নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় শিক্ষক হলেও নেশায় লেখক ও পর্যটক। \'\'ভালো আদর মন্দ আদর\'\'(২০১৩) তাঁর প্রকাশিত প্রথম বই

এইযেদুনিয়া

আমার চোখে তো সকলই শোভন/সকলই নবীন,সকলই বিমল/ সুনীল আকাশ,শ্যামল কানন/বিশদ জোছনা,কুসুম কোমল/সকলই আমার মত

এইযেদুনিয়া › বিস্তারিত পোস্টঃ

রবিদা আমাকে নিয়ে যে গানটি লিখেছিলেন

১৭ ই জুন, ২০২৩ দুপুর ১:৪৪


আত্মপ্রতিকৃতি

রবিদা অতি অল্প বয়সে আমাকে নিয়ে একটি গান লিখেছিলেন। মাত্র ২০ বছর তখন তাঁর। এত অল্প বয়সে জীবনের এমন গভীর বোধ ও দর্শন নিয়ে এমন একটি গান কী করে লিখেছিলেন ভাবতে গেলে অবাক হতে হয়। প্রকৃতির সব সুন্দরের সাথে আমার একাত্মতার খবর রবিদা কী করে জানলেন, এও কম বিস্ময় নয়! প্রকৃতির সাথে আমাকে মিশিয়ে দিয়ে গান লিখলেন,

আমার চোখে তো সকলই শোভন,
সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ, শ্যামল কানন,
বিশদ জোছনা, কুসুম কোমল— সকলই আমার মতো ।
তারা কেবলই হাসে, কেবলই গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়—


গানের প্রতিটি অক্ষর, শব্দ যেন আমাকে নিয়েই লেখা। প্রকৃতির সর্বত্র শুধু আনন্দ। হেটাররা অবশ্য বলবে, গানের ঐ "আমি" টা কবি নিজে। অথচ আমি তো জানি, ঐ "আমি" টা আসলে কে!
ফুল, জোছনা, আকাশের তারা, প্রকৃতির সব কিছু তাদের কাজ শেষে হাসিমুখে কত সহজ ভাবে বিদায় নেয়! জীবনকে কত সহজভাবে নেয়া যায়! গানে বলা হয়েছে,

ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়,
হাসিতে হাসিতে আলোকসাগরে আকাশের তারা তেয়াগে কায় ।


পুরো গান ভর্তি কেবল আনন্দ আর আনন্দ। প্রকৃতির মতো সহজ আনন্দ। রবিদা আবারও আমার কথা ভেবেই লিখেছেন,

আমার মতন সুখী কে আছে। আয় সখী, আয় আমার কাছে—
সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ ।
প্রতিদিন যদি কাঁদিবি কেবল একদিন নয় হাসিবি তোরা—
একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা।।


যেমন পানি যে মীন পিয়াসী, পানির মধ্যে থেকেও একটি মাছ তৃষ্ণার্ত, তেমনি এত আনন্দ, এত সুন্দরের মধ্যে থেকেও কোথায় যেন একটি বিষাদ, একটি হাহাকার ঠিকই গানের ভেতর দিয়ে হৃদয়কে ছুঁয়ে যায়। সত্যিই, শুধু আনন্দের মধ্যে থাকাটুকুই জীবন নয়। ভালোবাসা পাওয়া এবং প্রায় একই সাথে ভালোবাসা না পাওয়া, ভালোবাসাকে ছুঁতে পারার যে যন্ত্রণা, যা কোন সংজ্ঞা দিয়ে বর্ণনা করা যায় না, ঐ যন্ত্রণা ছাড়া তো জীবনের পরিপূর্ণতা আসে না! এ যেন সুখে থাকতেও ভূতের রাম কিল খাবার ইচ্ছে! সে ইচ্ছে থেকেই রবিদা জিগিয়েছেন, আমিও জিগাই, সখী, ভালোবাসা কাকে কয়?

