নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারে যাই

সময়টা কি করে দেবে সেটা তার অধিকারী জানে, চাইলে পোকায় ধরে নষ্ট কাল ভেসে যাবে যমুনার বানে

স্বদেশ হাসনাইন

ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]

স্বদেশ হাসনাইন › বিস্তারিত পোস্টঃ

পারত পক্ষে কখনোই আরাম থেকে বের হবেন না

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৬

পারত পক্ষে কখনোই লিখিবেন না, তাইতে আরাম,

ভাল আছেন? লিখে যান পুষ্প-মহোৎসবপ্রেমজ্ঞ চয়ন!

যাহা কিছু আসে মনে - রাজত্বের অভিযান, মুষলধারায় ঝরে পরার পর পোড়া মাটির টবে আশ্রিত ফনীমনসা, সেই কাঁটায়

রোদের রোশনাই - দেখে দেখে মন উদার হয়, সেই কাব্য...

কিন্তু কত কাল?

যদিই বা লেখেন তবে -ছোট গল্প হয়ে যায় ছোট, শোভাকক্ষে, যদিও ছোট মানুষের, হরিপদ, নিম্নপদ, চপ্পল পরে শহর ঘুরে বেড়ায়

অধিকাংশ তাহাদের পিতা, অশিক্ষিত তল্লাট, কি লিখবেন

বইতে আছে মনোরঞ্জনের দশটি টিপস। সেই সব চিরল কথা বলে জনতার কথায়, বলা হোক, দুঃখ ও দুর্যোগের কথা

বলা হোক রাজনীতির কথা। কেন মানুষ পুড়ে যাওয়া নিছক

অক্সিজেন ও হাওয়ার মিশ্রনের তাপ শুধু নয়!

সহজ ভাষায় লেখা হোক, সেই জ্ঞান, সহনশীল বাক্যে কি কারণে মধ্যবিত্ত হয় মধ্যবিত্ত, উচ্চবিত্ত ক্রমে বাড়ছে উঁচু এবং বিত্তের

নানান চরকি সমীকরণ।

ঘুরতে যাবে,

শীতাতপে বোর্ড খেলতে যাবে এই সব হাতে আঁকা ছবিরা

মানুষের বানানো, অনেক কারণ জন্মসূত্রে হওয়ার কথা ছিল না।

কাস্তে হাতে অন্যত্র ধান কাটতে যায়, চাঁদের পয়সার মত হিসেবের ধন, আজ গেলে কাজ সে পাবে না,

মাঘের দুপুরে শ্রমজীবির ঘাম কোথা থেকে উৎপন্ন হয় সেই ভাগীরথী জেনেও জানে না কুশীলব এবং পাঠক



-

ড্রাফট ০.৫

খুব ভাল লিখতে নেই।

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৯

লেখোয়াড় বলেছেন:
হা হা হ..............
খুব ভাল লিখতে নেই।
খুব বেশি ভালবাসতে নেই।

অনেকদিন পর মুখোমুখি।
ভাল আছেন? নিয়মিত হবেন এবছর?

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২২

স্বদেশ হাসনাইন বলেছেন: থ্যাঙ্কস লেখোয়াড়, সব সময়ই কিছু না কিছু লেখা হয়, তবে ব্লগে দেয়ার মত সময় হয় না। কমেন্টের উত্তর দেয়া হয় না। নিয়মিত হই বা না হই আমি আছি।

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৪

লেখোয়াড় বলেছেন:
আপনার সাথে ব্যক্তিগত যোগাযোগ করা যাবে কি?
করলে কিভাবে?

ধন্যবাদ।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১০

স্বদেশ হাসনাইন বলেছেন: ইমেইল করুন sw.has9 এট gmail.com

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর হয়েছে। অনেকদিন পর আপনার লিখা পড়লাম।

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৬

সোজা কথা বলেছেন: খুব সুন্দর।

০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৬

স্বদেশ হাসনাইন বলেছেন: ধন্যবাদ সোজা কথা

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অসাধারন লাগল!!

০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৬

স্বদেশ হাসনাইন বলেছেন: ধন্যবাদ কাল্পনিক ভালোবাসা

৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০২

আমি সাজিদ বলেছেন: খুব ভালো থাকতেও নেই।

০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৬

স্বদেশ হাসনাইন বলেছেন: শামসুর রাহমানের প্রিয় একটি কবিতা এই নামে

৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩০

সায়েম মুন বলেছেন: খুব ভাল না লিখলেও ভাল লেগে যায় আপনার লেখা। ইদানীং আপনাকে মিস করছি। আশা রাখি নিয়মিত হবেন। নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা রইলো।

০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৯

স্বদেশ হাসনাইন বলেছেন: শুভ হোক নতুন বছরটি।

জানেন যে ব্লগ এক সাংঘাতিক নেশা। এখানে কমেন্ট প্রতিকমেন্টে প্রতিটি ঘণ্টাই কাটিয়ে দেয়া যায়, সায়েম মুন।

৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অনেকদিন পর আপনার লেখা পড়ছি।
আপনার লেখায় মুগ্ধতা থাকেই। এইটাই ও।

নিয়মিত কবিতা পাবো আশা করছি।

০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৯

স্বদেশ হাসনাইন বলেছেন: থ্যাঙ্কস দুর্জয়, ভাল থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.