নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারে যাই

সময়টা কি করে দেবে সেটা তার অধিকারী জানে, চাইলে পোকায় ধরে নষ্ট কাল ভেসে যাবে যমুনার বানে

স্বদেশ হাসনাইন

ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]

স্বদেশ হাসনাইন › বিস্তারিত পোস্টঃ

শিখতে হচ্ছে প্রতিদিন

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫২

নতুন করে হাঁটা শিখতে হবে দেখছি

পা পড়েছে মাটিতে ওসব কি মুছে দেয়া দরকার,

আবার হাঁটবো মসৃণ কাচের উপর

নতুন করে শিখছি সাদা মানে লাল আর লাল মানে সাদা,

নতুন শিখেছি এ দেশে কিছুতেই বিরোধ নেই

পথে ঘাটে মধু পড়ছে, পিঁপড়েরা বিরক্ত মাধুর্যের বিড়ম্বনায়

ইঁদুর দেখি নি বহুদিন ইঁদুর কাটা সংবিধানের স্তুপে,

ইঁদুরের মত কি দিব্যি ঘুমাচ্ছে হা করা বিড়ালের চোয়ালে!



যা শিখছি তাতে আইনগ্রন্থের উপর নিচে একশত সেলাই দিয়ে

সংশোধনীর পরিমাণ হবে লাইব্রেরির সমান,

যা দেখছি ভুলে গিয়ে চোখ বন্ধ করে ফের দেখতে হবে



হাটা চলার সনাতন ধারণার আপগ্রেড দরকার।

-

ড্রাফট ১.০

পা ব্যাথা বলে চিঠি লিখতে পারি না, হোজ্জার অজুহাত, কারণ হাতের লেখা নিজে ছাড়া অন্য কেউ পড়তে পারে না। ভাবুন এমনই এক চিঠি লিখছি কবিতায়। পড়বেন এমন ঝোঁকে যেন বিদ্রুপ করে বলছেন - জিন্দেগীতে কত কিছু যে দেখতে হবে!

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৩

শরৎ চৌধুরী বলেছেন: ড্রাফট হিসেবে ঠিক আছে, কবিতা হিসেবে সচল হওয়া দরকার আরো। বিবমিষা এবং প্রতিবার গতিশীল।

১৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

স্বদেশ হাসনাইন বলেছেন: এটা পাঠক ও লিখয়ের একটা দ্বন্দ্বের মতই। ধরুন আমি আনাড়ি হাতে কমলা আঁকলাম আর পাঠকদের মনে হলো আপেল হলে বেশ হতো। আমি কমলা করে ফেলতে যতবার পড়ছি মনে হচ্ছে এই ্তো অন্তর্গত কথাটি যা বলার বলে ফেললাম।

২| ১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৯

সেলিম আনোয়ার বলেছেন: পথে ঘাটে মধু পড়ছে, পিঁপড়েরা বিরক্ত মাধুর্যের বিড়ম্বনায় ।

দারুণ +

১৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

স্বদেশ হাসনাইন বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: শিখতে হচ্ছে প্রতিদিন ...শিরোনামটাই দারুন তাৎপর্যময় ।

১৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

স্বদেশ হাসনাইন বলেছেন: আবারও ধন্যবাদ

৪| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৯

হাসান মাহবুব বলেছেন: থিমটা চমৎকার। প্রয়োগটা আরেকটু ভালো আশা করেছিলাম।

১৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

স্বদেশ হাসনাইন বলেছেন: টাইটেল দেখে দর্শনের কথা মনে হতে পারে.. কিন্তু এটা বর্তমান রাজনীতির সরকার ও পাতানো বিরোধী দলের গলাগলির স্যাটায়ার ..আমি যতবার পড়ছি মনে হচ্ছে এটাই বলতে চেয়েছি...টাইটেলের সাথে মিলবে না..তবুও

৫| ১৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

ইখতামিন বলেছেন:
সুন্দর বলেছেন।

১০ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৫৪

স্বদেশ হাসনাইন বলেছেন: ধন্যবাদ

৬| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৮

সায়েম মুন বলেছেন:
হাটা চলার সনাতন ধারণার আপগ্রেড দরকার।
--সুন্দর বলেছেন কবি।

১০ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৫৫

স্বদেশ হাসনাইন বলেছেন: ভাল আছেন কবি

৭| ১৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

মাহী ফ্লোরা বলেছেন: সত্যিই শিখতে হচ্ছে প্রতিদিন! ভাল লাগলো।

১০ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৫৪

স্বদেশ হাসনাইন বলেছেন: প্রতিদিন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.