অতএব, হে সখা ও সখীগণ, রবিদা যে এই গানটি আমাকে নিয়েই লিখেছেন, তাহা স্বীকার না করিয়া তোমরা যাইবে কোথায়?

পুনশ্চ- আপনাকে নিয়ে রবিদা কোন গান/কবিতাটি লিখেছেন?

মন্তব্য ৩৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০২৩ বিকাল ৩:১০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনার পোস্টটি প্রথম পাতায় আসে নাই কেনো?

১৭ ই জুন, ২০২৩ বিকাল ৩:৫৪

এইযেদুনিয়া বলেছেন: মনে হয় আমি নিজেই কোন ভুল করেছি।

১৭ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৩৪

এইযেদুনিয়া বলেছেন: এখন আসছে প্রথম পাতায় ।

২| ১৭ ই জুন, ২০২৩ বিকাল ৫:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার মতো কোনো সুখী গরবিনী তো তাইলে আর কেউ নাই :)

ভালো লিখেছেন। আইডিয়াটা দারুণ।

ইয়ে, রবিকাকা আমাকে নিয়ে কিছু লেখার সময় পান নাই। তবে, আমি তার একটা কবিতার চরণে ভুল পেয়েছিনু। সেটা সংশোধন করেছি। চাইলে চোখ বোলাতে পারেন - রবীন্দ্রনাথের একটি ভুল পঙ্‌ক্তি, যেটি আমি সংশোধন করলাম।

১৭ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:১০

এইযেদুনিয়া বলেছেন: নাই-ই তো! =p~
এমন ভুলে খঁজে বেড়ালে রবিদা আর গান লিখবেন আপনাকে নিয়ে? হাহা

৩| ১৭ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৩৯

মিরোরডডল বলেছেন:




পুরো লেখাটা দুবার এসেছে।
একটা মুছে দিলে ভালো হবে।



১৭ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:১৯

এইযেদুনিয়া বলেছেন: কী ভূতুড়ে কাণ্ড দেখুন তো!এডিট করতে গিয়ে এই অবশ্য কখন হলো নিজেই জানি না। এখন এডিট করলাম। ধন্যবাদ

৪| ১৭ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:০৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার পোস্ট পড়ার পরে মনে হোল রবীন্দ্রনাথ ঠাকুর আপনাকে নিয়ে দুইটি গান লিখেছেন। শুনতে এবং পড়তে একই রকম। :)
রবীন্দ্রনাথ তার নাতি পুতির উদ্দেশ্যেও কবিতা লিখেছেন এটা জানতাম না। তবে কবিতা ভালো হয়েছে। :)

১৭ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:১৯

এইযেদুনিয়া বলেছেন: =p~ কবিতা কই পেলেন? এটা তো গান!

৫| ১৭ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৩২

মিরোরডডল বলেছেন:


দুনিয়াকে নিয়ে মাত্র একটা গান?
আমাকে নিয়েতো দুনিয়ার গান করেছে রবিদা :)

রবিদার অসংখ্য প্রিয় গান আছে যেগুলো শুনলে মনে হয় এ যেন আমারই মনের কথা।
নিশ্চিত এ গান আমার জন্য লেখা কিন্তু প্রশ্ন হচ্ছে রবিদা মনের কথা জানলো কি করে!!!!

সেই অনেকগুলো গানের একটি।



১৮ ই জুন, ২০২৩ রাত ৮:৪৮

এইযেদুনিয়া বলেছেন: এইযেদুনিয়া-- এটাই একটা গান। রবিদা আমাকে নিয়ে এই গানটি বিশেষভাবে লিখেছেন, যা আমার জীবনের থিম হিসেবে ভাবতে চাই।

৬| ১৭ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৫১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: নাহ্ মনে হয় না তিনি আমাকে নিয়ে কোন গান লিখেছেন । কারণ তিনি আমার প্রকৃতি বোঝার মত মানুষ না । আমাকে নিয়ে গান হয়েছে বটে এবং সেটা করেছে গড়ের মাঠ ব্যান্ড এই যে গানটা !!

