নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারে যাই

সময়টা কি করে দেবে সেটা তার অধিকারী জানে, চাইলে পোকায় ধরে নষ্ট কাল ভেসে যাবে যমুনার বানে

স্বদেশ হাসনাইন

ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]

স্বদেশ হাসনাইন › বিস্তারিত পোস্টঃ

ফুলকি

২৯ শে জুন, ২০১৪ রাত ১২:১৩

জ্বলছিল যখন বনের পর,

দাবানলে ফুঁসে ওঠছে বহ্নির হুতাশন সমার্থন,

মনে আছে

এই সে ছোট্ট আগুনের শিশুটিকে

স্ফুলিঙ্গ হয়ে

জ্বলে উঠবে বলে কতবার নিভে যেত প্রায়!

জোনাক পোকার চাইতে নিভন্ত, হয়তো শৈত্য এসে

জাপটে ধরে তায়, কুয়াসার স্পর্ধায় তার শ্বাসনালী উপ্তাপ হারায়,

মনে আছে সেই বিন্দুটির মত আলোক,

কাঠের সাথে কাঠের অপ্রেম ঘর্ষণে ছিটকে পরা,

একা মরে পরেছিল ঘাসের শয্যায়,

হলুদ মৃত তৃণে একান্ত এক নিভৃত স্ফুলিঙ্গ,

আগামীর কথা না ভেবে সবাই তখন

ফিরে চায় নি এই নবজন্মে,

মক্ষিকা ব্যস্ত, যেন উড়ন্ত ক্ষমতায় সব আসে যায়,

পাখিদের পায়ে নিচে সে পিষে মরতে পারতো,

শরীর নেই ফুলকির, মূল্যওটাও কম,

ওড়ার বদলে তার বেছে নিতে হয় ভেসে যাবার,

ভাসতে ভাসতে হলকায় সে আগুন হয়ে গেল, কৈশোর থেকে

বদলে যায় মান, তারুণ্যে আরো বদলায়

এসব আগাম সতর্কে পাবে না,

আগুনকে ভয় পেয়েছিল একটা চিরল বৃক্ষ,

কিন্তু একটা সময় এই নাবালেক অগ্নিকণা,

মাইল মাইল বনায়ন সে একাই পুড়িয়ে দিতে পারে,

ধরিত্রি নিজেও জানতো না

-

ড্রাফট ১.০

মন্তব্য ৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৪ রাত ১:৪১

সেলিম আনোয়ার বলেছেন: সত্যি ফুলকির ক্ষমতা ব্যাপক।ফরেস্ট ফা্য়ার তার প্রমান।বৃক্ষকি আর তাকে কখনো পাত্তা দিয়েছে? এর জন্য এত পস্তানো। ফুলকিরও ক্ষমতা আছে।

২| ২৯ শে জুন, ২০১৪ রাত ৮:৫১

স্বদেশ হাসনাইন বলেছেন: থ্যাংকস সেলিম আনোয়ার

৩| ৩০ শে জুন, ২০১৪ বিকাল ৩:৫১

হাসান মাহবুব বলেছেন: চমৎকার।

৪| ২১ শে জুলাই, ২০১৪ রাত ১২:১৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:

চমৎকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.