনাট্যঃ Billy Wilder, Edwin Blum, Donald Bevan, Edmund Trzcinski
অভিনয়েঃ William Holden, Don Taylor, Otto Preminger প্রমুখ
মুভি দৈর্ঘ্যঃ ১২০ মিনিট
মুক্তির তারিখঃ ১০ আগস্ট ১৯৫৩
ছবির ধরণঃ ড্রামা, ওয়্যার
পুরস্কারঃ Won 1 Oscar. Another 1 win
কাহিনী সংক্ষেপঃ ১৯৪৪ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান যুদ্ধবন্দী শিবির থেকে দুজন আমেরিকান সৈন্য পালাবার চেষ্টা করে এবং তারা হত্য হয়। বন্দী শিবিরের সবাই J.J. Sefton নামের একজন কে তথ্যদাতা বলে সন্দেহ করে যে শিবিরে অসাধু ব্যাবসার সাথে জড়িত। সবার দ্বারা পিটুনি খাবার পর J.J. Sefton নিজে তদন্তে নামে এবং দেখতে পায় চক্রান্ত এবং বিশ্বাসঘাতকতার সংমিশ্রণের মধ্যে রয়েছে তারা। তখন সে শিবির থেকে পালাবার জন্য শুরু করে এক অদ্ভুত অভিযান।
নোট: হাস্যরসে ভরপুর এই ছবিটি চমৎকার লাগবে। William Holden এই ছবিটির জন্য সেরা অভিনেতা হিসাবে অস্কার জিতেছিল।
পুরো ছবিটি ইউটিউবে রয়েছে। দেখতে পারেন এখানে
MIDNIGHT EXPRESS
আইএমডিবি রেটিংঃ ৭.৭
পরিচালকঃ Alan Parker
চিত্রনাট্যঃ Billy Hayes, William Hoffer, Oliver Stone
অভিনয়েঃ Brad Davis, Irene Miracle, Bo Hopkins প্রমুখ
মুভি দৈর্ঘ্যঃ ১২১ মিনিট
মুক্তির তারিখঃ ৬ অক্টোবর ১৯৭৮
ছবির ধরণঃ ড্রামা, বায়োগ্রাফী, ক্রাইম
পুরস্কারঃ Won 2 Oscars. Another 14 wins
কাহিনী সংক্ষেপঃ সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এই মুভিটি। বিলি হায়েজ একজন আমেরিকান কলেজ ছাত্র, তুরস্কে মাদক পাচার করতে যেয়ে ধরা পড়ে এবং জেল খানাতে যেতে হয়। এদিকে Hamidou নামে একজন ধর্ষকামী কারারক্ষী কারাগার নিয়ন্ত্রন করে, সে যে কোন কারণেই বন্দীদের উপর মানসিক ও শারীরিক নির্যাতন করে। শুর হয় বিলি হায়েজর এক বিভীষিকাময় জীবন।
নোট: মুভিতে তুরস্কের জেল খানার ভয়ংকর অবস্থার দৃশ্য তুলে ধরা হয়েছে। বিলি হায়েজ নিজে গল্পটি লিখেছেন। সো তো মুভির সব দৃশ্যই বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে।
ছবিটি অপ্রাপ্তবয়স্কদের না দেখবার জন্য অনুরোধ রয়েছে।
THE COUNT OF MONTE CRISTO
আইএমডিবি রেটিংঃ ৭.৭
পরিচালকঃ Kevin Reynolds
চিত্রনাট্যঃ Alexandre Dumas père (novel), Jay Wolpert (চিত্রনাট্য)
অভিনয়েঃ Jim Caviezel, Guy Pearce, Richard Harris প্রমুখ
মুভি দৈর্ঘ্যঃ ১৩১ মিনিট
মুক্তির তারিখঃ ২৫ জানুয়ারী ২০০২
ছবির ধরণঃ ড্রামা, এ্যকশান, এ্যাডভেঞ্চার রোমান্স, থ্রিলার
কাহিনী সংক্ষেপঃ আলেকজান্ডার দ্রুমা'র সেই বিখ্যাত উপন্যাস থেকে বানানো হয়েছে এই মুভিটি। Edmond Dantes কে জেলে যেতে হয় কারণ তার শ্রেষ্ঠ বন্ধু Fernand Mondego বিশ্বাসঘাতকতার করে তার সাথে। Dantes বছরের পর বছর একটি দুর্গের অন্ধকার ঘরে একাকি বন্দি থাকে আর সেখানে বসে জেল পালানোর পরিকল্পনা করে, তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় আর এক অদ্ভুত নাবিক। ১৩ বছর পর জেল পালাতে সক্ষম হয় এবং সে প্রতিঙ্গা করে প্রতিশোধ নেবার যারা তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। শুর হয় তার দুঃসাহসিক অভিযান।
নোটঃ মুভির থেকে বইটি পড়তে বেশি ভালো লেগেছিল আমার। বইটি ধরলে শেষ না করে ওঠার উপায় থাকবে না। সেই তুলানায় মুভিটি একটু স্লো। অবশ্যই এটা একটি অসাধারণ বই এবং সেখান থেকে সিনেমা বানানো। ভালো তো হবেই।
পুরো ছবিটি ইউটিউবে রয়েছে। দেখতে পারেন এখানে
ESCAPE PLAN
আইএমডিবি রেটিংঃ ৬.৭
পরিচালকঃ Mikael Håfström
চিত্রনাট্যঃ Miles Chapman , Jason Keller
অভিনয়েঃ Sylvester Stallone, Arnold Schwarzenegger, 50 Cent প্রমুখ
মুভি দৈর্ঘ্যঃ ১১৫ মিনিট
মুক্তির তারিখঃ ১৮ অক্টোবর ২০১৩
ছবির ধরণঃ ড্রামা, মিস্ট্রি, এ্যকশান, থ্রিলার
কাহিনী সংক্ষেপঃ Ray Breslin হলো কাঠামোগত নিরাপত্তা উপর বিশ্বের অন্যতম প্রধান ব্যাক্তি, যার কাজ হলো কারাগারে নিরাপত্তা বিশ্লেষণ করা এবং তিনি কারাগারের ডিজাইনের ত্রুটি বের করে পালাতে সক্ষম এটা প্রমান করা। তিনি একটি কারাগারে নিরাপত্তা বিশ্লেষণের জন্য চুক্তিবদ্ধ হন ও কারাগারে প্রবেশ করেন এবং আবিস্কার করেন যে তিনি পরিকল্পিত ভাবে ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তখন শুরু হয় তার দুর্ধর্ষ অভিযান। তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় ভয়ংকর সব দাগি আসামিরা।
নোটঃ Sylvester Stallone ও Arnold Schwarzenegger এর চরম দুর্ধর্ষ একটি মুভি এটি। ছবিতে জেলখানার টাইপটাই অন্য রকম দেখানো হয়েছে। ভালো লাগবে।
ছবিতে কটু কথা বার্তা ও হিংস্রতা রয়েছে।
CON AIR
আইএমডিবি রেটিংঃ ৬.৮
পরিচালকঃ Simon West
চিত্রনাট্যঃ Scott Rosenberg
অভিনয়েঃ Nicolas Cage, John Cusack, John Malkovich প্রমুখ
মুভি দৈর্ঘ্যঃ ১১৫ মিনিট | ১২৩ মিনিট (extended)
মুক্তির তারিখঃ ৬ জুন ১৯৯৭
ছবির ধরণঃ ড্রামা, এ্যকশান, থ্রিলার
কাহিনী সংক্ষেপঃ ক্যামেরন পো মার্কিন যুক্তরাষ্ট্রর সেনাবাহিনীর একজন বনরক্ষক, সে তার স্ত্রী ট্রিসিয়ার সাথে আলাবামা বাসভবনে দেখা করতে আসে। ট্রিসিয়ার কাজের ওখানে কয়েকজন মাতাল তাকে বিরক্ত করে, পো প্রতিবাদ করতে গেলে মারা মারিতে এক মদ্যপ নিহত হয় এবং অনৈচ্ছিক হত্যার জন্য সাত বছরের জেল হয়। পো যখন পে-রোলের জন্য যোগ্য হয়ে যায় তখন দুর্ভাগ্যবশত তাকে একটি প্লেনে উঠতে হয় যেখানে দেশটির সবচেয়ে বিপজ্জনক অপরাধীরা রয়েছে এবং তারা প্লেনের নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং পালাবার পরিকল্পনা করেছে।
নোটঃ চমৎকার শ্বাসরুদ্ধকর এই ছবিটি Nicolas Cage এর সেরা ছবির একটি। অপরাধীদের দারুন সুন্দর ভাবে উপস্থাপন করে হয়েছে এখানে। Dave Chappelle এর মতন কমিডিয়ান এই ছবিতে অভিনয় করেছিল। ভালো লাগবে এই মুভিটি।
COOL HAND LUKE
আইএমডিবি রেটিংঃ ৮.২
পরিচালকঃ Stuart Rosenberg
চিত্রনাট্যঃ Donn Pearce , Frank Pierson
অভিনয়েঃ Paul Newman, George Kennedy, Strother Martin প্রমুখ
মুভি দৈর্ঘ্যঃ ১২৬ মিনিট
মুক্তির তারিখঃ ১ নভেম্বর ১৯৬৭
ছবির ধরণঃ ড্রামা, ক্রাইম
পুরস্কারঃ Won 1 Oscars. Another 2 wins
কাহিনী সংক্ষেপঃ Luke Jackson টাকা চুরির আপরাধে ধরা পড়ে এবং জেল হয়। জেলের মধ্য সে নিজেকে অন্যদের থেকে আলাদা সেটা প্রমান করতে সফল হয়। তার মা মারা যাবার পর সে জেল পালাবার পরিকল্পনা করে এবং ধরাও পড়ে যায়। সে একের পর এক চেষ্টা চালিয়ে যেতে থাকে এবং ধরাও পড়তে থাকে।
নোটঃ চমৎকার কমিডি ধাচের এই ছবিটি খুব ভালো লাগবে সবার। Paul Newman দারুন অভিনয় মুগ্ধ করবে সবাইকে।
PAPILLON
আইএমডিবি রেটিংঃ ৮.0
পরিচালকঃ Franklin J. Schaffner
চিত্রনাট্যঃ Dalton Trumbo , Lorenzo Semple Jr.
