নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারে যাই

সময়টা কি করে দেবে সেটা তার অধিকারী জানে, চাইলে পোকায় ধরে নষ্ট কাল ভেসে যাবে যমুনার বানে

স্বদেশ হাসনাইন

ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]

স্বদেশ হাসনাইন › বিস্তারিত পোস্টঃ

দেখতে চেয়েছিলাম

০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৫

আমি দেখতে চেয়েছিলাম এক লক্ষ স্বপ্নের ভিতরে
স্থাপিত কোন এক নি:সঙ্গ আসওয়াদ শিলা,
দৃষ্টিহীন মানবীর কাজল,
কেউ আর তাকাবে না তাতে, ছেনে তুলবে না মাটি,
প্রার্থনার মত বসে থাকবে জনশূন্য নির্জনে অভিজাত বাড়িগুলোর মাঠে
ঘাস ফোটাতে কৃত্রিম ফোয়ারার মত
ঝাঁঝরির ভিতর পানির থাকবে, বিচ্ছিন্ন জলদের
কিছুতে ফিরে আসা লাগবে না পাথুরে তৃণলতা ভিজিয়ে

কোথায় আমার অভিলাষী ব্যথা, কোথায় হাটতে হাটতে হিসেবি মানুষেরা
সবাই একা একা গুণ ভাগ করে, আমি দেখি নি এমন করে
সমুদ্রের ভিতর একটা ঢেউ নিজের জন্য ভেসে থাকলো!
নীরবতা আড়ালে আছে অপচয় সুন্দরে
একান্ত সুখে ফুটাতে থাকা আঙুলের গিটে

-
ড্রাফট ০.৫
নিছক শব্দজট, অর্থ না থাকলেও হয়

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৫

অন্ধবিন্দু বলেছেন:
স্বদেশ,

হিসেব করে শব্দজট ভালোই লিখেন দেখছি ! গিটে গিটে অর্থও বেঁধে দিন ! হাহ হাহ হা।

০৭ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০০

স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক ধন্যবাদ অন্ধবিন্দু...

২| ০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৭

তুষার কাব্য বলেছেন: কোথায় আমার অভিলাষী ব্যথা, কোথায় হাটতে হাটতে হিসেবি মানুষেরা
সবাই একা একা গুণ ভাগ করে, আমি দেখি নি এমন করে
সমুদ্রের ভিতর একটা ঢেউ নিজের জন্য ভেসে থাকলো!

অসাধারণ কথামালা কবি...

০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৯

স্বদেশ হাসনাইন বলেছেন: তুষার কাব্য - মনযোগী পাঠ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.