নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারে যাই

সময়টা কি করে দেবে সেটা তার অধিকারী জানে, চাইলে পোকায় ধরে নষ্ট কাল ভেসে যাবে যমুনার বানে

স্বদেশ হাসনাইন

ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]

স্বদেশ হাসনাইন › বিস্তারিত পোস্টঃ

নতুন বই

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৯

চাল উড়ে যাবার পর মেরামত হয় নি ইশকুলের

বৃষ্টি হলে কাদা জমে যায় পথে, মাস্টার দু'দিন আসেন তিন দিন অনুপস্থিত,

পড়া হয় একরকম, ঘণ্টা বাজে তাই ওর নাম ইশকুল!



সেই ইশকুলে বার্ষিক পরীক্ষা হলে, পরের বছরের পড়া

হয় না। তবু উৎসুক দরিদ্র পরিবার

পাশের বাড়ি থেকে এসে বই চেয়ে বলে রাখে

আর দেয়ালে জাপানী সিনারির ক্যালেন্ডার

সেও চেয়ে রাখে। বই মলাট দিয়ে পুরনো বইটাকে

নতুন করে ফের পড়া শুরু হয়, সমস্বরে নামতা পড়ে,

ইতিহাসের বই না বুঝেও পড়তে থাকে, ভূগোল, সমাজ,

অথবা দ্রুতপঠনের গল্প।



খুব ভাল কাগজের পাঠ্য বই ঘরে ঘরে পৌঁছে দেয়া হয় নি,

নিচু মানের খবরের কাগজে ছাপানো সস্তা কালিতে

তবুও শিশুরা যখন নতুন বই পেয়ে নাক ডুবিয়ে তার গন্ধ নিচ্ছে

প্রসাধনীকক্ষের সব সুগন্ধি মুগ্ধ বিস্ময়ে পুস্তকের দিকে চেয়ে আছে



-

ড্রাফট ০.৫

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৪

সায়েম মুন বলেছেন: ঘণ্টা বাজে তাই ওর নাম ইশকুল---কথাটা ভাল লাগলো।
এখন ইশকুল ব্যবস্থায় কিছুটা উন্নতি হয়েছে।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৪

স্বদেশ হাসনাইন বলেছেন: ডিপেন্ড করে স্কুলটা কোথায়, গ্রামের দিকে এখনো স্কুলগুলো আমাদের চোখে নস্টালজিক, বাস্তবে ভাঙাচোরা।

২| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:০১

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ভালো লাগা ! +++++++++++++++++++

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৪

স্বদেশ হাসনাইন বলেছেন: আশা করছি ভাল আছেন, সাবরিনা তিতির

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.