অভিনয়েঃ Steve McQueen, Dustin Hoffman, Victor Jory প্রমুখ
মুভি দৈর্ঘ্যঃ ১৫১ মিনিট
মুক্তির তারিখঃ ১৬ ডিসেম্বর ১৯৭৩
ছবির ধরণঃ ড্রামা, ক্রাইম, বায়োগ্রাফি
কাহিনী সংক্ষেপঃ 'হেনরি প্যাপিলন' যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি, একটি জাহাজে করে ফরাসি গিয়ানা তে নিয়ে যাবার সময় 'লুই দিগা'র সাথে দেখা হয়। এদিকে বন্দিশিবির এর অবস্থার ভয়ঙ্কর এবং প্যাপিলন বন্দি শিবির থাকে পালানোর চেষ্টা করে, তাঁর প্রথম প্রয়াস ব্যর্থতায় রূপ নেয় এবং এর ফলে সে নির্জন কারাবাসে দুই বছর কাটায়, তাঁর পরবর্তী প্রচেষ্টা কিছুটা বেশি সফল হয় এবং তিনি আসলে মধ্য আমেরিকা এক ভারতীয়দের উপজাতি সঙ্গে সরল শান্ত মনোরম সময় কাটায়, আবার ধরা পড়ে , এবার নির্জন কারাবাসে পাঁচ বছর কাটায়। সব শেষে তিনি মুক্তি হবার চূড়ান্ত চেষ্টা করবেন বলে সিদ্ধান্ত নেয়।
নোটঃ Steve McQueen আর Dustin Hoffman এর অসাধারন অভিনয় আপনাদের মুগ্ধ করবে। এটা একটি সেরা ছবি।
মুভিতে ন্যুডিটি রয়েছে
THE GREAT ESCAPE
আইএমডিবি রেটিংঃ ৮.৩
পরিচালকঃ John Sturges
চিত্রনাট্যঃ Paul Brickhill (book), James Clavell (screenplay)
অভিনয়েঃ Steve McQueen, James Garner, Richard Attenborough | প্রমুখ
মুভি দৈর্ঘ্যঃ ১৭২
মুক্তির তারিখঃ ৪ জুলাই ১৯৬৩
ছবির ধরণঃ ড্রামা, এ্যাডভেঞ্চার, হিস্ট্রি, থ্রিলার, ওয়্যার
কাহিনী সংক্ষেপঃ সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এই মুভিটি। ১৯৪২ সালের ঘটনা এটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান যুদ্ধবন্দী শিবির থেকে পালানোর গল্প এটি। হাস্যরসে ভরপুর এই ছবিটিতে পালানোর চেষ্টা এবং ব্যার্থ হবার চমৎকার দৃশ্য তুলে ধরা হয়েছে। দুঃসাহসিকতায় ভরা এই ছবিটি সেরাদের সেরা ছবির একটি।
নোটঃ এক কথায় অসাধারণ একটি মুভি। জেল পালানো মুভি মানেই তো Steve McQueen।
ESCAPE FROM ALCATRAZ
আইএমডিবি রেটিংঃ৭.৬
পরিচালকঃ Don Siegel
চিত্রনাট্যঃ J. Campbell Bruce (book), Richard Tuggle (screenplay)
অভিনয়েঃ Clint Eastwood, Patrick McGoohan, Roberts Blossom| প্রমুখ
মুভি দৈর্ঘ্যঃ ১১২ মিনিট
মুক্তির তারিখঃ ২২ জুন ১৯৭৯
ছবির ধরণঃ ড্রামা, ক্রাইম, বায়োগ্রাফি
কাহিনী সংক্ষেপঃ সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এই মুভিটি। Alcatraz সেই সময়ের সবচেয়ে নিরাপদ কারাগার, এটা বিশ্বাস কঠিন ছিল যে সেখান থেকে কেউ কখনও পালাতে পারবে। কিন্তু তিন সাহসী লোক বিশ্বের সবচেয়ে কুখ্যাত কারাগারগুলোর একটি থেকে পালিয়ে প্রমান করে যে এটাও সম্ভব। যতদূর জানা যায় যে ব্যাংক ডাকাত ফ্রাঙ্ক মরিস-ই মূল পরিকল্পনাকারী।
নোটঃ Clint Eastwood এর ভক্তরা দাবি করে যে জেল পালানো নিয়ে এটাই পৃথিবীর সবথেকে সেরা ছবি। সত্যিই অসাধারণ মুভি এটি। ছবিটি নিয়ে অনেক Documentary রয়েছে ইউটিউবে।
পুরো ছবিটি ইউটিউবে রয়েছে। দেখতে পারেন এখানে
THE SHAWSHANK REDEMPTION
আইএমডিবি রেটিংঃ ৯.৩
পরিচালকঃ Frank Darabont
চিত্রনাট্যঃ Stephen King (short story "Rita Hayworth and Shawshank Redemption"), Frank Darabont (screenplay)
অভিনয়েঃ Tim Robbins, Morgan Freeman, Bob Gunton প্রমুখ
মুভি দৈর্ঘ্যঃ ১৪২ মিনিট
মুক্তির তারিখঃ ১৪ অক্টোবর ১৯৯৪
ছবির ধরণঃ ড্রামা, ক্রাইম
কাহিনী সংক্ষেপঃ Andy Dufresne একজন সফল ব্যাংকার, সে তার বউ ও অন্য এক পুরষকে হত্যা করে কারণ তাদের অবৈধ্য সম্পর্কের কারণে। ফলে দুই হত্যার জন্য তার সাজা হয়। জেলখানাতে এসে তার সাথে পরিচয় হয় Red নামের দীর্ঘমেয়াদী বন্দি এক কয়েদির সাথে। Andy জেল পালানোর পরিক্ল্পনা শুরু করে এবং ১৯ বছর পর সে একটি সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করে।
নোটঃ এটা পৃথিবীর ইতিহাসে সর্বকালের সবশ্রেষ্ট সিনেমাদের একটি। অনেকেই দাবি করে এটাই এক নম্বর। imdb দর্শকদের রেটিং এটা পৃথিবীর এক নম্বর মুভি। তাই এই মুভি নিয়ে কিছু না বলাই ভালো। শুধু বলতে পারি সময় নিয়ে মুভিটি দেখুন।
ছবিতে কটু কথা বার্তা ও হিংস্রতা রয়েছে।
বিঃদ্রঃ
কপিরাইট আইনের কারণে লিংক দেওয়া হয়নি।
মুভিগুলো অন লাইনে দেখতে/ডাউনলোড করতে পারেন, সার্চ দিলে পাবেন।
ডাউনলোড লিংক গুলো ভাইরাস মুক্ত নাও হতে পারে (ধুস)।
সকল তথ্য আইএমডিবি, উইকি, ইউটিউব, গুগল... থেকে নেওয়া হয়েছে।
০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫২
এহসান সাবির বলেছেন: বাকি গুলো দেখবেন আশা করছি দাদা। হতাশ করবে না।
ভালো আছি সেটা বলতে পারব না, ঝামেলার ভেতর দিয়ে দিন যাচ্ছে। আপনাকে পেয়ে ভালো লাগছে। আপনি কেমন আছেন?
