নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারে যাই

সময়টা কি করে দেবে সেটা তার অধিকারী জানে, চাইলে পোকায় ধরে নষ্ট কাল ভেসে যাবে যমুনার বানে

স্বদেশ হাসনাইন

ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]

স্বদেশ হাসনাইন › বিস্তারিত পোস্টঃ

বাঁশের সাঁকোর মত পুষ্টিহীন চাঁদের শহরে

১৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০৩

এক বাঁশের সাঁকোর মত পুষ্টিহীন চাঁদের প্রথম দিন,

নিমগ্ন হয়ে দেখেছিল নগরী আরেক মিসকিন,

একগাদা শীর্ণ টববৃক্ষ, ফুলতরু ময়দার টোস্ট,

বহির্বিভাগে নিয়নের শয্যা একগাদা সরু ল্যাম্পপোস্ট,

ইন্নালিল্লাহ কাঠের অভাবে, উডপেকারের দুর্কাঠের দিন

মেঘেরাও বিদেশী নকল, বৃষ্টিও মেইন ইন চিন,

মিষ্টতা কমে শৈশব আদরে, আগাগোড়া ভুলের ইস্কুল

মানুষ হেসে উঠছে তাতেও, দুপুরে ভাতে পড়ে চুল

যদিও, মানবজাতি জয়ী হবে, দুই নং ঘুড়ি হবে চিলা,

প্রাসাদের জঙ্গলের ফাঁকে উঁকি দেবে ডিগ্রীবিক্রয় ভিলা,

আলোচিত বিদেশী জাহাজ, আদা-চায়ের আন্দোলন হয়

স্বাধীনতাও কুচু কুচি হয়ে বিচ্ছিন্ন হয়ে যাবার ভয়

আমি দেখছি জমে যাচ্ছে কাদা, খোঁড়া খুঁড়ি স্বস্তি নিচ্ছে কেড়ে

অনিচ্ছায় ছাপে খবরের কাগজ, ভাঙছে নিউজ টিভি ঝেড়ে ঝেড়ে

তারপরও শহরের কাকেরা ভাতৃবিয়োগে বসিয়েছে তারে

রঙিন পরিধান পতাকা কোমর দোলায় ব্যালকনির পাঁজরে





মাটি খুঁড়ে দোকান উঠলো!

হৈ চৈ বাস উড়লো

সেই মাটিতে সেই বাসের হাতলে দু চারজন্য

চলমান কিন্তু তাহারা দিলখোশ ভিখিরির যেমন,

কৌতুক পাতছে মুখে মুখে, অসংলগ্ন হয়েও তাতে বেঁচে থাকা,

টিকেট ফাঁকি দিয়ে নেমে পড়ছে তারা,

সেই ফের হাতের পাতন -

মাটিতে শুয়ে গড়িয়ে যায় যেমন ভিখিরি,

মিছিলে বাজার গড়ায়,

সতীর্থকে বাঁচাতে স্বপ্ন দেখে যায়,

ফিন ফিনে ঘুড়ি বা পতাকা,

তার সঙ্গে আমরা আছি কেউ,

আমরা সঙ্গে কে আছি কে নেই..

-

ড্রাফট ১.৫ / যেমন ইচ্ছে লিখছি। ভাল মন্দ ২য় কথা।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩৪

হাসান মাহবুব বলেছেন: কেমন যেন খাপছাড়া লাগলো।

১৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৩

স্বদেশ হাসনাইন বলেছেন: দু ভাবেই চলতে দিয়েছি এই জিনিসটাকে। প্রথম এডিটে গোছানো শব্দকে পর পর লাগছিল,
এখন বিচ্ছিন্নতাবাদী ভাবকে প্রশ্রয় দিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.