নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারে যাই

সময়টা কি করে দেবে সেটা তার অধিকারী জানে, চাইলে পোকায় ধরে নষ্ট কাল ভেসে যাবে যমুনার বানে

স্বদেশ হাসনাইন

ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]

স্বদেশ হাসনাইন › বিস্তারিত পোস্টঃ

এই বেশ কপিক্যাট

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০১

স্বাদগ্রন্থি হয়েছে ছিনতাই,

তুমি অখাদ্য খাও, দেখে দেখে আমিও চিবাই -

তুমি মরছো অতএব পরলোকটা চাই,

পোস্টারের মানুষ পেতে

গড়পড়তা পথের অড়তে

লাল পিপাসার ঘ্রানে

নেশাখোরতে কিউতে দাঁড়াই।

আমি আপনাদের দলে অবশ্যই

জন্মের কারাগার ছেড়ে চিতা কিংবা গোরে পালাবোই,



স্বাগতম অনিয়ম,

আয় বালিশে চিয়ারলিডার ঘুম

নবাব নেই তবু পরাধীন

স্বাধীনতা দিয়েছে বাথরুম।

বোম্বের মরিচ নেই

পত্রিকার পাতা জুড়ে মশল্লা তারকারা,

ধার চাইতেই নির্বাক যাবতীয় গ্রহ তারা।



শোনের বিলিয়ন ডলারের

সুস্বাধীন সরকার,

সবজি বাজার থেকে কিছু সবুজ পাতা

পেটস্থ আগ্নেয়গিরিতে দরকার।

=

ড্রাফট ১.০ / এটা খসড়া খাতাই। ছন্দ পাবো কই?



মরণকে স্বেচ্ছায় না ডেকে আনলে সৃষ্টির সাধ্য নেই সহজে হারায়।

আগাম লিখে যাওয়া এপিটাফের পদ্য বৃহস্পতির ঈর্ষা জাগায়

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৩:৩২

আহসানের ব্লগ বলেছেন: বাহ। :)

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪৬

স্বদেশ হাসনাইন বলেছেন: ধন্যবাদ, আহসান।

২| ০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৩৪

লেখোয়াড় বলেছেন:
"মরণকে স্বেচ্ছায় না ডেকে আনলে সৃষ্টির সাধ্য নেই সহজে হারায়।
আগাম লিখে যাওয়া এপিটাফ পদ্য বৃহস্পতির ঈর্ষা জাগায় "

............... আমাদের মতো সাধরণের কাছে এসব ব্যাখ্যা করা কঠিন।
আমাদের শুধু অবাক হয়ে শুনে যেতে হয়।

অনেক ভাল লাগল কবি।

১১ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৪২

স্বদেশ হাসনাইন বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৩| ০৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
চমৎকার!

১১ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৪৪

স্বদেশ হাসনাইন বলেছেন: ধন্যবাদ আহমেদ আলাউদ্দিন

৪| ০৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:১১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সুন্দর।

১১ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৪৪

স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক কৃতজ্ঞ, দূর্জয়

৫| ০৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৫

লাল নীল স্বপ্ন বলেছেন: ভাল লাগলো।

১১ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৪৪

স্বদেশ হাসনাইন বলেছেন: ধন্যবাদ

৬| ০৫ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০১

অতঃপর জাহিদ বলেছেন: দারুণ লিখেছেন!

১১ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৪৩

স্বদেশ হাসনাইন বলেছেন: ধন্যবাদ জাহিদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.