নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারে যাই

সময়টা কি করে দেবে সেটা তার অধিকারী জানে, চাইলে পোকায় ধরে নষ্ট কাল ভেসে যাবে যমুনার বানে

স্বদেশ হাসনাইন

ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]

স্বদেশ হাসনাইন › বিস্তারিত পোস্টঃ

মিশ্র - ১৩

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৬

কুৎসিত রমণীর মাথার ওপরেও

অপূর্ব পূর্ণিমা ঝুলে থাকে,

আনন্দের পরিমাণ কম নয় সহসা ভিখিরির থালায়

মাতৃবিয়োগের অসহনীয় দিন স্মৃতিগুলো যখন সন্তানদের ডুকরে কাঁদায়

ব্যস্ত থাকে রাহাজানির তল্লাট,

আজানের কাজ আজান করে যায়

*

ডুবায় ভানু ধৈর্য ধূলায়, চন্দ্র তাকে ডাকে

শশী লুকায় রাহুর ঠোঁটে অপেক্ষা পায় তাকে

অপেক্ষা আর নেত্রসোমা জলের দেখা পেলে

অশ্রু এবং মায়ার স্রোতে বদলে তারা গেলে

তখন যদি মীনের মত দুজনেই দেয় ডুব

জলের তলে কাছে থেকেও আড়াল থাকে খুব

অপেক্ষা তার শেষ হবে না, ঘুমিয়ে রবে সময়

কৃষ্ণপক্ষ মেঘ পেরুলেও অসীম হবে প্রণয়

*

খুব সখ করে কালি ও কাগজ নিজেরাই কিনে

পাড়ার ছাপাখানায় রাত্রি জেগে যে লিটল ম্যাগ ছাপে

তার সৌজন্য সংখ্যার মত কিছু সুখ -

কখন আবার

ছোট্ট মলাট খুলে

এসিড কাগজের ঘ্রাণ ছড়াবে,

কখন কার চোখে তাকাবে,

আর কখন ছাপার অক্ষরে বুকের কেন্দ্রে আটকে থাকবে!

*

যবে তাহারে পড়িল না মনে,

রহিল নিখিলে, অসমুদ্র গগনে

অপ্রার্থিব সে,

রহিল অসীমে মিশিয়া

মনে যারে রয়, কি কথা কয়?

ভুল এক এক চিত্র তায় আঁকে

ছায়া হয়ে মহাদেশ যেমন,

দেওয়ালের বুকে মানচিত্র হয়ে থাকে



*

আমাকে ইস্রাফিল এর মত একটা জব দেয়া হোক,

শিঙ্গা পাশে রেখে আ-কেয়ামত ঘুমাই। শিঙ্গা ঘুমাক আমি ঘুমাই,

ব্যস্ত দুনিয়ায় তার কাজ কর্ম নাই,

মিকাইলের মত হলেও মেঘ বৃষ্টি হিসাব করে সিজনে বিজি হতাম

তবে বেচারা কেরামুন কাতেবিন,

ঘাড় থেকে নেমে হাটা হাটি করার টাইম আর হবে না..

এত এত টেরাবাইট পাপ, লিখতে লিখতে বেচারা উদাস হয়ে হয়ে দেখে

ইস্রাফিলই সুখে..পাশে আরেকজন জিবরাইল, চিঠিপত্রের জমানা শেষ পয়গম্বর মরে যাবার পর,

আর ডেথ ডিপার্টমেন্ট ওভারলোডেড, কর্ম খালি পদে

শুধু আজরাইল চাই



-

ড্রাফট ১.০

বদলে যাবে আরো..

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
তখন যদি মীনের মত দুজনেই দেয় ডুব
জলের তলে কাছে থেকেও আড়াল থাকে খুব
অপেক্ষা তার শেষ হবে না, ঘুমিয়ে রবে সময়
কৃষ্ণপক্ষ মেঘ পেরুলেও অসীম হবে প্রণয়


এই লাইনগুলো বেশি ভালো লাগলো !

কবিতায় ++ ভালো থাকুন, লিখতে থাকুন ।

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৯

সাদরিল বলেছেন: আমাকে ইস্রাফিল এর মত একটা জব দেয়া হোক,
শিঙ্গা পাশে রেখে আ-কেয়ামত ঘুমাই। শিঙ্গা ঘুমাক আমি ঘুমাই,
ব্যস্ত দুনিয়ায় তার কাজ কর্ম নাই,



এত এত টেরাবাইট পাপ, লিখতে লিখতে বেচারা উদাস হয়ে হয়ে দেখে
ইস্রাফিলই সুখে..পাশে আরেকজন জিবরাইল, চিঠিপত্রের জমানা শেষ পয়গম্বর মরে যাবার পর,
আর ডেথ ডিপার্টমেন্ট ওভারলোডেড, কর্ম খালি পদে
শুধু আজরাইল চাই


এই দুটি অংশ সত্যি দারুন হয়েছে

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৫

হাসান মাহবুব বলেছেন: লেখার বৈচিত্রে মোহিত।

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫০

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.