নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারে যাই

সময়টা কি করে দেবে সেটা তার অধিকারী জানে, চাইলে পোকায় ধরে নষ্ট কাল ভেসে যাবে যমুনার বানে

স্বদেশ হাসনাইন

ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]

স্বদেশ হাসনাইন › বিস্তারিত পোস্টঃ

তবে এমন হতো না

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৮

আমি যদি হতাম পাড়ার বখাটে

ইশকুল কামাই

কোন এক পোড়ো বাড়ির সিঁড়ি বেয়ে

উঠে এসে মেলে দিতাম হাত

জল! উফ, স্যাতস্যতে ঢেঁকিশাক

ছিপছিপে এক কিশোর

এক নিরালায় একাকী

তাহলে এই অনিমেষ অচল নৈশব্দে

হঠাৎ এক পশলা বৃষ্টি পড়তে দেখে

তোমার এভাবে কখনই ফিরে যেতে হতো না,

আকাশ থেকে রূপালী জ্যোৎস্নায় কালো মেঘের ভিতর একশ বার ডিঙি বেয়ে

আমাদের শুধুই শৈশব কিনে হলুদ হয়ে যেতে হতো, আর রক্তের ভিতর অণু-

নীলচে এক ঘাস ফড়িং দেখে ছুটতে ছুটতে নীতি হারা বালক হয়ে যেতে হতো

প্রাচী, বন্য এক বখাটে আর নির্জন তুমি

খরগোসের ছুটে যাবার মত

হয়তো এক গুলতি হাতে

আমাদের পাখিদের কোন পথ রয়ে যেত না

আমাদের শুধুই থাকতো অরন্যের সুখ



হয়তো একটা গুলতি ছুটে যায়;

আমাদের এই সংসার

আমাদের সুখ,

আর কি করে ঘাতক হবার মত কথা ভাবতাম, ওসব তো একান্ত কৈশোর,

আমাদের অবজ্ঞায় পরষ্পর মরে যাবার কোন দিন থাকতো না

আজকের অজস্র অভিযোগ ফুল হয়ে ঝরে পড়তো না,

আমি যদি হয়ে যেতাম শুধুই বালক

সেই বখাটে কৈশোরে,

কোন এক শ্যাওলা মস সবুজ সিঁড়ির ধারে

পুরনো বাড়িতে এক হাতে ঘুড়ি হাতে

উঠে যাওয়া

আর তোমাকে ডাকতে থাকা

-

ড্রাফট ১.০

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২৪

মাহবুবুল আজাদ বলেছেন: কাল রাতে এমনিতেই আপনার কবিতাটা আবৃতি করে পড়লাম। আমার রুমমেট বলল বাহ ভাই আপনি তো অনেক ভালো লেখেন কেমন জানি একটা অনুভূতি আছে লেখাটায়-কি আর করা আমি বললাম ভাই এটা আমার লেখা না,এক ব্লগীয় ভাইয়ের লেখা। যাই ভালো লাগলো অনেক।

০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:৩০

স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক ধন্যবাদ ..এক বছর পর।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৩

শরৎ চৌধুরী বলেছেন: বাহ! অনবদ্য।

০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:৩০

স্বদেশ হাসনাইন বলেছেন: ধন্যবাদ অনেক

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

সকাল রয় বলেছেন:
ফিরে যেতে মন চায় সেসব দিনে।

আপনার লিখনিতে আবারও অপলক তাকিযে থাকা আমারা।

অনবদ্য সৃষ্টিতে বিস্ময়!

০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:৩১

স্বদেশ হাসনাইন বলেছেন: থ্যাংকস সকাল রয়

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০২

রাইসুল সাগর বলেছেন: চমৎকার কাব্য স্বদেশ। শুভকমনা নিরন্তর।

০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:৩১

স্বদেশ হাসনাইন বলেছেন: ধন্যবাদ সাগর।

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৯

বোকামন বলেছেন:
কবিতাটিতে নিঃস্বার্থভাবে ভাল লাগা রেখে গেলুম।
কবি সাহেব।

০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:৩২

স্বদেশ হাসনাইন বলেছেন: কৃতজ্ঞতা সবিনয়

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৬

মাহী ফ্লোরা বলেছেন: তবে এমন হত না...

ভাল লাগলো।

০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:৩১

স্বদেশ হাসনাইন বলেছেন: ধন্যবাদ মাহী ফ্লোরা

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:১৮

হাসান মাহবুব বলেছেন: দারুণ!

০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:৩২

স্বদেশ হাসনাইন বলেছেন: থ্যাংকস অনেক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.