নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারে যাই

সময়টা কি করে দেবে সেটা তার অধিকারী জানে, চাইলে পোকায় ধরে নষ্ট কাল ভেসে যাবে যমুনার বানে

স্বদেশ হাসনাইন

ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]

স্বদেশ হাসনাইন › বিস্তারিত পোস্টঃ

জিরো পয়েণ্টে

০২ রা জুন, ২০১৪ রাত ৯:৪৮

এমন একটা জায়গায় তাকে তুলে দিয়ে এলাম,

ভয় নেই তার, আলো আছে আশ্রয় আছে!

বহুওয়াট জোছনার আলোয় সে একা হেটে যেতে পারে

নির্জন পথ থেকে কোলাহলের নিরাপদে সে

ভাল আছে! আমার দরকার নেই খুব আর,

না হলেও চলে,

নফল হয়ে যাবার পর

আমি আসছি একা জিরো পয়েষ্টে ফিরে





মুত্যু এক Surrealistic feelings

বলা মাত্র থমকে দাঁড়াই মাঝে

মৃত্যু এক নি:শব্দের শিশির

থমকে দাঁড়াই, চুপসে যাই হঠাৎ

মৃত্যু এক টেস্ট ম্যাচ খেলা

রান আউট বা স্লিপেই কট হবে

গ্যালারীতে অজস্র মানুষ,

খেলার মাঠেও ঠুনকো কিছু মানুষ,

মৃত্যু এক বাক্য শেষে দাঁড়ি।

মৃত্যু এক ঠাণ্ডা ত্রাণের গাড়ি,

বলা মাত্র জীবনে থাকার জন্য লোভ

শুরুটা এক শেষটা সবার ভিন্ন

লটারীতে কোন মরণটা পাবে

সুতো কেটে শুঁয়ো উড়ে গেছে

ও পথের মানুষের কথা ভেবে

একটু হলে অস্বস্তিতে ভোগো

নিজেকে ঐ মৃতদের সাথী ভাবো

প্রয়োজনে ঈশ্বরকে ডাকো

অপ্রয়োজনে উদাস হয়ে যাও

কখন প্রিয় উল্কা নিভে গেল





তোমাকে না চেয়েই ভাল থাকি কখনো কখনো,

না দেখেই ভাল থাকি,

না ভেবেই আনন্দ হয়,

উপরন্তু মনে না হলে ক্রমাগত ভাল থাকা বাড়ে,

বিস্মৃতির প্ররোচনায় তুমি রঙভ্রষ্ট সাদা কালো ময়ূর,

ভাল হয় আরো যদি নিখোঁজ বিমান হয়ে যাও,

না থাকো বর্তমানে

না থাকো অতীতে -

ভবিষ্যতের উড়ো ডাকে ফেরত আসে চিঠি

এভাবে তোমাকে না পেলে -

আমি সাত আকাশের ওপারে চলে যাই



-

ড্রাফট ১.১

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৪ রাত ১০:৩৭

হাসান মাহবুব বলেছেন: সুন্দর। দ্বিতীয়টা বেশি ভালো লাগলো।

২| ০৩ রা জুন, ২০১৪ সকাল ৮:০৪

বাবুল হোসেইন বলেছেন: সকাল সকাল পড়ে নিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.