শুভ কামনা রইল দাদা সব সময়।
২| ০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৪
নীলপরি বলেছেন: কতদিন পর পোষ্ট দিলেন!
নতুন পোষ্ট পেয়ে ভালো লাগলো। দেখবো মুভিগুলো সার্চ করে।
কেমন আছেন ?
লেখায় +
০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩১
এহসান সাবির বলেছেন: জ্বী অনেক দিন পরে আসলে পোস্ট দিলাম।
ভালো আছি সেটা বলতে পারব না তবে বেশ ব্যাস্ততার মাঝে দিন যাচ্ছে।
সময় পেলে মুভি গুলো দেখবেন। ভালো লাগবে।
আপনি কেমন আছেন?
শুভ কামনা আপনার জন্য।
৩| ০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৫
জুন বলেছেন: Clint Eastwood এর ভক্তরা দাবি করে যে জেল পালানো নিয়ে এটাই পৃথিবীর সবথেকে সেরা ছবি। সত্যিই অসাধারণ মুভি এটি । ক্লিন্টের একজন ভক্ত হিসেবে আমিও তাই দাবী করি এহসান সাবির । ক্রল করতে করতে নামছিলাম আর এই ম্যুভির নাম খুজছিলাম । তাছাড়া প্রিয় অভিনেতা পল নিউম্যনের সব ছবিই পছন্দ । কাউন্ট অফ মন্টি ক্রিস্টো ও অসাধারন তবে ঐ এক কথা আপনার মত বই এর মত আকর্ষনীয় লাগে নি ।
+
০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪১
এহসান সাবির বলেছেন: আমি নিজেও Clint Eastwood এর একজন ভক্ত তার জীবনের প্রায় সব মুভিই দেখে ফেলেছি, ৫/৬ বাদ থাকতে পারে।
যেমন Francis in the Navy, The First Traveling Saleslady, Lafayette Escadrille এই রকম আরো কিছু.. প্রথম দিকের সিনেমা।
কাউন্ট অফ মন্টি ক্রিস্টো বই টা যে কি অসাধারণ যে পড়ছে সেই শুধু বুজবে।
মন্তব্যে ভালো লাগা আপু।
শুভ কামনা রইল সব সময়।
৪| ০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৮
রোকসানা লেইস বলেছেন: সুন্দর। PAPILLON টা আমার খুব পছন্দের। THE GREAT ESCAPE টাও এর সাথে একটা ব্যক্তিগত গল্পও আছে আমার।
আরো দু একটা ছবি মনে হয় দেখা। তবে একটু দেখে মনে করতে হবে।
তুরষ্কের ছবিটা দেখতে হবে।
ভালোলাগল তথ্য
০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৪
এহসান সাবির বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য।
যারা একটু হলেও মুভি দেখেন তাদের জন্য মুভি গুলো কমন মুভি। মিডনাইট এক্সপ্রেস টা দেখতে পারেন। ভালো লাগবে আশা করছি।
ভালো থাকুন।
শুভেচ্ছা।
৫| ০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৯
অলিম্পিয়া বলেছেন: The Great Escape - Number 1
০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৪
এহসান সাবির বলেছেন: জরিপে দেখলাম অনেকেই তাই বলেছে আপনার মতন। সত্যিই অসাধারণ মুভি কোনো সন্দেহ নাই।
ধন্যবাদ মন্ত্যবের জন্য।
শুভেচ্ছা রইল।
৬| ০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৮
বাকি বিল্লাহ বলেছেন: প্রিয়তে রাখলাম। জ্যাকি চ্যানের কমেডি মুভিগুলো নিয়ে পোস্ট খুজছিলাম। পেলাম না...
০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৯
এহসান সাবির বলেছেন: জ্যাকি চ্যান সহ আরো কিছু চাইনিজ/ হংকং এর মুভির তালিকা দেব আশা করছি।
অনেক ধন্যবাদ মন্তব্যর জন্য।
ভালো থাকুন। শুভেচ্ছা।
৭| ০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪২
ফারিহা নোভা বলেছেন: প্রিয়তে রাখলাম, দেখতে হবে
০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৮
এহসান সাবির বলেছেন: সময় পেলে মুভি গুলো দেখবেন। ভালো লাগবে।
ধন্যবাদ মন্তব্যর জন্য।
শুভ কামনা আপনার জন্য।
৮| ০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫১
ঢাকাবাসী বলেছেন: অসাধারণ লিখেছেন। অনেকগুলোই দেখেছি। আপনার রিভিউ চমৎকার লাগল।
০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০৬
এহসান সাবির বলেছেন: মন্তব্যে ভালো লাগা।
যারা একটু হলেও মুভি দেখেন তাদের জন্য মুভি গুলো কমন মুভি।
অনেক ধন্যবাদ মন্তব্যর জন্য।
শুভ কামনা আপনার জন্য।
৯| ০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৫
রক্ত জবা বলেছেন: অনেক ভালো লাগে মুভিগুলো! ভাই এইরকম আর কিছু মুভির নাম জানা থাকলে জানান। সময় হলে দেখে নেবো।
কেমন আছেন? লেখালেখির কি অবস্থা?
০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১৭
এহসান সাবির বলেছেন: অবশ্যই জানাবো।
জানেনই তো খুব একটা ভালো নেই.... সব কিছুই ঝামেলা লাগে.....
সব বাদ দিয়ে জঙ্গলে যেয়ে লেখা লিখি শুরু করব ভাবছি...!!!
শুভেচ্ছা রইল।
১০| ০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৬
নীলপরি বলেছেন: আমারও চলে যাচ্ছে আর কি !
আশাকরি ব্যস্ততার মধ্যেও আপনাকে ব্লগে নিয়মিত পাওয়া যাবে ।
১লা বৈশাখের আগাম শুভেচ্ছা দিয়ে গেলাম ।
০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৪
এহসান সাবির বলেছেন: সব সময়ই চাই ব্লগে থাকতে কিন্তু হয়ে ওঠে না ঝামেলার কারণে। চেষ্টা করব সব সময় পাশে থাকবার।
আপনাকেও আগাম শুভেচ্ছা।
সুস্থ থাকুন সব সময়।
১১| ০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪০
উর্বি বলেছেন: দারুন
০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩২
এহসান সাবির বলেছেন: সময় পেলে মুভি গুলো দেখবেন। ভালো লাগবে।
ধন্যবাদ মন্তব্যর জন্য।
শুভ কামনা আপনার জন্য।
১২| ০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কাউন্ট অব মন্টেক্রিস্টো,দ্য গ্রেট এস্কেপ,এস্কেপ প্ল্যান................৩টি-ই ফেবারিট।
জুনাপুর সাথে একমত,,,আগের এবং রিমেক দুটির একটিতেও কাউন্ট অব মন্টেক্রিস্টোর মুল গল্পকে ফুটিয়ে তোলা যায়নি।এক আশ্চর্য উপন্যাস।যতবার পড়েছি চোখের জল রাখতে পারিনি।মার্সিডিজ আর দান্তের জন্য বুকটা হু হু করে।আামার মতে এটাই আলেক্সান্ডার দ্যুমার লিখা শ্রেষ্ঠ উপন্যাস।আপনি ঠিকি বলেছেন,যে বইটি পড়েনি সে কখনো বুঝবেনা মূল কাহিনীর মর্ম।সরি,,,নস্টালজিক হয়ে মূল প্রসঙ্গ থেকে দূরে সরে গেলুম।
বরাবরের মতনই অসাধারণ একটি পোষ্ট।
সুজাআআ প্রিয়তে,,,
০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৬
এহসান সাবির বলেছেন: দারুন মুভি সব। আপনার ও জুনাপুর সাথে একমত, একটিতেও কাউন্ট অব মন্টেক্রিস্টোর মুল গল্পকে ফুটিয়ে তোলা যায়নি। আমার কাছে তো খারাপই লাগছিল, যারা বই পড়েছে তারা হতাশ হবে।
সরি হবার কিছু নাই কারণ আপনার মত আমিও নস্টালজিক হয়ে যাই। কি যে অদ্ভুত ভাল লাগে বইটা।
চমৎকার মন্তব্যর জন্য অনেক ধন্যবাদ।
সব সময় শুভ কামনা।
১৩| ০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
জুন বলেছেন: ক্লিন ইষ্টঊডকে প্রথম পছন্দ করি ডার্টি হ্যারি দেখে। আরেকজন প্রিয় অভিনেতা সিলভেষ্টার স্ট্যালোনের অনেক ম্যুভির মাঝে এসাসিন মনে গেথে আছে এ্হসান সাবির। এস্কেপ প্ল্যন তো আছেই।
০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৮
এহসান সাবির বলেছেন: পুলিস হিসাবে দারুন অভিনয় করেছিল ঐ মুভিতে। আর সিলভেষ্টার স্ট্যালোনের এসাসিনস তো সেই রকম মুভি, ব্রান্ড্রাসও দারুন অভিনয় করেছে। ওটা একটি সেরা ছবি।
আপনার পছন্দের মুভির সাথে আমার পছন্দের মিল আছে আপু।
মন্তব্যে খুব ভালো লাগা।
সুস্থ থাকুন সব সময়।
১৪| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪০
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: মুভি রিভিউ বরাবরই ভালো লাগে। এটা অবশ্য ভালো লাগেনি!
