নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারে যাই

সময়টা কি করে দেবে সেটা তার অধিকারী জানে, চাইলে পোকায় ধরে নষ্ট কাল ভেসে যাবে যমুনার বানে

স্বদেশ হাসনাইন

ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]

স্বদেশ হাসনাইন › বিস্তারিত পোস্টঃ

হঠাৎ করেই এটা ঘটবে

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১২



আমি জানি এটা ঘটবে খুব হঠাৎ,

আমার সব কিছু সাজানো হুট করে নাই হবে যাবে,

আজকে যাকে আমি বিশ্বাস করে মৃসৃণতা খুঁজে চলছি, সে শুধু সময় নিচ্ছে

যে কোন ভোরে আমি চোখ মেলতেই দেখবো কিচ্ছু নেই।



খুব আচমকা ঘটবে, বুঝে ওঠার আগেই

ছবিটা তচনচ হয়ে আমাকে বোকা বানাবে,

আজকে যে ছায়া দিয়ে অভ্যস্ত করে ফেলছে, আমি ধরেই নিচ্ছে সে আছে

আর আমিও ধীরে ধীরে আমার যাবতীয় স্থাবর সম্পত্তি তার কাছে লিখে দিচ্ছি

সে এক স্বাক্ষরে আমাকে ভিখিরি করে দেবে,

সে একবার পিছনে ফিরে হাসারও সময় দেবে না

যেমন আজন্ম যার স্নেহ মাতৃদুগ্ধের মত আশ্রয় সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে

মরে যাবে যে কোন সকাল বা বিকালে

আমি বোঝার আগেই আমাকে নিঃস্ব করে চলে যাবে



আমার আজকে যতটুকু স্বাচ্ছন্দ আর আনন্দ এসব ঘটছে কেননা

কিছুটা সময় লাগছে ষড়যন্ত্রের পরিণত হতে,

আমার যখন কিছু রইবে না, আমি অনেকবার ভাববো কেন আগে

জেনেও ব্যবস্থা নেই নি,

আলস্যে ভ্রমরের চাবি ঝুলিয়ে রেখেছিলাম প্রকাশ্য স্থানেই,

খুব মনে হয়েছিল মানুষ বড় মহান, তাই সবচেয়ে ভঙ্গুর মানুষের কাছে

আপাদমস্তক জানিয়ে দিয়েছি ।



-

ড্রাফট ১.০

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৮

আমিনুর রহমান বলেছেন:



প্রতিটি লাইনই দুর্দান্ত +++

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩২

সায়েদা সোহেলী বলেছেন: ।দুর্দান্ত !!!

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৭

অরুদ্ধ সকাল বলেছেন:
বোধহয় অচিরেই ঘটবে।

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: দুর্দান্ত ++++++++++++++

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৯

সুমন কর বলেছেন: চমৎকার !!

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪১

হাসান মাহবুব বলেছেন: মহীনের ঘোড়াগুলির একটা গান মনে পড়লো। "এই মুহূর্তে"।

কবিতায় ভালো লাগা রইলো।

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: আবেগ ভঙ্গুর, মানুষ ভঙ্গুর, ভঙ্গুর আমাদের সভ্যতা। কবিতায় মুগ্ধতা।

৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৯

ডট কম ০০৯ বলেছেন: সুন্দর লেখনী।

নদীর মত ধীরে বহমান,শান্ত। কিন্তু উচ্চারণ দারুণ।

১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৯

এপার_ওপার বলেছেন: দুর্দান্ত।আমরা সব জেনেই নিজের সত্ত্বা কে বিলীন করে দেই।এতেই সুখ।:)

১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ভাল লিখেছেন।

১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: শৈল্পিক আর সাবলীল উপস্থাপনা

১৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৫

শাহরিয়ার নীল বলেছেন: অনেক সুন্দর

১৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫১

স্বদেশ হাসনাইন বলেছেন: এতগুলো মন্তব্য পেয়েছি, সবাইকে আলাদা ধন্যবাদ দেয়া হল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.