নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারে যাই

সময়টা কি করে দেবে সেটা তার অধিকারী জানে, চাইলে পোকায় ধরে নষ্ট কাল ভেসে যাবে যমুনার বানে

স্বদেশ হাসনাইন

ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]

স্বদেশ হাসনাইন › বিস্তারিত পোস্টঃ

বিকৃত হয়ে গেছে যা কিছু আছে মুখমন্ডলে

০১ লা মে, ২০১৪ রাত ১১:৫৭

একজন না সাতজন হত্যা হয়েছে - সেটা বড় নয় -

বড় কথা মানুষ খুন হয়েছে,

বড় কথা এখানে আইন নেই, আমরা এখানে নিরাপদে নেই

যা আছে আমাদের বিভ্রান্ত করে দেয়া কিছু শাসন বিভাগ,

যা আছে তন্ত্র ফন্ত্রের নামে কিছু গণতন্ত্রের বাকসো,



যেহেতু আইন নেই,

হাঁটতে গেলে উপর থেকে অবারিত মুত্রত্যাগ হবে,

আমাদের সেটা মুছে হেটে যেতে হবে,

দুর্গন্ধে আচ্ছাদিত হবে যখন তখন, যদি সামর্থ থাকে

আতর ছিটাতে হবে নাকের গোঁড়ায়,

পথে পথে যা কিছু হবে, টিজ হবে, হুমকি হবে,

মেয়েটি কাঁপতে থাকবে, কিশোর ডেস্কে মুখ চেপে থাকবে,

আমাদের ধরে নিতে হবে দরকার কড়া ভেঙে

ধর্ষক ঢুকে পড়তে পারে এমন কি বাড়ির শয়নকক্ষে,

আমাদের তখন সেই কথাগুলো গোপন করতে হবে,

উল্লঙ্গ উন্মাদের মত শকুনের নিজস্ব বাহিনী ঘুরবে, ফিরবে,

বাদাম চিবাবে,

তাদের বখরা দিতে হবে, তাদের কেউ হ্যাচকা টানে দলিল কাবিন ছিনিয়ে নিতে পারে, গোড়া থেকে লিঙ্গ কেটে ফেলতে পারে, এমনই দু:সময় যে ওরা আমার থালাতেই খাবে,

নাচবে কলিজা হাতে আমার আঙিনায়,

মানুষের খোঁজ চাইলেই আমাকেই শাসাবে,

- চুপ!

আমাদের তখন চুপ করে থাকতে হবে,

তবুও আমরা আশাবাদী হয়ে থাকছি,

স্বাধীনতার আশায়,

আইনের আশায়,

সাম্যের আশায়...

আশাবাদ একটা

সোনার আবরণে কয়লার মেডেল,

এজন্যই অশ্লীল দেহজতন্তু উৎপাটন করে করে আজন্ম আশাবাদী আছি।

-

ড্রাফট ১.০ / নদীমাতৃক দেশের সবগুলো নদী রেডি, আমরা যেন রেডি থাকি ভাসতে যে কোন দিন।

মন্তব্য ১২ টি রেটিং +৫/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৪ রাত ১২:৩০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: :(

১০ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৪৫

স্বদেশ হাসনাইন বলেছেন: ...

২| ০২ রা মে, ২০১৪ রাত ১২:৩২

অন্ধবিন্দু বলেছেন:
স্বদেশ,
এখন দেখছি আশাই মরন !

৩| ০২ রা মে, ২০১৪ রাত ১২:৩৬

স্নিগ্ধ শোভন বলেছেন:





তবুও আমরা আশাবাদী হয়ে থাকছি,
স্বাধীনতার আশায়,
আইনের আশায়,
সাম্যের আশায়...
আশাবাদ একটা
সোনার আবরণে কয়লার মেডেল,
এজন্যই অশ্লীল দেহজতন্তু উৎপাটন করে করে আজন্ম আশাবাদী আছি।



কিছু বলবনা কিছু বলারো নেই। :(

প্রিয়তে.....

৪| ০২ রা মে, ২০১৪ রাত ১২:৪২

সেলিম আনোয়ার বলেছেন: দারুন লিখেছেন ।

৫| ০২ রা মে, ২০১৪ রাত ১:২৫

সচেতনহ্যাপী বলেছেন: আমরা এখানে নিরাপদে নেই
যা আছে আমাদের বিভ্রান্ত করে দেয়া কিছু শাসন বিভাগ,
যা আছে তন্ত্র ফন্ত্রের নামে কিছু গণতন্ত্রের বাকসো। এটাই সব তত্বের মূল।। বাকি সব ভুয়া।।

৬| ০২ রা মে, ২০১৪ সকাল ৯:৪১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
দায়িত্বহীন নেতা... অসহায় জাতি... :(

৭| ০২ রা মে, ২০১৪ সকাল ১১:৩০

বাংলার পাই বলেছেন: তবুও আমরা আশাবাদী হয়ে থাকছি,
স্বাধীনতার আশায়,
আইনের আশায়,
সাম্যের আশায়.
----অসাধারণ। খুব খুব ভালো লাগলো।

শুভেচ্ছা জানবেন।

৮| ০২ রা মে, ২০১৪ দুপুর ১:৫১

মশিকুর বলেছেন:
দেখা যাক! এখনও নিরাশ হচ্ছি না... এ ছাড়া বেশী কিছু করারও নেই। তাই আশাই ভরশা।

৯| ০২ রা মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

সায়েম মুন বলেছেন: :(

১০| ০২ রা মে, ২০১৪ রাত ১০:৪৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: দারুণ ...

১১| ০৩ রা মে, ২০১৪ বিকাল ৩:৫৯

হাসান মাহবুব বলেছেন: হয়তোবা এমনও হবে, কবিতা লেখার দরুণ হাত কেটে ফেলা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.