খুউব......ভালো .........লেগেছে।
০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪০
এহসান সাবির বলেছেন: এই পোস্ট কে মুভি রিভিউ বলা চলে না, তালিকা বলা যেতে পারে সো তো ভালো নাও লাগতে পারে। কোন ব্যাপার না।
দেখি একটা রিভিউ পোস্ট দিয়ে আপনাকে নক করব।
অবশ্য আপনার মন্তব্য দু মুখি হয়ে গেছে কোনটা সঠিক কে জানে....
শুভেচ্ছা।
১৫| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩১
মনিরা সুলতানা বলেছেন: দেখি কোন টা দেখা যায়
০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৬
এহসান সাবির বলেছেন: সময় নিয়ে একেকে করে মুভি গুলো দেখে ফেলুন আপু। ভালো সময় কাটবে।
মুভি গুলো সত্যিই সুন্দর।
সুস্থ থাকুন সব সময়।
সব সময় শুভ কামনা।
১৬| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৯
আইএমওয়াচিং বলেছেন:
০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫২
এহসান সাবির বলেছেন: মন্তব্যও সেই রকম হয়ছে........!!
মন্তব্যর জন্য অনেক ধন্যবাদ।
শুভ কামনা রইল।
১৭| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১৯
প্রামানিক বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ
১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৩
এহসান সাবির বলেছেন: মন্তব্যর জন্য অনেক ধন্যবাদ ভাই।
ভালো আছেন তো?
সব সময় শুভ কামনা।
১৮| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২০
ইমরাজ কবির মুন বলেছেন:
konotai dekhi nai.
Con Air dekhar iccha chiLo.
Shawshank Redemption ekbar dekhte boschiLam, oLpo kichukkhon bade baire jaoa LagsiLo- erpor ar dekhre bosa hoynai
০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৭
এহসান সাবির বলেছেন: হায় হায় কি লিখছেন এই গুলো...!! একটাও দেখা হয়নি.....!! পুরো পোস্টই বৃথা হয়ে গেল!!!
সময় নিয়ে একেকে করে মুভি গুলো দেখে ফেলুন। ভালো সময় কাটবে।
মুভি গুলো সত্যিই সুন্দর।
সব সময় শুভ কামনা মুন ভাই।
১৯| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৩
অপু তানভীর বলেছেন: দুইটা দেখছি মোটে ।
CON AIR টা দেখে সেই ভাল লাগছিলো । কেইজের ভক্ত সেই থেকেই । এর আগে এই ভদ্রলোকের মুভি দেখলেও ঠিকঠাক মত চিনতাম না !
১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৩
এহসান সাবির বলেছেন: বাদ বাকি গুলো দেখে ফেলুন, আর ওটা তো কেইজের সেই রকম মুভি।
আর 'দ্যা কাউন্ট অব মন্টেক্রিস্টো' বই টা পড়তে কিন্তু ভুলবেন না।
আমার চয়েজটা একবার না হয় যাচাই করুন।
সব সময় শুভ কামনা।
২০| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ২:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
লিস্ট আন্তর্জাতিক মানের হয় নাই।
আই এম এ ফুগিটিভ ফ্রম চেইন গ্যাং
প্যাপিলন
লিস্টে থাকা উচিত ছিলো।
১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৮
এহসান সাবির বলেছেন: লিস্ট আন্তর্জাতিক মানের হয় নাই।
পুরো পোস্টই বৃথা হয়ে গেল!!!
প্যাপিলন তো আছেই....
আই এম এ ফিউজিটিভ ফ্রম চেইন গ্যাং টা ১১/১২ নং আছে।
২১| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ওহ ! দুঃখিত প্যাপিলন দিছেনত দেখি।
পোস্ট তাহলে আন্তর্জাতিক মানের হয়েছে বলা যায়।
লিস্টে কষ্ট কইরা শুধু আই এম এ ফুগিটিভ ফ্রম চেইন গ্যাং যুক্ত করে নিন। এইটা লিস্টে না থাকলে খেলুম না।
১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১১
এহসান সাবির বলেছেন: যাক এই মন্তব্য দেখে দুঃখ ভুলে গেলাম
ধন্যবাদ ভাই।
আরে এই পোস্ট কি আমি এখন লিখছি.....
ছিল ছেড়ে দিলাম.... এটা তো আপনার বোঝার কথা।
আচ্ছা এ্যাড করে দেব
শুভ কামনা।
২২| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:৩৩
রাফা বলেছেন: @কা.অথর্ব...ফুগিটিভ না -মনে হয় ফিউজিটিভ ফ্রম চেইন গ্যাং হবে।
বেশিরভাগ মুভিই দেখা।
ধন্যাবাদ,আ.সাবির।
১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৪
এহসান সাবির বলেছেন: যারা একটু হলেও মুভি দেখেন তাদের জন্য মুভি গুলো কমন মুভি। যদি কোনটা বাদ থাকে তাহলে সময় করে দেখে নিয়েন।
মন্তব্যর জন্য অনেক ধন্যবাদ রাফা ভাই।
শুভ কামনা রইল।
২৩| ০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
দুইটা দেখছি মাত্র।
বাকিগুলান দেখতে হবে। চটজলদি।
১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৮
এহসান সাবির বলেছেন: সময় নিয়ে একেকে করে না দেখা গুলো দেখে ফেলুন। ভালো সময় কাটবে।
মুভি গুলো সত্যিই সুন্দর।
সুস্থ থাকুন সব সময়।
সব সময় শুভ কামনা।
২৪| ০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৫
মাহমুদ০০৭ বলেছেন: চমতকার পোস্ট সাবির ভাই । পোস্ট আন্তর্জাতিক মানের হইছে প্যাপিলন' চমৎকার মুভি।
THE COUNT OF MONTE CRISTO বইটার কথা ভুলব না ।, আসলে বই পড়ে যে মজাটা পাই, মুভিতে গেলে
তা কেমন জানি পাওয়া হয়ে উঠে না ।
পোস্ট প্রিয় তে নিলাম ।
শুভেচ্ছা রইল সাবির ভাই। ।
১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪৪
এহসান সাবির বলেছেন: পোস্ট আন্তর্জাতিক মানের হইছে শুনে নিজেকে সেইরাম লাগছে
প্যাপিলন একটা অনবদ্য মুভি।
THE COUNT OF MONTE CRISTO নিয়ে কিছু বলবার নাই। আপনারা সাহি্ত্য বোদ্ধা মানুষ, আপনাদের কাছে সেরা মানে সত্যিই সেরা, আর মুভিগুলো জমাতে পারেনি.....
আপনার মন্তব্য সব সময় আমার খুব ভালো লাগে।
সব সময় শুভ কামনা ভাই।
২৫| ০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৭
সামস সুমন কি? বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া,
১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫২
এহসান সাবির বলেছেন: মন্তব্যর জন্য অনেক ধন্যবাদ ভাই।
শুভ কামনা রইল।
২৬| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৯
কল্লোল আবেদীন বলেছেন:
চমৎকার মুভি রিভিউ ।
ধন্যবাদ।
১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৫
এহসান সাবির বলেছেন: ন্তব্যর জন্য অনেক ধন্যবাদ ভাই।
ভালো আছেন তো?
