নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারে যাই

সময়টা কি করে দেবে সেটা তার অধিকারী জানে, চাইলে পোকায় ধরে নষ্ট কাল ভেসে যাবে যমুনার বানে

স্বদেশ হাসনাইন

ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]

স্বদেশ হাসনাইন › বিস্তারিত পোস্টঃ

অপরাধী লাগে

০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩১

বৃষ্টির মত ছিটে আসে প্রতিবেশীর রক্ত

বন্ধুর রক্ত,

রক্তে ভিজে যায় পোশাক, গালে রক্ত,

কপালেও, অথচ আমি আহত হইনি বরং ব্যাপক সুস্থ!



আহত না হলেওসেই রক্তশরীর

নিহত করে ফেলে ধ্যান ধারণাকে, অবসন্ন করে, বিঘ্নিত করে..

গায়ে রক্তের বিন্দু জমে থাকলে পরিশ্রুত জল এবং উন্নত রুমাল!

মুছে ফেলতে পারে না, দুঃস্বপ্নে তাড়া করে

এইসব নিরাপদ রয়ে যাওয়াকে সুবিধাপ্রাপ্ত বলে

অপরাধী লাগে!



-

ড্রাফট ০.৫





মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২২

মশিকুর বলেছেন:
নিরাপদ সুবিধাপ্রাপ্ত অপরাধীর কবিতা পড়ে নিজেকেই অপরাধী লাগছে :(

০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৫

স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক ধন্যবাদ মশিকুর

২| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:০৪

তন্ময় ফেরদৌস বলেছেন: অপরাধী লাগে

০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৬

স্বদেশ হাসনাইন বলেছেন: সত্যিই তাই, তন্ময়

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৫

শরৎ চৌধুরী বলেছেন: ইন্টারেস্টিং, আরো শার্প করা দরকার। আর এজন্যই ড্রাফট এটা ।

০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০০

স্বদেশ হাসনাইন বলেছেন: বৃষ্টির মত ছিটে আসে প্রতিবেশীর রক্ত
বন্ধুর রক্ত,
রক্তে ভিজে যায় পোশাক, গালে রক্ত,
কপালেও, অথচ আমি আহত হইনি বরং রয়েছি সুস্থ!
সুস্থ হয়েও ছিটে পড়ে ভিজে যাচ্ছে শরীর
আহত না হলেও
নিহত করে দেয় ধ্যান ধারণা; অবসন্ন করে, বিঘ্নিত করে..
প্রকাশ্য দিবালোকে রক্তের বিন্দু জমে গায়,
পরিশ্রুত জল এবং উন্নত রুমালে মোচন করে
বাঁচলে তাড়া করে আসে দুঃস্বপ্ন!
নিরাপদে রয়ে যাওয়া নিজেকে সুবিধাপ্রাপ্ত বলে
অপরাধী লাগে!
+০.৫ ড্রাফট

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫২

হাসান মাহবুব বলেছেন: অপরাধী লাগে, স্বস্তিও লাগে আক্রান্ত না হওয়া তক।

০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০২

স্বদেশ হাসনাইন বলেছেন: স্বস্তি লাগে, সুখী লাগে
বাই দা ল ন্যাচার অফ সেলফিশ জীন, মরি নাই বলে প্রশান্ত লাগে

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কিচ্ছু বলার নাই।
শুয়োর বেড়ে যাচ্ছে জ্যামিতিক হারে, যারা মানুষের রক্তে স্বর্গ দেখে।

০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০২

স্বদেশ হাসনাইন বলেছেন: শার্প কমেন্ট, ম্যালথাস শুকর নিয়ে এমন ভবিষ্যতবাণী করতো

৬| ০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৭

সায়েম মুন বলেছেন: :(

০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৩

স্বদেশ হাসনাইন বলেছেন: সেইম ইমো

৭| ০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৩

অরুদ্ধ সকাল বলেছেন:
দুর্দান্ত!

মেলায় কি বই আসবে আপনার

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩০

স্বদেশ হাসনাইন বলেছেন: জানুয়ারীতে সব বার বইয়ের কাজ শুরু করি।
আজকে জানুয়ারীর সপ্তাহ পার হয়েও দেশের যা ভয়াবহ পরিস্থিতি তাতে বইমেলার কথা কি বলবো!

৮| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫

ইখতামিন বলেছেন:
সুন্দর

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩০

স্বদেশ হাসনাইন বলেছেন: ধন্যবাদ

৯| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০২

মাহী ফ্লোরা বলেছেন: অপরাধী লাগলেও কিছু দোষ খন্ডায়। খারাপ না ...

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩২

স্বদেশ হাসনাইন বলেছেন: অন্যকে দোষ দেয়ার বদলে সবার নিজ নিজ জায়গায় অপরাধ উপলব্ধি আবশ্যক। ধন্যবাদ কবি মাহী ফ্লোরা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.