নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারে যাই

সময়টা কি করে দেবে সেটা তার অধিকারী জানে, চাইলে পোকায় ধরে নষ্ট কাল ভেসে যাবে যমুনার বানে

স্বদেশ হাসনাইন

ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]

স্বদেশ হাসনাইন › বিস্তারিত পোস্টঃ

তেলাপোকা

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৪

তেলাপোকা মরে যাবার পর তার নামে কোন কুলখানি হয় না। সৎকার হয় না। বরং তাকে সরিয়ে ফেলে বাঁচে গৃহিনী।...ফের নতুন করে রান্না বান্নার কাজ শুরু হয়। অথচ এই তুচ্ছ কীট সামান্য খাবারের জন্য আশ্রিত ছিল। রাতের ঘোরে উচ্ছ্বিস্ট কুড়িয়ে তার বেঁচে থাকা। তার রুহের মাগফেরাতের জন্য রান্নাঘর বন্ধ থাকবে না।

-
ড্রাফট ১.০
আমি মনে করতে চাইছি গতকাল। যেমন পরশু। তারে আগের দিন। জল আমাকে ভাসিয়ে নিয়েছিল কিন্তু বন্যার গায়ে তেঁতুলের পাতার মত - যদিও বহুদিন এই মরীচিকার কাফেলায় আমার যাত্রা। মরীচ এর অর্থ জল। শুনেছি এক রাক্ষস ছিল কাছাকাছি নামে। বাসে করে আপিস যাত্রায় উঠে পড়ছি ভাড়া চাওয়ার শব্দ কানে আসছে। আমি আজ কোথাও নামনো না। যাক চলে উত্তর থেকে দক্ষিণের গাড়ি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.