নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারে যাই

সময়টা কি করে দেবে সেটা তার অধিকারী জানে, চাইলে পোকায় ধরে নষ্ট কাল ভেসে যাবে যমুনার বানে

স্বদেশ হাসনাইন

ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]

স্বদেশ হাসনাইন › বিস্তারিত পোস্টঃ

২০১৪ বইমেলা - ছাপানো কবিতার বই - বিষণ্ণিনা

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০২

পাবেন - লিটল ম্যাগ কর্নারে। প্রকাশ এর স্টলে। ৬৪ পৃষ্ঠা/৪ ফর্মা, রঙিন বোর্ড বাঁধাই। মূল্য: মেলাকালীন সময়ে ৫০.০০ টাকা। প্রকাশক: বাবুল হোসেইন, শব্দকলি প্রিন্টার্স।প্রচ্ছদ: শারমীন হক সঙ্গীতা।



-

ড্রাফট ০.১ / এটাও ড্রাফট।





কবিতারা শব্দ হয়ে যাচ্ছে। মানুষেরা লিখে যাচ্ছে যত খুশি - ভুল শুদ্ধ লাল খয়েরী যা কিছু এসবকে কেউ সাহিত্য বলছে, কেউ বলছে কাগজের ঝুড়িতে না এসে প্রকাশিত হচ্ছে। অযোগ্য মানুষেরা কবি হলে সাহিত্য কি থাকে? কখনো ভেবেছেন সফল ভেবে যাকে পকেটে ঢুকিয়েছিলেন সেও দামী প্রচারণায় জাল নোট। শুনেছি বেশি মাপঝোঁক করলে কবিতা গদ্য হয়ে ডাঙায় কই মাছের মত পাখনা ঝাঁপটায়। কবিতার প্রাণ কবির ইচ্ছেতে, কবিতার প্রান কবির অন্তরের সৌরভে, আদতে এসব গোলকধাঁধায় সাফল্য জানে না একনিষ্ঠ লিখিয়েরা, গন্তব্য নেই সাহিত্যের আর আমরা বুঝি কবিতা এক জীবনের মাধ্যম, কেউ দেখে কেউ তাকে বিশ্লেষণ করুক, অথচ হৃদয়ের উত্তাপ থাকুক, তাতে টকো লেবুতে লেখা হৃদয়ের গোপন অক্ষর পোড়া রঙে ভেসে ওঠুক। গুল্ম শৈবাল থেকে অশত্থের প্রতিটি বৃক্ষ যেমন আলাদা। কবিতাও তাই। কবিও কি নয়? কবি সৃষ্টি করে সময় এবং কবি ছক বাঁধা কাঠামোকে খুঁড়ে খুঁড়ে ঝুর ঝুরে কংক্রিটের উদ্ভাবন করে। সে হয়তো ঘুনপোকা, নিজের ভিতরে ভাবনা কেটে এনে সেই গুঁড়ো ভাবনা শব্দেরা এমন ভাবে রাখে ...উদ্ভিদের গায়ে করাত, তার শরীরে পেরেকের বিন্ধন, তার আসবাব হয়ে যাবার ব্যথা উঠে আসে, আর সেখানে থাকে অঙ্কুরিত বীজের স্মৃতি। কোন মানুষই নগন্য নয়। তাই ভাবনা ফেলনা নয়। যে নগন্য হাত--কোদাল-টুকরি শ্রমিক তার জীবনের সুখ, দু:খ আনন্দ অট্টালিকার ব্যয়বহূল কীটদের চাইকে এক বিন্দু কম নয়।

মন্তব্য ২৭ টি রেটিং +২/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:১৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
এই বইটা খুজছিলাম।
কাল/পরশু সংগ্রহ করে নেবো।

আপনার অটোগ্রাফ পাওনা রইলাম :)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৬

স্বদেশ হাসনাইন বলেছেন: আজকে কালকে যদি কখনো যান পাবেন।

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৫

আট বছর আগের এক দিন বলেছেন:



বাহ!! বিষণ্ণিনা জেগে উঠেছে...

