নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারে যাই

সময়টা কি করে দেবে সেটা তার অধিকারী জানে, চাইলে পোকায় ধরে নষ্ট কাল ভেসে যাবে যমুনার বানে

স্বদেশ হাসনাইন

ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]

স্বদেশ হাসনাইন › বিস্তারিত পোস্টঃ

দিনলিপি - ৩

১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৩

ভেবেছি এখনো কোন শব্দ নেই বৃষ্টির জল বয়ে যায়। রেবতী নদীও তো বয়ে যায় শুধুই অসময়ে সময়ের কাজ। শব্দ রবেনা ভেবে শব্দের খোঁজে এসে দেখি শব্দেরা লুটপাট করা প্রেমিকের মত দম্ভে দখল করে আছে আমাকে। শব্দেরা আছে। আমি কেমন অসহায় হয়ে ভাবি আবার ও তো শীত এসেই গেল। এবছর তুমি হয়ত অন্য এক শীত। আজ সকাল থেকেই খুব বরফকুচি।কুয়াশা লেগে থাকে বাতাসে।ঠান্ডা লেগেছে একটু। সবুজ মাঠের ঘাসে জীবনানন্দের হেমন্ত জেগে থাকে মাথা উঁচু করে।

পায়ের নিচে দলে দলে যাই কবিতার কুয়াশা। শিশিরের শব্দ!

এইতো জীবন। চলে যাচ্ছে সব কিছুই নিয়মে নিয়মে। শব্দ নেই কোথাও নেই

কন্ঠস্বর! অন্ধকার দেখতে পেয়ে আলো আর রঙ ভাগাভাগির গল্প শুনে খুব রাগ হয়ে

যায়।



আমার এখানে যখন বৃষ্টি কী যে বৃষ্টি । জলের তোড়, ঝড় ঝঞ্ঝা যত খুলে নেয়

গাছ পালা, ঘর বাড়ির চাবি, তারচেয়ে বহু গুণ মন কে ওড়াবে। ভাসাচ্ছে আমাকে, দিন ঘন সন্ধ্যা, হাতড়ে হাতড়ে মোম খুঁজে আনি, বুকের বাম পাশে দপ করেম্যাচকাঠি জ্বলে, চিরিঙ্গায় ..ধূসর চোখের পাতা ভেলা হয় ভাসে, থৈ থৈ থে।



-

ড্রাফট ১.০/ এতই পুরনো সব কিছু পেয়ে যাই, মনে হয় একি আমার লেখা? আগে ছাপানো?

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১২

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো পড়তে।

২| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২১

সায়েম মুন বলেছেন: প্রথমটা আমার কাছে খুব ভাল লেগেছে। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.