নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারে যাই

সময়টা কি করে দেবে সেটা তার অধিকারী জানে, চাইলে পোকায় ধরে নষ্ট কাল ভেসে যাবে যমুনার বানে

স্বদেশ হাসনাইন

ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]

স্বদেশ হাসনাইন › বিস্তারিত পোস্টঃ

অনুবাদ: যেমন করে তুমি বৃষ্টির শব্দ শোনো

১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৪

আমাকে শোনো,

যেমন করে তুমি বৃষ্টির শব্দ শোনো,

গভীর মনযোগ থাকে না, আবার অনমনস্কও থাকো না,

হালকা পায়ের শব্দ, হালকা বৃষ্টির ছাঁটে

জল হয়ে যায় বাতাস, বাতাস হয়ে যাচ্ছে সময়,

চলে যাচ্ছে দিন,

এখনও রাত নেমে আসেনি,

পথ ঘুরে থেমে থাকছে,

কুয়াসা মূর্ত্ত হয়েছে।



আমাকে শোনো,

যেমন করে তুমি বৃষ্টির শব্দ শোনো

যা কিছু বলছি কান না পেতে শোনো

অন্তরের দিকে তাকিয়ে থেকো, সুপ্তিতে সুপ্তিতে

জেগে থাকুক পঞ্চ ইন্দ্রিয়।



বৃষ্টি পড়ছিল, মৃদু পায়ের শব্দ হচ্ছিল, সিলেবল ভাঙছিল

জল পড়ে যখন, হাওয়া বয় যখন, পলকা ওজনের শব্দ,

আমরা যা সেটাই,

দিনগুলো ও বছরগুলো, ঠিক এই মূহুর্তটি

ওজনশূন্য মহাকাল এবং প্রবল কষ্টের।



আমাকে শোনো,

যেমন করে তুমি বৃষ্টির শব্দ শোনো,

ভেজা পিচের পথ ঝলমল করছে

বাষ্প উঠে ছড়িয়ে যাচ্ছে,

ভাঁজ খুলে বেরিয়ে এসে রাত্রি আমাকে দেখছে,

তুমি আর তুমি আর তোমার ভাপে গড়া শরীর,

তুমি আর তুমি তোমার বিভাবরী মুখ,

তুমি আর তোমার চুল, মন্থর বিদ্যুৎ,

রাস্তা পার হয়ে তুমি আমার কপালে ঢুকে পড়ছ,

তোমার পায়ে লেগে থাকা বৃষ্টির পানি এখন আমার দুচোখে।



আমাকে শোনো,

যেমন করে তুমি বৃষ্টির শব্দ শোনো

জ্বলজ্বলে পিচের পথে তুমি রাস্তা পার হও,

কুয়াশার কথা বলি সে রাত্রিভর ঘুরে ফিরছে,

রাতের কথা বলি, সে তোমার বিছানায় ঘুমিয়েছে,

উদ্বেলিত ঢেউয়ের মত তোমার নিঃশ্বাসের কথা বলি,

তোমার জলজ আঙুল আমার কপাল ভিজিয়ে দিচ্ছে,

তোমার আঙুলের তাপ পুড়িয়ে দিচ্ছে আমার চোখ,

তোমার আঙুলের ঝড় আমার চোখের পাতা খুলে দিচ্ছে

বসন্তের অর্ন্তদৃষ্টি আর পুনুরুত্থানের মত।



আমাকে শোনো,

যেমন করে তুমি বৃষ্টির শব্দ শোনো

বছরগুলি চলে গিয়েছে, ফিরে এলো মুহূর্তগুলো,

পাশের ঘরে পায়ের আওয়াজ শুনতে পাও?

এখানে না, ওখানে না, তুমি ওদেরকে শোনো

অন্য সময়ে - যা এখনই,

শোনো সময় চলে যাচ্ছে, পায়ের শব্দ হচ্ছে

ওজনহীন স্থানের আবিষ্কারক সে, কোথাও সে নেই

শোনো, আঙিনায় বৃষ্টি পড়ছে,

গাছপালায় নেমেছে গভীর রাত,

গাছের পাতায় শয্যা পেতেছে বিদ্যুত

ভেসে যাচ্ছে অস্থির উদ্যান,

তোমার ছায়া এসে ঢেকে দিচ্ছে এই পৃষ্ঠাটি ।





-

ড্রাফট ১.০

Click This Link



অক্টাভিও পাজের কবিতার অনাক্ষরিক অনুবাদ।আমি আমার চোখ দিয়ে যখন পিকাসোকে দেখি কখনোই পিকাসো হতে পারবো না। কিন্তু সেই দৃষ্টিটিতেই ব্যক্তিগত ভিন্নতা আছে। আমার লেন্স দিয়ে তোলা ছবি হুবহু হবে না। এ কারণে প্রতিটি অনুবাদ আরেকটি কবিতা হয়ে যাওয়ার কথা। কবিতা যেমন ব্যক্তিগত ভিন্নতার জন্য কবিতা। অনুবাদেও আমি অনুবাদককে সহ পড়ি।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৭

হাসান মাহবুব বলেছেন: খুব ভালো লাগলো।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০১

স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক ধন্যবাদ হামা। ভাল বন্ধু বলে নীরবতাতেও থাকেন আপনি।

২| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:০২

সায়েম মুন বলেছেন: মুগ্ধতা রইলো কবিতায়!

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০১

স্বদেশ হাসনাইন বলেছেন: ধন্যবাদ সায়েম মুন

৩| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০১

আমিনুর রহমান বলেছেন:




দুর্দান্ত +++

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০১

স্বদেশ হাসনাইন বলেছেন: থ্যাঙ্কস

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.