নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারে যাই

সময়টা কি করে দেবে সেটা তার অধিকারী জানে, চাইলে পোকায় ধরে নষ্ট কাল ভেসে যাবে যমুনার বানে

স্বদেশ হাসনাইন

ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]

স্বদেশ হাসনাইন › বিস্তারিত পোস্টঃ

প্রতিশোধের দিন

১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৬

আজ আমার প্রতিশোধের দিন।

আলমিরা থেকে বের করে আনলাম নতুন শাড়ীটা। সাদা সুতী শাড়ি। না, ওটা বদলে রঙিন একটা শাড়ী পরেছি। একটা ব্লাউজ বেছে নিলাম যেটা সাদা। সাদার সঙ্গে লাল ফিতের বন্ধনী পরা যে মানা জানি। কিন্তু প্রতিশোধের মহড়ায় উল্টোটাই পরি। ন্যাপথলিনের মৌ মৌ গন্ধ আমার ভাললাগে। একটা টিয়া পাখির মত শাড়ি পরি। এটা পরা হয় কম। প্রতিশোধ নিতে হলে নিয়ম ভাঙতে হয় কখনো সখনো। চিনুকে ডেকে ইস্ত্রি করালাম। ও ভাবছে আমি কোথায় যাবো?

কোথাওই না। সড়ক চক্কর দেবো। বাড়ি থেকে বের হওয়া হয় না। আর গাড়ি নেই। ড্রাইভার হয়তো সিমুকে শপিং এ রেখে ঘুমুচ্ছে। গাড়ি না থাকলেই প্রতিশোধটা নেয়া সুবিধার হয়।

পুরুষ জাতির লোভী দৃষ্টি - আমার কেমন যেন লাগে। আমি এত বুঝি পুরুষজাতি শব্দটা যে সাম্প্রদায়িক তা কেন বুঝি না?

কেমন লাগছে নিজেকে..নিজেকে নিজে বললাম।

দারোয়ানকে পাশ কাটিয়ে গেটে এলাম।

এই খালি সোবহানবাগ যাবে?

কই? বইয়ের দোকানে।

আমি রিকশায় উঠে হুড তুলে দেই।

এই পথটা ব্যস্ত থাকে। আমি অপেক্ষায় কখন কেউ আমাকে দেখবে।

অবশ্যই দেখবে। পিছন থেকে বাস আসছে।

এখুনি অন্তত কুড়ি জোড়া লোভাতুর চোখ বাস থেকে ঘাড় ঘুরিয়ে আমাকে দেখবে। আমি জানি ওরা শাড়ি দেখবে, ঠোট, নাক চোখ, আমার হাত, বুক সব হা করে দেখবে। আমি শুধু না সব মেয়েকেই দেখবে। কখনো দূরবীনের মত দূর থেকে নিশানা করে দেখবে। খাঁটি বাংলায় যাকে বলে গিলে খাওয়া। চোখ কে জিভের মত লাগে। কেন এত দৃষ্টিকটু ভাবে সেই জিভ লেহন করবে নারীত্বকে।

বাসের প্রতিশোধ শেষ হলে রিকশাদের দেখি।

আমি যেহেতু মাথা নত করে কুঁকড়ে আছি হুডের ভিতর। শুধুই বুঝতে পারি পিছন থেকে আমার ব্লাউজ দেখে ফেললো কেউ। কি ভাবছে? ভাবছে মেয়েটির ঠোঁট কেমন? আমার টানা চোখ, আমার লাল টিপ। চোখে লাইনার দেই না আমি। আমি ভাবছি এক্ষুনি পুরুষটি কিছু বলে ফেলবে। আমার জানতে ইচ্ছে লোকটি কি বিবাহিত? প্রেম করে?

আমার আমার চুল ঢেকে রাখি। একটু অন্ধকার ছেয়ে আছে বলে স্পষ্ট করে আমাকে দেখতে আরোহী মধ্যবয়সী লোকটির ঘাড় বাঁকিয়ে আমাকে দেখতে হচ্ছে। দেখেই চমকে উঠেছে।

হুডের অন্ধকারের ভিতর রঙিন তারুণ্যের শাড়িতে বসে আছে এক পঞ্চান্নোর্ধ কালো কদাকার মহিলা, গালে মেসতার দাগ, ছানি পরা চোখ বসে আছে কোটরে, আর গলায় ভাঁজ। হতাশ হয়ে বিজলী চমকানোর মত ঘাড় সরিয়ে নিলো। সেই লোকটিও কদাকার। কিন্তু তার আশার মধুর প্লেটে পানি ঢেলে দিলো কেউ। আমি মনে মনে অট্টহাসি হাসি। মনে হলো এই মাত্র লোভী মানুষটিকে চমকে দিয়ে প্রতিশোধ নিয়েছি।

রিক্সা চলছে। একজন গেল। অন্য একজন। আরেকটি পুরুষ আমাকে তাকিয়ে দেখবে। এভাবে যেতে যেতে অনেক দুর।

নিজেকে একটু ছোট লাগছে। তবুও এটা আমি করি।

যেন কোন ভয়ানক অপমান আমাকে এই প্রতিশোধ নিতে বলে।



-

ড্রাফট ১.২

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৬

শায়মা বলেছেন: কিসের অপমান?

ভাইয়া কেমন আছো?

১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৮

স্বদেশ হাসনাইন বলেছেন: এই উত্তরটা ওপেন রেখেছি......শায়মা
ভাল আছেন নিশ্চয়ই নতুন বছরটিতে।

২| ১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৮

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: দারুণ টুইস্ট ! ++++++++++++++++++++++++++++++

১৭ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৫:৪১

স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক ধন্যবাদ তিতির

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৯

হাসান মাহবুব বলেছেন: হাহাহা! অভিনব পন্থা।

১৭ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৫:৪১

স্বদেশ হাসনাইন বলেছেন: ধন্যবাদ হামা

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৫

মোঃ আনারুল ইসলাম বলেছেন: ভালই লাগল।

১৭ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৫:৪২

স্বদেশ হাসনাইন বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ আনারুল ইসলাম

৫| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:১৭

ভিটামিন সি বলেছেন: সেইরাম চলছে প্রতিশোধ পর্ব স্বদেশ ভ্রাতা।

১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৮

স্বদেশ হাসনাইন বলেছেন: থ্যাংক্স ভিটামিন সি ... প্রতিদিন চাই আপনাকে

৬| ১৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

মাহী ফ্লোরা বলেছেন: ভাল লাগছিলো পড়তে। প্রতিশোধের আছে অন্যরকম নেশা তাইনা কবি?

১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৯

স্বদেশ হাসনাইন বলেছেন: প্রতিশোধের নেশা অন্যরকম, ঠিক বলেছেন কবি মাহী ফ্লোরা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.