শুভেচ্ছা ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৭

স্বদেশ হাসনাইন বলেছেন: ধন্যবাদ

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৭

মামুন রশিদ বলেছেন: শুভকামনা কবি ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৮

স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক ধন্যবাদ

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ২০১৩ সাল ব্লগ আপনাকে মিস করেছে।

‘বিষণ্ণিনা’ সংগ্রহে নেবার ইচ্ছে আছে।

শুভ কামনা থাকলো হাসনাইন ভাই।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০০

স্বদেশ হাসনাইন বলেছেন: ব্লগের সামাজিক মন্তব্য আদান প্রদানের যে সুখ সেটা থেকে আমিও বঞ্চিত হয়েছি। নানাবিধ অর্থনৈতিক সামাজিক কারণে এই নেশাগ্রস্ত হয়ে থাকা বাস্তবে আর হয় না। আমিও মিস করেছি, শেখার সুযোগও মিস করেছি খুব।

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৮

জামাল কুরাইশ বলেছেন: ভাল

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩০

অরুদ্ধ সকাল বলেছেন:

আপনার লেখার হাত চমতকার।

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৩

নাজিম-উদ-দৌলা বলেছেন: অভিনন্দন কবির প্রতি।

৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৬

ইখতামিন বলেছেন:
অবশ্যই কিনবো...

এটাও ড্রাফট কেন?

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১০

হাসান মাহবুব বলেছেন: কিনে ফেলবো।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৪

স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক ধন্যবাদ হামা।

১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: কবির জন্য শুভ কামনা.... :)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৪

স্বদেশ হাসনাইন বলেছেন: আপনাকে শুভেচ্ছা।

১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৭

সায়েম মুন বলেছেন: শুভেচ্ছা প্রিয় ব্লগার। বইটা সংগ্রহের ইচ্ছে রইলো। আগের কোন বইতে আপনার অটোগ্রাফ নেয়া হয়নি। এবার কি পাবো? 8-|

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০১

স্বদেশ হাসনাইন বলেছেন: মেলার স্টলে আমি এত সময় থাকতে পারি না, সায়েম। তবে যদি মনে করেন আপনাকে অটোগ্রাফ করা বই পাঠাতে পারি। ইমেইলে বলবেন।

১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:০৫

নস্টালজিক বলেছেন: বিষণ্ণিনা বিষাদ হোক অনুরণনে!


স্বদেশের জন্য শুভকামনা, সবসময়!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৪২

স্বদেশ হাসনাইন বলেছেন: নষ্টালজিক!

এবং তার মন্তব্য
সবসময়ই শুভ কিছু বয়ে আনে

১৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৭

ইখতামিন বলেছেন:
মেলায় আপনার বইটি পেলাম না.. :(

@খেয়াঘাট..
এই শব্দটির অর্থ অভিধানে মিলবে না। মেলাঙ্কলিয়ার যোগ্য বাংলা অনুবাদ খুঁজতে গিয়ে একদিন বিষণ্ণিনা নামটির জন্ম হয় স্বদেশের এক প্রতিকবিতায়। বিষণ্ণিনা এমন এক মায়া, যা সুখ পেলেও মন ভার করে থাকে।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৩

স্বদেশ হাসনাইন বলেছেন: আপনি যদি মেলায় যান তবে আজকে পাবেন। কালকে সন্ধ্যায়ও ছিল। আমি নিজেও কাল ছিলাম বিকেলের পর।

১৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

সায়েম মুন বলেছেন: গতকাল বিকেলে একজনকে পাঠিয়েছিলাম। বইটা নাকি আসেনি। আগামীকাল পাওয়া যাবে? :)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৪০

স্বদেশ হাসনাইন বলেছেন: বইটা ছিল তো কালকে। হ্যা পাবেন।

১৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৬

ইখতামিন বলেছেন:
বইটা কেনা হলো
আঁকিয়েকে পাওয়া গেলো না..

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৪০

স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

১৬| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:৫৩

বাবুল হোসেইন বলেছেন: হুম। নোটুন বৈয়ের মজাই আলাদা। শুক্রবারে দেখা হবে আশা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.