সব সময় শুভ কামনা।
২৭| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৪
হাসান মাহবুব বলেছেন: স্ট্যালাগ, কাউন্ট অফ মন্টিক্রিস্টো আর এসকেপ প্ল্যান দেখি নাই। যেগুলো দেখেছি তার মধ্যে প্যাপিলন বেশ ভালো লেগেছে। আর শশ্যাঙ্ক রেডেম্পশন এর কথা কি আর কওয়া লাগে! ঠিক জেল পালানো না, তবে কয়েদখানার গল্প নিয়ে নির্মিত দুটি ছহবি সাজেস্ট করছি,
Cell 211
In Hell
১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৭
এহসান সাবির বলেছেন: In Hell ভ্যান ড্যামের মুভি। এক সময় ভ্যান ড্যামের ছিল আমার সব থেকে প্রিয় নায়ক। তখন ভিসিআর এর যুগ, এ্যকশান মুভি মানেই বুঝতাম Jean-Claude Van Damme আর Steven Seagal। Seagal এর সাথে দুরত্ব বাড়ে সেই ৯০ দশকের শেষে আর Van Damme এর সাথে ২০০৩/২০০৪ দিকে। ২০১৪ আবার আমি ওদের মুভি দেখা শুরু করি। ওদের নিয়ে পোস্ট দিব সুন।
Cell 211 আমি রেটিং এ ৫ দিয়েছিলাম। মুভিটা খারাপ না। এসকেপ প্ল্যান দেখেন প্লিজ, হতাশ করবে না।
মন্তব্যে ভালো লাগা হামা ভাই।
সব সময় শুভ কামনা ভাই।
২৮| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৫
আমি তুমি আমরা বলেছেন: মাত্র দুইটা দেখছি। এস্কেপ প্ল্যান আর কন এয়ার। দুইটাই ভাল লেগেছে।
কাউন্ট অফ মন্টেস্ক্রীস্টো দেখি নাই, তবে বইটা পড়েছি।বেশ ভাল লেগেছিল।
দ্যা শশাঙ্ক রিডেম্পশান ডাউনলোড করা আছে। দেখে ফেলতে হবে।
পোস্টে ভাল লাগা রইল
১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৪
এহসান সাবির বলেছেন: কাউন্ট অফ মন্টেস্ক্রীস্টো বইটা পড়া থাকলেই হবে, মুভি হতাশ করবে।
সময় নিয়ে একেকে করে না দেখা গুলো দেখে ফেলুন। ভালো সময় কাটবে।
মুভি গুলো সত্যিই সুন্দর।
সুস্থ থাকুন সব সময়।
সব সময় শুভ কামনা।
২৯| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৪
রাজসোহান বলেছেন: সব দেখা, অসাম পোষ্ট
১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৩
এহসান সাবির বলেছেন: যারা একটু হলেও মুভি দেখেন তাদের জন্য মুভি গুলো কমন মুভি।
মন্তব্যর জন্য অনেক ধন্যবাদ ভাই।
শুভ কামনা রইল।
৩০| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১১
আহমেদ জী এস বলেছেন: এহসান সাবির ,
খেটে করা পোষ্ট । ভালোলাগা জানাচ্ছি । কয়েকটি দেখেছি , বাকীগুলোর নাম টুকে রাখলুম ।
শুভেচ্ছান্তে ।
১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৭
এহসান সাবির বলেছেন: সময় নিয়ে একেকে করে না দেখা গুলো দেখে ফেলুন। ভালো সময় কাটবে।
মুভি গুলো সত্যিই সুন্দর।
সুস্থ থাকুন সব সময়।
সব সময় শুভ কামনা।
অট- আসলে আপনার সাথে আমার না বলা কথা গুলো মুভি নিয়েই
৩১| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৬
দীপংকর চন্দ বলেছেন: অনেক গোছানো এবং পরিশ্রমী আয়োজন!!
প্রিয়তে থাকছে।
দেখি, সময় আর সুযোগের কতোটা সমন্বয় করা যায়!!!
অনিঃশেষ শুভকামনা জানবেন।
অনেক ভালো থাকবেন। সবসময়।
১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২০
এহসান সাবির বলেছেন: আপনার মন্তব্য অনেক ভালো লাগে আমার।
সময় নিয়ে একেকে করে মুভি গুলো দেখে ফেলুন। ভালো সময় কাটবে।
মুভি গুলো সত্যিই সুন্দর।
সুস্থ থাকুন সব সময়।
সব সময় শুভ কামনা।
৩২| ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৩
অপু তানভীর বলেছেন: THE COUNT OF MONTE CRISTO ইংরেজিটাতে ৪৬৩ পৃষ্ঠা আর সেবা অনুবাদে মাত্র ২২৬টা ! এমন কেনু ?
ইংরেজিটাই শুরু করে দিলাম আপনার পরামর্শ অনুযায়ী !
২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৬
এহসান সাবির বলেছেন: আমি ঠিক বলতে পারছি না। তবে সেবা'র টা বেশ ভাল ছিল। বই পড়া কি শেষ?
শুভেচ্ছা রইল।
৩৩| ১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১২
রিপি বলেছেন:
মাত্র তিনটা দেখেছি এতোগুলো মুভির মধ্যে। সময় করে বাকি গুলি দেখতে হবে। পোস্ট এ প্লাস।
২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৪
এহসান সাবির বলেছেন: সময় নিয়ে একেকে করে না দেখা মুভি গুলো দেখে ফেলুন। ভালো সময় কাটবে।
মুভি গুলো সত্যিই সুন্দর।
সুস্থ থাকুন সব সময়।
সব সময় শুভ কামনা।
৩৪| ১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৭
সাদা মনের মানুষ বলেছেন: মুভি দেখার সময় পাইনা.........শুভ কামনা
২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৮
এহসান সাবির বলেছেন: আপনার মুভি দেখা লাগবে না, বন জঙ্গলে ছবি তুলবেন আর পোস্ট করবেন তাহলেই আমরা খুশি।
সব সময় শুভ কামনা ভাই।
৩৫| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৭
কথাকথিকেথিকথন বলেছেন: এর মধ্যে তিনটা দেখেছি, তিনটাই ভাল লেগেছে । রিভিও ভাল লেগেছে , একসাথে অনেকগুলো ।
২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:০১
এহসান সাবির বলেছেন: সময় নিয়ে একেকে করে না দেখা মুভি গুলো দেখে ফেলুন। ভালো সময় কাটবে।
মুভি গুলো সত্যিই সুন্দর।
সুস্থ থাকুন সব সময়।
সব সময় শুভ কামনা।
৩৬| ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২০
ফয়সাল রকি বলেছেন: ঘটনা কি, তিনটা দেখি অনেকেই দেখেছে... আমিও।
আর তাছাড়া আমিও ক্লিন্ট ইস্টউডের ভক্ত হিসেবে আমিও তেমনটাই বলবো... তবে ওস্তাদের দ্যা গুড, দ্যা ব্যাড এন্ড দ্যা আগলি মুভিটাকে বেশি ভাল পাই।
২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৭
এহসান সাবির বলেছেন: ঠিক..!! অনেকেই তিনটা দেখেছে..!! আরে উনিতো বস!!
দ্যা গুড, দ্যা ব্যাড এন্ড দ্যা আগলি তো সর্ব কালের সেরা ওয়েসর্টান মুভি।
সময় নিয়ে একেকে করে না দেখা মুভি গুলো দেখে ফেলুন। ভালো সময় কাটবে।
মুভি গুলো সত্যিই সুন্দর।
সুস্থ থাকুন সব সময়।
সব সময় শুভ কামনা।
৩৭| ১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪৮
আরজু পনি বলেছেন:
কাউন্ট অব মন্টিক্রিস্টো একাধিকবার দেখেছি।
বাকীগুলো হিসেবে রাখলাম।
আহারে এমন পোস্ট দেখে সিনেমাখোর ব্লগার নাফিজ মুনতাসির রবিনকে মিস করছি
২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৬
এহসান সাবির বলেছেন: সময় নিয়ে একেকে করে বাদ বাকি নয়টা মুভি গুলো দেখে ফেলুন আপু। ভালো সময় কাটবে।
মুভি গুলো সত্যিই সুন্দর।
সুস্থ থাকুন সব সময়।
সব সময় শুভ কামনা।
৩৮| ১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫৩
আরজু পনি বলেছেন:
আগে ইউটিউব থেকে দেখতাম।
তারপর কখনো সখনো টরেন্ট
অনলাইন থেকে সরাসরি দেখতে পুটলকার আর ওয়াচ৩২ কাজের ছিল এখন সবখানেই ভেজাল লেগে গেছে। মনে হচ্ছে আবার টরেন্টের দারস্থ হতে হবে। কিন্তু টরেন্ট-এ অভ্যস্থ হতে পারিনা কোনভাবেই। হুটহাট দুটো তিনটা দেখে আবার টরেন্টের কথা ভুলে যাই। সেই ইউটিউব বা পুটলকারেই পছন্দের ম্যুভি খুঁজি।
সিডি/ডিভিডি কিনলে একটাতে হয়তো দুইটা তিনটা পছন্দের হয় বাকীগুলা আউল ফাউল।
যাক দেখা যাক...
