নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারে যাই

সময়টা কি করে দেবে সেটা তার অধিকারী জানে, চাইলে পোকায় ধরে নষ্ট কাল ভেসে যাবে যমুনার বানে

স্বদেশ হাসনাইন

ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]

স্বদেশ হাসনাইন › বিস্তারিত পোস্টঃ

ডাঙ্গর

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫১

নদীর অঞ্চলের দীর্ঘ টানের উচ্চারণ আমার কানে বাজে - মৈনুদ্দি----ই। ও---ই মই--নুদ্দি। মইনুদ্দি রে..
সেলাম জেডা, ভালা আসুইন। টেট্রনের হাফ শার্ট পরা লোকটা দাঁড়াবে।
আমি শুনছি আর ভাবছি তাকে। পাশে সর্বাঙ্গে কাল বোরকাবৃতা তার বউটির নাম ভাবছি। ফুলি বা আকলিমা। তার বাচ্চার পরণে ঢোলা হাফপ্যান্টটা নতুন জেগে ওঠা চরের মত পেট দেখায়। জেডা বলে,
এইলা কেডা? মুসু না।
না জেডা, ছুডুলা, কুসু
মুসুরে চরপাড়া মার্দাসায় দিসি।
মাসাল্লা। বেডা চালায়া বড় অইতাসে। হেই দিন দেকছি কাঁচুলি। বাইসান, কিরুম ডাঙ্গর অয়া গেছে।
"ডাঙ্গর" শব্দের অর্থ বড় হওয়া। আমাকে ভাবায় ডাঙায় বিচরণের উপযোগী হয়ে যাওয়া বোঝাতেই এর প্রচলন করেছে। ডাঙ্গর হয়ে যায় সবাই। কিরুম ডাঙ্গর।

-
ড্রাফট ১.০

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৪

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো ভ্রাতা।

হ্যাপ্পি নিউ ইয়ার !:#P !:#P !:#P

০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৭

স্বদেশ হাসনাইন বলেছেন: থ্যাংকস

২| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৬

ডি মুন বলেছেন:

বাহ, পড়তে ভালো লাগছিল খুব।

লিখে ফেলুন আরো অনেকটুকু, একটা গল্প হয়ে যাক।

শুভেচ্ছা সবসময়।
ভালো থাকা হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.