নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারে যাই

সময়টা কি করে দেবে সেটা তার অধিকারী জানে, চাইলে পোকায় ধরে নষ্ট কাল ভেসে যাবে যমুনার বানে

স্বদেশ হাসনাইন

ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]

স্বদেশ হাসনাইন › বিস্তারিত পোস্টঃ

মিশ্র: ২০১৪-১

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৫

যে খানে যাবো আমার মানুষেরা একই গল্প পেতে রাখে, একই করুণ গল্প। মুখে কাপড় ঠেঁসা, ভাষা ছিল কিন্তু বলা মানা। আগামী শহর বলে কি থাকে? শুধু স্কাইক্র্যাপার কিন্তু নিচে অন্ধকার পতিত ছ্যাচ্চড়ের মোটরবাইক

যেই শহরে যাবে নরক ওঁত পেতে থাকে, জু' থেকে ব্যঘ্র ব্যাদান করে মুখ, তার চেয়ে ভয়ানক কারাগারের পশুরা সব এখানে প্রকাশ্যে দাঁত নখ বের করে আছে।





কার কাছে ফিরে গেছে লবনজল, কার বুকে গলে যাচ্ছে দৃঢ় লবনের দানা। সলিল ধারায় স্বেচ্ছায় ভিজে গেছে, ঝিনুকদের আগ থেকে চেনা। স্বেচ্ছায় বালুর কাছে ঘোরা ঘুরি করে, মুক্তোর পাবে তাই লোভাতুর লালা, বেদনাকে তার তার কাব্য করে চাওয়া কিন্তু দিন শেষে ব্যাথা নিয়ে ছটফট একান্ত বলার জন্য বলা,

কণ্ঠের নরম পেশী কখনো কি ঘাতকের ছুরির সঙ্গে দোস্তি করে?

খাদ্যের স্বীকৃতি কে চায় নখর জন্তুর দাঁতের কাছে!





ভষ্মীভুত হয়ে বাঁচাও, বাঁচাও বলে চিৎকার করে যাওয়া মানুষটির ছবিটি হাইরেজুলুশানে তুলে আনা অসম্ভব। যদি কেউ আনে এর অর্থ - "এখনো মানুষেরা মানুষ হয়ে উঠতে পারে নি।"



-

ড্রাফট ০.৫ / বাড়বে, বদলাবে



মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০১

ইখতামিন বলেছেন:
সুন্দর। বাড়ুক। বদলাক :)

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫০

স্বদেশ হাসনাইন বলেছেন: থ্যাঙ্কস, ইখতামিন

২| ১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৫

সাদরিল বলেছেন: গল্পের মতো কবিতা নাকি কবিতার মতো প্রবন্ধ? কি ছিলো এটা?যাই ছিলো, বেশ দারুন ছিলো।উপভোগ করলাম

৩| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৩

অন্তরন্তর বলেছেন:


চমৎকার। সবগুলো খুব সুন্দর হয়েছে কিন্তু ৩ নাম্বারটা বেশি
ভাল লেগেছে।

ভষ্মীভুত হয়ে বাঁচাও, বাঁচাও বলে চিৎকার করে যাওয়া মানুষটির ছবিটি হাইরেজুলুশানে তুলে আনা অসম্ভব। যদি কেউ আনে এর অর্থ - "এখনো মানুষেরা মানুষ হয়ে উঠতে পারে নি।"---- বাঁধাই করে রাখার মত।

শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.