ব্লগে খুঁজে না পেলে বুঝবেন ম্যুভি টাইম চলছে
২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৯
এহসান সাবির বলেছেন: আমি পুটলকার থেকে (আইএমডি দিয়ে) ডাউনলোড করি। আমিও টরেন্ট-এ অভ্যস্থ হতে পারিনা কোনভাবেই। তবে পুটলকারে সব মুভি পাওয়া যায় না। সিডি/ডিভিডি কেনা বাদ দিয়েছি অনেক আগেই ঐ আউল ফাউলের করণে।
আমি চাই আপনার ম্যুভি টাইম চলুক
শুভেচ্ছা।
৩৯| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৫
মির্জা বাড়ির বউড়া বলেছেন: আসেন দেখেন ব্লগের সবচেয়ে পুরান নাটকের পুন:প্রচার। শরণার্থী নিকে ব্যাপক ল্যাদানির পরও মনমত সাড়া না পাওয়ায় অগ্নিসারথি গতকালকে নিজেই খুলেন বেলের শরবত নামে এক ইচিং ব্লগিং ক্যারেক্টার, তারপর সারাব্লগ ভাসিয়ে দেন নিজেই নিজেকে গালি দিয়ে কমেন্ট করে যেন মানুষের সহানুভূতি আদায় করে ভোট পাওয়া যায়। নিজের গোমর নিজেই গভীর রাতে ভুলে ফাঁস করে ফেলেন পোস্ট দিয়ে যে তিনি ববস.কমে জিতে চাকরি ছেড়ে রেসিডেন্ট ব্লগার হতে চান এই ব্লগের। মারহাবা।
২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১০
এহসান সাবির বলেছেন: ধন্যবাদ।
৪০| ১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬
বোকামানুষ বলেছেন: এর মাঝে শুধু THE SHAWSHANK REDEMPTION দেখেছি
যাই হোক কখনো পালানোর বুদ্ধির দরকার হলে এই লিস্ট থেকে মুভি দেখা শুরু করবো
২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৭
এহসান সাবির বলেছেন: সময় নিয়ে একেকে করে বাদ বাকি নয়টা মুভি গুলো দেখে ফেলুন আপু। ভালো সময় কাটবে।
মুভি গুলো সত্যিই সুন্দর।
না তা যেন না হয়, যেন কখনো পালানোর দরকার না পড়ে..
সুস্থ থাকুন সব সময়।
সব সময় শুভ কামনা।
৪১| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৬
নিঃসঙ্গ গ্রহচারি বলেছেন: The Shawshank Redemption দেখেছি, বাকীগুলো এখনো দেখা হয়নি। সময় পেলে প্রিজন ব্রেক(টিভি সিরিজ) দেখতে পারেন ।
শুভ নববর্ষ!!
২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৭
এহসান সাবির বলেছেন: সময় নিয়ে একেকে করে বাদ বাকি নয়টা মুভি গুলো দেখে ফেলুন। ভালো সময় কাটবে।
মুভি গুলো সত্যিই সুন্দর।
প্রিজন ব্রেক দেখতাম, আবার দেখবো আশা করছি।
সুস্থ থাকুন সব সময়।
সব সময় শুভ কামনা।
৪২| ২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২১
মহামহোপাধ্যায় বলেছেন: STALAG 17, MIDNIGHT EXPRESS, COOL HAND LUKE, PAPILLON, ESCAPE FROM ALCATRAZ,
বাহ!! ভালো হইলো, অর্ধেক দেখেছি অর্ধেক দেখি নাই উপরেরগুলো দেখা বাকি!! শশাঙ্ক রিডেম্পশন তো মাস্টারপিস। কন এয়ারও ভাল্লাগছে। দ্য গ্রেট এস্কেপ দেখে মনে খুব কষ্ট পেয়েছিলাম বইটা পড়া থাকা স্বত্ত্বেও কাউন্ট অব মন্টিক্রিস্টো বেশ ভালো লেগেছে। এগুলোর এস্কেপ প্লানটা এভারেজ লেগেছে, শুধু কাস্টিং এর জোরেই!!
চমৎকার ম্যুভি রিভিউ। পোস্টে ভালো লাগা রইলো সাথে বাংলা নববর্ষের শুভেচ্ছা
২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৮
এহসান সাবির বলেছেন: সব মুভিই ভালো তবে কাউন্ট অব মন্টিক্রিস্টো একটু স্লো মনে হইছে। দ্য গ্রেট এস্কেপ এর শেষটা সত্যই মন খারাপ করে দেয়।
এস্কেপ প্লানে দুই মার দাঙ্গা হিরো এক সাথে ভালোই করছে।
মন্তব্যে ভালো লাগা।
সুস্থ থাকুন সব সময়।
সব সময় শুভ কামনা।
দেরিতে হলেও বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল
৪৩| ২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৫
টোকাই রাজা বলেছেন: তিনটি দেখা হয়েছে, বাকীগুলো সময় পেলে দেখব।
২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০২
এহসান সাবির বলেছেন: সময় নিয়ে একেকে করে না দেখা মুভি গুলো দেখে ফেলুন। ভালো সময় কাটবে।
মুভি গুলো সত্যিই সুন্দর।
সুস্থ থাকুন সব সময়।
সব সময় শুভ কামনা।
৪৪| ২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৭
সাদা মনের মানুষ বলেছেন: তাহলে বন জঙ্গলই সই
২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:০১
এহসান সাবির বলেছেন: জ্বী। আপনার জন্য তাই সই। আমি তো খুশি হবো।
অনেক অনেক শুভ কামনা রইল।
৪৫| ২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:১১
ফয়সাল রকি বলেছেন: ওকে... দেখতে হবে বাকীগুলোও।
ধন্যবাদ।
২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:০৮
এহসান সাবির বলেছেন: রকি ভাই জানবেন কিন্তু কেমন লাগল।
শুভ কামনা সব সময়।
৪৬| ২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৩
সাহসী সন্তান বলেছেন: অনেকদিনপর আপনার রিভিউ পোস্ট পড়লাম। খুব ভাল লাগলো!
একটা মুভিও দেখা নাই, তবে ইচ্ছা আছে সব গুলো দেখার! এইধরনের মুভি গুলো আমার আবার একটু বেশি টানে! আপাতত নেটওয়ার্ক কানেকশন দূর্বল থাকার কারণে ডাউনলোড দিতে পারলাম না। তবে সংগ্রহ করে অবশ্যই দেখবো!
পোস্টের জন্য ধন্যবাদ সাবির ভাই! শুভ কামনা জানবেন!
২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২২
এহসান সাবির বলেছেন: আপনাকে অনেকদিন পর পেলাম মনে হল। কেমন আছেন? নতুন পোস্ট নাই কেন?
সময় নিয়ে একেকে করে দেখে ফেলুন। ভালো সময় কাটবে।
মুভি গুলো সত্যিই সুন্দর।
সুস্থ থাকুন সব সময়।
সব সময় শুভ কামনা।
৪৭| ২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১১
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: মুভিগুলো দেখার পরে আবার কারাগারের বন্দিরা জেল পালানো শিখবে নাতো ভাই? যদি তাই হয়, তাইলে কিন্তু তার জন্য আপনিই দ্বায়ী থাকবেন?
চমৎকার মুভি রিভিউ! প্রত্যেকটা ছবিই দেখার ইচ্ছা পোষণ করছি।
অঃ টঃ- দেরিতে হলেও নববর্ষের শুভেচ্ছা জানবেন!
২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২৮
এহসান সাবির বলেছেন: হা হা হা....! যদি সত্যিই ফেলে..... না বাবা আমি দায়ভার নেব না
মন্তব্যে ভালো লাগা ভাই।
কেমন আছেন? আপনাকে ব্লগে কম দেখছি মনে হচ্ছে।
সময় নিয়ে একেকে করে দেখে ফেলুন। ভালো সময় কাটবে।
মুভি গুলো সত্যিই সুন্দর।
সুস্থ থাকুন সব সময়।
সব সময় শুভ কামনা।
৪৮| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৮
ডট কম ০০৯ বলেছেন: এত মুভি দেখেন কোন সময়?
২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৭
এহসান সাবির বলেছেন: কবিতা তো আর লিখতে পারি না.......
সো তো মুভি দেখে টাইম পাস করি।
আজকাল আপনার কাছে থেকে কবিতা কিন্তু কম পাচ্ছি...