১৮ ই জুন, ২০২৩ রাত ৮:৫০

এইযেদুনিয়া বলেছেন: ঘেন্না কর, গানটা আমারও ভালো লাগে।

৭| ১৭ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৫২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: @মিরোরডডল ,

মনোময়ের একটা গান আছে , ওরে মন শিরোনামের শুনেছো কী ?

৮| ১৭ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৫৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রথমে গানই লিখেছি। পরে ভুলে কবিতা লিখেছি।

তবে রবীন্দ্রনাথের গীতাঞ্জলী কাব্য গ্রন্থে গানও আছে কবিতাও আছে। কিন্তু বইয়ের নাম গীতাঞ্জলী। গীত থেকে গীতাঞ্জলী। তাই রবীন্দ্রনাথের গান আর কবিতায় তেমন পার্থক্য নাই। অনেক কবিতাকে তিনি পরবর্তীতে গানে রুপান্তর করেছেন। আবার অনেক কাব্যগীতিকে গীতিকাব্য হিসাবে কাব্যগ্রন্থে স্থান দিয়েছেন। এছাড়া ওনার অনেক কবিতাকে পরবর্তীতে গানে রুপান্তর করা হয়েছে অন্য সুরকারের দ্বারা। যেমন;

ভগবান তুমি যুগে যুগে দুত পাঠায়েছ বারে বারে’ (কবিতার নাম প্রশ্ন, কাব্যগ্রন্থ পরিশেষ)। (সুরকার – পঙ্কজ কুমার মল্লিক)
রুদ্র তোমার দারুণ দিপ্তি এসেছে দুয়ার ভেদিয়া’ ( কবিতার নাম সুপ্রভাত, কাব্যগ্রন্থ ‘পুরবী’) (সুরকার – পঙ্কজ কুমার মল্লিক)
(পঙ্কজ মল্লিক এই কবিতা দুটি কবিতা সহ আরও কয়েকটি কবিতায় সুর দিয়ে গানে রুপান্তর করেছেন) নীচের লিঙ্কে রবীন্দ্রনাথের বেশ কিছু কবিতা আছে যেগুলিকে পঙ্কজ মল্লিক গানে রুপান্তর করেছেন।

আমি রবীন্দ্রনাথের গান নিয়ে পোস্ট দিয়েছিলাম এক সময়। ইচ্ছে হলে পড়তে পারেন।
রবীন্দ্রনাথের কবিতায় সুরারোপ করে গান এবং রবীন্দ্রসঙ্গীতের সুরে ভিন্ন ভাষায় গান
ভিনদেশী গানের সুরের আদলে রবীন্দ্রসঙ্গীত

৯| ১৭ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৫৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভিডিও লিঙ্কটায় সমস্যা ছিল তাই নীচে আবার লিঙ্ক দিলাম।
https://www.youtube.com/watch?v=VFRzRKQJkH8

১৮ ই জুন, ২০২৩ রাত ৮:৫২

এইযেদুনিয়া বলেছেন: রবিদার কবিতাতে যে অন্য কেউ সুর বসাতে পারে, এমন ধারণা আগে ছিলো না। ধন্যবাদ।

১০| ১৭ ই জুন, ২০২৩ রাত ৮:১৪

মিরোরডডল বলেছেন:

নাহ নির্ব এই গান আগে শুনিনি।


১১| ১৭ ই জুন, ২০২৩ রাত ৮:৩৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: @মিরোরডডল , এই গানটা খুব সুন্দর । মন দিয়ে শুনো বেয়ারা মনের খবর পাবে !!

