নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারে যাই

সময়টা কি করে দেবে সেটা তার অধিকারী জানে, চাইলে পোকায় ধরে নষ্ট কাল ভেসে যাবে যমুনার বানে

স্বদেশ হাসনাইন

ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]

স্বদেশ হাসনাইন › বিস্তারিত পোস্টঃ

পিছনে ফিরতে শব্দের ভুল

০২ রা আগস্ট, ২০১৪ রাত ১২:১৮

পিছনে ফিরতেই সুরঞ্জন ভুল,

ত্রুটিরা ভ্রুকুটি,

উল্লম্ব দিকে বোতামের গন্ডগোলের লিফটের ত্বরণ

বানানেরা বিভ্রমে ভ্রমানূুসারে চেঁচামেচি করে, গদ্যের মৌসুমে পদ্যের কাঁকর, কালবৈশাখ মনে পড়ে -

পিছন ফিরে তাকিয়ে বারবার পড়ছি

কালির কলমে ওঠার আগেই পেন্সিল ছুঁড়ে ফেলেছি,

ডাস্টারের সব ধূলো চকের ময়দা হয়ে নাকের কাছাকাছি -



হাইকুর মত করে ছোট হলেও

অচলায়তনে একটা লাল গাড়ি

চাকা ভাঙার দিন সমুখের বাতি,

এক আড়ালেই জলের অসুখ,

এক মগ্নতায় চুপ চাপ ফুল,

পিছনের দিকে একটা পশুপর্দার বাদ্যযন্ত্রী

মানুষের মহৎ গুণ পথের ধারে মুর্চ্ছনায় মিশে থাকে।



সামনে আসছে আশার প্রাপক,

কল খুলে কাউকে না দেখে মুখ লাগিয়ে তৃষ্ণাপান

বিশুদ্ধ নয়, অধিকাংশই আমার বাস্তব

চলে যাচ্ছে - এই তো তূনবীনে।



-

ড্রাফট ১.০

সব কিছুই এক রকম হবে তা তো না।



মন্তব্য ৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ১২:২৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+

২| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ৯:৫৭

সায়েম মুন বলেছেন: ভাললাগা রইলো।

৩| ০৩ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

সুমন কর বলেছেন: সুন্দর !!

৪| ০৩ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

লেখোয়াড় বলেছেন:
অনেক দিন পর আপনার কবিতা পড়লাম।
অনেকের ভীড়ে আপনার কবিতার একটি আলাদা স্বাদ পাই।

৫| ০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খুব সুন্দর।।

৬| ০৬ ই আগস্ট, ২০১৪ ভোর ৫:৩৯

নস্টালজিক বলেছেন: সামনে আসছে আশার প্রাপক,
কল খুলে কাউকে না দেখে মুখ লাগিয়ে তৃষ্ণাপান
বিশুদ্ধ নয়, অধিকাংশই আমার বাস্তব
চলে যাচ্ছে - এই তো তূনবীনে।



চমৎকার।


তূনবীন- মানে কি?


শুভেচ্ছা, স্বদেশ।


ভালো থাকুন নিরন্তর।

৭| ২০ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৩

রোদের গল্প বলেছেন: এক মগ্নতায় চুপ চাপ ফুল ...

শুভেচ্ছা স্বদেশ, আপনার লেখার বরাবর মুগ্ধ পাঠক আমি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.