সুস্থ থাকুন সব সময়।
সব সময় শুভ কামনা।
৪৯| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৯
বিজন রয় বলেছেন: ভাল পোস্ট, কিন্তু এত দেখবো কখন?
২৫তম +
২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:০৯
এহসান সাবির বলেছেন: ধন্যবাদ রয়'দা,
যখন ব্লগাদের উপর রাগ করে আর ব্লগে আসবেন না তখন মুভি দেখবেন
সুস্থ থাকুন সব সময়।
সব সময় শুভ কামনা।
৫০| ২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৩
কল্লোল পথিক বলেছেন: চমৎকার মুভি রিভিউ ।
দেখার ইচ্ছে আছে।
২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৯
এহসান সাবির বলেছেন: সময় নিয়ে একেকে করে দেখে ফেলুন। ভালো সময় কাটবে।
মুভি গুলো সত্যিই সুন্দর।
সুস্থ থাকুন সব সময়।
সব সময় শুভ কামনা
৫১| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৪৩
মোঃ ইয়াসির রহমান বলেছেন: 'Con Air' আর 'Escape plan' দেখেছি । 'The Shawshank Redemption' টা কিভাবে যে মিস হল।
সাই-ফাই মুভি দেখতে দেখতে প্রায় শেষ, আচ্ছা solaris-১৯৭২ এর ইংলিশ ভার্শন কোথায় পাব বলতে পারেন?
২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩১
এহসান সাবির বলেছেন: solaris-১৯৭২ কথা বলতে পারছি না কারণ ওটা আমি দেখুনি। তবে solaris- ২০০২ দেখেছি সেটাতে জর্জ ক্লুনি অভিনয় করছে।
আচ্ছা আমি দেখব পাওয়া যায় কিনা।
সময় নিয়ে একেকে করে না দেখা মুভি গুলো দেখে ফেলুন। ভালো সময় কাটবে।
মুভি গুলো সত্যিই সুন্দর।
সুস্থ থাকুন সব সময়।
সব সময় শুভ কামনা।
৫২| ২৪ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭
ক্রন্দসী বলেছেন: অসামান্য পোস্ট।ভাইয়া স্টিভ ম্যাক্কুইন মানেই অন্যকিছু।(এখানে অপ্রাসংগিক তারপরেও থমাস ক্রাউন এফেয়ার দিয়ে উনাকে চিনি) আমার কাছে গ্রেটেস্ট এস্কেপ টা বেশি ভাল লেগেছে
২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৫২
এহসান সাবির বলেছেন: স্টিভ ম্যাক্কুইন মানেইআসলেই অন্যকিছু। আমার তো খুবই প্রিয়। THE GREAT ESCAPE অসাধারণ মুভি।
সময় নিয়ে একেকে করে না দেখা মুভি গুলো দেখে ফেলুন। ভালো সময় কাটবে।
মুভি গুলো সত্যিই সুন্দর।
সুস্থ থাকুন সব সময়।
সব সময় শুভ কামনা।
৫৩| ২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৯
ইখতামিন বলেছেন: প্রিয়তে রাখলাম
২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:০২
এহসান সাবির বলেছেন: কেমন আছেন? আপনাকে ব্লগে কম দেখছি মনে হচ্ছে।
সময় নিয়ে একেকে করে না দেখা মুভি গুলো দেখে ফেলুন। ভালো সময় কাটবে।
মুভি গুলো সত্যিই সুন্দর।
সুস্থ থাকুন সব সময়।
সব সময় শুভ কামনা।
৫৪| ২৬ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭
মহামহোপাধ্যায় বলেছেন: ESCAPE FROM ALCATRAZ দেখলাম, ভালো লাগছে, বিশেষ করে ক্লিন্ট ইস্টউড আছে বলে কথা। তবে কেন যেন মনে হলো শশাঙ্ক রিডেম্পশনটা দেখার আগে যদি এই ম্যুভিটা দেখতাম তাহলে বেশি এঞ্জয় করতাম। রিটা হেওয়ার্থের পোস্টারের নিচে সবাই ম্লান হয়ে গেছে
বাকিগুলো টরেন্টের সিরিয়ালে আছে
২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:১১
এহসান সাবির বলেছেন: শশাঙ্ক রিডেম্পশনটা অন্য মাত্রা যোগ করেছে সিনেমা ইতিহাসে....!! আর আমি একটা rita hayworth ছবি দিতে ছেয়েছিলাম, মানে শশাঙ্ক রিডেম্পশনের পোস্টারের একটি কিন্তু দেয়নি কারণ দেখা গেল কেউ আবার অশ্লিলতা বলে মুখে ফেনা তুলতে পারে..
আচ্ছা বাকি গুলো কেমন লাগল জানতে চাই।
খুব ভালো থাকুন এই প্রার্থনা।
৫৫| ২৮ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯
প্রবাসী পাঠক বলেছেন: মাত্র তিনটা দেখেছি লিস্টের মুভি থেকে।
এস্কেপ টু ভিক্টরি মুভিটাও দারুণ। মাইকেল কেইন, স্টেলোন, পেলে, ববি মুর অভিনীত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের সত্য কাহিনী নিয়ে নির্মিত। ফুটবল ম্যাচ এর আড়ালে জার্মান বন্দি শিবির থেকে পালানো নিয়ে মুভিটা।
২০ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:১২
এহসান সাবির বলেছেন: এস্কেপ টু ভিক্টরি মুভিটাও সত্যিই দারুণ। আমার কাছে তালিকার ১১ থেকে ১৫নং এর মধ্য হবে।
আপনি কেমন আছেন? বেশ অনিয়মিত মনে হচ্ছে।
খুব ভালো থাকুন এই প্রার্থনা।
৫৬| ০৩ রা মে, ২০১৬ রাত ১০:৩৮
গোর্কি বলেছেন:
মাঝে মধ্যেই টিভি চ্যানেলে ছবিগুলো দেখা হয়। গতকালও Shawshank Redemption ছবিটা দেখলাম। সুন্দর পোস্টে অসংখ্য ভাললাগা। আপনার জন্যও রইল বিলম্বিত নববর্ষের অফুরন্ত শুভেচ্ছা। খুব ভাল থাকা হোক।
২০ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:১৮
এহসান সাবির বলেছেন: আপনারা সবাই হারিয়ে গেছেন সামু থেকে। এটা অনেক দুঃখজনক। আপনাদের মিস করি খুব।
আপনার কাছে থেকে তো কোনো পোস্টই পাই না।
আপনার উপস্থিতি সব সময় আমাকে আনন্দ দেয়।
সুস্থ থাকুন সব সময়।
সব সময় শুভ কামনা।
৫৭| ০৪ ঠা মে, ২০১৬ রাত ১১:৪০
স্নিগ্ধ শোভন বলেছেন: সময় হলে না দেখা গুলো দেখবো।
২০ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:২৮
এহসান সাবির বলেছেন: দারুন মন্তব্য ভাই। অনেক দিন পর... কেমন আছেন?
সুস্থ থাকুন সব সময়।
সব সময় শুভ কামনা।
৫৮| ০৭ ই মে, ২০১৬ রাত ১১:১৩
মুদ্দাকির বলেছেন: বাদ আছে কয়েকটা দেখতে হইব ............।
২৪ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৬
এহসান সাবির বলেছেন: আপনি কেমন আছেন?
সময় নিয়ে একেকে করে না দেখা মুভি গুলো দেখে ফেলুন। ভালো সময় কাটবে।
খুব ভালো থাকুন এই প্রার্থনা।
৫৯| ১৩ ই মে, ২০১৬ সকাল ১০:২৭
নীলপরি বলেছেন: কৃষ্ণচূড়ার কবিতা কই? আমার একটা পোষ্টের মন্তব্যে বলেছিলেন যে লিখবেন। তাই জানতে চাইলাম ।
কেমন আছেন ?
শুভকামনা ।
২৪ শে জুন, ২০১৬ রাত ১১:২৩
এহসান সাবির বলেছেন: ওহ্ কৃষ্ণচূড়া....!!
আমি আছি.....!! খুব ব্যাস্ত... সময় পাচ্ছি না। সময় নিয়ে আপনার ব্লগে আসব। অনেক পোস্ট জমা হয়ে গেছে।
আপনি কেমন আছেন?