১২| ১৭ ই জুন, ২০২৩ রাত ৮:৫৮

রাজীব নুর বলেছেন: রবীন্দ্রনাথ ঠাকুর তার সমস্ত লেখা গুলোই আমাদের জন্য লিখেছেন।
সুখে দুঃখে আমাদের বারবার রবীন্দ্রনাথের কাছেই যেতে হবে।

১৮ ই জুন, ২০২৩ রাত ৮:৫৩

এইযেদুনিয়া বলেছেন: হুম

১৩| ১৭ ই জুন, ২০২৩ রাত ৯:০৫

মিরোরডডল বলেছেন:



শুনেছি পাগল মনের গান।
হুম লিরিক ভালো।

তোর মাতাল মাতাল কথার মানে কি
তোর পাগল পাগল সুর জানে কি
ওরে বিশ্বাস কর কিছুই ভালো লাগে না
আমি নিজের মতো চলি
খালি তোর সাথে চল খেলি
এই সহজ থাকতে আর ভালো লাগে না


ওরে মন ও উদাস পাগল মন
ওরে আমার কথা শোন
চল জটিল হয়ে যাই


জটিলতো খুশি হয়ে যাবে :)



১৪| ১৭ ই জুন, ২০২৩ রাত ৯:২৯

সেলিম আনোয়ার বলেছেন: রবীদার বেশির ভাগ গান শায়মা অথবা অপ্সরা কে নিয়ে লেখা । আপনাকে নিয়ে ও দেখি তিনি লিখেছেন। :)

১৯ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৫৭

এইযেদুনিয়া বলেছেন: শায়মা আর অপ্সরাকে নিয়ে আবার কখন গান লিখলেন রবিদা? আমি তো জানি না!

১৫| ১৮ ই জুন, ২০২৩ রাত ১২:৫৮

হাসান জামাল গোলাপ বলেছেন: সুন্দর বলেছেন।

১৮ ই জুন, ২০২৩ রাত ৮:৫৩

এইযেদুনিয়া বলেছেন: ধন্যবাদ

১৬| ১৮ ই জুন, ২০২৩ সকাল ১১:৫০

রানার ব্লগ বলেছেন: রবীবাবু প্রেমিক মানুষ ছিলেন । তার সকল কবিতা নারীদের নিয়ে । সেইখানে আমার মতো একজন নিপাট অভদ্রলোক কে নিয়ে ওনার ভাবার কথাই না তার উপরে আবার কবিতা রচনা ।

১৮ ই জুন, ২০২৩ রাত ৮:৪৭

এইযেদুনিয়া বলেছেন: =p~ নিজেই নিজেকে নিপাট ভদ্রলোক দাবী করলে হবে?

১৭| ১৮ ই জুন, ২০২৩ দুপুর ১২:৪৯

বিষাদ সময় বলেছেন: মূল কথা গুলো যে বাদ দিয়ে গেলেন....
সখী, ভালোবাসা কারে কয়! সে কি কেবলই যাতনাময় ।
সে কি কেবলই চোখের জল? সে কি কেবলই দুখের শ্বাস?
লোকে তবে করে কী সুখেরই তরে এমন দুখের আশ ।


:)

১৮ ই জুন, ২০২৩ রাত ৮:৪৬

এইযেদুনিয়া বলেছেন: গানের প্রথম এই অংশটুকু ওভাররেটেড। অথচ গানের বাকি অংশটুকু যে কী তাৎপর্যপূর্ণ!

১৮| ১৯ শে জুন, ২০২৩ রাত ১:১১

জটিল ভাই বলেছেন:
বুঝলাম। রবিদার খেয়ে-দেয়ে আর কোনো কাজ ছিলোনা =p~
তবে, পোস্টটা জটিল হয়েছে ♥♥♥

১৯ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৫৮

এইযেদুনিয়া বলেছেন: রবিদার খেয়ে দেয়ে একটাই কাজ ছিলো, আপনি তো তা বুঝলেন না!

১৯| ১৯ শে জুন, ২০২৩ রাত ৮:০১

জটিল ভাই বলেছেন:
রবিদার খেয়ে দেয়ে একটাই কাজ ছিলো, আপনি তো তা বুঝলেন না!

হাহাহাহাহা....... আপনি দেখছি বেজায় সরস! জটিল লাগলো :)

১৯ শে জুন, ২০২৩ রাত ৮:১৩

এইযেদুনিয়া বলেছেন: :D আপনি তো দেখি সত্যি জটিল!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.