নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারে যাই

সময়টা কি করে দেবে সেটা তার অধিকারী জানে, চাইলে পোকায় ধরে নষ্ট কাল ভেসে যাবে যমুনার বানে

স্বদেশ হাসনাইন

ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]

স্বদেশ হাসনাইন › বিস্তারিত পোস্টঃ

উচ্ছেদ করার কারণ

০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৯

কারিব পরদেশ থেকে মফস্বলী ট্রেন, মানচিত্রের উপর শুয়ে থাকা
খোঁড়া কুকুরছানার মত পিছু পিছু অভাবের মানুষেরা হেঁটে আসে,
অভিযোগ, রোগশয্যা অটটনে নি:স্বরা পিছু ছাড়ে না
গরিবের উৎপাত যায় না - এমন কথা যারা শুনেছি বলে
মুছে ফেলা দরকার বড় সংখ্যায় হোমলেসের দাগ,
যেন অসুন্দর দরিদ্র
বড় ভেজাল
না পারে
রাখতে
ফেলতে
ঘিরে থাকে শ্রমিকের বাড়ি -
শীতাতপের আটপৌরে বিশ্ব গড়া হয়
পারফিউম স্প্রে করে ভাল থাকা হয়,
ইঁদুরের ঘ্রাণের মত চারপাশে মশা নোংরা অপাংক্তেয় শ্রেণী
চোখের আড়াল করে রাখা, প্রকাশ্য দুর্দশায়
যা কিছু ঐ উঁচু দেয়ালের আড়ালে যেন থাকে।

-
ড্রাফট ১.০

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৮

নিলু বলেছেন: লিখে যান

০৯ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২২

স্বদেশ হাসনাইন বলেছেন: শিওর
যাচ্ছি লিখে
যা আছে কপালে
..স্টে টিউনড

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.