খুব ভালো থাকুন এই প্রার্থনা।
৬০| ১৩ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:১৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রিয়তে রাখলাম , দেখি বৃষ্টি বাদলার দিনে সব ছবি দেখে শেষ করতে পারি কিনা ।
২৪ শে জুন, ২০১৬ রাত ১১:৩৬
এহসান সাবির বলেছেন: ঠিক আছে লিটন ভাই আসুক বর্ষাকাল। দেখা যাক কি হয়।
আপনার বইয়ের শুভ কামনা করছি।
খুব ভালো থাকুন এই প্রার্থনা রইল।
৬১| ১৯ শে মে, ২০১৬ দুপুর ১:০৬
অদৃশ্য বলেছেন:
শিঘ্রই টোরেন্টে খোঁজ লাগাচ্ছি... কেমন আছেন?
শুভকামনা...
২৫ শে জুন, ২০১৬ সকাল ১০:৩২
এহসান সাবির বলেছেন: আমি তো আছিই.......!! কিন্তু আপনিই তো থাকেন না, নিয়মিত পাবো আশা করছি।
দেখা কি হয়েছে কোন মুভি?
সময় নিয়ে একেকে করে না দেখা মুভি গুলো দেখে ফেলুন। ভালো সময় কাটবে।
খুব ভালো থাকুন এই প্রার্থনা।
৬২| ২১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫১
প্রোফেসর শঙ্কু বলেছেন: প্রথম দুটা দেখি নি। বাকিগুলা সব ভাল চয়েস। এর মাঝে কন এয়ার আমার গিল্টি প্লেজারের মতন, বিচ্ছিরি ছবি, কিন্তু কেজের ওভার দা টপ অভিনয় আর এক্সপ্রেশন খুব উপভোগ করি।
দারুণ পোস্ট।
২৭ শে জুন, ২০১৬ বিকাল ৫:২৮
এহসান সাবির বলেছেন: প্রথম দুটা দেখে ফেলুন, খুব একটা খারাপ লাগবে না।
সত্যই কেজ ভালো অভিনয় করেছিল, ইদানিং কালে কেজর মুভি গুলো সব হতাশ করেছে।
সুস্থ থাকুন সব সময়।
সব সময় শুভ কামনা।
৬৩| ২২ শে মে, ২০১৬ দুপুর ২:৫৪
পুলহ বলেছেন: এস্কেপ প্ল্যান, দ্য গ্রেট এস্কেপ আর COOL HAND LUKE-- আপাততঃ এই তিনটা দেখার প্ল্যান রইলো।
শুভকামনা ভাই।
২৭ শে জুন, ২০১৬ বিকাল ৫:৪০
এহসান সাবির বলেছেন: দেখবার প্লান করেছেন জেনে ভালো লাগছে। মুভি গুলে অনেক সুন্দর। ভালো লাগবে আশা করছি।
সুস্থ থাকুন সব সময়।
সব সময় শুভ কামনা।
৬৪| ২৬ শে মে, ২০১৬ রাত ১:১৯
প্রবাসী পাঠক বলেছেন: আলহামদুলিল্লাহ্ আমি ভালো আছি সাবির ভাই।
দেশে আসার প্ল্যান করছি। শীঘ্রই হয়ত আসব। তাই সব কিছু গুছিয়ে নিতে একটু ব্যস্ততার মধ্যে আছি। দেশ থেকে ঘুরে যাবার পর আবার ব্লগে নিয়মিত হব।
২৭ শে জুন, ২০১৬ বিকাল ৫:৫১
এহসান সাবির বলেছেন: রোজার শুভেচ্ছা ভাই।
আশা করি ভালো আছেন ও প্লান অনুযায়ী কাজ হচ্ছে। বুঝতা পারি ব্যস্ততার ব্যপারটা, আমি নিজেও খুব ঝামেলা নিয়া আছি। ব্লগে তো আসতেই পারি না।
খুব ভালো থাকুন এই প্রার্থনা।
৬৫| ০৯ ই জুন, ২০১৬ রাত ১১:৫০
আমি তুমি আমরা বলেছেন: রামাদানুল মুবারাক সাবির ভাই
২৭ শে জুন, ২০১৬ বিকাল ৫:৫৯
এহসান সাবির বলেছেন: মুবারাক ভাই। সরি ভাই অনিমিত হয়ে যাবার করণে আমি শুভেচ্ছা দিতে পারিনি।
আশা করছি ভালো আছেন।
খুব ভালো থাকুন এই প্রার্থনা।
৬৬| ২০ শে জুন, ২০১৬ সকাল ৯:৩৭
বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দিন সাবির।
২৭ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৯
এহসান সাবির বলেছেন: সময় পাচ্ছি না রয়'দা।
আশা করছি ভালো আছেন।
সব সময় শুভ কামনা।
৬৭| ২৪ শে জুন, ২০১৬ রাত ১১:৩৪
নীলপরি বলেছেন: অনেক দিন পর ব্লগে এলেন! দেখে ভালো লাগলো।
আমি ভালোই আছি ।
এবারে আশা করছি আপনার থেকে কবিতা পাবো।
আপনাকে অনেক শুভকামনা ।
খুব ভালো থাকুন। আমার ও এক ই প্রার্থনা ।
২৭ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৬
এহসান সাবির বলেছেন: আসলেই ব্যস্ততার কারণে এদিকে আশ হয় না। চেষ্টা করব আপনাদের পাশে থাকবার জন্য।
আর কবিতা.... সেতো স্বপ্নচারিনী হয়ে গেছে....
সব সময় শুভ কামনা।
৬৮| ২৪ শে জুন, ২০১৬ রাত ১১:৪৭
নীলপরি বলেছেন: হুম অবশ্যই যাবেন আমার ব্লগে যাবেন । আপনি মনে করে আমার পোষ্ট পড়েন দেখে খুব উৎসাহ পাই। এমন । অনেক ধন্যবাদ ।
২৭ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২১
এহসান সাবির বলেছেন: আশা করছি যাবো। আপনি সহ অনেকের পোস্ট জমা হয়ে গেছে দেখলাম। সময় নিয়ে পড়তে হবে।
আপনার জন্য শুভ কামনা রইল।
৬৯| ০৫ ই জুলাই, ২০১৬ রাত ২:৪৮
প্রবাসী পাঠক বলেছেন: ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা সাবির ভাই।
৭০| ০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:১৫
নীলপরি বলেছেন: আপনাকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ।
ভালো থাকবেন ।
৭১| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ৯:৪৪
মুদ্দাকির বলেছেন: ঈদ মুবারাক !!
৭২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪০
মাহমুদ০০৭ বলেছেন: মিস করছি সাবির ভাই /। দ্রুত দেখতে চাই
৭৩| ২২ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:০৩
পুলহ বলেছেন: ভাই অনেক দিন ব্লগে দেখি না আপনাকে।
যেখানেই থাকেন, ভালো থাকেন সবসময়- এই শুভকামনা।
৭৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩১
বিজন রয় বলেছেন: কেমন আছেন?
একটি পোস্ট দিন অনন্ত।
৭৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২৩
দৃষ্টিসীমানা বলেছেন: সাবির আপনি কোথায় ? সমস্যা থাকলে বলুন- আমরা উদ্ধার কাজে লেগে পড়ি ।
৭৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০০
স্নিগ্ধ শোভন বলেছেন: শুভ ব্লগ দিবস!
৭৭| ১২ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০০
নীলপরি বলেছেন: কবে আপনার লেখা পাবো আমরা ?
নতুন বছরের শুভকামনা রইলো ।
৭৮| ২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৯
নীলপরি বলেছেন: মাঝে মাঝেই আসি আপনার ব্লগে । আজও এসে আপনার পুরোনো লেখা পড়লাম । আশাকরি আপনিও এসে এবার নতুন লেখা দেবেন । আমরা সবাই পড়বো ।
শুভকামনা ।
৭৯| ১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: জেল পালানো ছবির দারুন কালেকশন।
৮০| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫
বোকামানুষ বলেছেন: ভাইয়া কোথায় হারিয়ে গেলেন নতুন কোন পোস্ট নেই
৮১| ১৯ শে জুন, ২০২০ রাত ১:৪৯
মাহমুদ০০৭ বলেছেন: সাবির ভাই? ফিরে আসুন ।
৮২| ০৩ রা মে, ২০২২ দুপুর ২:৪২
বিজন রয় বলেছেন: কেমন আছেন?
ঈদ মোবারক।
শুভকামনা।
একবারেই হারিয়ে গেলেন!!
৮৩| ১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১২:০১
বিজন রয় বলেছেন: হারিয়ে গেলেন!! ৭ বছর কোনো খবর নেই। ফিরে আসুন।
©somewhere in net ltd.
১| ০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩১
সুমন কর বলেছেন: চমৎকার সব মুভির রিভিউ পড়লাম। মাত্র ৩টি দেখেছি ! বাকিগুলো দেখার লিস্টে রাখলাম।
পোস্টে +।
*কেমন আছো?