নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারে যাই

সময়টা কি করে দেবে সেটা তার অধিকারী জানে, চাইলে পোকায় ধরে নষ্ট কাল ভেসে যাবে যমুনার বানে

স্বদেশ হাসনাইন

ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]

স্বদেশ হাসনাইন › বিস্তারিত পোস্টঃ

ইস্পেশিয়াল দিবস

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৩

বৃদ্ধা মা বলল -

এইডে কি রে মনা? এই সব ফুল কার জন্যি? প্যাকেট ভরি মিস্টি আসতি গেলি ক্যা?

আপনের জন্যি

-আপনে রে না কয়িসি আইজ মাতা দিবস, ইস্পেশিয়াল দিবোস , খালি মায়ের জন্যি, শোদ্দার দিবোস,

কি? কি কলি? শোদ্দা??

কানে কম শুনে মা। বলে, কি পাগলামি কইরবার শুরু কইরলি রে মনা,

আমরা এইসব বুইঝবার পারি নে, আমগের জন্যি দিবোস ক্যান বানাবি?

আমি বলার আগেই বুড়ি বললেন, এইগুলান কি ইংরাজি পুস্তকে লিখা নাকি, অ্যা?

কত কী যে দেখবার পারবে মরার আগে! মুবাইল ফোন যন্তর দিয়া বিলাতীরা সব বশ কইরেছে তোদের। বস দিকি সামনে একটিপার। হেরিকেনে তোর মুখখানি দেখি।



--

ড্রাফট ১.০ /

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৮

নুর ইসলাম রফিক বলেছেন: ড্রাফট ১.০ / মা দিবসের নোট ছিল।
পেলাম খুঁজে।

মায়েদের গল্প কখনো পুরতন হয় না।
হয় ভালবাসার সৃত্বি।

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৬

স্বদেশ হাসনাইন বলেছেন: মায়েদের গল্প পুরনো হয় না নূর ইসলাম। ধন্যবাদ

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৫

নুসরাতসুলতানা বলেছেন: মাকে নিয়ে লিখতে কি 'মা দিবস ' লাগে ???

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪০

স্বদেশ হাসনাইন বলেছেন: না অবশ্যই লাগে না! তবে পশ্চিমাদের দেখাদেখি মা দিবস পালিত হয় এখন। আর তখন মাকে নিয়ে লেখার জন্য হিড়িক পড়ে। এটা লেখা হয়েছিল এটা উল্টোটা বলার জন্য যে আমাদের এখানে এই সব মা দিবসের প্রচলনটা বাহুল্যই।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


বস দিকি সামনে একটিপার। হেরিকেনে তোর মুখখানি দেখি।
মায়েদের চিরকালীন আকুতি।

ভালো লাগলো হাসনাইন ভাই।

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪১

স্বদেশ হাসনাইন বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই - প্রোফাইল পিকচারটার ফ্রেমে ভারী সুন্দর লাগছে মন্তব্যটাকে।

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৯

কলমের কালি শেষ বলেছেন: অনেক ভালো লাগলো লেখাখান ।

১০ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৪:২৮

স্বদেশ হাসনাইন বলেছেন: ধন্যবাদ অনেক...

৫| ০৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

আমি অথবা অন্য কেউ বলেছেন: ভালোলাগা। এটাই ফাইনাল করে ফেলেন। জীবনমুখী

১০ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৪:২৮

স্বদেশ হাসনাইন বলেছেন: কিছু ভাবনা আছে স্বল্পদৈর্ঘ ছবির মত । এটা বড় করতে গিয়ে মনে হয়.. ছোটই থাকুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.