নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারে যাই

সময়টা কি করে দেবে সেটা তার অধিকারী জানে, চাইলে পোকায় ধরে নষ্ট কাল ভেসে যাবে যমুনার বানে

স্বদেশ হাসনাইন

ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]

স্বদেশ হাসনাইন › বিস্তারিত পোস্টঃ

পারলে ডুবা ডুবি খেলি

১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫১


বাঁচার জন্য দায়ী থাকে অতিরিক্ত একটি অনাত্মহত্যার চৌকিদার, সুপ্রিয় কুকুর যে আশা দেয় পরের মোমেন্ট, একটি হারাম প্রেম - থৈ থৈ বাণভাসি কাগজের কিস্তি, ভুল করে কান নিয়েছে যে সঙ্গীতের তার, নিষিক্ত স্নেহের তৃষ্ণা অথবা অপুষ্পিত চটের শয্যায় পড়ে থাকা জৈবিক প্রাণ
-
দর্পনের চাল বাছে হসন্তপুরবাসী,
কৃষকের নত্বষত্ব ভ্যাবাচেকা মুকুট, জলসার স্বাবলম্বী ত্বরণে কেবল বৈভব ছন্দময় -
দড়ি দড়ি অপত্য পুষ্টিবিজ্ঞান
চুলের গাঁথুনিতে রিঠার সাত আসমানের খিঁচুনি
-
কারণ বলিও যদি থাকে। কি জন্য মমতার ভিতর কুত্তার ছাও ডাকে মা। হা হা করিয়া হাসিতে পারে না - খালি বিছুন চাহনি, কি জন্য রক্ত গড়ায়ে পড়ে, শহীদ হয় নাই রক্তনাশা সুর, এত গুলান মাগরেব পিরিতি কেবল বলে সংসার নিরানন্দ, প্রবল ব্যাথা আসিয়া বকুল গাছ কাটে
চাহিবা মাত্র একখানি সিট দিব, সোনার মূল্যমানে তেজপাতা দিব। রোস্ট করিয়া খাও যত খুশি ঐ পাঞ্জাবির ভিতর রাখা মধ্যবিত্ত সংসার, শাড়ির আঁচলে বাঁধিয়া রাখা গ্যাসের চুলার নব
যা ফিরা সোনালী বেয়াই- তোর জামাই এর গলার ফাঁস খয়েরী রঙের চেইন। জামাইয়ের পায়ে পইড়া ভিক্ষা চা ডায়মন্ড জুবিলি, তার যাবতীয় প্রদাহে সইপা দে তোর পীরিতের মাগন, যৌবনের বুনি,
এই কথা কহিলে ভুয়া হইবে পৃথিবীর নীল গর্তে পড়া নেপচুনের থুতু।
যা কিছু সরল বানানে পাই মনে হয় হত্যা করি তৈমুর লঙ। বল খেলি কাদা লাগাই নিজের শুভত্বের নরম কাপড়ে।
-
কিছু তোর পাইবার কথা আছে?
কি আছে সরল রেখায় - আয়নার রুসমত দেখায় কি আছে,
কি কথা বহু দিন পরে সাপের ফনার মত
বেদের আয়ের ইনকাম থেকে সহসা বাহির হয়
দন্তহীন বিপ্লবের বিন্দাসে
আমারও তেমন কিছু বলিবার নাই,
আমি এক দাসত্বের মজুর হাত নাই
পা নাই
না থাকিবার কালে কেবল জঠরের শিকল
বান্ধে আমার কলিজারে, হাড়ে হাড়ে
আমার কত সখ জন্মাইছে কচুরির পানার
ভিতর ফুলের মতন, করিয়া যতন
সতীন যত ইচ্ছা আসল ইচ্ছারে
সহজাত কেইচা দেয় হাড়ে হাড়ে
-
বাটিতে কাসার শব্দ যদিও নির্মিত পেলিস্টিক কাঠে।
ইচ্ছার কমতি নাই, পারলে জামা ছিঁড়ে মহাকাশ বানাই। পারলে মুঠার ভিতর সমুদ্রেরে ভরে ইচ্ছা মত ডুবা ডুবি খেলি।

-
ড্রাফট ১.০

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: কিছু তোর পাইবার কথা আছে?
কি আছে সরল রেখায় - আয়নার রুসমত দেখায় কি আছে,
কি কথা বহু দিন পরে সাপের ফনার মত
বেদের আয়ের ইনকাম থেকে সহসা বাহির হয়
দন্তহীন বিপ্লবের বিন্দাসে

১৯ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

স্বদেশ হাসনাইন বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য @ নাজমুল হাসান মজুমদার

২| ১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৯

সুমন কর বলেছেন: এবারের বইমেলায় অাপনার কোন বই বের হচ্ছে কি? যদি হয় তাহলে নাম, ধরন, প্রকাশক, মূল্য, প্রাপ্তিস্থান, প্রচ্ছদ -- এ তথৎগুলো দিতে হবে, পোস্ট দেবার ইচ্ছা আছে।

১৯ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

স্বদেশ হাসনাইন বলেছেন: ধন্যবাদ, সুমন কর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.