নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারে যাই

সময়টা কি করে দেবে সেটা তার অধিকারী জানে, চাইলে পোকায় ধরে নষ্ট কাল ভেসে যাবে যমুনার বানে

স্বদেশ হাসনাইন

ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]

স্বদেশ হাসনাইন › বিস্তারিত পোস্টঃ

অমাবস্যায় চিত্রল মৃগের হাড়

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৬

মানুষেরা কদাচ ফিরে আসে,

মানুষের ঘড়িতে এক সময় একবারই বাজে!

অভিমান নিভে গেলে ভুল ভেঙে মন ছুটে আসে!

এসে দেখে পড়ে আছে শূন্য ভিটে মাটি,

এসে দেখে তূর্য নদীতে নৈশব্দ ঘুরপাক খায়,

চিত্রল মৃগের হাড় পড়ে আছে শুষ্ক জঙ্গলে।

সময়ের গর্ভে নেমে গেছে সময়

অমাবস্যার সুরঙ্গে যেন ডুবে যায় হতাশ আঁধার।



সময়ও কখনো ফিরে আসে -

উৎসবে ঝলমলে সুসময়ে

মানুষের বিষয় বদল হয়

কালান্তরে মানুষ লুডুর দানে অনূর্ধ ছয় মেনে নেয়।



-

ড্রাফট ১.০ /

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১১

আট বছর আগের এক দিন বলেছেন: দুইদিন আগে হেলাল হাফিজের আগুনজলে আবার নেয়ে সেরে এভাবে কিছু বলতে চাওয়া কবিতা গুলো খুব ভাল লাগতেসে । ভাল লেগেছে ।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৪০

আট বছর আগের এক দিন বলেছেন: (সারাদিন শিরনামটা মাথায় ঘুরছিল, ফলশ্রুতিতে....)




যতটা পারি ঠিক ততটাই, কত টুকুই বা আমি পারি?
বিপন্ন নগর জুড়ে মায়াহীনতার ব্লুজ, তবুও আমি হাসি,
এই পর্ণমোচী জীবনে মুছে যাওয়ার অসুখ তীব্র হয়ে আসে
কায়ার ছায়া মায়া হয়ে যায়, মায়াও ম্রিয়মান বিস্মরনে
নির্দিষ্ট এক মানবীর দূত্যিময় মুখ ছিল, মনে পড়ে না
ভুলে কি গ্যাছি, গোলাপ কপোলে তীব্র চুমুর আজন্ম বাসনা?

মানবারন্যের তীব্র মুখ গুলো যখন খুব বেশি মায়াহীন, শুষ্ক
নি:প্রান জঙ্গল মৃত মৃগের হাড় বলে মনে হয়, নীলারণ্যে
মেঘ রাতে পারস্পারিকতার আয়োজন ব্যর্থ হলেও, জেগে থাকি
আমি ছায়াবৃক্ষ, শাকুরার লাল জলে দেখি আপন প্রতিবিম্ব,
প্রবল স্পৃহার জালে বন্দী হৃদয়ে অচল পদ্যে গাঁথি আমাদের
সম্পর্কের পুরাণ ।

তোমাকে নিয়ে লিখা কবি্তার তৈজশে আগুন ধরিয়ে দেই
কবিতার ছাই ভাষতে থাকে শুন্য আকাশে, তীব্র জৌলুসে
স্মৃতিপ্রসর প্রলম্বিত হয় জিপসি ক্যাম্পফায়ারের মত

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৯

স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক ধন্যবাদ ..
এরকম আন্তরিক মন্তব্যের জন্য। শুভ কামনা।

৩| ০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:২৯

ডট কম ০০৯ বলেছেন: সময়ও কখনো ফিরে আসে -
উৎসবে ঝলমলে সুসময়ে
মানুষের বিষয় বদল হয়
কালান্তরে মানুষ লুডুর দানে অনূর্ধ ছয় মেনে নেয়

দারুণ লাইন খুব ভাল লাগলো।

১০ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৫৬

স্বদেশ হাসনাইন বলেছেন: ধন্যবাদ, এ কবিতাতে মন্তব্যের জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.