নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারে যাই

সময়টা কি করে দেবে সেটা তার অধিকারী জানে, চাইলে পোকায় ধরে নষ্ট কাল ভেসে যাবে যমুনার বানে

স্বদেশ হাসনাইন

ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]

স্বদেশ হাসনাইন › বিস্তারিত পোস্টঃ

ভাল হয়েছে

২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫২

ভাল হয়েছে। বেশ ভাল।

আমারটা!

হ্যা, তোমারটা

আর আমার?

আপনারও

আমার হয় নি?

তোরটাও ভাল

সত্যি বলছেন?

সত্যি। তবে ভাল হবার শেষ নেই। আরো ভাল হবার সুযোগ আছে। কাল যেন সেটা হয়।





চিড়িয়াখানা হল অবারিত স্বাধীনতাকে পরাধীনতায় আবদ্ধ করে দর্শকদের ডেকে পয়সা উপার্জন করা। ওখানে থাকবে বীরদের লোহায় আটকে রেখে, তার পেশী শক্তির অসহায়ত্ব দেখানো, থাকবে অন্য পাশে দুবলো মানুষদের তামাসা করার সুযোগ। চঞ্চল বানরদের উপহার হবে ফ্রিজের আইসক্রিম, পাখিদের উচ্চতা হবে নেটের ছাদ, আর যাবতীয় জলচরকে দশফুট দীঘিতে চোয়ানো।

ওখানে সেবাদানকারী মানুষের চাকরি হবে পরাধীন সম্রাজ্যের হাড়গিলে নবাবের মত। গোশতের টুকরো আলাদা করা, অক্সিজেন কমিয়ে হাত পাখা করা, কখনো ওদের নির্বাক হবার সুযোগ নিয়ে বাইরে তাসের আড্ডা জমানো।

সব কিছুই এখানে আটকে রাখা হয়। যে আটক হবে ওই হবে চিড়িয়া। সুন্দর হয়েছে বলে ময়ূরের মরণ ওখানে। প্রজাপতি পালাবে বলে চিকন মশারীতে আটকে দেবে তাকে। প্রথম চিড়িয়াখানার যে প্রাণী তার জন্য কোন জাল লাগে নি, শিকওলাগে অধিকাংশ সময়। অধিকাংশেরা থাকে যে খাঁচায় অসভ্যরা ওর নাম দিয়েছে সমাজ।



ড্রাফট ১.০ / ভাল হোক

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:০৬

অন্ধবিন্দু বলেছেন:
হাহ হাহ হাহ !

স্বদেশ,
সমাজের সামাজিকতা মশারীতে বন্দি !
বন্দি থাকতে দেন,

অইটাই কা ল চা র ...

২| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অধিকাংশেরা থাকে যে খাঁচায় অসভ্যরা ওর নাম দিয়েছে সমাজ।

দারুণ পাঞ্চ, স্বদেশ'দা :)

৩| ২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৭

আমিনুর রহমান বলেছেন:



দুর্দান্ত হয়েছে কবি +++

অধিকাংশেরা থাকে যে খাঁচায় অসভ্যরা ওর নাম দিয়েছে সমাজ।

৪| ২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫৬

স্নিগ্ধ শোভন বলেছেন:




অধিকাংশেরা থাকে যে খাঁচায় অসভ্যরা ওর নাম দিয়েছে সমাজ।

৫| ২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪২

পিয়ালী পিয়া বলেছেন: ভাল লাগল

৬| ২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:১১

বৃতি বলেছেন: ভাল লাগল ।

৭| ২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৪

সায়েম মুন বলেছেন: অধিকাংশেরা থাকে যে খাঁচায় অসভ্যরা ওর নাম দিয়েছে সমাজ।
-----নাইস

৮| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: এই বুঝি সমাজ!! বেশ লাগলো কবিতা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.