নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারে যাই

সময়টা কি করে দেবে সেটা তার অধিকারী জানে, চাইলে পোকায় ধরে নষ্ট কাল ভেসে যাবে যমুনার বানে

স্বদেশ হাসনাইন

ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]

স্বদেশ হাসনাইন › বিস্তারিত পোস্টঃ

দাসত্ব

০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৯

দখিনা বিলাস নেই, কাসার হুড়কায় ঠন ঠন শব্দ নেই,

পুস্তকের ভাঁজে লেখা আছে রাজন্যের বংশলতিকা,

কিছু কথা; মুখে মুখে সেই কথা ফেরে -

বাতায়নে দীর্ঘকেশ শুকায়,

পাথরের সিংহের ভাঙা অংশ যেখানে,

পোড়ামাটিতে রাজন্যের স্তুতি যেখানে,

সসস্ত্র বরকন্দাজ নেই তার প্রহরায়

পৌরানিক গৃহে,

বইছে হুহু নোনাধরা হাওয়া,

উই ধরেছে, মরিচা ধরেছে, অভেদ্য পাঁচিলের গায়ে বুনোশ্যাওলার চাষ -

পথিক সে ইতিহাস দেখে

দীর্ঘশ্বাস ফেলে।

কঙ্কালের গায়ে লেখা নেই অধিপতি কে হবে,

মাংসের পেশীতে, মজ্জার শর্করায় কেউ জানে না ইতিহাস উল্টে গেল কি হবে তায় ক্ষতি

যুগে যুগে প্রভূ হয়ে যায় কেউ - অন্যরা অনুগত কিংবা অনুচর

শাখার চেয়ে উদ্ভিদের অভাবে,

ভাতের চেয়ে বিদ্রোহের অভাবে,

নিজেকে ভুসাকালির ছবিতে নগন্য ভেবে ভেবে

কষ্টার্জিত জীবন যায় ক্ষুধা,জরায় আর শীতে

অথচ তাবৎ নৃপতি ভৃত্যের মত মিশে যায় আগুন বা মাটিতে।

-

ড্রাফট ১.০

মন্তব্য ১৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৭

সেলিম আনোয়ার বলেছেন: দাসত্বের সে এক বিশাল ইতিহাস । !:#P

০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ৩:১৭

স্বদেশ হাসনাইন বলেছেন: ভাল আছেন...আপনার কবিতা পড়লাম। কমেন্ট হয় নি।

২| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩৬

আমি অথবা অন্য কেউ বলেছেন: Nice one. ++

০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ৩:১৭

স্বদেশ হাসনাইন বলেছেন: ধন্যবাদ

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৫

বিদ্রোহী বাঙালি বলেছেন: সবারই শেষ ঠিকানা হয় সাড়ে তিন হাত কবরে আর না হয় মাটিতে। তারপরও পার্থিব সুখের আয়োজনে কেউ শোষক, কেউ শোষিত, কেউ ধনী, কেউ গরীব, কেই দাস আবার কেউ প্রভু। অথচ যখন দিন ফুরিয়ে যায় সবাই এক। তবে কেন এই বৈষম্য?
ড্রাফ্‌ট হলেও মন্দ হয় নাই। সম্পাদিত অবস্থায় আরও শাণিত হবে আশা করছি। নিরন্তর শুভ কামনা রইলো।

০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ৩:১৮

স্বদেশ হাসনাইন বলেছেন: ভাল মন্তব্য। মজার বিষয় হল ড্রাফট থেকে সম্পাদিত হলে অনেক সময়ই দেখা যায় আগেরটাই ভাল ছিল মনে হয়।

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ৩:৪৬

বিদ্রোহী বাঙালি বলেছেন: সংশোধনঃ সবারই শেষ ঠিকানা হয় সাড়ে তিন হাত কবরে আর না হয় মাটিতে।>>সবারই শেষ ঠিকানা হয় সাড়ে তিন হাত কবরে আর না হয় চিতায়। (আগের মন্তব্যে এই লাইনটা ভুল ছিল)

০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১০

স্বদেশ হাসনাইন বলেছেন: বুঝতে পেরেছি। ব্লগ এসব চলে। এর চেয়ে ভুল নিয়ে পোস্ট দেই।

৫| ০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৬

বৃতি বলেছেন: সুন্দর।

০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১২

স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক ধন্যবাদ।

৬| ০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৫

নেক্সাস বলেছেন: স্বদেশ ভাই আপনার লিখা আমাকে ভীষন আন্দোলিত করে। এই কবিতাটি আমার এত ভাল লেগেছে।

ইতিহাসের বিবর্তন, রাজত্ব আর দাসত্নের ব্যাবধান, নির্যাতিত মানুষের বৈষয়িকের চেয়ে আত্মিক সংকট এবং সর্বশেষ মানুষের অভিন্ন পরিনতি সুন্দরভাবে ফুটে উঠেছে। আপনি যখন বলেন,

"যুগে যুগে প্রভূ হয়ে যায় কেউ - অন্যরা অনুগত কিংবা অনুচর
শাখার চেয়ে উদ্ভিদের অভাবে,
ভাতের চেয়ে বিদ্রোহের অভাবে"

আমি তখন ভাবনা তাড়িত না হয়ে পারিনা।


আমি প্রিয়তে রাখলাম।

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৩

স্বদেশ হাসনাইন বলেছেন: নেক্সাস, এখন কমেন্ট কম থাকি। বিশেষত না পড়ে কেবল খুশি করতে ভাল লাগা বলতে আলস্য লাগে বলে ..কিন্তু আপনার পড়া দেখে অনুপ্রাণিত হচ্ছি। অনেক সময় ধরে আছেন। ব্লগের প্যাশন দীর্ঘস্থায়ী হোক।

৭| ০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪০

তাহসিনুল ইসলাম বলেছেন: সুন্দর কবিতা। শুভকামনা রইলো।

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৩

স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক ধন্যবাদ তাহসিনুল ইসলাম। সব সময় স্বাগতম।

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২০

কলমের কালি শেষ বলেছেন: দাসত্ব ইতিহাস । সুন্দরভাবে ফুটে উঠেছে কবিতার চরনগুলোয় । +++

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪০

স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক ধন্যবাদ কলমের কালি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.