নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারে যাই

সময়টা কি করে দেবে সেটা তার অধিকারী জানে, চাইলে পোকায় ধরে নষ্ট কাল ভেসে যাবে যমুনার বানে

স্বদেশ হাসনাইন

ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]

স্বদেশ হাসনাইন › বিস্তারিত পোস্টঃ

কাল কফি ও ধূলোহীন শহরের কিনার

১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:২৬

এক পশলা বৃষ্টির আওয়াজ পেয়ে পেয়ে

বিকেলে আমাদের দুজনের আসর জমে গেল,

কেউ নেই, যন্ত্ররিকশায় তেমন আওয়াজও নেই,

আমাদের ভেতর প্রেম নেই, স্নেহ তাও এক পশলা জল,



আমাদের আকাশ যেন বিশাল এক বৃষ্টির ছাতা,

আমাদের ছাতার নিচে বৃষ্টির আওয়াজ নিরঝির...

দেখলাম, আমি এবং প্রীতমা অবিরল স্বপঝিল শালুক তুলে নেই,

শালুকের পাশে শাপলার জোড়, নীল হলুদ সব রঙ, রঙের দোকানে,

আমার গণিতের হিসেবসমূহ অদ্ভুত রকম ঝলমল কাটাকুটি,

দুজনার হাতে কিছু না রেখে ভাগফল যোগফল,

ইচ্ছেগুলো নিয়মের কতটাই জানে?

আমি তাকে এক পলক হাত ধরে রাখি,

ইচ্ছেরা মিলে না গেলেও তার সাদা হাতে নির্জন আলো এসে পড়ে,

তার সাদা হাতে নক্ষত্রেরা সাদা,

তার সাদা আঙুল চক মাখা ঘাস ফড়িঙ

আকাশের ছাতার এপাশে খিল খিল মৌসুমী মেয়েটি হাসে,

আকাশের ছাতার ওপাশেই, আমি ডাকছি নদীমাতৃক নামে

আমিই এক সুখের বিকেল,

বৃষ্টি হয়ে তার চোখ দেখি,

ঠিক মুখো মুখি বহুযুগ পর, ফ্রেঞ্চফ্রাই, কাল কফি, চুল ওড়ে ধুলোহীন শহরের কিনারে,

আমি একবারই পেয়েছি সুখের বিকেল, আর আমি,

শুধুই হতভাগ্য আমি, ভুল ঝাড়ি,

একদিনপরম স্নেহ নিয়ে

ভালবেসে আঙুল ছুঁয়েছিলাম, আমিই বললাম, থাক পড়ে অবশিষ্ট সংখ্যা খাতাতেই তোলা,

চায়ের কাপের চেয়ে নিবিড় তর্জনী মুড়িয়ে থাকা আঙুলের বারসাত,

আমি তার পাশে থেকে পেয়ে যাই, মিনারেল স্বচ্ছ জল, সাদা ছাতা, নদীটির পারে কলমীর বাগান,

হলুদ হলুদ আর নীল সেই জমিনের রঙ,

ছাতা আর পথ হেটে আমি এগিয়ে গেলাম

রোদ পোড়া আরেক বিকেল,

আমি তার শব্দ দিয়ে ডাকি, শুভ হয়ে যাক আজকের কাজ

...হতেই পারে আদুরে বেড়াল চলে যাচ্ছে আর ভাঙা পথের ঝাঁকুনিতে

ভেজা চুলের মাথায় ঝুর ঝুর করে পড়ছে আকাশের চল্টা

আবার যে সব মিলবে লেগোর মত হুবুহু, আবার সব কিছু শূন্য ধারাপাত,

সেই পুষ্পিত মিলঝিল, একটা চিকন সড়ক বেয়ে চলে যাওয়া।



-

ড্রাফট ১.০

-আমিও দেখিয়াছিলাম তূতনীল স্মৃতি তৃতীয় নয়নে।

-এ দেশটা চায়ের দেশ। এত বেশি চা ষ্টল পৃথিবীর কোথাওই মিলবে না। কফিও শহরে দেদারসে মেলে। জুস ঝুলছে দোকানে দোকানে। হয়তো পানীয়ের দেশ হয়ে গেছে।

মন্তব্য ২১ টি রেটিং +৩/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৩

বৃষ্টিধারা বলেছেন: অনেক দিন পর.......


