নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারে যাই

সময়টা কি করে দেবে সেটা তার অধিকারী জানে, চাইলে পোকায় ধরে নষ্ট কাল ভেসে যাবে যমুনার বানে

স্বদেশ হাসনাইন

ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]

স্বদেশ হাসনাইন › বিস্তারিত পোস্টঃ

ধূসর

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৩

ঘোলা ঘোলা রাত

ঘোলা মৌসুম..

আনন্দ এসে ঢেকে দেয় কিশোর যুবার মন খারাপের সকাল। সুস্থ মানুষের জন্যই সব কবিতা, কবিতা মেঘের মত ছায়া দেয় ভাল থাকা মানুষের পায়ে। শরীরে সুস্থ মানুষেরা বই পড়ে, হাটে চলে, খেলে ধুলে। মুখে অক্সিজেন মুখোস পরে মৃত্যুর সঙ্গে লড়াই করে জীবিত থাকা মানুষটির ভোর অন্য রকম। চায়ের কাপের উষ্ণতা তাকে শয্যা থেকে ডেকে তোলে না। আমি দমবন্ধ হয়ে দেখেছি একটি রাত। ঠান্ডাগর্মিতে বালিশ চেপে ধরা মুখ বড় অর্থহীন অভিজ্ঞতা দেয়। চলে যেতে থাকা অসুস্থ জীবনের প্যারাডাইম এমনই সংসার ভালবাসা প্রেম সব কিছু ধূসর করে দেয়। শিল্পের রঙ, কোলাহলের আরাম নিস্পন্দ করে দেয়। আমি কখনো বেদনার্ত মানবকে করজোরে বেদনাহীন মরণ কামনা করতে দেখেছি।



-

ড্রাফট ১.০/

যেটা সিগারেটের ফেলনা কাগজে লিখে

ছিঁড়ে ফেললেন ওটাই ছিল শ্রেষ্ঠ কবিতা।

কবিতা ভেবে যা লিখছেন সেটা ট্র্যাশ।

মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৮

স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম আনোয়ার

২| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৮

সকাল রয় বলেছেন:
কবিতার প্রেমে পড়ে যাচ্ছি কবি
কবিতার প্রেমে

আমি কিন্তু অনেক কবিতাই ফেলে দিয়েছি সিগারেটের মতো

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৬

স্বদেশ হাসনাইন বলেছেন: সত্যি যে কবিতার প্রেমে পড়ে যাওয়া যায়,
আগে বোঝা যেত না।

অনেকেই গজমোতি ফেলে দেয়
আবর্জনায় মাটি খোঁড়াখুঁড়ি, ধূলিষ্মান পাথর, কাঁকড়,
এই সব বাগের কাঁধে করে বাড়ি ফিরে

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১০

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: দুর্দান্ত !!!! ++++++++++++++++++++++++

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৬

স্বদেশ হাসনাইন বলেছেন: ধন্যবাদ তিতির, ভাল থাকবেন।

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৮

বোধহীন স্বপ্ন বলেছেন: যেটা সিগারেটের ফেলনা কাগজে লিখে
ছিঁড়ে ফেললেন ওটাই ছিল শ্রেষ্ঠ কবিতা।
কবিতা ভেবে যা লিখছেন সেটা ট্র্যাশ।


কথাটা আসলেই সত্য।

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৭

স্বদেশ হাসনাইন বলেছেন: আমার তাই মনে হয়...থ্যাংকস

৫| ১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৩

সায়েম মুন বলেছেন: সত্য ও নিষ্ঠুর।

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৭

স্বদেশ হাসনাইন বলেছেন: ধন্যবাদ লেজদীর্ঘ পাখির কবি

৬| ১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫০

ইখতামিন বলেছেন:
অনেক সুন্দর।

যেটা সিগারেটের ফেলনা কাগজে লিখে
ছিঁড়ে ফেললেন ওটাই ছিল শ্রেষ্ঠ কবিতা।
কবিতা ভেবে যা লিখছেন সেটা ট্র্যাশ।

এই তিন লাইন অনেক ভালো লেগেছে।

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৭

স্বদেশ হাসনাইন বলেছেন: ধন্যবাদ অনেক

৭| ১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৪

বেলা শেষে বলেছেন: যেটা সিগারেটের ফেলনা কাগজে লিখে
ছিঁড়ে ফেললেন ওটাই ছিল শ্রেষ্ঠ কবিতা।
Thenks.

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৮

স্বদেশ হাসনাইন বলেছেন: বেলা শেষে
কৃতজ্ঞ থাকছি

৮| ১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চমৎকার।

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৮

স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক ধন্যবাদ দূর্জয়

৯| ১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:১৭

লেখোয়াড় বলেছেন:
খুব ভাল লাগল কবি।
+++++++++++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.