নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারে যাই

সময়টা কি করে দেবে সেটা তার অধিকারী জানে, চাইলে পোকায় ধরে নষ্ট কাল ভেসে যাবে যমুনার বানে

স্বদেশ হাসনাইন

ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]

স্বদেশ হাসনাইন › বিস্তারিত পোস্টঃ

এক জীবনেই

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০০

এক জীবনের ভেতর তুমি মার্ক টোয়েন
এক জীবনে রবিঠাকুর হয়ে যাও
এক জীবনেই হয়ে যাবে বারাক ওবামা
এক জীবনেই অস্ত্রধারী খুনি,
এক জীবনেই হবে মুচি, হাসি মাখা যাদুকর,
এক জীবনের ভেতর তোমার দুর্গাপূজা, বা গীর্জার যাজক -
এক জীবনেও গান গাওয়া
এক জীবনেই অশ্রুসংবরণ,
এক জীবনের পথ ধরে বাউলের মত দিশাহীন
এক জীবনে নদী জুড়ে মাঝি হয়ে থাকো,
এক জীবনে ধর্ষিতা, কৃতদাসের পীড়ন,
এক জীবনে দুরারোগ্য বাধ্যির সঙ্গে নেকড়ের মত যুদ্ধ করা,
এক জীবনে বেহালা সরোদ,
এক জীবনেই বেসুরো বসবাস
এক জীবনে প্রেম পেয়ে মরে যাবার সখ
এক জীবনে কন্ঠনালীতে নেমে যায় প্রেমহন্তা বিষ,
বিরাট নায়েগ্রা জলপ্রপাত যে মানুষ বাঁধ দেয়ার স্বপ্ন দেখেছে
যে সপ্তাশ্চর্য পিরামিড নির্মাণ করার ইচ্ছে করেছে
সব এক জীবনে - মাত্র এক জীবনে
-
ড্রাফট ১.০

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৪

নিলু বলেছেন: দুরন্ত দুরাশা যে ,

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৭

স্বদেশ হাসনাইন বলেছেন: জলাবৃত অন্নতে গোঘৃত

২| ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:০১

হাসান মাহবুব বলেছেন: জীবন এত ছোট কেন!

১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৭

স্বদেশ হাসনাইন বলেছেন: জীবন এত ছোট কেন!

৩| ১২ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২৭

নেক্সাস বলেছেন: এক জীবনে কত রং...কত স্বপ্ন.....কত কাজ।তবুও জীবন কত ছোট

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.