আগে কমেন্ট করি । :)

ভালো আছেন ?

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ৩:০৮

স্বদেশ হাসনাইন বলেছেন: সেই মার্চ। ২০১৪।

২| ১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৫০

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: চমৎকার।

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ৩:০৮

স্বদেশ হাসনাইন বলেছেন: বেঁচে আছেন, ভাল আছেন প্লিওসিন অথবা গ্লসিয়ার। মুক্তগদ্যে ?

৩| ১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৫০

বৃষ্টিধারা বলেছেন: অনেক অনেক ভালো লাগা......

শুভ কামনা ।

৪| ১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১:০৫

পাপতাড়ুয়া বলেছেন: হ্যালো ওল্ড বাডি!

আপনার নামটা দেখেই লগ ইন করলাম। অনেকদিন পর দেখা। সাথে দেখি শহরের কার্ণিশে বসে কফির দাওয়াত।

শহরে কম আসা হয়। কেউ নেই। হাসান ভাই আর তিথি আপু আছেন নিয়মিত। অমিত দা আর ফাহাদ ভাইয়ের দেখা পাওয়া খুব মুস্কিল। আপনাকেও দেখলাম অনেক বেলা পর। উপরে অবশ্য নাহোলের কমেন্ট দেখলাম।

কবিতা আপনার মতই।

আমি যেটা পেলাম, সেটা হচ্ছে এইরকম একটা বিকেলে আমিও ছিলাম। রিকশায়। সন্ধ্যার অনধকারে। হাতির ঝিলের এই প্রান্তে অই প্রান্তে।
সেদিন আমার মনে হয়েছিলো , 'ইচ্ছেগুলো কতখানি নিয়ম জানে?'

ভালো থাকুন নিরন্তর।

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ৩:০৯

স্বদেশ হাসনাইন বলেছেন: কেমন চলছে পাপতাড়ুয়া.

৫| ১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১:২৩

সুমন কর বলেছেন: ভাল লাগল।

৬| ১২ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৫

স্নিগ্ধ শোভন বলেছেন: সুন্দর!!!
ভাল লাগল ভ্রাতা।

+++

৭| ১২ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:০২

সেলিম আনোয়ার বলেছেন: আমি তার শব্দ দিয়ে ডাকি, শুভ হয়ে যাক আজকের কাজ
...হতেই পারে আদুরে বেড়াল চলে যাচ্ছে আর ভাঙা পথের ঝাঁকুনিতে
ভেজা চুলের মাথায় ঝুর ঝুর করে পড়ছে আকাশের চল্টা
আবার যে সব মিলবে লেগোর মত হুবুহু, আবার সব কিছু শূন্য ধারাপাত,
সেই পুষ্পিত মিলঝিল, একটা চিকন সড়ক বেয়ে চলে যাওয়া


চমৎকার লাগলো ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ৩:০৯

স্বদেশ হাসনাইন বলেছেন: কেমন চলছে আপনার?

৮| ১২ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫৩

হাসান মাহবুব বলেছেন: চমৎকার।

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ৩:১০

স্বদেশ হাসনাইন বলেছেন: এও এক ইচ্ছের স্বেচ্ছাচার, এখন বলে মার্চের সব উত্তর দেই।

৯| ১২ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪৪

উদাস কিশোর বলেছেন: অসাধারন ।
++

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ৩:১০

স্বদেশ হাসনাইন বলেছেন: ধন্যবাদ কিশোর

১০| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ৯:২৮

বোকামন বলেছেন:
কবিতার দেশ হোক। চা-কফি-পানীয় কবিতা !

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ৩:১১

স্বদেশ হাসনাইন বলেছেন: ভাল কথা বলেছেন পানীয়ের কথা। কবিতার দেশের কথা।

১১| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ১:৪৮

সেলিম তাহের বলেছেন:
"আহা তোমার সঙ্গে প্রাণের খেলা..."

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ৩:১১

স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক সময় পর সেলিম তাহের, ভাল আছেন?

১২| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৪০

স্নিগ্ধ শোভন বলেছেন: শুভ বাংলা নববর্ষ !:#P !:#P !:#P

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ৩:১২

স্বদেশ হাসনাইন বলেছেন: এখন ইংরেজি নতুন বছরের সময় ..শুভ হলেই হলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.