নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারে যাই

সময়টা কি করে দেবে সেটা তার অধিকারী জানে, চাইলে পোকায় ধরে নষ্ট কাল ভেসে যাবে যমুনার বানে

স্বদেশ হাসনাইন

ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]

স্বদেশ হাসনাইন › বিস্তারিত পোস্টঃ

স্বদেশের এই বইটা আসবে না মেলায় কোন দিন

২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩০

শোকার্ত ভাষাকে বলি ভিতরে এসে তারুন্যের কবিতায়

স্নান করে কষ্ট ভুলে যাবেন। ভিতরে বসুন, ভিতরে রক্তগরম,

ভুট্টার গরম চরকিতে জমানো প্রবল, শোক ভুলে নগরীতে পথনাটক হবে

ইটে বসে পথচারী বিশ্ব ভেজে নেয় তাই, কিন্তু

নিচের বই খানি ছাপতে গিয়েছিল স্বদেশ সুপ্রাচীন শিলালিপির জন্মের আগে



স্বদেশের এই বইটা আসবে না মেলায় কোন দিন



প্রচার কাল

আবিষ্কৃত হয় নি সৌরসন, চন্দ্রিমার ভাঙা গড়ায় আন্দাজ

বহু সময় আগে সুখেই ছিল অধিবাসী।

সীমানার সীমরেখা গোনাগুণি হয়নি তাই

শব্দেরা নেই, দেশেরা নেই, স্বদেশ অবান্তর শব্দ



প্রচ্ছদ

নাব্য মাছঢেউয়ে আঙুল দিয়ে আঁকার পর আঁকিয়ে অবাক

হতে হবে প্যাপিরাস, উঁটের চামড়ার কাগজ দিয়ে ছাপানো কাগজে কেনা কাগজ। মৌলি গলে যায়,

সে তর্জনী অন্ধকারের বৃষ্টি ভালবাসে।

স্বচ্ছতা তাও দৃষ্টিতে প্রবল আলোড়ন

বড় করে লিখতে থাকা কেমন হলো - প্রচ্ছদ মিশে আছে ব্রহ্মপুত্রের মত

কল কল নদীর পাতায়



উৎসর্গ

পাথুরে বর্শা হাতে শিকার করতে ছুটতে থাকা প্রথম মানুষ। অন্য মানুষের অপেক্ষায় যদি আসে, বল্লমের আঁচড়ে অঙ্কিত হবে ভালবাসার মানুষটির নাম



১. চড়ুই-রোদ-সংসার

নরম আঙুলে ছক কেটে খেলছে চড়ুই, একটা ঠোঁট রেখে এলো চড়ুইনির কাছে, অন্যটা স্বকীয়তা ছাড়া অলিন্দে খড় কুটো কুটো ঠোকে, রোদ নামলে বৃক্ষ থেকে নেমে আসে দুই ঝগড়া কিচির মিচির, রোদ্দুর বলছে

কেউ কথা রাখে নি।



২. দায়ী

মানুষেরা বন্দি হবে একদিন, রুষে ওঠে অতিকায় হাতি

কে মানুষ? আমরাই বিখ্যাত,

ওঝা বলে, প্রেরিত পাথরে মরে যাবে হে ডাইনো,

বহু প্রাণী শেষ করে মানুষের নবী আসবে

কিন্তু আমাদের পর ঝাঁকে ঝাঁকে মানুষের পোনা বেঁচে থেকেও খোপপ্রেমিক কবুতরের মত বাসস্থানে নিজেই এসে ঢুকবে, সন্ধ্যায়, দায়িত্বশীল চিড়িয়া হয়ে।



৩. শুনেছি ধ্বংস হয়ে যাবে

প্রলয়ের অবশিষ্ট আর কত দিন! অস্ত্র জমা না দিয়ে

চারপাশে হত্যা আর খুন। হরিণ বাইসন নয়

স্বজনের পাইপগান গলা। হাবিল কাবিল কে মন্ত্রী করে ফেলো,

কতদিন ধরেই শুনি এই হবে - সেই হবে।



৪. অভিধান

*চোরা বিনয়ী*

বিশেষ্য। সমার্থক. কূট-বিনয়ী, প্রচারপ্রিয় বিনয়ী।

যে মানুষটি কৌশলে এইরূপ বিনয় প্রদর্শণ করে যাতে তাহার বিনয়ের উছিলায় ব্যাপক প্রচার ও প্রসার সম্পাদিত হয়।

*ভাব-জয়ী*

বিশেষ্য। জয় পরাজয় যাহাই ঘটুক না কেন যে আত্ম অহংকারে নিজেকে জয়ী ভাবে।



৫. ভুল

যোগ্যতার বালাই থাকবে না,

সুতো কাটবে নাপিত, স্বপ্নপাখি হয়ে যাবে ট্রাফিক পুলিশ,

বীরত্বের ব্যাজ পরে উঠতে বসতে দাসেরা সেলাম দেবে,

আলোকিত কাগজের আড়ালে অন্ধকার কবি, পরিবর্তিত প্রেক্ষাপটে

শস্যসবুজ যাদুকর চাষ ছেড়ে উঠে আসবে কেরানীর টেবিলে।

আদিগন্ত কাজলা পুকুরগুলো ভরাট করে

রঙ করা মাছ খেলানো হবে অতিথিকক্ষের জলদীঘিতে।

এসব ভাঙতে যেদিন আলোড়িত হয়ে যাবে শহর,

অসূর্যস্পর্শ নেতারা বুঝতে পারবে ভুল হয়ে গেল,

শৃঙ্খলিতরা মুক্তি পেয়ে ততদিনে দাসত্বকে ভালবাসবে





-

ড্রাফট ০.৫ / অনেক ভাবেই কবিতার উপস্থাপন হতে পারে



আপডেট হবে..









মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৯

আরজু পনি বলেছেন:

অসাধারণ !
আপনার এই লেখাটি বইমেলায় ব্লগারদের বই সংক্রান্ত আমার পোস্টটিতে এ্যাড করে নিলাম ।

আশা করি আপত্তি করবেন না ।
শুভকামনা রইল ।।

২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৭

স্বদেশ হাসনাইন বলেছেন: এটাকে অসাধারণ বললেন...কি বলেন!

২| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৮

সুমন কর বলেছেন: কঠিন লেখা। পড়ে গেলাম।

২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৯

স্বদেশ হাসনাইন বলেছেন: কঠিন শব্দটির অর্থ বোঝা তারচেয়ে কঠিন। পড়ার জন্য কৃতজ্ঞ সুমন কর।

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:১২

সাদরিল বলেছেন: হাতে গোনা যে কয়েকজন ব্লগারদের লেখা পড়তে ব্লগে ঢুকি তাদের মধ্যে আপনি এক‌জন

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:২০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
এবার কি আপনার বই আসতেছে?
গতবারের গল্পের বইতে মুগ্ধ ছিলাম।
আমি বই মেলার পরও ২ টা সংখ্যা কিনে গিফট করছিলাম।

কবিতার বই পেলে ভালো হবে।

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৯

টুম্পা মনি বলেছেন: অনেক চমৎকার লিখেছেন।

৬| ২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৮

বাবুল হোসেইন বলেছেন: সেই আইডিয়া!

স্বদেশের এই বইটা মেলায় আসবে না কোনোদিন। এদিক সেদিক।

উপস্থাপনায় আসলেই আইডিয়া আছে স্বদেশ দা।
কবিতাকে পারতপক্ষে খেলা মনে করে নিত্য নতুন আইডিয়া প্রডিউস করা কিন্তু কম বড় কম্ম নয়, আপনাকে সাদরে আমন্ত্রন দিলাম এই টাইপের লেখাতে। আরো আসুক ভালো ভালো আইডিয়া।

৭| ২৫ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০২

প্রোফেসর শঙ্কু বলেছেন: একেকটা কবিতা নিজস্বতায় সম্পূর্ণ! ভাল লেগেছে।

৮| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৪

সকাল রয় বলেছেন:
ভাবছি আর ভাবছি

মেলায় কি কোনদিন বইটি বেরুবে না

৯| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৯

সায়েম মুন বলেছেন: স্বদেশ হাসনাইন লিখে যাক অনবরত। মুগ্ধ হয়ে পড়ি। :)

১০| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৮

ইখতামিন বলেছেন:
কবিতার ধারাটা নতুন মনে হলো।

অসাধারণ

১১| ২৭ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৪:০৮

রেজওয়ান তানিম বলেছেন: দীর্ঘ দিন পরে আপনার কবিতা পড়লাম

ভালো লাগল, আগের মতই...

১২| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ৩:১৬

সাগর রহমান বলেছেন: কবিতা ভাল লেগেছে স্বদেশ দা। অসাধারণ...

১৩| ২৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৪

বোধহীন স্বপ্ন বলেছেন: ভাবছি কি মন্তব্য করব? সত্যি অসাধারণ, আর কোন ভাষা নেই মন্তব্য করার।



পাথুরে বর্শা হাতে শিকার করতে ছুটতে থাকা প্রথম মানুষ।

জানেন, সেই মানুষটির নাম খুব জানতে ইচ্ছে করে।

১৪| ২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪১

আমি ময়ূরাক্ষী বলেছেন: ১. চড়ুই-রোদ-সংসার
নরম আঙুলে ছক কেটে খেলছে চড়ুই, একটা ঠোঁট রেখে এলো চড়ুইনির কাছে, অন্যটা স্বকীয়তা ছাড়া অলিন্দে খড় কুটো কুটো ঠোকে, রোদ নামলে বৃক্ষ থেকে নেমে আসে দুই ঝগড়া কিচির মিচির, রোদ্দুর বলছে
কেউ কথা রাখে নি।

অসাধারণ

১৫| ৩০ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৬:০৪

নস্টালজিক বলেছেন: এক্সপেরিমেন্ট সফল!


দূর্দান্ত একটা আবহ তৈরি হয়েছে!


শুভেচ্ছা, স্বদেশ!

১৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৩

ইখতামিন বলেছেন:
হ্যালো...

১৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫২

স্বদেশ হাসনাইন বলেছেন: উপরে সবাই কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে যাই। একটু সময় নিয়ে সবার মন্তব্যের জবাব দেবো।

১৮| ১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৫

সুমন কর বলেছেন: এবারের বইমেলায় অাপনার কোন বই বের হচ্ছে কি? যদি হয় তাহলে নাম, ধরন, প্রকাশক, মূল্য, প্রাপ্তিস্থান, প্রচ্ছদ -- এ তথৎগুলো দিতে হবে, পোস্ট দেবার ইচ্ছা আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.