নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারে যাই

সময়টা কি করে দেবে সেটা তার অধিকারী জানে, চাইলে পোকায় ধরে নষ্ট কাল ভেসে যাবে যমুনার বানে

স্বদেশ হাসনাইন

ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]

স্বদেশ হাসনাইন › বিস্তারিত পোস্টঃ

সরল মানুষ

০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫১

"এই জমানায় তোমার মত সরল মানুষ মেলা ভার"

আমি খুশি হলাম!

ভাবান্তরে আপনি আমায় বলে দিলেন বোকা

সময়ের অনুপযোগী বোকা,

সভ্য ভাষায় তেল দিলেন,

সাম্প্রতিক কালের খবর ভাল রাখেন বুঝিয়ে দিলেন,

আবার সত্যিটা শুনে আমার মন যেন খারাপ না হয় তাও ভাবলেন

আপনি জানেন আমি মানুষটা কেমন,

আমিও জানি আপনি মানুষ কেমন

আমি যেন বড় হয়ে আপনার মত মানুষ হতে পারি



-

ড্রাফট ১.০

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১:০৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: //আমি যেন বড় হয়ে আপনার মত মানুষ হতে পারি//
হুম! কথাটা ঠিক বলেছেন। এটাই সত্যি। তাদের মতো মানুষ হতে না পারলে এই জমানায় বেঁচে থাকাই দায় হয়ে যাবে। সরল মানুষের ভাত দিন দিন উঠে যাচ্ছে। আফসোস!

সরল মানুষের মাঝেই গরল না হলেও যুগোপযোগী মানুষদেরই একটা চিত্র এঁকেছেন সাবলীল ভাষায় কিন্তু বেশ অর্থপূর্ণ। কবিতার ভিতরের কথা অনুধাবনের দাবী রাখে কবিতাটি। ভালো লিখেছেন স্বদেশ হাসনাইন।

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৮

স্বদেশ হাসনাইন বলেছেন: মূলকথা বুঝতে পেরেছেন.. ভাল লাগলো তাতে। ধন্যবাদ।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৫

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লিখেছেন ভ্রাতা।

সরল মানুষ হয়েই থাকতে চাই।

অনেক শুভকামনা।

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৯

স্বদেশ হাসনাইন বলেছেন: সরল মানুষই যেন রয়, ধন্যবাদ

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫০

সেলিম আনোয়ার বলেছেন: সরলতা সর্বোৎকৃষ্ট পন্থা ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩২

স্বদেশ হাসনাইন বলেছেন: একমত কিন্তু সরল মানুষদের দুর্গতির শেষ নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.